ড. এ এন এম মাসউদুর রহমান
যেসব স্বভাব ব্যক্তি ও সমাজজীবনে নিকৃষ্ট ও গর্হিত, আল্লাহর কাছে অপছন্দনীয় এবং মানবতার জন্যও ক্ষতিকারক, এর মধ্যে পরনিন্দা বা পরচর্চা একটি। এ মন্দ স্বভাবটি মানুষকে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত করে। কখনো ব্যক্তি ও সামষ্টিক চরিত্রকে আহত করে, কখনো তাদের আত্মিক কিংবা জৈবিক পরিচ্ছন্নতাকে ত্রুটিযুক্ত করে এবং সামাজিক সম্প্রীতি ও শান্তি বিনষ্ট করে।
পরনিন্দা বা পরচর্চার আরবি প্রতিশব্দ ‘গিবত’। পরিভাষায় কোনো মানুষের অনুপস্থিতিতে তার সম্পর্কে এমন কথা বলা, যা শুনলে সে মনে কষ্ট পায়, তাকে গিবত বা পরনিন্দা বলে। তবে কাউকে সংশোধন করার উদ্দেশ্যে শুভাকাঙ্ক্ষী দৃষ্টিভঙ্গিতে কারও দোষত্রুটি ধরিয়ে দেওয়া পরনিন্দা হবে না। কারণ এতে তাকে অপমানিত করার ইচ্ছা থাকে না। তাই তা বৈধ।
পরনিন্দার ভয়াবহতা দুনিয়া ও আখিরাতে সমভাবে প্রযোজ্য। এ ব্যাধি সমাজে ছড়িয়ে পড়লে সামাজিক ভ্রাতৃত্ব, ঐক্য ও বন্ধন বিনষ্ট হয়। ছড়িয়ে পড়ে পারস্পরিক শত্রুতা, ঘৃণা ও অন্তর্দ্বন্দ্ব। ফলে অশান্তি ও বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় পর্যায়ে। বিভিন্নভাবে একে অন্যকে হেনস্তা ও হেয় প্রতিপন্ন করে।
আখিরাতে পরনিন্দার পরিণাম আরও ভয়াবহ। আল্লাহ তাআলা বলেন, ‘দুর্ভোগ প্রত্যেকের, যে পেছনে ও সামনে মানুষের নিন্দা করে।’ (সুরা হুমাযা: ১)। এমনকি পরনিন্দা করাকে মৃত সহোদর ভাইয়ের গোশত খাওয়ার সঙ্গে তুলনা করা হয়েছে। আল্লাহ বলেন, ‘একে অপরের পশ্চাতে নিন্দা করবে না। তোমাদের মধ্যে কি কেউ তার মৃত ভাইয়ের গোশত খেতে পছন্দ করবে? মূলত তোমরা তা অপছন্দ করবে।’ (সুরা হুজুরাত: ১২)
মহানবী (সা.) বলেন, ‘যে ব্যক্তি গিবতের মাধ্যমে আপন ভাইয়ের গোশত খাওয়া থেকে বিরত থাকে, তাকে জাহান্নামের আগুন থেকে বাঁচানো আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায়।’ (আহমদ)
লেখক: প্রফেসর, ইসলামিক স্টাডিজ বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়
যেসব স্বভাব ব্যক্তি ও সমাজজীবনে নিকৃষ্ট ও গর্হিত, আল্লাহর কাছে অপছন্দনীয় এবং মানবতার জন্যও ক্ষতিকারক, এর মধ্যে পরনিন্দা বা পরচর্চা একটি। এ মন্দ স্বভাবটি মানুষকে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত করে। কখনো ব্যক্তি ও সামষ্টিক চরিত্রকে আহত করে, কখনো তাদের আত্মিক কিংবা জৈবিক পরিচ্ছন্নতাকে ত্রুটিযুক্ত করে এবং সামাজিক সম্প্রীতি ও শান্তি বিনষ্ট করে।
পরনিন্দা বা পরচর্চার আরবি প্রতিশব্দ ‘গিবত’। পরিভাষায় কোনো মানুষের অনুপস্থিতিতে তার সম্পর্কে এমন কথা বলা, যা শুনলে সে মনে কষ্ট পায়, তাকে গিবত বা পরনিন্দা বলে। তবে কাউকে সংশোধন করার উদ্দেশ্যে শুভাকাঙ্ক্ষী দৃষ্টিভঙ্গিতে কারও দোষত্রুটি ধরিয়ে দেওয়া পরনিন্দা হবে না। কারণ এতে তাকে অপমানিত করার ইচ্ছা থাকে না। তাই তা বৈধ।
