ইসলাম ডেস্ক
হজরত ফাতিমা (রা.) মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর চতুর্থ কন্যা। বিবি খদিজার গর্ভে ৬০৫ খ্রিষ্টাব্দে মক্কায় তাঁর জন্ম হয়। মায়ের সঙ্গেই ইসলামের সূচনালগ্নে ইসলাম গ্রহণ করেন। ৬২২ সালে মহানবী (সা.)-এর হিজরতের কিছুদিন পর তিনি পরিবারের অন্যদের সঙ্গে মদিনায় চলে যান।
ইসলামের চতুর্থ খলিফা হজরত আলি (রা.) ৪০০ দিরহাম মূল্যের একটি লোহার বর্মের বিনিময়ে তাঁকে বিয়ে করেছিলেন। তখন ফাতিমার বয়স ছিল সাড়ে ১৫ বা ১৮ বছর। মৃত্যুর আগ পর্যন্ত তিনি হজরত আলির সংসার করেন। তাঁদের দাম্পত্যজীবন প্রায় নয় বছর স্থায়ী ছিল। তাঁদের সংসারে চার সন্তান—হাসান, হোসাইন, জয়নব ও উম্মে কুলসুম।
ফাতিমা (রা.) বিভিন্ন যুদ্ধে অংশ নেন এবং মুসলিম যোদ্ধাদের চিকিৎসক ও সেবকের দায়িত্ব পালন করেন। মহানবী (সা.)-এর মৃত্যুর পর তিনি শোকগাঁথা রচনা করেছিলেন। যার কয়েক পঙক্তির বঙ্গানুবাদ এরকম—
‘মাটিতে শায়িত আমার বাবাকে কেউ এসে বলে যান:
আমার করুণ রোদন, আর্তি আপনি শুনতে পান?
এতটা কঠিন সময় আমার’ পর হলো সম্পাত
এমন বিপদ দিনকে ঘিরলে দিন হয়ে যেত রাত। …’
(নবীজির জন্য ফাতিমার এলিজি, অনুবাদ: আবদুল্লাহ মাহমুদ নজীব)
মহানবী (সা.) ফাতিমার শ্রেষ্ঠত্বের ঘোষণা দিয়েছেন। আনাস বিন মালেক (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.) বলেছেন, ‘সৃষ্টিজগতের মধ্যে চারজন নারী শ্রেষ্ঠ। তাঁরা হলেন, মারইয়াম বিনতে ইমরান, ফেরাউনের স্ত্রী আসিয়া, খাদিজা বিনতে খুওয়াইলিদ ও ফাতেমা বিনতে মুহাম্মদ।’ (তিরমিজি: ৩৮৭৪; আহমাদ: ১২৪১৪)
অন্য হাদিসে হজরত ফাতিমাকে জান্নাতে নারীদের নেতা আখ্যা দেওয়া হয়েছে। মহানবী (সা.) বলেছেন, ‘জান্নাতবাসী নারীদের সর্দার ফাতিমা।’ (বুখারি, কানজুল উম্মাল, আল-বিদায়া ওয়ান-নিহায়া)
এক হাদিসে মহানবী (সা.) তাঁকে উদ্দেশ করে বলেছেন, ‘হে ফাতিমা, আল্লাহ তোমার খুশিতে খুশি হন এবং তোমার অসন্তুষ্টিতে অসন্তুষ্ট হন।’ (তাহযিব আত-তাহযিব: ১২ / ৪৪২; আল-ইসাবা: ৪ / ৩৬৬)
এ ছাড়া ফাতিমা (রা.)–এর আরও অসংখ্য ফজিলত ও মর্যাদার কথা হাদিসে এসেছে।
ইতিহাসবিদ আল-ওয়াকিদির মতে, হজরত ফাতিমা (রা.) ১১ হিজরির ৩ রমজান ইন্তেকাল করেন। হজরত আব্বাস (রা.) তাঁর জানাজার নামাজে ইমামতি করেন। চাচা আকিলের বাড়ির এক কোণে তাঁকে সমাহিত করা হয়। (আস-সাহাবিয়াত: ১৫৩)
আরও খবর পড়ুন:
হজরত ফাতিমা (রা.) মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর চতুর্থ কন্যা। বিবি খদিজার গর্ভে ৬০৫ খ্রিষ্টাব্দে মক্কায় তাঁর জন্ম হয়। মায়ের সঙ্গেই ইসলামের সূচনালগ্নে ইসলাম গ্রহণ করেন। ৬২২ সালে মহানবী (সা.)-এর হিজরতের কিছুদিন পর তিনি পরিবারের অন্যদের সঙ্গে মদিনায় চলে যান।
ইসলামের চতুর্থ খলিফা হজরত আলি (রা.) ৪০০ দিরহাম মূল্যের একটি লোহার বর্মের বিনিময়ে তাঁকে বিয়ে করেছিলেন। তখন ফাতিমার বয়স ছিল সাড়ে ১৫ বা ১৮ বছর। মৃত্যুর আগ পর্যন্ত তিনি হজরত আলির সংসার করেন। তাঁদের দাম্পত্যজীবন প্রায় নয় বছর স্থায়ী ছিল। তাঁদের সংসারে চার সন্তান—হাসান, হোসাইন, জয়নব ও উম্মে কুলসুম।
ফাতিমা (রা.) বিভিন্ন যুদ্ধে অংশ নেন এবং মুসলিম যোদ্ধাদের চিকিৎসক ও সেবকের দায়িত্ব পালন করেন। মহানবী (সা.)-এর মৃত্যুর পর তিনি শোকগাঁথা রচনা করেছিলেন। যার কয়েক পঙক্তির বঙ্গানুবাদ এরকম—
‘মাটিতে শায়িত আমার বাবাকে কেউ এসে বলে যান:
আমার করুণ রোদন, আর্তি আপনি শুনতে পান?
