মুফতি সফিউল্লাহ
সালাম মুসলমানদের একটি তাৎপর্যপূর্ণ অভিবাদন। বহু যুগ আগে থেকেই সালামের রীতি চলে আসছে। পবিত্র কোরআনে উল্লেখ রয়েছে, ‘তোমার নিকট ইবরাহিমের সম্মানিত মেহমানদের বৃত্তান্ত এসেছে? যখন তারা তার কাছে উপস্থিত হয়ে বলল, সালাম। উত্তরে তিনিও বললেন, সালাম।’ (সুরা জারিয়াত: ২৪-২৫)
এই সুরা থেকে আমরা দেখতে পাই, সালাম শুধু মহানবী (সা.)-এর উম্মতের মধ্যেই নয়, সব জাতির মাঝে এক শান্তির বার্তা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।
সালাম শুধু একটি অভ্যাস নয়, বরং এটি এক মুসলমানের প্রতি অপর মুসলমানের অধিকার। পবিত্র হাদিসে বলা হয়েছে, সালামের জবাব দেওয়া ওয়াজিব। সালামের জবাব না দেওয়া মারাত্মক পাপ। সালাম শুধু সৌজন্য নয়, বরং এটি পবিত্র দোয়া ও একে অপরের প্রতি শ্রদ্ধা প্রদর্শনের উত্তম পন্থা।
আশ্চর্যজনকভাবে, অনেক সময় আমরা দেখি উচ্চ পদস্থ কর্মকর্তাগণ, প্রভাবশালী ব্যক্তিরা অন্যদের কাছ থেকে সালাম পাওয়ার অপেক্ষায় থাকেন, কিন্তু নিজেরা সালাম দিতে একেবারেই অনীহা প্রকাশ করেন। এটি শুধুমাত্র অহংকারের লক্ষণ নয়, বরং সমাজে ভুল ধারণা সৃষ্টি করে।
মহানবী হজরত মুহাম্মদ (সা.) ছিলেন সর্বোত্তম আদর্শ। তিনি ধনী-দরিদ্র, ছোট-বড় সবার সঙ্গেই সালাম বিনিময় করতেন। হজরত আনাস (রা.) বলেন, ‘একবার আমি নবী করিম (সা.)-এর সঙ্গে ছিলাম। শিশুদের পাশ দিয়ে অতিক্রমকালে তিনি তাদের সালাম করলেন।’ (জামে তিরমিজি: ২৭৩৫)। এই হাদিস আমাদের জন্য বড় শিক্ষা।
যখন একজন মুসলমান আরেকজন মুসলমানের সঙ্গে দেখা করে, তখন প্রথমেই সালাম বিনিময় করা উচিত। নবীজি (সা.) বলেন, ‘নিশ্চয়ই আল্লাহর কাছে উত্তম সেই ব্যক্তি, যে প্রথমে সালাম দেয়।’ (সুনানে আবু দাউদ: ৫১৯৭)
পরিবারে প্রবেশ করার সময় সালাম দেওয়া উচিত, কারণ এতে ঘরে বরকত আসে। হজরত আনাস (রা.) বলেন, আল্লাহর রাসুল আমাকে বলেছেন, ‘বৎস, যখন পরিবার-পরিজনের কাছে যাবে, তখন তাদের সালাম দেবে। এতে তোমার ও পরিবারের বরকত হবে।’ (জামে তিরমিজি: ২৭৩৭)
নবী করিম (সা.) আরও বলেন, ‘যখন তোমরা কোনো ঘরে প্রবেশ করবে, তখন সালাম দেবে। এটা তোমাদের জন্য শান্তি, বরকত ও রহমতের কারণ হবে।’ (সহিহ্ মুসলিম: ৫৬)
