আপনার জিজ্ঞাসা
মুফতি হাসান আরিফ
প্রশ্ন: গ্রামের বাড়ি বেড়াতে গেলে কি নামাজ কসর করতে হবে? এ বিষয়ে ইসলামের নির্দেশনা জানতে চাই।
জাকির হোসেন, লালমনিরহাট
উত্তর: কেউ তাঁর অবস্থানস্থল থেকে ৪৮ মাইল তথা ৭৮ কিলোমিটার দূরে সফরের নিয়তে বের হয়ে নিজ এলাকা, গ্রাম বা শহর অতিক্রমের পর থেকেই শরিয়তের দৃষ্টিতে তিনি মুসাফির হয়ে যান। এভাবে সফর থেকে ফিরে আসার ক্ষেত্রেও নিজ এলাকার সীমানায় প্রবেশের সঙ্গে সঙ্গেই তাঁর সফরের বিধান শেষ হয়ে যায়। সফরের সময় নামাজ কসর তথা সংক্ষিপ্ত করতে হয়।
সফরে নামাজ সংক্ষিপ্ত করার বিষয়ে আল্লাহ বলেন, যখন তোমরা দেশে-বিদেশে ভ্রমণ করো, তখন নামাজ সংক্ষেপ করাতে দোষ নেই। (সুরা নিসা: ১০১)
মুসাফির যেখানে ভ্রমণে যাচ্ছে, সেখানে ১৫ দিনের কম সময় থাকার নিয়ত করলে ওই এলাকায় অবস্থানকালে নামাজ কসর করবে। আর ১৫ দিন বা ততোধিক সময় অবস্থানের নিয়ত করলে সে সেখানে মুকিম (স্থায়ী বসবাসকারীর মতো) হয়ে যাবে। যত দিন সেখানে থাকবে, পূর্ণ নামাজ আদায় করবে। (বাদায়েউস সানায়ে ১/১০৪)
সফরে নামাজের বিধান
মুসাফির চার রাকাতবিশিষ্ট ফরজ নামাজ একাকী বা কোনো মুসাফির ইমামের পেছনে আদায় করলে, নামাজ কসর করা আবশ্যক তথা ওয়াজিব। অর্থাৎ চার রাকাতবিশিষ্ট ফরজ নামাজ দুই রাকাত পড়বে। আবদুল্লাহ ইবনে আব্বাস (রা.) বলেন, ‘আল্লাহ তাআলা তোমাদের নবীর জবানে নামাজকে মুকিম অবস্থায় চার রাকাত এবং সফর অবস্থায় দুই রাকাত ফরজ করেছেন।’ (সহিহ্ মুসলিম: ৬৮৭)
তবে মুসাফির যদি স্থানীয় ইমামের পেছনে নামাজ আদায় করেন, তাহলে ইমামের অনুসরণে পূর্ণ চার রাকাত নামাজই আদায় করবেন। এ বিষয়ে হাদিসে এসেছে, মুসাফির যদি মুকিমদের সঙ্গে নামাজে শরিক হয়, তবে সে যেন তাদের মতো (চার রাকাত) নামাজ পড়ে। (মুসান্নাফে ইবনে আবি শাইবা: ৩৮৪৯)
সফর অবস্থায় ছুটে যাওয়া নামাজ মুকিম অবস্থায় (আবাসস্থলে এসে) কাজা করলে ‘কসর’ই আদায় করবেন। আর মুকিম অবস্থায় ছুটে যাওয়া নামাজ সফরে কাজা করলে তা পূর্ণ আদায় করবেন।
নামাজ কসর তথা সংক্ষিপ্ত করার বিধান শুধু চার রাকাতবিশিষ্ট ফরজ নামাজের ক্ষেত্রে প্রযোজ্য। মাগরিব, বেতর ও ফজরের নামাজ পূর্ণই আদায় করতে হবে। এগুলোর কসর নেই। মুসাফিরের জন্য সুন্নত নামাজ না পড়ার সুযোগ রয়েছে। তবে সুন্নত পড়লে পুরোটাই পড়বেন। কেননা সুন্নত নামাজ সংক্ষিপ্ত করা যায় না। তবে সফরের মধ্যে কোথাও অবস্থানকালে তাড়াহুড়া না থাকলে সুন্নত পড়া উত্তম।
গ্রামের বাড়ি বেড়াতে গেলে নামাজের বিধান
