Ajker Patrika

কোরবানির পশুর চামড়া খাওয়া যাবে কি

মুফতি হাসান আরিফ
কোরবানির পশুর চামড়া। ছবি: সংগৃহীত
কোরবানির পশুর চামড়া। ছবি: সংগৃহীত

কোরবানি করার পর আমাদের সমাজে সাধারণত পশুর চামড়া বিক্রি করে দেওয়ার প্রচলন আছে। চামড়া বিক্রির টাকা গরিব-অসহায়ের মাঝে সদকা করে দেওয়া আবশ্যক। কোরবানির সেই চামড়া দিয়ে পোশাক, জুতা, বেল্ট, ব্যাগ ইত্যাদি তৈরি করা হয়।

তবে ইদানিং পশুর চামড়ার খাওয়ারও প্রচলন শুরু হয়েছে। ইউটিউবসহ নানা মাধ্যমে চামড়ার তৈরি খাবারের রেসিপিও দেখা যায়। এসব দেখে অনেকের মনেই প্রশ্ন জাগে—কোরবানির পশুর চামড়া খাওয়া কি ইসলাম সমর্থিত?

জেনে রাখার বিষয় হলো— কোরবানির পশুর ১. প্রবাহিত রক্ত, ২. অণ্ডকোষ, ৩. মাংসগ্রন্থি, ৪. মূত্রথলি, ৫. পিত্ত, ৬. পুরুষাঙ্গ, এবং ৭. স্ত্রীলিঙ্গ খাওয়া যাবে না।

এ ছাড়া কোরবানির পশুর ভুঁড়ি, চামড়া খাওয়া হালাল। কেউ যদি প্রক্রিয়াজাত করে হালাল পশুর চামড়া খেতে চায়, খেতে পারবে। ইচ্ছে করলে চামড়া দিয়ে বিছানা, জায়নামাজ ইত্যাদি বানিয়েও ব্যবহার করা যাবে।

আল্লাহর রাসুল (সা.) বলেন, ‘তোমরা কোরবানির পশুর চামড়া দ্বারা উপকৃত হও; তবে বিক্রি করে দিও না।’ (মাজমাউজ জাওয়ায়েদ: ৪/২৯)

আরও পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত