মুফতি আইয়ুব নাদীম
বর্ষের হিসাবের জন্য পৃথিবীতে অনেকগুলো সন চালু আছে। আমাদের বাংলাদেশে সাধারণত তিনটি সন প্রচলিত—খ্রিষ্টাব্দ, বঙ্গাব্দ এবং হিজরি।
এর মধ্যে হিজরি সন মুসলমানদের নিজস্ব সন। এই সনের সঙ্গে মুসলমানদের জীবন-আচারের অনেক বিষয় গভীরভাবে সম্পৃক্ত। শরিয়তের নানা বিধি-বিধান এই হিসাবের সঙ্গে সংশ্লিষ্ট।
রাসুলুল্লাহ (সা.) এর ঐতিহাসিক স্মৃতিবিজড়িত হিজরতকে ধারণ করে প্রতিষ্ঠা করা হয় আরবি সন তথা হিজরি সন। এই প্রবন্ধে হিজরি সনের প্রথম মাস মহরমের পাঁচ বৈশিষ্ট্য উল্লেখ করছি।
১. মহররম নাম রাখা: ইসলাম আসার পর সকল মাসের নাম বহাল থাকলেও, একমাত্র এই মাসের নাম পরিবর্তন করে ‘মহররম’ রাখা হয়েছে। ইসলাম আসার আগে এই মাসের নাম ছিল ’সাফারুল আউয়াল।’ (শরহুস সুয়ুতি আলা মুসলিম: ৩ / ২৫২)
২. মহররম আল্লাহর মাস: হাদিসে বর্ণিত হয়েছে, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘মহররম মাস আল্লাহর মাস।’ (সহিহ্ মুসলিম: ১১৬৩)
৩. দশ তারিখের রোজা: এই মাসের দশ তারিখকে আশুরা বলা হয়। এই দিনে পৃথিবীর ইতিহাসে বড় বড় ঘটনা সংঘটিত হয়েছে। আশুরার রোজা রাখলে বিগত এক বছরের গুনাহ মাফ করে দেওয়া হয়। (সহিহ্ বুখারি: ২০০৪)
৪. সম্মানিত মাস: ১২ মাসের মধ্যে চারটি মাস সম্মানিত। এই চার মাসের মধ্যে সবচেয়ে সম্মানিত মাস মহররম। (সহিহ্ বুখারি: ৪৬৬২)
৫. শ্রেষ্ঠ মাস: এটি রমজানের পর শ্রেষ্ঠ মাস। হাদিসে এসেছে, এই মাসের নফল রোজা শ্রেষ্ঠ রোজা। (সহিহ্ মুসলিম: ১১৬৩)
লেখক: মুহাদ্দিস, জামিয়া কাশেফুল উলূম মাদ্রাসা, মধুপুর, টাঙ্গাইল
বর্ষের হিসাবের জন্য পৃথিবীতে অনেকগুলো সন চালু আছে। আমাদের বাংলাদেশে সাধারণত তিনটি সন প্রচলিত—খ্রিষ্টাব্দ, বঙ্গাব্দ এবং হিজরি।
এর মধ্যে হিজরি সন মুসলমানদের নিজস্ব সন। এই সনের সঙ্গে মুসলমানদের জীবন-আচারের অনেক বিষয় গভীরভাবে সম্পৃক্ত। শরিয়তের নানা বিধি-বিধান এই হিসাবের সঙ্গে সংশ্লিষ্ট।
রাসুলুল্লাহ (সা.) এর ঐতিহাসিক স্মৃতিবিজড়িত হিজরতকে ধারণ করে প্রতিষ্ঠা করা হয় আরবি সন তথা হিজরি সন। এই প্রবন্ধে হিজরি সনের প্রথম মাস মহরমের পাঁচ বৈশিষ্ট্য উল্লেখ করছি।
