শাহনাজ আক্তার
‘মানুষের কোনো আমলই তাকে জান্নাতে নিতে পারবে না’—রাসুল (সা.)-এর এমন কথার পরিপ্রেক্ষিতে হজরত আয়েশা (রা.) প্রশ্ন করেন, ‘আপনার আমলও কি আপনাকে জান্নাতে নিতে পারবে না?’ তিনি উত্তরে বলেছেন, ‘না। আমার আমলও আমাকে জান্নাতে নিতে পারবে না, যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা আমাকে তাঁর অনুগ্রহে ঢেকে না রাখবেন।’ (বুখারি ও মুসলিম)
এই হাদিস থেকে বোঝা যায়, আমল দিয়ে জান্নাতের উপযুক্ততা সৃষ্টি হয় না। সাধারণ মানুষের ধারণা, আমরা পৃথিবীতে যেসব আমল করি, তার উপকার, ক্ষতি ও ফলাফল প্রকাশ পাবে পরকালে। বিষয়টি পুরোটা এমন নয়। হজরত থানভি (রহ.) বলেন, ‘নেক আমলের উপকার শুধু বাকিই থাকে না, নগদেও পাওয়া যায়। তা হলো সওয়াব, আশা, আকাঙ্ক্ষা এবং আল্লাহ তাআলার সঙ্গে সম্পর্কোন্নয়ন। বদ আমলেরও নগদ ও বাকি পরিণতি আছে। বাকি পাওনা জাহান্নামের শাস্তি আর নগদ পাওনা হলো ভয় ও অস্থিরতা। নেক আমলের নগদ ফল হলো আশা। কিন্তু যদি কেউ মনে করে, আমাকে দিয়ে একটা বড় কাজ হয়েছে, আমার নেক আমল আমাকে মুক্তি দেবে, জান্নাতে নিয়ে যাবে। এর পরিণামে মানুষের মধ্যে জন্ম হয় অহংকার ও আত্মম্ভরিতা, যা অত্যন্ত ভয়ানক ও নাজায়েজ।
অনেকে বলতে পারেন, ‘যেহেতু আমার আমল আমাকে জান্নাতে নেবে না, তাহলে আমল করার কী প্রয়োজন?’ আল্লাহর নিয়ম হলো, যখন কোনো বান্দা নেক আমল করে, তখন তাকে শান্তি দেন এবং নিজ দয়া ও অনুগ্রহের কেন্দ্রস্থল বানান, যা থেকে আমলহীন ব্যক্তি বঞ্চিত হয়। মোটকথা, আমল আল্লাহ তাআলার অনুগ্রহের একটি নিদর্শন, পরকালীন মুক্তির একমাত্র মাধ্যম নয়।
হজরত জুনায়েদ বাগদাদি (রহ.) বলেছেন, ‘যে ব্যক্তি আমল করে জান্নাতের আশা করে, সে অহেতুক পরিশ্রম করছে। আর যে ব্যক্তি আশা করছে, আমল ছাড়া জান্নাতে চলে যাবে, সেও নিজেকে ধোঁকায় ফেলে দিচ্ছে। কারণ দুটোই জান্নাতে যাওয়ার ভুল পদ্ধতি। কারও আমল জান্নাতে নিতে পারবে না, যতক্ষণ পর্যন্ত আমলের সঙ্গে আল্লাহ তাআলার দয়া অনুগ্রহ ও রহমত শামিল না হবে। তাই আমল করতে হবে। কিন্তু আমলকে জান্নাতের উপযুক্ততার কারণ মনে করা যাবে না।’
নেক আমল আল্লাহ তাআলার সঙ্গে সম্পর্কের উন্নয়ন করে এবং ভালোবাসা বাড়ায়। এক নেক আমলের পর আরেক নেক আমলের তৌফিক হলে বুঝতে হবে, প্রথম নেক আমল কবুল হয়েছে। যেমন ফজরের নামাজ আদায় করার পর জোহরের নামাজ আদায়ের তৌফিক হলে বুঝতে হবে, ফজরের নামাজ কবুল হয়েছে।
