আবরার নাঈম
সময় অতি মূল্যবান জিনিস। সময় থাকতে সময়ের মূল্য দিতে হয়। অতীতে যারা সময়ের মূল্য দিয়েছে, আজ আমরা তাদের শ্রদ্ধাভরে স্মরণ করি। সময়কে মূল্যায়ন করলে সময়ও আমাকে স্মরণীয় করে রাখবে স্মৃতির পাতায়। পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা সময়ের শপথ করে বলেন, ‘শপথ সময়ের।’ (সুরা আসর: ১)
আমরা নানাভাবে সময় অপচয় করি। সময়ের অপব্যবহার করি। বর্তমানে সবচেয়ে ভয়ানক একসময় নষ্টকারী যন্ত্র হলো মোবাইল ফোন। এতে ছোট-বড় সবাই আক্রান্ত। দুই বছরের শিশু থেকে আশি বছরের বৃদ্ধ পর্যন্ত মোবাইলে আসক্ত। ফেসবুক, ইউটিউব, মেসেঞ্জার, ইমু, হোয়াটসঅ্যাপে ঘণ্টার পর ঘণ্টা অযথা সময় কাটিয়ে দেয় তারা। রাতের পর রাত কেটে যায় মোবাইলে গেম খেলে। দীর্ঘ রাত জাগার কারণে ফজরের নামাজও কাজা হয়ে যায়।
পূর্বসূরিদের কাছে সময়ের গুরুত্ব ছিল অপরিসীম। আমাদের পূর্বসূরিরা সময়ের মূল্য বুঝতেন। সময়কে সঠিক কাজে ব্যয় করতেন। সে জন্য আজ তাদের আমরা ভক্তি ও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি। প্রসিদ্ধ তাবেয়ি হজরত হাসান বসরি (রহ.) বলতেন, প্রতিটি দিনই আদমসন্তানকে ডেকে বলে যায়, ‘আদমসন্তান, আমি নতুন একটি দিন। আমার মাঝে মানুষ যে কাজ করে, আমি তার সাক্ষী হয়ে থাকি।
যদি আমি চলে যাই, তবে পেছনে আর কখনো ফিরে আসি না। তাই তোমার যা ইচ্ছা, সামনে পাঠাও। ভবিষ্যৎজীবনে তুমি তারই প্রতিদান পাবে। আর যার পেছানোর ইচ্ছে করে, তাকে পিছিয়ে রাখো। মনে রেখো সময় কখনো ফিরে আসে না।’ (আল হাসানুল বসরি: ১৪০)
ইয়াহইয়া বিন মুয়াজ (রহ.) কতই-না চমৎকার বলেছেন, ‘রাত দীর্ঘ হয়। ঘুমিয়ে রাতকে তুমি ছোট করে ফেলো না। দিন হয় স্বচ্ছ ও নির্মল। তাই তোমার পাপ দিয়ে দিনকে পঙ্কিল কোরো না।’ (সিফাতুস সাফওয়া: ৪ / ৯৪)
সময় অতি মূল্যবান জিনিস। সময় থাকতে সময়ের মূল্য দিতে হয়। অতীতে যারা সময়ের মূল্য দিয়েছে, আজ আমরা তাদের শ্রদ্ধাভরে স্মরণ করি। সময়কে মূল্যায়ন করলে সময়ও আমাকে স্মরণীয় করে রাখবে স্মৃতির পাতায়। পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা সময়ের শপথ করে বলেন, ‘শপথ সময়ের।’ (সুরা আসর: ১)
আমরা নানাভাবে সময় অপচয় করি। সময়ের অপব্যবহার করি। বর্তমানে সবচেয়ে ভয়ানক একসময় নষ্টকারী যন্ত্র হলো মোবাইল ফোন। এতে ছোট-বড় সবাই আক্রান্ত। দুই বছরের শিশু থেকে আশি বছরের বৃদ্ধ পর্যন্ত মোবাইলে আসক্ত। ফেসবুক, ইউটিউব, মেসেঞ্জার, ইমু, হোয়াটসঅ্যাপে ঘণ্টার পর ঘণ্টা অযথা সময় কাটিয়ে দেয় তারা। রাতের পর রাত কেটে যায় মোবাইলে গেম খেলে। দীর্ঘ রাত জাগার কারণে ফজরের নামাজও কাজা হয়ে যায়।