সালামের গুরুত্ব শুধু এই পৃথিবীতেই সীমাবদ্ধ নয়, পরকালেও থাকবে। মৃত্যু, কিয়ামত, জান্নাত—সব জায়গায় মোমিনদের একে অপরকে সালাম দিয়ে সম্ভাষণ জানানো হবে। পবিত্র কোরআনে এসেছে, ‘যেদিন তারা আল্লাহর সঙ্গে মিলিত হবে, সেদিনও তাদের অভিবাদন হবে সালাম।’ (সুরা আহজাব: ৪৪)
সালামের মাধ্যমে মানবিক সম্পর্ক গড়ে ওঠে—যা আমাদের জীবনে শান্তি ও ভালোবাসা প্রতিষ্ঠা করে। তাই সালামের প্রচলন ও অনুশীলন আরও বিস্তৃত করা উচিত।
লেখক: শিক্ষক, জামিয়া মিফতাহুল উলূম নেত্রকোনা
সালাম মুসলমানদের একটি তাৎপর্যপূর্ণ অভিবাদন। বহু যুগ আগে থেকেই সালামের রীতি চলে আসছে। পবিত্র কোরআনে উল্লেখ রয়েছে, ‘তোমার নিকট ইবরাহিমের সম্মানিত মেহমানদের বৃত্তান্ত এসেছে? যখন তারা তার কাছে উপস্থিত হয়ে বলল, সালাম। উত্তরে তিনিও বললেন, সালাম।’ (সুরা জারিয়াত: ২৪-২৫)
এই সুরা থেকে আমরা দেখতে পাই, সালাম শুধু মহানবী (সা.)-এর উম্মতের মধ্যেই নয়, সব জাতির মাঝে এক শান্তির বার্তা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।
সালাম শুধু একটি অভ্যাস নয়, বরং এটি এক মুসলমানের প্রতি অপর মুসলমানের অধিকার। পবিত্র হাদিসে বলা হয়েছে, সালামের জবাব দেওয়া ওয়াজিব। সালামের জবাব না দেওয়া মারাত্মক পাপ। সালাম শুধু সৌজন্য নয়, বরং এটি পবিত্র দোয়া ও একে অপরের প্রতি শ্রদ্ধা প্রদর্শনের উত্তম পন্থা।
আশ্চর্যজনকভাবে, অনেক সময় আমরা দেখি উচ্চ পদস্থ কর্মকর্তাগণ, প্রভাবশালী ব্যক্তিরা অন্যদের কাছ থেকে সালাম পাওয়ার অপেক্ষায় থাকেন, কিন্তু নিজেরা সালাম দিতে একেবারেই অনীহা প্রকাশ করেন। এটি শুধুমাত্র অহংকারের লক্ষণ নয়, বরং সমাজে ভুল ধারণা সৃষ্টি করে।
মহানবী হজরত মুহাম্মদ (সা.) ছিলেন সর্বোত্তম আদর্শ। তিনি ধনী-দরিদ্র, ছোট-বড় সবার সঙ্গেই সালাম বিনিময় করতেন। হজরত আনাস (রা.) বলেন, ‘একবার আমি নবী করিম (সা.)-এর সঙ্গে ছিলাম। শিশুদের পাশ দিয়ে অতিক্রমকালে তিনি তাদের সালাম করলেন।’ (জামে তিরমিজি: ২৭৩৫)। এই হাদিস আমাদের জন্য বড় শিক্ষা।
যখন একজন মুসলমান আরেকজন মুসলমানের সঙ্গে দেখা করে, তখন প্রথমেই সালাম বিনিময় করা উচিত। নবীজি (সা.) বলেন, ‘নিশ্চয়ই আল্লাহর কাছে উত্তম সেই ব্যক্তি, যে প্রথমে সালাম দেয়।’ (সুনানে আবু দাউদ: ৫১৯৭)
