ইসলাম ডেস্ক
নামাজ ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত। নামাজে মনোযোগ ধরে রাখা অবশ্য কর্তব্য। এমন কিছু কাজ রয়েছে, নামাজরত অবস্থায় তা করলে নামাজ ভেঙে যায়। এখানে তেমনই গুরুত্বপূর্ণ ১৮টি কারণ তুলে ধরা হলো:
১. নামাজে পবিত্র কোরআন তেলাওয়াতে এমন ভুল করা, যার কারণে অর্থ পরিবর্তন হয়ে যায়।
২. নামাজে অন্য কথা বলা।
৩. নামাজরত অবস্থায় সালাম দেওয়া।
৪. সালামের উত্তর দেওয়া।
৫. ব্যথা কিংবা দুঃখে উহ্-আহ্ শব্দ করা।
৬. বিনা কারণে কাশি দেওয়া।
৭. আমলে কাসির করা। আমলে কাসির হলো, কোনো মুসল্লি এমন কাজে লিপ্ত হওয়া, যে কারণে দূর থেকে কেউ তাকে দেখলে তার মনে প্রবল ধারণা জন্মাবে যে, ওই ব্যক্তি নামাজরত নয়।
৮. দুনিয়াবি কোনো বিপদে কিংবা বেদনায় শব্দ করে কান্না করা।
৯. তিন তাসবিহ্ পরিমাণ সতর খোলা থাকা।
১০. হাঁচির জবাব দেওয়া।
১১. সুসংবাদ বা দুঃসংবাদের প্রত্যুত্তর করা।
১২. অপবিত্র জায়গায় সেজদা করা।
১৩. কিবলার দিক থেকে বুক ঘুরে যাওয়া।
১৪. নামাজে কোরআন শরিফ দেখে পড়া। তবে কেউ কেউ এ ক্ষেত্রে ভিন্নমত পোষণ করেন।
১৫. নামাজে শব্দ করে হাসা।
১৬. নামাজে সাংসারিক কোনো বিষয় প্রার্থনা করা। তবে এ মাসআলার ক্ষেত্রে অন্য মাজহাবের ভিন্নমত রয়েছে।
১৭. নামাজরত অবস্থায় পানাহার করা।
১৮. ইমামের আগে মুক্তাদির দাঁড়ানো। মুক্তাদির পায়ের গোড়ালি ইমামের আগে চলে গেলে নামাজ ভেঙে যাবে।
এগুলো বহুল প্রচলিত কয়েকটি কারণ, যার মাধ্যমে নামাজ ভেঙে যায়। এ ছাড়াও নামাজ ভঙ্গের আরও অনেক কারণ রয়েছে।
নামাজ ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত। নামাজে মনোযোগ ধরে রাখা অবশ্য কর্তব্য। এমন কিছু কাজ রয়েছে, নামাজরত অবস্থায় তা করলে নামাজ ভেঙে যায়। এখানে তেমনই গুরুত্বপূর্ণ ১৮টি কারণ তুলে ধরা হলো:
১. নামাজে পবিত্র কোরআন তেলাওয়াতে এমন ভুল করা, যার কারণে অর্থ পরিবর্তন হয়ে যায়।
২. নামাজে অন্য কথা বলা।
৩. নামাজরত অবস্থায় সালাম দেওয়া।
৪. সালামের উত্তর দেওয়া।
৫. ব্যথা কিংবা দুঃখে উহ্-আহ্ শব্দ করা।
৬. বিনা কারণে কাশি দেওয়া।
৭. আমলে কাসির করা। আমলে কাসির হলো, কোনো মুসল্লি এমন কাজে লিপ্ত হওয়া, যে কারণে দূর থেকে কেউ তাকে দেখলে তার মনে প্রবল ধারণা জন্মাবে যে, ওই ব্যক্তি নামাজরত নয়।
৮. দুনিয়াবি কোনো বিপদে কিংবা বেদনায় শব্দ করে কান্না করা।
৯. তিন তাসবিহ্ পরিমাণ সতর খোলা থাকা।
১০. হাঁচির জবাব দেওয়া।
১১. সুসংবাদ বা দুঃসংবাদের প্রত্যুত্তর করা।
১২. অপবিত্র জায়গায় সেজদা করা।
১৩. কিবলার দিক থেকে বুক ঘুরে যাওয়া।
১৪. নামাজে কোরআন শরিফ দেখে পড়া। তবে কেউ কেউ এ ক্ষেত্রে ভিন্নমত পোষণ করেন।
১৫. নামাজে শব্দ করে হাসা।
১৬. নামাজে সাংসারিক কোনো বিষয় প্রার্থনা করা। তবে এ মাসআলার ক্ষেত্রে অন্য মাজহাবের ভিন্নমত রয়েছে।
১৭. নামাজরত অবস্থায় পানাহার করা।
১৮. ইমামের আগে মুক্তাদির দাঁড়ানো। মুক্তাদির পায়ের গোড়ালি ইমামের আগে চলে গেলে নামাজ ভেঙে যাবে।
এগুলো বহুল প্রচলিত কয়েকটি কারণ, যার মাধ্যমে নামাজ ভেঙে যায়। এ ছাড়াও নামাজ ভঙ্গের আরও অনেক কারণ রয়েছে।
ইসলাম একটি পরিপূর্ণ জীবনব্যবস্থা, যা মানবজীবনের প্রতিটি দিকের জন্য সুনির্দিষ্ট দিকনির্দেশনা দিয়েছে। ব্যক্তিজীবন থেকে শুরু করে পরিবার ও সমাজের প্রতিটি ক্ষেত্রে ইসলামি শিক্ষার গুরুত্ব অপরিসীম। বর্তমানে যখন পারিবারিক বন্ধন শিথিল হচ্ছে এবং সমাজে নৈতিক অবক্ষয় দেখা দিচ্ছে, তখন ইসলামি শিক্ষার প্রচলন...
২৩ দিন আগেপবিত্র কোরআনের অন্যতম ফজিলতপূর্ণ আয়াত হলো ‘আয়াতুল কুরসি।’ মহানবী (সা.) এই আয়াতটিকে কোরআনের শ্রেষ্ঠ আয়াত হিসেবে আখ্যা দিয়েছেন। একবার তিনি সাহাবি উবাই ইবনে কাআব (রা.)-কে জিজ্ঞেস করলেন, ‘তোমার মতে কোরআনের কোন আয়াতটি সবচেয়ে মহান?’ জবাবে উবাই (রা.) বলেন, ‘আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া...’
২৩ দিন আগেক্ষমতা বা রাজত্ব পেলে মানুষ আল্লাহ ভোলা হয়ে যায়। হয়ে ওঠে বেপরোয়া ও অহংকারী। দুর্বলের ওপর অবাধে চালায় অত্যাচার ও নিপীড়ন। আসলে ক্ষমতাসীনদের জন্য আল্লাহর পক্ষ থেকে এটা একটা বড় পরীক্ষা। ক্ষমতা পেয়ে বান্দা কেমন আচরণ করে, সেটাই দেখতে চান আল্লাহ তাআলা। তবে সবাই তো এক না।
২৪ দিন আগেআল্লাহ তাআলার অফুরন্ত নেয়ামতের অবারিত ঠিকানা জান্নাত। জান্নাতকে পার্থিব নেয়ামত দ্বারা আল্লাহ তাআলা সাজিয়েছেন—যা কোনো চোখ চোখ দেখেনি, কোনো কান শোনেনি এবং কোনো ব্যক্তির অন্তর তা কল্পনাও করতে পারেনি।
২৪ দিন আগে