পরনিন্দার ভয়াবহতা দুনিয়া ও আখিরাতে সমভাবে প্রযোজ্য। এ ব্যাধি সমাজে ছড়িয়ে পড়লে সামাজিক ভ্রাতৃত্ব, ঐক্য ও বন্ধন বিনষ্ট হয়। ছড়িয়ে পড়ে পারস্পরিক শত্রুতা, ঘৃণা ও অন্তর্দ্বন্দ্ব। ফলে অশান্তি ও বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় পর্যায়ে। বিভিন্নভাবে একে অন্যকে হেনস্তা ও হেয় প্রতিপন্ন করে।
আখিরাতে পরনিন্দার পরিণাম আরও ভয়াবহ। আল্লাহ তাআলা বলেন, ‘দুর্ভোগ প্রত্যেকের, যে পেছনে ও সামনে মানুষের নিন্দা করে।’ (সুরা হুমাযা: ১)। এমনকি পরনিন্দা করাকে মৃত সহোদর ভাইয়ের গোশত খাওয়ার সঙ্গে তুলনা করা হয়েছে। আল্লাহ বলেন, ‘একে অপরের পশ্চাতে নিন্দা করবে না। তোমাদের মধ্যে কি কেউ তার মৃত ভাইয়ের গোশত খেতে পছন্দ করবে? মূলত তোমরা তা অপছন্দ করবে।’ (সুরা হুজুরাত: ১২)
মহানবী (সা.) বলেন, ‘যে ব্যক্তি গিবতের মাধ্যমে আপন ভাইয়ের গোশত খাওয়া থেকে বিরত থাকে, তাকে জাহান্নামের আগুন থেকে বাঁচানো আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায়।’ (আহমদ)
লেখক: প্রফেসর, ইসলামিক স্টাডিজ বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়
ইসলাম একটি পরিপূর্ণ জীবনব্যবস্থা, যা মানবজীবনের প্রতিটি দিকের জন্য সুনির্দিষ্ট দিকনির্দেশনা দিয়েছে। ব্যক্তিজীবন থেকে শুরু করে পরিবার ও সমাজের প্রতিটি ক্ষেত্রে ইসলামি শিক্ষার গুরুত্ব অপরিসীম। বর্তমানে যখন পারিবারিক বন্ধন শিথিল হচ্ছে এবং সমাজে নৈতিক অবক্ষয় দেখা দিচ্ছে, তখন ইসলামি শিক্ষার প্রচলন...
২৫ দিন আগেপবিত্র কোরআনের অন্যতম ফজিলতপূর্ণ আয়াত হলো ‘আয়াতুল কুরসি।’ মহানবী (সা.) এই আয়াতটিকে কোরআনের শ্রেষ্ঠ আয়াত হিসেবে আখ্যা দিয়েছেন। একবার তিনি সাহাবি উবাই ইবনে কাআব (রা.)-কে জিজ্ঞেস করলেন, ‘তোমার মতে কোরআনের কোন আয়াতটি সবচেয়ে মহান?’ জবাবে উবাই (রা.) বলেন, ‘আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া...’
১২ আগস্ট ২০২৫ক্ষমতা বা রাজত্ব পেলে মানুষ আল্লাহ ভোলা হয়ে যায়। হয়ে ওঠে বেপরোয়া ও অহংকারী। দুর্বলের ওপর অবাধে চালায় অত্যাচার ও নিপীড়ন। আসলে ক্ষমতাসীনদের জন্য আল্লাহর পক্ষ থেকে এটা একটা বড় পরীক্ষা। ক্ষমতা পেয়ে বান্দা কেমন আচরণ করে, সেটাই দেখতে চান আল্লাহ তাআলা। তবে সবাই তো এক না।
১১ আগস্ট ২০২৫আল্লাহ তাআলার অফুরন্ত নেয়ামতের অবারিত ঠিকানা জান্নাত। জান্নাতকে পার্থিব নেয়ামত দ্বারা আল্লাহ তাআলা সাজিয়েছেন—যা কোনো চোখ চোখ দেখেনি, কোনো কান শোনেনি এবং কোনো ব্যক্তির অন্তর তা কল্পনাও করতে পারেনি।
১১ আগস্ট ২০২৫