পরিবারে প্রবেশ করার সময় সালাম দেওয়া উচিত, কারণ এতে ঘরে বরকত আসে। হজরত আনাস (রা.) বলেন, আল্লাহর রাসুল আমাকে বলেছেন, ‘বৎস, যখন পরিবার-পরিজনের কাছে যাবে, তখন তাদের সালাম দেবে। এতে তোমার ও পরিবারের বরকত হবে।’ (জামে তিরমিজি: ২৭৩৭)
নবী করিম (সা.) আরও বলেন, ‘যখন তোমরা কোনো ঘরে প্রবেশ করবে, তখন সালাম দেবে। এটা তোমাদের জন্য শান্তি, বরকত ও রহমতের কারণ হবে।’ (সহিহ্ মুসলিম: ৫৬)
সালামের গুরুত্ব শুধু এই পৃথিবীতেই সীমাবদ্ধ নয়, পরকালেও থাকবে। মৃত্যু, কিয়ামত, জান্নাত—সব জায়গায় মোমিনদের একে অপরকে সালাম দিয়ে সম্ভাষণ জানানো হবে। পবিত্র কোরআনে এসেছে, ‘যেদিন তারা আল্লাহর সঙ্গে মিলিত হবে, সেদিনও তাদের অভিবাদন হবে সালাম।’ (সুরা আহজাব: ৪৪)
সালামের মাধ্যমে মানবিক সম্পর্ক গড়ে ওঠে—যা আমাদের জীবনে শান্তি ও ভালোবাসা প্রতিষ্ঠা করে। তাই সালামের প্রচলন ও অনুশীলন আরও বিস্তৃত করা উচিত।
লেখক: শিক্ষক, জামিয়া মিফতাহুল উলূম নেত্রকোনা
ইসলাম একটি পরিপূর্ণ জীবনব্যবস্থা, যা মানবজীবনের প্রতিটি দিকের জন্য সুনির্দিষ্ট দিকনির্দেশনা দিয়েছে। ব্যক্তিজীবন থেকে শুরু করে পরিবার ও সমাজের প্রতিটি ক্ষেত্রে ইসলামি শিক্ষার গুরুত্ব অপরিসীম। বর্তমানে যখন পারিবারিক বন্ধন শিথিল হচ্ছে এবং সমাজে নৈতিক অবক্ষয় দেখা দিচ্ছে, তখন ইসলামি শিক্ষার প্রচলন...
১৯ দিন আগেপবিত্র কোরআনের অন্যতম ফজিলতপূর্ণ আয়াত হলো ‘আয়াতুল কুরসি।’ মহানবী (সা.) এই আয়াতটিকে কোরআনের শ্রেষ্ঠ আয়াত হিসেবে আখ্যা দিয়েছেন। একবার তিনি সাহাবি উবাই ইবনে কাআব (রা.)-কে জিজ্ঞেস করলেন, ‘তোমার মতে কোরআনের কোন আয়াতটি সবচেয়ে মহান?’ জবাবে উবাই (রা.) বলেন, ‘আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া...’
১৯ দিন আগেক্ষমতা বা রাজত্ব পেলে মানুষ আল্লাহ ভোলা হয়ে যায়। হয়ে ওঠে বেপরোয়া ও অহংকারী। দুর্বলের ওপর অবাধে চালায় অত্যাচার ও নিপীড়ন। আসলে ক্ষমতাসীনদের জন্য আল্লাহর পক্ষ থেকে এটা একটা বড় পরীক্ষা। ক্ষমতা পেয়ে বান্দা কেমন আচরণ করে, সেটাই দেখতে চান আল্লাহ তাআলা। তবে সবাই তো এক না।
১৯ দিন আগেআল্লাহ তাআলার অফুরন্ত নেয়ামতের অবারিত ঠিকানা জান্নাত। জান্নাতকে পার্থিব নেয়ামত দ্বারা আল্লাহ তাআলা সাজিয়েছেন—যা কোনো চোখ চোখ দেখেনি, কোনো কান শোনেনি এবং কোনো ব্যক্তির অন্তর তা কল্পনাও করতে পারেনি।
১৯ দিন আগে