এতটা কঠিন সময় আমার’ পর হলো সম্পাত
এমন বিপদ দিনকে ঘিরলে দিন হয়ে যেত রাত। …’
(নবীজির জন্য ফাতিমার এলিজি, অনুবাদ: আবদুল্লাহ মাহমুদ নজীব)
মহানবী (সা.) ফাতিমার শ্রেষ্ঠত্বের ঘোষণা দিয়েছেন। আনাস বিন মালেক (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.) বলেছেন, ‘সৃষ্টিজগতের মধ্যে চারজন নারী শ্রেষ্ঠ। তাঁরা হলেন, মারইয়াম বিনতে ইমরান, ফেরাউনের স্ত্রী আসিয়া, খাদিজা বিনতে খুওয়াইলিদ ও ফাতেমা বিনতে মুহাম্মদ।’ (তিরমিজি: ৩৮৭৪; আহমাদ: ১২৪১৪)
অন্য হাদিসে হজরত ফাতিমাকে জান্নাতে নারীদের নেতা আখ্যা দেওয়া হয়েছে। মহানবী (সা.) বলেছেন, ‘জান্নাতবাসী নারীদের সর্দার ফাতিমা।’ (বুখারি, কানজুল উম্মাল, আল-বিদায়া ওয়ান-নিহায়া)
এক হাদিসে মহানবী (সা.) তাঁকে উদ্দেশ করে বলেছেন, ‘হে ফাতিমা, আল্লাহ তোমার খুশিতে খুশি হন এবং তোমার অসন্তুষ্টিতে অসন্তুষ্ট হন।’ (তাহযিব আত-তাহযিব: ১২ / ৪৪২; আল-ইসাবা: ৪ / ৩৬৬)
এ ছাড়া ফাতিমা (রা.)–এর আরও অসংখ্য ফজিলত ও মর্যাদার কথা হাদিসে এসেছে।
ইতিহাসবিদ আল-ওয়াকিদির মতে, হজরত ফাতিমা (রা.) ১১ হিজরির ৩ রমজান ইন্তেকাল করেন। হজরত আব্বাস (রা.) তাঁর জানাজার নামাজে ইমামতি করেন। চাচা আকিলের বাড়ির এক কোণে তাঁকে সমাহিত করা হয়। (আস-সাহাবিয়াত: ১৫৩)
আরও খবর পড়ুন:
ইসলাম একটি পরিপূর্ণ জীবনব্যবস্থা, যা মানবজীবনের প্রতিটি দিকের জন্য সুনির্দিষ্ট দিকনির্দেশনা দিয়েছে। ব্যক্তিজীবন থেকে শুরু করে পরিবার ও সমাজের প্রতিটি ক্ষেত্রে ইসলামি শিক্ষার গুরুত্ব অপরিসীম। বর্তমানে যখন পারিবারিক বন্ধন শিথিল হচ্ছে এবং সমাজে নৈতিক অবক্ষয় দেখা দিচ্ছে, তখন ইসলামি শিক্ষার প্রচলন...
১৮ দিন আগেপবিত্র কোরআনের অন্যতম ফজিলতপূর্ণ আয়াত হলো ‘আয়াতুল কুরসি।’ মহানবী (সা.) এই আয়াতটিকে কোরআনের শ্রেষ্ঠ আয়াত হিসেবে আখ্যা দিয়েছেন। একবার তিনি সাহাবি উবাই ইবনে কাআব (রা.)-কে জিজ্ঞেস করলেন, ‘তোমার মতে কোরআনের কোন আয়াতটি সবচেয়ে মহান?’ জবাবে উবাই (রা.) বলেন, ‘আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া...’
১৮ দিন আগেক্ষমতা বা রাজত্ব পেলে মানুষ আল্লাহ ভোলা হয়ে যায়। হয়ে ওঠে বেপরোয়া ও অহংকারী। দুর্বলের ওপর অবাধে চালায় অত্যাচার ও নিপীড়ন। আসলে ক্ষমতাসীনদের জন্য আল্লাহর পক্ষ থেকে এটা একটা বড় পরীক্ষা। ক্ষমতা পেয়ে বান্দা কেমন আচরণ করে, সেটাই দেখতে চান আল্লাহ তাআলা। তবে সবাই তো এক না।
১৮ দিন আগেআল্লাহ তাআলার অফুরন্ত নেয়ামতের অবারিত ঠিকানা জান্নাত। জান্নাতকে পার্থিব নেয়ামত দ্বারা আল্লাহ তাআলা সাজিয়েছেন—যা কোনো চোখ চোখ দেখেনি, কোনো কান শোনেনি এবং কোনো ব্যক্তির অন্তর তা কল্পনাও করতে পারেনি।
১৮ দিন আগে