পূর্বসূরিদের কাছে সময়ের গুরুত্ব ছিল অপরিসীম। আমাদের পূর্বসূরিরা সময়ের মূল্য বুঝতেন। সময়কে সঠিক কাজে ব্যয় করতেন। সে জন্য আজ তাদের আমরা ভক্তি ও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি। প্রসিদ্ধ তাবেয়ি হজরত হাসান বসরি (রহ.) বলতেন, প্রতিটি দিনই আদমসন্তানকে ডেকে বলে যায়, ‘আদমসন্তান, আমি নতুন একটি দিন। আমার মাঝে মানুষ যে কাজ করে, আমি তার সাক্ষী হয়ে থাকি।
যদি আমি চলে যাই, তবে পেছনে আর কখনো ফিরে আসি না। তাই তোমার যা ইচ্ছা, সামনে পাঠাও। ভবিষ্যৎজীবনে তুমি তারই প্রতিদান পাবে। আর যার পেছানোর ইচ্ছে করে, তাকে পিছিয়ে রাখো। মনে রেখো সময় কখনো ফিরে আসে না।’ (আল হাসানুল বসরি: ১৪০)
ইয়াহইয়া বিন মুয়াজ (রহ.) কতই-না চমৎকার বলেছেন, ‘রাত দীর্ঘ হয়। ঘুমিয়ে রাতকে তুমি ছোট করে ফেলো না। দিন হয় স্বচ্ছ ও নির্মল। তাই তোমার পাপ দিয়ে দিনকে পঙ্কিল কোরো না।’ (সিফাতুস সাফওয়া: ৪ / ৯৪)
ইসলাম একটি পরিপূর্ণ জীবনব্যবস্থা, যা মানবজীবনের প্রতিটি দিকের জন্য সুনির্দিষ্ট দিকনির্দেশনা দিয়েছে। ব্যক্তিজীবন থেকে শুরু করে পরিবার ও সমাজের প্রতিটি ক্ষেত্রে ইসলামি শিক্ষার গুরুত্ব অপরিসীম। বর্তমানে যখন পারিবারিক বন্ধন শিথিল হচ্ছে এবং সমাজে নৈতিক অবক্ষয় দেখা দিচ্ছে, তখন ইসলামি শিক্ষার প্রচলন...
২৪ দিন আগেপবিত্র কোরআনের অন্যতম ফজিলতপূর্ণ আয়াত হলো ‘আয়াতুল কুরসি।’ মহানবী (সা.) এই আয়াতটিকে কোরআনের শ্রেষ্ঠ আয়াত হিসেবে আখ্যা দিয়েছেন। একবার তিনি সাহাবি উবাই ইবনে কাআব (রা.)-কে জিজ্ঞেস করলেন, ‘তোমার মতে কোরআনের কোন আয়াতটি সবচেয়ে মহান?’ জবাবে উবাই (রা.) বলেন, ‘আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া...’
২৫ দিন আগেক্ষমতা বা রাজত্ব পেলে মানুষ আল্লাহ ভোলা হয়ে যায়। হয়ে ওঠে বেপরোয়া ও অহংকারী। দুর্বলের ওপর অবাধে চালায় অত্যাচার ও নিপীড়ন। আসলে ক্ষমতাসীনদের জন্য আল্লাহর পক্ষ থেকে এটা একটা বড় পরীক্ষা। ক্ষমতা পেয়ে বান্দা কেমন আচরণ করে, সেটাই দেখতে চান আল্লাহ তাআলা। তবে সবাই তো এক না।
১১ আগস্ট ২০২৫আল্লাহ তাআলার অফুরন্ত নেয়ামতের অবারিত ঠিকানা জান্নাত। জান্নাতকে পার্থিব নেয়ামত দ্বারা আল্লাহ তাআলা সাজিয়েছেন—যা কোনো চোখ চোখ দেখেনি, কোনো কান শোনেনি এবং কোনো ব্যক্তির অন্তর তা কল্পনাও করতে পারেনি।
১১ আগস্ট ২০২৫