ইসলাম ডেস্ক
হিজরি সনের ১১তম মাস জিলকদ। চার পবিত্র মাসের একটি এটি। এই মাসে ইসলামের ইতিহাসে অনেক গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে। এখানে ইসলামের প্রাথমিক যুগের কয়েকটির কথা তুলে ধরা হলো—
১ জিলকদ: পঞ্চম হিজরির এই দিনে মহানবী (সা.) ফুফাতো বোন জয়নব বিনতে জাহাশকে বিয়ে করেন। জয়নব এর আগে জায়েদ ইবনে হারিসার স্ত্রী ছিলেন। তাঁর সঙ্গে বিচ্ছেদের পর আল্লাহর আদেশে মহানবী (সা.) তাঁকে ঘরে তোলেন। এ ছাড়া ষষ্ঠ হিজরির এই দিনে মহানবী (সা.) দেড় হাজার সাহাবি নিয়ে মক্কায় ওমরাহ করতে রওনা করেছিলেন। তবে মক্কার কাফিরদের বাধায় সেবার তাঁকে ফিরে আসতে হয়।
৪ জিলকদ: ৬৪ হিজরির এই দিনে উমাইয়া সাম্রাজ্যের চতুর্থ খলিফা মারওয়ান ইবনুল হাকাম দামেশকের সিংহাসনে আরোহণ করেন।
৮ জিলকদ: পঞ্চম হিজরির এই দিনে খন্দকের যুদ্ধ চলাকালে হজরত আলি (রা.) আমর ইবন আবদে উদ আল-আমিরি নামের এক গোত্রপ্রধানকে মহানবী (সা.)-এর অনুমতি নিয়ে সম্মুখ লড়াইয়ে পরাজিত এবং হত্যা করেন।
১২ জিলকদ: পঞ্চম হিজরির এই দিনে মহানবী (সা.) মদিনার বনি কুরাইজার ইহুদিদের চুক্তি লঙ্ঘনের অপরাধে অবরোধ আরোপ করেন।
১৬ জিলকদ: ষষ্ঠ হিজরির এই দিনে মহানবী (সা.) মক্কার কাফিরদের সঙ্গে ঐতিহাসিক হুদায়বিয়ার চুক্তি সম্পন্ন করেন।
২৪ জিলকদ: দশম হিজরির এই দিনে মহানবী (সা.) সাহাবিদের বিশাল বহর নিয়ে মদিনা থেকে মক্কার উদ্দেশে হজ পালনের জন্য বের হন।
হিজরি সনের ১১তম মাস জিলকদ। চার পবিত্র মাসের একটি এটি। এই মাসে ইসলামের ইতিহাসে অনেক গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে। এখানে ইসলামের প্রাথমিক যুগের কয়েকটির কথা তুলে ধরা হলো—
১ জিলকদ: পঞ্চম হিজরির এই দিনে মহানবী (সা.) ফুফাতো বোন জয়নব বিনতে জাহাশকে বিয়ে করেন। জয়নব এর আগে জায়েদ ইবনে হারিসার স্ত্রী ছিলেন। তাঁর সঙ্গে বিচ্ছেদের পর আল্লাহর আদেশে মহানবী (সা.) তাঁকে ঘরে তোলেন। এ ছাড়া ষষ্ঠ হিজরির এই দিনে মহানবী (সা.) দেড় হাজার সাহাবি নিয়ে মক্কায় ওমরাহ করতে রওনা করেছিলেন। তবে মক্কার কাফিরদের বাধায় সেবার তাঁকে ফিরে আসতে হয়।
৪ জিলকদ: ৬৪ হিজরির এই দিনে উমাইয়া সাম্রাজ্যের চতুর্থ খলিফা মারওয়ান ইবনুল হাকাম দামেশকের সিংহাসনে আরোহণ করেন।
৮ জিলকদ: পঞ্চম হিজরির এই দিনে খন্দকের যুদ্ধ চলাকালে হজরত আলি (রা.) আমর ইবন আবদে উদ আল-আমিরি নামের এক গোত্রপ্রধানকে মহানবী (সা.)-এর অনুমতি নিয়ে সম্মুখ লড়াইয়ে পরাজিত এবং হত্যা করেন।
১২ জিলকদ: পঞ্চম হিজরির এই দিনে মহানবী (সা.) মদিনার বনি কুরাইজার ইহুদিদের চুক্তি লঙ্ঘনের অপরাধে অবরোধ আরোপ করেন।
১৬ জিলকদ: ষষ্ঠ হিজরির এই দিনে মহানবী (সা.) মক্কার কাফিরদের সঙ্গে ঐতিহাসিক হুদায়বিয়ার চুক্তি সম্পন্ন করেন।
২৪ জিলকদ: দশম হিজরির এই দিনে মহানবী (সা.) সাহাবিদের বিশাল বহর নিয়ে মদিনা থেকে মক্কার উদ্দেশে হজ পালনের জন্য বের হন।
ইসলাম একটি পরিপূর্ণ জীবনব্যবস্থা, যা মানবজীবনের প্রতিটি দিকের জন্য সুনির্দিষ্ট দিকনির্দেশনা দিয়েছে। ব্যক্তিজীবন থেকে শুরু করে পরিবার ও সমাজের প্রতিটি ক্ষেত্রে ইসলামি শিক্ষার গুরুত্ব অপরিসীম। বর্তমানে যখন পারিবারিক বন্ধন শিথিল হচ্ছে এবং সমাজে নৈতিক অবক্ষয় দেখা দিচ্ছে, তখন ইসলামি শিক্ষার প্রচলন...
১২ আগস্ট ২০২৫পবিত্র কোরআনের অন্যতম ফজিলতপূর্ণ আয়াত হলো ‘আয়াতুল কুরসি।’ মহানবী (সা.) এই আয়াতটিকে কোরআনের শ্রেষ্ঠ আয়াত হিসেবে আখ্যা দিয়েছেন। একবার তিনি সাহাবি উবাই ইবনে কাআব (রা.)-কে জিজ্ঞেস করলেন, ‘তোমার মতে কোরআনের কোন আয়াতটি সবচেয়ে মহান?’ জবাবে উবাই (রা.) বলেন, ‘আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া...’
১২ আগস্ট ২০২৫ক্ষমতা বা রাজত্ব পেলে মানুষ আল্লাহ ভোলা হয়ে যায়। হয়ে ওঠে বেপরোয়া ও অহংকারী। দুর্বলের ওপর অবাধে চালায় অত্যাচার ও নিপীড়ন। আসলে ক্ষমতাসীনদের জন্য আল্লাহর পক্ষ থেকে এটা একটা বড় পরীক্ষা। ক্ষমতা পেয়ে বান্দা কেমন আচরণ করে, সেটাই দেখতে চান আল্লাহ তাআলা। তবে সবাই তো এক না।
১১ আগস্ট ২০২৫আল্লাহ তাআলার অফুরন্ত নেয়ামতের অবারিত ঠিকানা জান্নাত। জান্নাতকে পার্থিব নেয়ামত দ্বারা আল্লাহ তাআলা সাজিয়েছেন—যা কোনো চোখ চোখ দেখেনি, কোনো কান শোনেনি এবং কোনো ব্যক্তির অন্তর তা কল্পনাও করতে পারেনি।
১১ আগস্ট ২০২৫