১. মহররম নাম রাখা: ইসলাম আসার পর সকল মাসের নাম বহাল থাকলেও, একমাত্র এই মাসের নাম পরিবর্তন করে ‘মহররম’ রাখা হয়েছে। ইসলাম আসার আগে এই মাসের নাম ছিল ’সাফারুল আউয়াল।’ (শরহুস সুয়ুতি আলা মুসলিম: ৩ / ২৫২)
২. মহররম আল্লাহর মাস: হাদিসে বর্ণিত হয়েছে, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘মহররম মাস আল্লাহর মাস।’ (সহিহ্ মুসলিম: ১১৬৩)
৩. দশ তারিখের রোজা: এই মাসের দশ তারিখকে আশুরা বলা হয়। এই দিনে পৃথিবীর ইতিহাসে বড় বড় ঘটনা সংঘটিত হয়েছে। আশুরার রোজা রাখলে বিগত এক বছরের গুনাহ মাফ করে দেওয়া হয়। (সহিহ্ বুখারি: ২০০৪)
৪. সম্মানিত মাস: ১২ মাসের মধ্যে চারটি মাস সম্মানিত। এই চার মাসের মধ্যে সবচেয়ে সম্মানিত মাস মহররম। (সহিহ্ বুখারি: ৪৬৬২)
৫. শ্রেষ্ঠ মাস: এটি রমজানের পর শ্রেষ্ঠ মাস। হাদিসে এসেছে, এই মাসের নফল রোজা শ্রেষ্ঠ রোজা। (সহিহ্ মুসলিম: ১১৬৩)
লেখক: মুহাদ্দিস, জামিয়া কাশেফুল উলূম মাদ্রাসা, মধুপুর, টাঙ্গাইল
ইসলাম একটি পরিপূর্ণ জীবনব্যবস্থা, যা মানবজীবনের প্রতিটি দিকের জন্য সুনির্দিষ্ট দিকনির্দেশনা দিয়েছে। ব্যক্তিজীবন থেকে শুরু করে পরিবার ও সমাজের প্রতিটি ক্ষেত্রে ইসলামি শিক্ষার গুরুত্ব অপরিসীম। বর্তমানে যখন পারিবারিক বন্ধন শিথিল হচ্ছে এবং সমাজে নৈতিক অবক্ষয় দেখা দিচ্ছে, তখন ইসলামি শিক্ষার প্রচলন...
১৮ দিন আগেপবিত্র কোরআনের অন্যতম ফজিলতপূর্ণ আয়াত হলো ‘আয়াতুল কুরসি।’ মহানবী (সা.) এই আয়াতটিকে কোরআনের শ্রেষ্ঠ আয়াত হিসেবে আখ্যা দিয়েছেন। একবার তিনি সাহাবি উবাই ইবনে কাআব (রা.)-কে জিজ্ঞেস করলেন, ‘তোমার মতে কোরআনের কোন আয়াতটি সবচেয়ে মহান?’ জবাবে উবাই (রা.) বলেন, ‘আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া...’
১৮ দিন আগেক্ষমতা বা রাজত্ব পেলে মানুষ আল্লাহ ভোলা হয়ে যায়। হয়ে ওঠে বেপরোয়া ও অহংকারী। দুর্বলের ওপর অবাধে চালায় অত্যাচার ও নিপীড়ন। আসলে ক্ষমতাসীনদের জন্য আল্লাহর পক্ষ থেকে এটা একটা বড় পরীক্ষা। ক্ষমতা পেয়ে বান্দা কেমন আচরণ করে, সেটাই দেখতে চান আল্লাহ তাআলা। তবে সবাই তো এক না।
১৯ দিন আগেআল্লাহ তাআলার অফুরন্ত নেয়ামতের অবারিত ঠিকানা জান্নাত। জান্নাতকে পার্থিব নেয়ামত দ্বারা আল্লাহ তাআলা সাজিয়েছেন—যা কোনো চোখ চোখ দেখেনি, কোনো কান শোনেনি এবং কোনো ব্যক্তির অন্তর তা কল্পনাও করতে পারেনি।
১৯ দিন আগে