হুসাইন আহমদ, শিক্ষক ও ইসলামবিষয়ক গবেষক
হিজরি বছরের প্রথম মাস মহররম। এই মাসের সম্মান ও ফজিলত অনেক বেশি। এই মাসের ১০ তারিখ আশুরা। এই আশুরার সঙ্গে জড়িত রয়েছে অনেক ঐতিহাসিক ঘটনা। তাই মহররম ও আশুরার দিনের করণীয় ও বর্জনীয় নিয়ে বেশ বাড়াবাড়ি ও ছাড়াছাড়ি লক্ষ্য করা যায়। তাই এ সংক্রান্ত করণীয়-বর্জনীয় বিষয়গুলো জেনে নেওয়া প্রয়োজন।
মহররমের ২ করণীয় আমল—
১. মহররম মাসের ১০ম দিন (আশুরার দিন) রোজা অবস্থায় কাটানো উত্তম। হজরত ইবনে আব্বাস (রা.) বলেন, ‘আমি আল্লাহর রাসুল (সা.)-কে আশুরার দিনের রোজার ওপরে অন্য কোনো দিনের (নফল) রোজাকে প্রাধান্য দিতে দেখিনি।’ (সহিহ্ বুখারি: ২০০৬)
২. তওবা করা। হজরত আলী (রা.) বলেন, একবার আমি রাসুলুল্লাহ (সা.)-এর কাছে বসা ছিলাম। ওই সময় এক ব্যক্তি এসে তাঁকে বলল, ‘হে আল্লাহর রাসুল, রমজান মাসের পর আর কোন মাসের রোজা পালনে আপনি আমাকে আদেশ করেন?’ রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘রমজান মাসের পর তুমি যদি আরও রোজা রাখতে ইচ্ছুক হও তবে মহররমের রোজা রাখ। যেহেতু এটা আল্লাহ তাআলার মাস। এই মাসে এমন একটি দিন আছে যেদিন আল্লাহ তাআলা এক গোত্রের তওবা কবুল করেছিলেন এবং তিনি আরও অনেক গোত্রের তওবা এই দিনে কবুল করবেন।’ (জামে তিরমিজি: ৭৪১)
কয়েকটি বর্জনীয়—
রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘যারা শোকে গণ্ডে চপেটাঘাত করে, জামার বক্ষ ছিন্ন করে ও জাহিলি যুগের মতো চিৎকার দেয়, তারা আমাদের দলভুক্ত নয়।’ (সহিহ্ বুখারি: ১২৯৮, সুনানে ইবনে মাজা: ১৫৮৪)
হজরত ইবনে আব্বাস (রা.) বলেন, ‘রাসুলুল্লাহ (সা.)–এর কন্যা জয়নব (রা.) মারা গেলে নারীরা কাঁদতে লাগল। উমার (রা.) হাতের কড়া দিয়ে তাদের আঘাত করলেন। এ অবস্থায় রাসুলুল্লাহ (সা.) হজরত উমরকে সরিয়ে দিয়ে বললেন, ‘উমর, কোমল হও।’ আর মহিলাদের বললেন, ‘তোমরা তোমাদের গলার আওয়াজ শয়তান থেকে দূরে রাখো (অর্থাৎ চিৎকার করে ইনিয়ে-বিনিয়ে কেঁদো না)।’ তারপর বললেন, ‘যা কিছু চোখ (অশ্রু) ও হৃদয় থেকে (দুঃখ বেদনা ও শোক-তাপ) বের হয় তা আল্লাহর তরফ থেকেই বের হয়। এটা হয় রহমতের কারণে। আর যা কিছু হাত ও মুখ হতে বের হয় তা হয় শয়তানের পক্ষ থেকে।’ (জামিউস সগির: ৪২০১)
তাই মহররম মাসে বিশেষ করে আশুরার দিনে ১. তাজিয়া মিছিল করা, ২. মর্ছিয়া পাঠ করা, ৩. মাতম করা/বিলাপ করা অনুচিত। ইসলাম এসব বিষয় সমর্থন করে না।
লেখক: শিক্ষক ও ইসলামবিষয়ক গবেষক
হিজরি বছরের প্রথম মাস মহররম। এই মাসের সম্মান ও ফজিলত অনেক বেশি। এই মাসের ১০ তারিখ আশুরা। এই আশুরার সঙ্গে জড়িত রয়েছে অনেক ঐতিহাসিক ঘটনা। তাই মহররম ও আশুরার দিনের করণীয় ও বর্জনীয় নিয়ে বেশ বাড়াবাড়ি ও ছাড়াছাড়ি লক্ষ্য করা যায়। তাই এ সংক্রান্ত করণীয়-বর্জনীয় বিষয়গুলো জেনে নেওয়া প্রয়োজন।
মহররমের ২ করণীয় আমল—
১. মহররম মাসের ১০ম দিন (আশুরার দিন) রোজা অবস্থায় কাটানো উত্তম। হজরত ইবনে আব্বাস (রা.) বলেন, ‘আমি আল্লাহর রাসুল (সা.)-কে আশুরার দিনের রোজার ওপরে অন্য কোনো দিনের (নফল) রোজাকে প্রাধান্য দিতে দেখিনি।’ (সহিহ্ বুখারি: ২০০৬)
