মাওলানা ইসমাইল নাজিম
কারও মৃত্যুর খবর শুনলে বা কোনো বিপদের আভাস পেলে ইন্না লিল্লাহ পড়া সুন্নত। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, ‘তারা (মুমিনেরা) কোনো বিপদে পড়লে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলে।’ (সুরা বাকারা, আয়াত: ১৫৬) ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বাক্যের অর্থ হলো, আমরা আল্লাহর এবং নিশ্চয়ই তাঁর কাছেই ফিরে যাব।
দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী। সবাইকে একদিন মৃত্যুর স্বাদ নিতে হবে। মহান আল্লাহর কাছে ফিরে যেতে হবে এবং নিজেদের কর্মফল ভোগ করতে হবে। তাই কেউ মারা গেলে বা বিপদ এলে এই বাক্য পড়া মুমিনের কর্তব্য। এর মাধ্যমে মুমিন আল্লাহর অসীম ক্ষমতা ও বিচারদিনের অনিবার্যতার কথা স্বীকার করে নেন। সবকিছুই আল্লাহর নিয়ন্ত্রণাধীন এবং সবাইকেই একদিন আল্লাহর কাছে ফিরে যেতে হবে।
আল্লাহ তাআলা বান্দাকে বিভিন্নভাবে পরীক্ষা করেন। এসব বিপদে ইন্না লিল্লাহ পড়লে আল্লাহ বিকল্প বিনিময় দেন। এ বিষয়ে বিশেষ দোয়াও মহানবী (সা.) শিখিয়ে দিয়েছেন। এরশাদ হয়েছে, ‘কোনো মুমিন ব্যক্তি যখন বিপদে পড়ে এবং আল্লাহ তাকে যে দোয়া পড়তে বলেছেন তা পড়ে, তখন আল্লাহ তাকে ওই মুসিবতের উত্তম বদলা এবং আগের চেয়ে উত্তম বিকল্প দান করেন। (মুসলিম)
দোয়াটি হলো—ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি; ওয়া আখলিফ-লি খাইরাম মিনহা। অর্থ: আমরা আল্লাহর এবং নিশ্চয় আল্লাহর কাছেই ফিরে যাব। হে আল্লাহ, আমাকে আমার এই বিপদে বিনিময় দান করুন এবং আমার জন্য এর চেয়ে উত্তম ব্যবস্থা করে দিন।
লেখক: ইসলামবিষয়ক গবেষক
কারও মৃত্যুর খবর শুনলে বা কোনো বিপদের আভাস পেলে ইন্না লিল্লাহ পড়া সুন্নত। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, ‘তারা (মুমিনেরা) কোনো বিপদে পড়লে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলে।’ (সুরা বাকারা, আয়াত: ১৫৬) ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বাক্যের অর্থ হলো, আমরা আল্লাহর এবং নিশ্চয়ই তাঁর কাছেই ফিরে যাব।
দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী। সবাইকে একদিন মৃত্যুর স্বাদ নিতে হবে। মহান আল্লাহর কাছে ফিরে যেতে হবে এবং নিজেদের কর্মফল ভোগ করতে হবে। তাই কেউ মারা গেলে বা বিপদ এলে এই বাক্য পড়া মুমিনের কর্তব্য। এর মাধ্যমে মুমিন আল্লাহর অসীম ক্ষমতা ও বিচারদিনের অনিবার্যতার কথা স্বীকার করে নেন। সবকিছুই আল্লাহর নিয়ন্ত্রণাধীন এবং সবাইকেই একদিন আল্লাহর কাছে ফিরে যেতে হবে।
আল্লাহ তাআলা বান্দাকে বিভিন্নভাবে পরীক্ষা করেন। এসব বিপদে ইন্না লিল্লাহ পড়লে আল্লাহ বিকল্প বিনিময় দেন। এ বিষয়ে বিশেষ দোয়াও মহানবী (সা.) শিখিয়ে দিয়েছেন। এরশাদ হয়েছে, ‘কোনো মুমিন ব্যক্তি যখন বিপদে পড়ে এবং আল্লাহ তাকে যে দোয়া পড়তে বলেছেন তা পড়ে, তখন আল্লাহ তাকে ওই মুসিবতের উত্তম বদলা এবং আগের চেয়ে উত্তম বিকল্প দান করেন। (মুসলিম)
দোয়াটি হলো—ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি; ওয়া আখলিফ-লি খাইরাম মিনহা। অর্থ: আমরা আল্লাহর এবং নিশ্চয় আল্লাহর কাছেই ফিরে যাব। হে আল্লাহ, আমাকে আমার এই বিপদে বিনিময় দান করুন এবং আমার জন্য এর চেয়ে উত্তম ব্যবস্থা করে দিন।
লেখক: ইসলামবিষয়ক গবেষক
ইসলাম একটি পরিপূর্ণ জীবনব্যবস্থা, যা মানবজীবনের প্রতিটি দিকের জন্য সুনির্দিষ্ট দিকনির্দেশনা দিয়েছে। ব্যক্তিজীবন থেকে শুরু করে পরিবার ও সমাজের প্রতিটি ক্ষেত্রে ইসলামি শিক্ষার গুরুত্ব অপরিসীম। বর্তমানে যখন পারিবারিক বন্ধন শিথিল হচ্ছে এবং সমাজে নৈতিক অবক্ষয় দেখা দিচ্ছে, তখন ইসলামি শিক্ষার প্রচলন...
২৫ দিন আগেপবিত্র কোরআনের অন্যতম ফজিলতপূর্ণ আয়াত হলো ‘আয়াতুল কুরসি।’ মহানবী (সা.) এই আয়াতটিকে কোরআনের শ্রেষ্ঠ আয়াত হিসেবে আখ্যা দিয়েছেন। একবার তিনি সাহাবি উবাই ইবনে কাআব (রা.)-কে জিজ্ঞেস করলেন, ‘তোমার মতে কোরআনের কোন আয়াতটি সবচেয়ে মহান?’ জবাবে উবাই (রা.) বলেন, ‘আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া...’
১২ আগস্ট ২০২৫ক্ষমতা বা রাজত্ব পেলে মানুষ আল্লাহ ভোলা হয়ে যায়। হয়ে ওঠে বেপরোয়া ও অহংকারী। দুর্বলের ওপর অবাধে চালায় অত্যাচার ও নিপীড়ন। আসলে ক্ষমতাসীনদের জন্য আল্লাহর পক্ষ থেকে এটা একটা বড় পরীক্ষা। ক্ষমতা পেয়ে বান্দা কেমন আচরণ করে, সেটাই দেখতে চান আল্লাহ তাআলা। তবে সবাই তো এক না।
১১ আগস্ট ২০২৫আল্লাহ তাআলার অফুরন্ত নেয়ামতের অবারিত ঠিকানা জান্নাত। জান্নাতকে পার্থিব নেয়ামত দ্বারা আল্লাহ তাআলা সাজিয়েছেন—যা কোনো চোখ চোখ দেখেনি, কোনো কান শোনেনি এবং কোনো ব্যক্তির অন্তর তা কল্পনাও করতে পারেনি।
১১ আগস্ট ২০২৫