কে এম ছালেহ আহমদ জাহেরী
অন্যতম ফজিলতপূর্ণ দিন জুমাবার। মোমিনের জীবনে দিনটি বেশ তাৎপর্যপূর্ণ। ফজিলতপূর্ণ এই দিন বিশেষ কিছু আমল ও সুন্নত রয়েছে। এর মধ্য থেকে ২০ টি সুন্নত তুলে ধরা যাক—
১. ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করা। (সিলসিলাতুস সহিহা)
২. সুন্নত মোতাবেক গোসল করা ও গায়ে তেল মাখা। (সহিহ্ বুখারি: ৮৮৩)
৩. গোসলের সময় মিসওয়াক করা। (সহিহ্ মুসলিম: ১৮৪৫)
৪. গোসলের আগে অবাঞ্চিত লোম পরিষ্কার করা এবং নখ কাটা। (ইহয়াউল উলুম: ১/১৮৯)
৫. উত্তম ও পরিষ্কার কাপড় পরিধান করা। (সহিহ্ বুখারি: ৮৩১)
৬ আতর ও সুগন্ধি ব্যবহার করা। (সহিহ্ মুসলিম: ১৮৪৫)
৭. মসজিদে আগে আগে যাওয়া। (সহিহ্ বুখারি: ৯২৯)
৮. পায়ে হেঁটে মসজিদে যাওয়া। (সুনানে ইবনে মাজাহ: ১৩৬৮)
৯. ইমাম সাহেবের কাছাকাছি বসা। (সুনানে তিরমিজি: ৪৬৫)
১০. মসজিদে প্রবেশ করে দুই রাকাত নামাজ আদায় করা। (সহিহ্ বুখারি: ১১৬৭)
১১. কবলাল জুমা চার রাকাত আদায় করা। (সুনানে ইবনে মাজাহ: ১১২৯)
১২. বাদাল জুমা চার রাকাত আদায় করা। (সুনানে ইবনে মাজাহ: ১৪৫৭)
১৩. জুমার দিন সুরা কাহাফ তিলাওয়াত করা। (মিশকাতুল মাসাবিহ্: ২১৭৫)
১৪. মনযোগ সহকারে খুতবা শ্রবণ করা। (সুনানে তিরমিজি: ৪৬৫)
১৫. খুতবার সময় কোনো কথা না বলা ও কোনো কাজ না করা। (সুনানে ইবনে মাজাহ: ১১৭)
১৬. জুমার নামাজে সুরা আলা ও গাশিয়াহ তিলাওয়াত করা। (সুনানে ইবনে মাজাহ: ১১১৮)
১৭. জুমার দিন মসজিদে মানুষের ঘাড় ডিঙিয়ে সামনের কাতারে না যাওয়া। (সুনানে আবু দাউদ: ১১১৮)
১৮. বেশি বেশি দরুদ পাঠ করা। (সুনানে আবু দাউদ: ১০৪৭)
১৯. জুমার দিন মসজিদে ঘুম এলে জায়গা পরিবর্তন করে বসা। (সুনানে আবু দাউদ: ১১১৯)
২০. জুমার দিন আসরের পরে বেশি বেশি দোয়া করা। কারণ তখন দোয়া কবুল হয়।
লেখক: খতিব ও ইসলামবিষয়ক গবেষক
অন্যতম ফজিলতপূর্ণ দিন জুমাবার। মোমিনের জীবনে দিনটি বেশ তাৎপর্যপূর্ণ। ফজিলতপূর্ণ এই দিন বিশেষ কিছু আমল ও সুন্নত রয়েছে। এর মধ্য থেকে ২০ টি সুন্নত তুলে ধরা যাক—
১. ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করা। (সিলসিলাতুস সহিহা)
২. সুন্নত মোতাবেক গোসল করা ও গায়ে তেল মাখা। (সহিহ্ বুখারি: ৮৮৩)
৩. গোসলের সময় মিসওয়াক করা। (সহিহ্ মুসলিম: ১৮৪৫)
৪. গোসলের আগে অবাঞ্চিত লোম পরিষ্কার করা এবং নখ কাটা। (ইহয়াউল উলুম: ১/১৮৯)
৫. উত্তম ও পরিষ্কার কাপড় পরিধান করা। (সহিহ্ বুখারি: ৮৩১)
৬ আতর ও সুগন্ধি ব্যবহার করা। (সহিহ্ মুসলিম: ১৮৪৫)