সুতরাং ইবাদতের মাধ্যমে আল্লাহর সঙ্গে সম্পর্ক বৃদ্ধির পাশাপাশি তাঁর অনুগ্রহও প্রার্থনা করতে হবে। নিয়মিত তাঁকে স্মরণ করতে হবে। গুনাহ করলে যেমন তওবা করে আল্লাহর পথে ফিরে আসতে হবে, তেমনি ইবাদত করেও নিজেকে অহংকারে নিমজ্জিত করা যাবে না; বরং সব সময় আল্লাহর একান্ত অনুগত দাস হয়ে তাঁর করুণার ভিখারি হয়ে থাকতে হবে।
লেখক: সহযোগী অধ্যাপক, তেজগাঁও কলেজ, ঢাকা
‘মানুষের কোনো আমলই তাকে জান্নাতে নিতে পারবে না’—রাসুল (সা.)-এর এমন কথার পরিপ্রেক্ষিতে হজরত আয়েশা (রা.) প্রশ্ন করেন, ‘আপনার আমলও কি আপনাকে জান্নাতে নিতে পারবে না?’ তিনি উত্তরে বলেছেন, ‘না। আমার আমলও আমাকে জান্নাতে নিতে পারবে না, যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা আমাকে তাঁর অনুগ্রহে ঢেকে না রাখবেন।’ (বুখারি ও মুসলিম)
এই হাদিস থেকে বোঝা যায়, আমল দিয়ে জান্নাতের উপযুক্ততা সৃষ্টি হয় না। সাধারণ মানুষের ধারণা, আমরা পৃথিবীতে যেসব আমল করি, তার উপকার, ক্ষতি ও ফলাফল প্রকাশ পাবে পরকালে। বিষয়টি পুরোটা এমন নয়। হজরত থানভি (রহ.) বলেন, ‘নেক আমলের উপকার শুধু বাকিই থাকে না, নগদেও পাওয়া যায়। তা হলো সওয়াব, আশা, আকাঙ্ক্ষা এবং আল্লাহ তাআলার সঙ্গে সম্পর্কোন্নয়ন। বদ আমলেরও নগদ ও বাকি পরিণতি আছে। বাকি পাওনা জাহান্নামের শাস্তি আর নগদ পাওনা হলো ভয় ও অস্থিরতা। নেক আমলের নগদ ফল হলো আশা। কিন্তু যদি কেউ মনে করে, আমাকে দিয়ে একটা বড় কাজ হয়েছে, আমার নেক আমল আমাকে মুক্তি দেবে, জান্নাতে নিয়ে যাবে। এর পরিণামে মানুষের মধ্যে জন্ম হয় অহংকার ও আত্মম্ভরিতা, যা অত্যন্ত ভয়ানক ও নাজায়েজ।
অনেকে বলতে পারেন, ‘যেহেতু আমার আমল আমাকে জান্নাতে নেবে না, তাহলে আমল করার কী প্রয়োজন?’ আল্লাহর নিয়ম হলো, যখন কোনো বান্দা নেক আমল করে, তখন তাকে শান্তি দেন এবং নিজ দয়া ও অনুগ্রহের কেন্দ্রস্থল বানান, যা থেকে আমলহীন ব্যক্তি বঞ্চিত হয়। মোটকথা, আমল আল্লাহ তাআলার অনুগ্রহের একটি নিদর্শন, পরকালীন মুক্তির একমাত্র মাধ্যম নয়।
হজরত জুনায়েদ বাগদাদি (রহ.) বলেছেন, ‘যে ব্যক্তি আমল করে জান্নাতের আশা করে, সে অহেতুক পরিশ্রম করছে। আর যে ব্যক্তি আশা করছে, আমল ছাড়া জান্নাতে চলে যাবে, সেও নিজেকে ধোঁকায় ফেলে দিচ্ছে। কারণ দুটোই জান্নাতে যাওয়ার ভুল পদ্ধতি। কারও আমল জান্নাতে নিতে পারবে না, যতক্ষণ পর্যন্ত আমলের সঙ্গে আল্লাহ তাআলার দয়া অনুগ্রহ ও রহমত শামিল না হবে। তাই আমল করতে হবে। কিন্তু আমলকে জান্নাতের উপযুক্ততার কারণ মনে করা যাবে না।’
