আবরার নাঈম
ইসলামের সব বিধানই নবী (সা.) সাহাবিদের সামনে বর্ণনা করতেন। তবে মাঝেমধ্যে কোনো কোনো সাহাবিকে এককভাবে ডেকে বিশেষ কিছু নসিহত করতেন। তেমনই একদিন হজরত আলী (রা.)-কে তিনটি গুরুত্বপূর্ণ নসিহত করলেন। নাসায়ির হাদিসে এসেছে, তিনি আলী (রা.)-কে তিনটি কাজে দেরি না করার নির্দেশ দেন। যথা:
১. নামাজ: যখন ওয়াক্ত আসে, তখনই নামাজ আদায় করা উত্তম। কাসিম ইবনে গান্নাম (রহ.)-এর থেকে তাঁর ফুফু ফারওয়া (রা.)-এর সূত্রে বর্ণিত, যিনি নবী (সা.)-এর কাছে বাইয়াত গ্রহণকারী নারীদের অন্তর্ভুক্ত ছিলেন। তিনি বলেন, ‘রাসুল (সা.)-কে প্রশ্ন করা হলো, কোন কাজটি সবচেয়ে ভালো? তিনি বললেন, আওয়াল (প্রথম) ওয়াক্তে নামাজ আদায় করা।’ (তিরমিজি: ১৭০)
২. জানাজা: যখনই জানাজা উপস্থিত হয়, তখনই দেরি না করে নামাজ আদায় করা উচিত। হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.) বলেছেন, তোমরা জানাজা তাড়াতাড়ি পড়ে নেবে। যদি সে নেককার হয় তবে তা তার জন্য কল্যাণকর। তোমরা তাকে তাড়াতাড়ি তার কল্যাণের দিকে পাঠিয়ে দাও। আর যদি বদকার হয়, তবে একজন বদকারকে স্বীয় স্কন্ধ থেকে নামিয়ে রাখো। (নাসায়ি: ১৯১০)
৩. বিবাহযোগ্য নারী: যখনই বিবাহযোগ্য নারীর জন্য উপযুক্ত পাত্র পাওয়া যাবে, তখনই বিয়ে দিয়ে দেওয়া উত্তম। হজরত আবদুল্লাহ (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসুল (সা.) আমাদেরকে বলেছেন, তোমাদের যে ব্যক্তি বিয়ের খরচাদির সামর্থ্য রাখে, সে যেন বিয়ে করে; আর যে ব্যক্তি অসমর্থ, সে যেন সিয়াম পালন করে। এটি তার যৌন তাড়নার নিয়ন্ত্রক। (নাসায়ি: ৩২০৮)
ইসলামের সব বিধানই নবী (সা.) সাহাবিদের সামনে বর্ণনা করতেন। তবে মাঝেমধ্যে কোনো কোনো সাহাবিকে এককভাবে ডেকে বিশেষ কিছু নসিহত করতেন। তেমনই একদিন হজরত আলী (রা.)-কে তিনটি গুরুত্বপূর্ণ নসিহত করলেন। নাসায়ির হাদিসে এসেছে, তিনি আলী (রা.)-কে তিনটি কাজে দেরি না করার নির্দেশ দেন। যথা:
১. নামাজ: যখন ওয়াক্ত আসে, তখনই নামাজ আদায় করা উত্তম। কাসিম ইবনে গান্নাম (রহ.)-এর থেকে তাঁর ফুফু ফারওয়া (রা.)-এর সূত্রে বর্ণিত, যিনি নবী (সা.)-এর কাছে বাইয়াত গ্রহণকারী নারীদের অন্তর্ভুক্ত ছিলেন। তিনি বলেন, ‘রাসুল (সা.)-কে প্রশ্ন করা হলো, কোন কাজটি সবচেয়ে ভালো? তিনি বললেন, আওয়াল (প্রথম) ওয়াক্তে নামাজ আদায় করা।’ (তিরমিজি: ১৭০)
২. জানাজা: যখনই জানাজা উপস্থিত হয়, তখনই দেরি না করে নামাজ আদায় করা উচিত। হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.) বলেছেন, তোমরা জানাজা তাড়াতাড়ি পড়ে নেবে। যদি সে নেককার হয় তবে তা তার জন্য কল্যাণকর। তোমরা তাকে তাড়াতাড়ি তার কল্যাণের দিকে পাঠিয়ে দাও। আর যদি বদকার হয়, তবে একজন বদকারকে স্বীয় স্কন্ধ থেকে নামিয়ে রাখো। (নাসায়ি: ১৯১০)
৩. বিবাহযোগ্য নারী: যখনই বিবাহযোগ্য নারীর জন্য উপযুক্ত পাত্র পাওয়া যাবে, তখনই বিয়ে দিয়ে দেওয়া উত্তম। হজরত আবদুল্লাহ (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসুল (সা.) আমাদেরকে বলেছেন, তোমাদের যে ব্যক্তি বিয়ের খরচাদির সামর্থ্য রাখে, সে যেন বিয়ে করে; আর যে ব্যক্তি অসমর্থ, সে যেন সিয়াম পালন করে। এটি তার যৌন তাড়নার নিয়ন্ত্রক। (নাসায়ি: ৩২০৮)
ইসলাম একটি পরিপূর্ণ জীবনব্যবস্থা, যা মানবজীবনের প্রতিটি দিকের জন্য সুনির্দিষ্ট দিকনির্দেশনা দিয়েছে। ব্যক্তিজীবন থেকে শুরু করে পরিবার ও সমাজের প্রতিটি ক্ষেত্রে ইসলামি শিক্ষার গুরুত্ব অপরিসীম। বর্তমানে যখন পারিবারিক বন্ধন শিথিল হচ্ছে এবং সমাজে নৈতিক অবক্ষয় দেখা দিচ্ছে, তখন ইসলামি শিক্ষার প্রচলন...
১২ আগস্ট ২০২৫পবিত্র কোরআনের অন্যতম ফজিলতপূর্ণ আয়াত হলো ‘আয়াতুল কুরসি।’ মহানবী (সা.) এই আয়াতটিকে কোরআনের শ্রেষ্ঠ আয়াত হিসেবে আখ্যা দিয়েছেন। একবার তিনি সাহাবি উবাই ইবনে কাআব (রা.)-কে জিজ্ঞেস করলেন, ‘তোমার মতে কোরআনের কোন আয়াতটি সবচেয়ে মহান?’ জবাবে উবাই (রা.) বলেন, ‘আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া...’
১২ আগস্ট ২০২৫ক্ষমতা বা রাজত্ব পেলে মানুষ আল্লাহ ভোলা হয়ে যায়। হয়ে ওঠে বেপরোয়া ও অহংকারী। দুর্বলের ওপর অবাধে চালায় অত্যাচার ও নিপীড়ন। আসলে ক্ষমতাসীনদের জন্য আল্লাহর পক্ষ থেকে এটা একটা বড় পরীক্ষা। ক্ষমতা পেয়ে বান্দা কেমন আচরণ করে, সেটাই দেখতে চান আল্লাহ তাআলা। তবে সবাই তো এক না।
১১ আগস্ট ২০২৫আল্লাহ তাআলার অফুরন্ত নেয়ামতের অবারিত ঠিকানা জান্নাত। জান্নাতকে পার্থিব নেয়ামত দ্বারা আল্লাহ তাআলা সাজিয়েছেন—যা কোনো চোখ চোখ দেখেনি, কোনো কান শোনেনি এবং কোনো ব্যক্তির অন্তর তা কল্পনাও করতে পারেনি।
১১ আগস্ট ২০২৫