নিজের গ্রামের বাড়ি তথা নিজের বাড়িতে কয়েক দিনের জন্য বেড়াতে গেলে নামাজ কসর করা যাবে না। কেননা, কোনো ব্যক্তি নিজ স্থায়ী নিবাসে গেলে কখনো মুসাফির হয় না।
নারীর ক্ষেত্রে সাধারণত শ্বশুরবাড়িই মূল বাড়ি। কেননা সেখানেই তিনি মূলত পরিবার নিয়ে থাকেন। বাবার বাড়ি ১৫ দিনের কম সময় থাকার নিয়তে বেড়াতে গেলে তিনি মুসাফির হবেন। তিনি উপরে বর্ণিত পদ্ধতিতে নামাজ সংক্ষিপ্ত করবেন। একইভাবে কোনো পুরুষ নিজের বাড়ি থেকে ১৫ দিনের কম সময়ের জন্য শ্বশুরবাড়ি বেড়াতে গেলে এবং শ্বশুরবাড়ি ৪৮ মাইলের দূরত্বে হলে তাঁকে কসর করতে হবে।
উত্তর দিয়েছেন: মুফতি হাসান আরিফ, ইসলামবিষয়ক গবেষক
প্রশ্ন: গ্রামের বাড়ি বেড়াতে গেলে কি নামাজ কসর করতে হবে? এ বিষয়ে ইসলামের নির্দেশনা জানতে চাই।
জাকির হোসেন, লালমনিরহাট
উত্তর: কেউ তাঁর অবস্থানস্থল থেকে ৪৮ মাইল তথা ৭৮ কিলোমিটার দূরে সফরের নিয়তে বের হয়ে নিজ এলাকা, গ্রাম বা শহর অতিক্রমের পর থেকেই শরিয়তের দৃষ্টিতে তিনি মুসাফির হয়ে যান। এভাবে সফর থেকে ফিরে আসার ক্ষেত্রেও নিজ এলাকার সীমানায় প্রবেশের সঙ্গে সঙ্গেই তাঁর সফরের বিধান শেষ হয়ে যায়। সফরের সময় নামাজ কসর তথা সংক্ষিপ্ত করতে হয়।
সফরে নামাজ সংক্ষিপ্ত করার বিষয়ে আল্লাহ বলেন, যখন তোমরা দেশে-বিদেশে ভ্রমণ করো, তখন নামাজ সংক্ষেপ করাতে দোষ নেই। (সুরা নিসা: ১০১)
মুসাফির যেখানে ভ্রমণে যাচ্ছে, সেখানে ১৫ দিনের কম সময় থাকার নিয়ত করলে ওই এলাকায় অবস্থানকালে নামাজ কসর করবে। আর ১৫ দিন বা ততোধিক সময় অবস্থানের নিয়ত করলে সে সেখানে মুকিম (স্থায়ী বসবাসকারীর মতো) হয়ে যাবে। যত দিন সেখানে থাকবে, পূর্ণ নামাজ আদায় করবে। (বাদায়েউস সানায়ে ১/১০৪)
সফরে নামাজের বিধান
মুসাফির চার রাকাতবিশিষ্ট ফরজ নামাজ একাকী বা কোনো মুসাফির ইমামের পেছনে আদায় করলে, নামাজ কসর করা আবশ্যক তথা ওয়াজিব। অর্থাৎ চার রাকাতবিশিষ্ট ফরজ নামাজ দুই রাকাত পড়বে। আবদুল্লাহ ইবনে আব্বাস (রা.) বলেন, ‘আল্লাহ তাআলা তোমাদের নবীর জবানে নামাজকে মুকিম অবস্থায় চার রাকাত এবং সফর অবস্থায় দুই রাকাত ফরজ করেছেন।’ (সহিহ্ মুসলিম: ৬৮৭)
তবে মুসাফির যদি স্থানীয় ইমামের পেছনে নামাজ আদায় করেন, তাহলে ইমামের অনুসরণে পূর্ণ চার রাকাত নামাজই আদায় করবেন। এ বিষয়ে হাদিসে এসেছে, মুসাফির যদি মুকিমদের সঙ্গে নামাজে শরিক হয়, তবে সে যেন তাদের মতো (চার রাকাত) নামাজ পড়ে। (মুসান্নাফে ইবনে আবি শাইবা: ৩৮৪৯)
সফর অবস্থায় ছুটে যাওয়া নামাজ মুকিম অবস্থায় (আবাসস্থলে এসে) কাজা করলে ‘কসর’ই আদায় করবেন। আর মুকিম অবস্থায় ছুটে যাওয়া নামাজ সফরে কাজা করলে তা পূর্ণ আদায় করবেন।