নেক আমল আল্লাহ তাআলার সঙ্গে সম্পর্কের উন্নয়ন করে এবং ভালোবাসা বাড়ায়। এক নেক আমলের পর আরেক নেক আমলের তৌফিক হলে বুঝতে হবে, প্রথম নেক আমল কবুল হয়েছে। যেমন ফজরের নামাজ আদায় করার পর জোহরের নামাজ আদায়ের তৌফিক হলে বুঝতে হবে, ফজরের নামাজ কবুল হয়েছে।
সুতরাং ইবাদতের মাধ্যমে আল্লাহর সঙ্গে সম্পর্ক বৃদ্ধির পাশাপাশি তাঁর অনুগ্রহও প্রার্থনা করতে হবে। নিয়মিত তাঁকে স্মরণ করতে হবে। গুনাহ করলে যেমন তওবা করে আল্লাহর পথে ফিরে আসতে হবে, তেমনি ইবাদত করেও নিজেকে অহংকারে নিমজ্জিত করা যাবে না; বরং সব সময় আল্লাহর একান্ত অনুগত দাস হয়ে তাঁর করুণার ভিখারি হয়ে থাকতে হবে।
লেখক: সহযোগী অধ্যাপক, তেজগাঁও কলেজ, ঢাকা
ইসলাম একটি পরিপূর্ণ জীবনব্যবস্থা, যা মানবজীবনের প্রতিটি দিকের জন্য সুনির্দিষ্ট দিকনির্দেশনা দিয়েছে। ব্যক্তিজীবন থেকে শুরু করে পরিবার ও সমাজের প্রতিটি ক্ষেত্রে ইসলামি শিক্ষার গুরুত্ব অপরিসীম। বর্তমানে যখন পারিবারিক বন্ধন শিথিল হচ্ছে এবং সমাজে নৈতিক অবক্ষয় দেখা দিচ্ছে, তখন ইসলামি শিক্ষার প্রচলন...
২০ দিন আগেপবিত্র কোরআনের অন্যতম ফজিলতপূর্ণ আয়াত হলো ‘আয়াতুল কুরসি।’ মহানবী (সা.) এই আয়াতটিকে কোরআনের শ্রেষ্ঠ আয়াত হিসেবে আখ্যা দিয়েছেন। একবার তিনি সাহাবি উবাই ইবনে কাআব (রা.)-কে জিজ্ঞেস করলেন, ‘তোমার মতে কোরআনের কোন আয়াতটি সবচেয়ে মহান?’ জবাবে উবাই (রা.) বলেন, ‘আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া...’
২০ দিন আগেক্ষমতা বা রাজত্ব পেলে মানুষ আল্লাহ ভোলা হয়ে যায়। হয়ে ওঠে বেপরোয়া ও অহংকারী। দুর্বলের ওপর অবাধে চালায় অত্যাচার ও নিপীড়ন। আসলে ক্ষমতাসীনদের জন্য আল্লাহর পক্ষ থেকে এটা একটা বড় পরীক্ষা। ক্ষমতা পেয়ে বান্দা কেমন আচরণ করে, সেটাই দেখতে চান আল্লাহ তাআলা। তবে সবাই তো এক না।
২১ দিন আগেআল্লাহ তাআলার অফুরন্ত নেয়ামতের অবারিত ঠিকানা জান্নাত। জান্নাতকে পার্থিব নেয়ামত দ্বারা আল্লাহ তাআলা সাজিয়েছেন—যা কোনো চোখ চোখ দেখেনি, কোনো কান শোনেনি এবং কোনো ব্যক্তির অন্তর তা কল্পনাও করতে পারেনি।
২১ দিন আগে