মুফতি ইশমাম আহমেদ
প্রশ্ন: আমাদের বাড়ির ছাদে পানি জমিয়ে রাখার জন্য একটি ট্যাংক আছে। অজু-গোসল ও টয়লেটের কাজে ওই পানি ব্যবহার করা হয়। কয়েক দিন আগে ট্যাংকের ভেতরে একটি মরা ইঁদুর পাই আমরা। সেটি ফুলে-ফেটে গেছে। এখন আমার প্রশ্ন হলো, ইঁদুরটির কারণে ট্যাংকের সব পানি কি অপবিত্র হয়ে যাবে? এ ক্ষেত্রে করণীয় কী?
শেখ হামিদুল্লাহ, বরিশাল
উত্তর: পানির ট্যাংকটি যদি ১০০ বর্গহাত বা এর চেয়ে বড় হয়, তাহলে তাতে অপবিত্র বস্তু পড়লে পানির রং, স্বাদ ও গন্ধ পরিবর্তন না হওয়া পর্যন্ত পানি অপবিত্র হবে না। তবে যদি পানির উল্লিখিত তিন বৈশিষ্ট্যে পরিবর্তন আসে, তাহলে পানি অপবিত্র হয়ে যাবে। অপবিত্র বস্তুটি বের করার পর পুরো পানি বের করে ট্যাংক পরিষ্কার করতে হবে।
আর পানির ট্যাংক যদি ১০০ বর্গহাতের চেয়ে ছোট হয়, তাহলে অপবিত্র বস্তু পড়লে সঙ্গে সঙ্গে ট্যাংকের সব পানি অপবিত্র হয়ে যাবে। এই পানি দিয়ে অজু-গোসল কিছুই করা বৈধ হবে না। এই পরিস্থিতিতে ট্যাংকের পানি দুইভাবে পবিত্র করা যাবে। এক. অপবিত্র বস্তুটি বের করার পর ট্যাংকের সব পানি বের করে ফেলতে হবে।
দুই. অপবিত্র বস্তুটি বের করার পর পাইপ বা নলের মাধ্যমে বেশি করে পানি প্রবাহিত করে দিতে হবে, যাতে সব অপবিত্র পানি বের হয়ে যায়। (ফাতাওয়া শামি: ১ / ১৯৫; আহসানুল ফাতাওয়া: ২ / ৪৯; আলাতে জাদিদা কি শারয়ি আহকাম: ১৯৬)
আর প্রশ্নে উল্লিখিত ইঁদুরটি কখন ট্যাংকে পড়েছে, তা জানা না থাকলে সতর্কতা হিসেবে তিন দিন তিন রাতের নামাজ কাজা আদায় করে নিতে হবে। (ফাতওয়া কাসেমিয়া: ৫/১৫১)
উত্তর দিয়েছেন, মুফতি ইশমাম আহমেদ, শিক্ষক ও ফতোয়া গবেষক
প্রশ্ন: আমাদের বাড়ির ছাদে পানি জমিয়ে রাখার জন্য একটি ট্যাংক আছে। অজু-গোসল ও টয়লেটের কাজে ওই পানি ব্যবহার করা হয়। কয়েক দিন আগে ট্যাংকের ভেতরে একটি মরা ইঁদুর পাই আমরা। সেটি ফুলে-ফেটে গেছে। এখন আমার প্রশ্ন হলো, ইঁদুরটির কারণে ট্যাংকের সব পানি কি অপবিত্র হয়ে যাবে? এ ক্ষেত্রে করণীয় কী?