৭. মসজিদে আগে আগে যাওয়া। (সহিহ্ বুখারি: ৯২৯)
৮. পায়ে হেঁটে মসজিদে যাওয়া। (সুনানে ইবনে মাজাহ: ১৩৬৮)
৯. ইমাম সাহেবের কাছাকাছি বসা। (সুনানে তিরমিজি: ৪৬৫)
১০. মসজিদে প্রবেশ করে দুই রাকাত নামাজ আদায় করা। (সহিহ্ বুখারি: ১১৬৭)
১১. কবলাল জুমা চার রাকাত আদায় করা। (সুনানে ইবনে মাজাহ: ১১২৯)
১২. বাদাল জুমা চার রাকাত আদায় করা। (সুনানে ইবনে মাজাহ: ১৪৫৭)
১৩. জুমার দিন সুরা কাহাফ তিলাওয়াত করা। (মিশকাতুল মাসাবিহ্: ২১৭৫)
১৪. মনযোগ সহকারে খুতবা শ্রবণ করা। (সুনানে তিরমিজি: ৪৬৫)
১৫. খুতবার সময় কোনো কথা না বলা ও কোনো কাজ না করা। (সুনানে ইবনে মাজাহ: ১১৭)
১৬. জুমার নামাজে সুরা আলা ও গাশিয়াহ তিলাওয়াত করা। (সুনানে ইবনে মাজাহ: ১১১৮)
১৭. জুমার দিন মসজিদে মানুষের ঘাড় ডিঙিয়ে সামনের কাতারে না যাওয়া। (সুনানে আবু দাউদ: ১১১৮)
১৮. বেশি বেশি দরুদ পাঠ করা। (সুনানে আবু দাউদ: ১০৪৭)
১৯. জুমার দিন মসজিদে ঘুম এলে জায়গা পরিবর্তন করে বসা। (সুনানে আবু দাউদ: ১১১৯)
২০. জুমার দিন আসরের পরে বেশি বেশি দোয়া করা। কারণ তখন দোয়া কবুল হয়।
লেখক: খতিব ও ইসলামবিষয়ক গবেষক
ইসলাম একটি পরিপূর্ণ জীবনব্যবস্থা, যা মানবজীবনের প্রতিটি দিকের জন্য সুনির্দিষ্ট দিকনির্দেশনা দিয়েছে। ব্যক্তিজীবন থেকে শুরু করে পরিবার ও সমাজের প্রতিটি ক্ষেত্রে ইসলামি শিক্ষার গুরুত্ব অপরিসীম। বর্তমানে যখন পারিবারিক বন্ধন শিথিল হচ্ছে এবং সমাজে নৈতিক অবক্ষয় দেখা দিচ্ছে, তখন ইসলামি শিক্ষার প্রচলন...
১৮ দিন আগেপবিত্র কোরআনের অন্যতম ফজিলতপূর্ণ আয়াত হলো ‘আয়াতুল কুরসি।’ মহানবী (সা.) এই আয়াতটিকে কোরআনের শ্রেষ্ঠ আয়াত হিসেবে আখ্যা দিয়েছেন। একবার তিনি সাহাবি উবাই ইবনে কাআব (রা.)-কে জিজ্ঞেস করলেন, ‘তোমার মতে কোরআনের কোন আয়াতটি সবচেয়ে মহান?’ জবাবে উবাই (রা.) বলেন, ‘আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া...’
১৮ দিন আগেক্ষমতা বা রাজত্ব পেলে মানুষ আল্লাহ ভোলা হয়ে যায়। হয়ে ওঠে বেপরোয়া ও অহংকারী। দুর্বলের ওপর অবাধে চালায় অত্যাচার ও নিপীড়ন। আসলে ক্ষমতাসীনদের জন্য আল্লাহর পক্ষ থেকে এটা একটা বড় পরীক্ষা। ক্ষমতা পেয়ে বান্দা কেমন আচরণ করে, সেটাই দেখতে চান আল্লাহ তাআলা। তবে সবাই তো এক না।
১৮ দিন আগেআল্লাহ তাআলার অফুরন্ত নেয়ামতের অবারিত ঠিকানা জান্নাত। জান্নাতকে পার্থিব নেয়ামত দ্বারা আল্লাহ তাআলা সাজিয়েছেন—যা কোনো চোখ চোখ দেখেনি, কোনো কান শোনেনি এবং কোনো ব্যক্তির অন্তর তা কল্পনাও করতে পারেনি।
১৮ দিন আগে