নামাজ কসর তথা সংক্ষিপ্ত করার বিধান শুধু চার রাকাতবিশিষ্ট ফরজ নামাজের ক্ষেত্রে প্রযোজ্য। মাগরিব, বেতর ও ফজরের নামাজ পূর্ণই আদায় করতে হবে। এগুলোর কসর নেই। মুসাফিরের জন্য সুন্নত নামাজ না পড়ার সুযোগ রয়েছে। তবে সুন্নত পড়লে পুরোটাই পড়বেন। কেননা সুন্নত নামাজ সংক্ষিপ্ত করা যায় না। তবে সফরের মধ্যে কোথাও অবস্থানকালে তাড়াহুড়া না থাকলে সুন্নত পড়া উত্তম।
গ্রামের বাড়ি বেড়াতে গেলে নামাজের বিধান
নিজের গ্রামের বাড়ি তথা নিজের বাড়িতে কয়েক দিনের জন্য বেড়াতে গেলে নামাজ কসর করা যাবে না। কেননা, কোনো ব্যক্তি নিজ স্থায়ী নিবাসে গেলে কখনো মুসাফির হয় না।
নারীর ক্ষেত্রে সাধারণত শ্বশুরবাড়িই মূল বাড়ি। কেননা সেখানেই তিনি মূলত পরিবার নিয়ে থাকেন। বাবার বাড়ি ১৫ দিনের কম সময় থাকার নিয়তে বেড়াতে গেলে তিনি মুসাফির হবেন। তিনি উপরে বর্ণিত পদ্ধতিতে নামাজ সংক্ষিপ্ত করবেন। একইভাবে কোনো পুরুষ নিজের বাড়ি থেকে ১৫ দিনের কম সময়ের জন্য শ্বশুরবাড়ি বেড়াতে গেলে এবং শ্বশুরবাড়ি ৪৮ মাইলের দূরত্বে হলে তাঁকে কসর করতে হবে।
উত্তর দিয়েছেন: মুফতি হাসান আরিফ, ইসলামবিষয়ক গবেষক
ইসলাম একটি পরিপূর্ণ জীবনব্যবস্থা, যা মানবজীবনের প্রতিটি দিকের জন্য সুনির্দিষ্ট দিকনির্দেশনা দিয়েছে। ব্যক্তিজীবন থেকে শুরু করে পরিবার ও সমাজের প্রতিটি ক্ষেত্রে ইসলামি শিক্ষার গুরুত্ব অপরিসীম। বর্তমানে যখন পারিবারিক বন্ধন শিথিল হচ্ছে এবং সমাজে নৈতিক অবক্ষয় দেখা দিচ্ছে, তখন ইসলামি শিক্ষার প্রচলন...
১৮ দিন আগেপবিত্র কোরআনের অন্যতম ফজিলতপূর্ণ আয়াত হলো ‘আয়াতুল কুরসি।’ মহানবী (সা.) এই আয়াতটিকে কোরআনের শ্রেষ্ঠ আয়াত হিসেবে আখ্যা দিয়েছেন। একবার তিনি সাহাবি উবাই ইবনে কাআব (রা.)-কে জিজ্ঞেস করলেন, ‘তোমার মতে কোরআনের কোন আয়াতটি সবচেয়ে মহান?’ জবাবে উবাই (রা.) বলেন, ‘আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া...’
১৯ দিন আগেক্ষমতা বা রাজত্ব পেলে মানুষ আল্লাহ ভোলা হয়ে যায়। হয়ে ওঠে বেপরোয়া ও অহংকারী। দুর্বলের ওপর অবাধে চালায় অত্যাচার ও নিপীড়ন। আসলে ক্ষমতাসীনদের জন্য আল্লাহর পক্ষ থেকে এটা একটা বড় পরীক্ষা। ক্ষমতা পেয়ে বান্দা কেমন আচরণ করে, সেটাই দেখতে চান আল্লাহ তাআলা। তবে সবাই তো এক না।
১৯ দিন আগেআল্লাহ তাআলার অফুরন্ত নেয়ামতের অবারিত ঠিকানা জান্নাত। জান্নাতকে পার্থিব নেয়ামত দ্বারা আল্লাহ তাআলা সাজিয়েছেন—যা কোনো চোখ চোখ দেখেনি, কোনো কান শোনেনি এবং কোনো ব্যক্তির অন্তর তা কল্পনাও করতে পারেনি।
১৯ দিন আগে