২. তওবা করা। হজরত আলী (রা.) বলেন, একবার আমি রাসুলুল্লাহ (সা.)-এর কাছে বসা ছিলাম। ওই সময় এক ব্যক্তি এসে তাঁকে বলল, ‘হে আল্লাহর রাসুল, রমজান মাসের পর আর কোন মাসের রোজা পালনে আপনি আমাকে আদেশ করেন?’ রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘রমজান মাসের পর তুমি যদি আরও রোজা রাখতে ইচ্ছুক হও তবে মহররমের রোজা রাখ। যেহেতু এটা আল্লাহ তাআলার মাস। এই মাসে এমন একটি দিন আছে যেদিন আল্লাহ তাআলা এক গোত্রের তওবা কবুল করেছিলেন এবং তিনি আরও অনেক গোত্রের তওবা এই দিনে কবুল করবেন।’ (জামে তিরমিজি: ৭৪১)
কয়েকটি বর্জনীয়—
রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘যারা শোকে গণ্ডে চপেটাঘাত করে, জামার বক্ষ ছিন্ন করে ও জাহিলি যুগের মতো চিৎকার দেয়, তারা আমাদের দলভুক্ত নয়।’ (সহিহ্ বুখারি: ১২৯৮, সুনানে ইবনে মাজা: ১৫৮৪)
হজরত ইবনে আব্বাস (রা.) বলেন, ‘রাসুলুল্লাহ (সা.)–এর কন্যা জয়নব (রা.) মারা গেলে নারীরা কাঁদতে লাগল। উমার (রা.) হাতের কড়া দিয়ে তাদের আঘাত করলেন। এ অবস্থায় রাসুলুল্লাহ (সা.) হজরত উমরকে সরিয়ে দিয়ে বললেন, ‘উমর, কোমল হও।’ আর মহিলাদের বললেন, ‘তোমরা তোমাদের গলার আওয়াজ শয়তান থেকে দূরে রাখো (অর্থাৎ চিৎকার করে ইনিয়ে-বিনিয়ে কেঁদো না)।’ তারপর বললেন, ‘যা কিছু চোখ (অশ্রু) ও হৃদয় থেকে (দুঃখ বেদনা ও শোক-তাপ) বের হয় তা আল্লাহর তরফ থেকেই বের হয়। এটা হয় রহমতের কারণে। আর যা কিছু হাত ও মুখ হতে বের হয় তা হয় শয়তানের পক্ষ থেকে।’ (জামিউস সগির: ৪২০১)
তাই মহররম মাসে বিশেষ করে আশুরার দিনে ১. তাজিয়া মিছিল করা, ২. মর্ছিয়া পাঠ করা, ৩. মাতম করা/বিলাপ করা অনুচিত। ইসলাম এসব বিষয় সমর্থন করে না।
লেখক: শিক্ষক ও ইসলামবিষয়ক গবেষক
ইসলাম একটি পরিপূর্ণ জীবনব্যবস্থা, যা মানবজীবনের প্রতিটি দিকের জন্য সুনির্দিষ্ট দিকনির্দেশনা দিয়েছে। ব্যক্তিজীবন থেকে শুরু করে পরিবার ও সমাজের প্রতিটি ক্ষেত্রে ইসলামি শিক্ষার গুরুত্ব অপরিসীম। বর্তমানে যখন পারিবারিক বন্ধন শিথিল হচ্ছে এবং সমাজে নৈতিক অবক্ষয় দেখা দিচ্ছে, তখন ইসলামি শিক্ষার প্রচলন...
১৮ দিন আগেপবিত্র কোরআনের অন্যতম ফজিলতপূর্ণ আয়াত হলো ‘আয়াতুল কুরসি।’ মহানবী (সা.) এই আয়াতটিকে কোরআনের শ্রেষ্ঠ আয়াত হিসেবে আখ্যা দিয়েছেন। একবার তিনি সাহাবি উবাই ইবনে কাআব (রা.)-কে জিজ্ঞেস করলেন, ‘তোমার মতে কোরআনের কোন আয়াতটি সবচেয়ে মহান?’ জবাবে উবাই (রা.) বলেন, ‘আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া...’
১৮ দিন আগেক্ষমতা বা রাজত্ব পেলে মানুষ আল্লাহ ভোলা হয়ে যায়। হয়ে ওঠে বেপরোয়া ও অহংকারী। দুর্বলের ওপর অবাধে চালায় অত্যাচার ও নিপীড়ন। আসলে ক্ষমতাসীনদের জন্য আল্লাহর পক্ষ থেকে এটা একটা বড় পরীক্ষা। ক্ষমতা পেয়ে বান্দা কেমন আচরণ করে, সেটাই দেখতে চান আল্লাহ তাআলা। তবে সবাই তো এক না।
১৯ দিন আগেআল্লাহ তাআলার অফুরন্ত নেয়ামতের অবারিত ঠিকানা জান্নাত। জান্নাতকে পার্থিব নেয়ামত দ্বারা আল্লাহ তাআলা সাজিয়েছেন—যা কোনো চোখ চোখ দেখেনি, কোনো কান শোনেনি এবং কোনো ব্যক্তির অন্তর তা কল্পনাও করতে পারেনি।
১৯ দিন আগে