শেখ হামিদুল্লাহ, বরিশাল
উত্তর: পানির ট্যাংকটি যদি ১০০ বর্গহাত বা এর চেয়ে বড় হয়, তাহলে তাতে অপবিত্র বস্তু পড়লে পানির রং, স্বাদ ও গন্ধ পরিবর্তন না হওয়া পর্যন্ত পানি অপবিত্র হবে না। তবে যদি পানির উল্লিখিত তিন বৈশিষ্ট্যে পরিবর্তন আসে, তাহলে পানি অপবিত্র হয়ে যাবে। অপবিত্র বস্তুটি বের করার পর পুরো পানি বের করে ট্যাংক পরিষ্কার করতে হবে।
আর পানির ট্যাংক যদি ১০০ বর্গহাতের চেয়ে ছোট হয়, তাহলে অপবিত্র বস্তু পড়লে সঙ্গে সঙ্গে ট্যাংকের সব পানি অপবিত্র হয়ে যাবে। এই পানি দিয়ে অজু-গোসল কিছুই করা বৈধ হবে না। এই পরিস্থিতিতে ট্যাংকের পানি দুইভাবে পবিত্র করা যাবে। এক. অপবিত্র বস্তুটি বের করার পর ট্যাংকের সব পানি বের করে ফেলতে হবে।
দুই. অপবিত্র বস্তুটি বের করার পর পাইপ বা নলের মাধ্যমে বেশি করে পানি প্রবাহিত করে দিতে হবে, যাতে সব অপবিত্র পানি বের হয়ে যায়। (ফাতাওয়া শামি: ১ / ১৯৫; আহসানুল ফাতাওয়া: ২ / ৪৯; আলাতে জাদিদা কি শারয়ি আহকাম: ১৯৬)
আর প্রশ্নে উল্লিখিত ইঁদুরটি কখন ট্যাংকে পড়েছে, তা জানা না থাকলে সতর্কতা হিসেবে তিন দিন তিন রাতের নামাজ কাজা আদায় করে নিতে হবে। (ফাতওয়া কাসেমিয়া: ৫/১৫১)
উত্তর দিয়েছেন, মুফতি ইশমাম আহমেদ, শিক্ষক ও ফতোয়া গবেষক
ইসলাম একটি পরিপূর্ণ জীবনব্যবস্থা, যা মানবজীবনের প্রতিটি দিকের জন্য সুনির্দিষ্ট দিকনির্দেশনা দিয়েছে। ব্যক্তিজীবন থেকে শুরু করে পরিবার ও সমাজের প্রতিটি ক্ষেত্রে ইসলামি শিক্ষার গুরুত্ব অপরিসীম। বর্তমানে যখন পারিবারিক বন্ধন শিথিল হচ্ছে এবং সমাজে নৈতিক অবক্ষয় দেখা দিচ্ছে, তখন ইসলামি শিক্ষার প্রচলন...
১৯ দিন আগেপবিত্র কোরআনের অন্যতম ফজিলতপূর্ণ আয়াত হলো ‘আয়াতুল কুরসি।’ মহানবী (সা.) এই আয়াতটিকে কোরআনের শ্রেষ্ঠ আয়াত হিসেবে আখ্যা দিয়েছেন। একবার তিনি সাহাবি উবাই ইবনে কাআব (রা.)-কে জিজ্ঞেস করলেন, ‘তোমার মতে কোরআনের কোন আয়াতটি সবচেয়ে মহান?’ জবাবে উবাই (রা.) বলেন, ‘আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া...’
১৯ দিন আগেক্ষমতা বা রাজত্ব পেলে মানুষ আল্লাহ ভোলা হয়ে যায়। হয়ে ওঠে বেপরোয়া ও অহংকারী। দুর্বলের ওপর অবাধে চালায় অত্যাচার ও নিপীড়ন। আসলে ক্ষমতাসীনদের জন্য আল্লাহর পক্ষ থেকে এটা একটা বড় পরীক্ষা। ক্ষমতা পেয়ে বান্দা কেমন আচরণ করে, সেটাই দেখতে চান আল্লাহ তাআলা। তবে সবাই তো এক না।
১৯ দিন আগেআল্লাহ তাআলার অফুরন্ত নেয়ামতের অবারিত ঠিকানা জান্নাত। জান্নাতকে পার্থিব নেয়ামত দ্বারা আল্লাহ তাআলা সাজিয়েছেন—যা কোনো চোখ চোখ দেখেনি, কোনো কান শোনেনি এবং কোনো ব্যক্তির অন্তর তা কল্পনাও করতে পারেনি।
২০ দিন আগে