ইসলাম ডেস্ক
সুইডিশ ভাষায় এক লাখ কপি কোরআন বিতরণের ঘোষণা দিয়েছে মধ্যপ্রাচ্যের দেশ কুয়েত। দেশটির প্রধানমন্ত্রী শেখ আহমেদ নাওয়াফ আল-আহমদ আল-সাবাহ গত সোমবার (১০ জুলাই) কোরআন মুদ্রণ ও প্রকাশনা বিভাগকে এ কাজের নির্দেশ দিয়েছেন। সম্প্রতি সুইডেনে মসজিদের সামনে কোরআন পোড়ানোর ঘটনাকে কেন্দ্র করে এই ঘোষণা দিয়েছে দেশটি।
মানুষের মধ্যে ইসলামি মূল্যবোধ ও পারস্পরিক সহাবস্থানের বার্তা ছড়িয়ে দিতেই এই উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানায় দেশটির বার্তা সংস্থা কেএনএ। দেশটির কোরআন মুদ্রণ ও প্রকাশনা কর্তৃপক্ষের প্রধান ড. ফাহাদ আল-দাইহানি সুইডিশ ভাষায় কোরআনের অনুবাদ ছাপানোর কাজ চলছে জানিয়ে বলেন, কুয়েতের ওয়াক্ফ ও ইসলামবিষয়ক মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের সমন্বিত প্রক্রিয়ায় পবিত্র কোরআনের কপিগুলো সুইডেনে বিতরণ করা হবে।
ড. ফাহাদ আরও জানান, ইসলাম ধর্মের সহনশীল ভাবনা, ইসলামি মূল্যবোধ, ইতিবাচক মনোভাবের প্রসার এবং পারস্পরিক সহাবস্থানের ওপর জোর দিতেই এমন উদ্যোগ নেওয়া হয়। তা ছাড়া সবার মধ্যে শান্তি, সম্প্রীতি ও ভালোবাসা ছড়িয়ে দেওয়া এই উদ্যোগের অন্যতম লক্ষ্য।
উল্লেখ্য, গত ২৮ জুন ঈদুল আজহার দিন সুইডেনের রাজধানী স্টকহোমের কেন্দ্রীয় মসজিদের বাইরে সালওয়ান মোমিকা নামের এক ইরাকি যুবক ও তার সহযোগী ঘোষণা দিয়ে পবিত্র কোরআনের একটি কপিতে আগুন ধরিয়ে দেয়। ‘মতপ্রকাশের স্বাধীনতা’র অজুহাতে তাদের এই কাজের অনুমতি দেন সুইডেনের একটি আদালত। অবশ্য মুসলিম দেশগুলোর তীব্র নিন্দার মুখে ঘটনার চার দিন পর সুইডেনের পররাষ্ট্র মন্ত্রণালয় এ ঘটনাকে ‘ইসলামবিদ্বেষ’ আখ্যায়িত করে এর নিন্দা জানায়।
সূত্র: কুয়েত টাইমস
সুইডিশ ভাষায় এক লাখ কপি কোরআন বিতরণের ঘোষণা দিয়েছে মধ্যপ্রাচ্যের দেশ কুয়েত। দেশটির প্রধানমন্ত্রী শেখ আহমেদ নাওয়াফ আল-আহমদ আল-সাবাহ গত সোমবার (১০ জুলাই) কোরআন মুদ্রণ ও প্রকাশনা বিভাগকে এ কাজের নির্দেশ দিয়েছেন। সম্প্রতি সুইডেনে মসজিদের সামনে কোরআন পোড়ানোর ঘটনাকে কেন্দ্র করে এই ঘোষণা দিয়েছে দেশটি।
মানুষের মধ্যে ইসলামি মূল্যবোধ ও পারস্পরিক সহাবস্থানের বার্তা ছড়িয়ে দিতেই এই উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানায় দেশটির বার্তা সংস্থা কেএনএ। দেশটির কোরআন মুদ্রণ ও প্রকাশনা কর্তৃপক্ষের প্রধান ড. ফাহাদ আল-দাইহানি সুইডিশ ভাষায় কোরআনের অনুবাদ ছাপানোর কাজ চলছে জানিয়ে বলেন, কুয়েতের ওয়াক্ফ ও ইসলামবিষয়ক মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের সমন্বিত প্রক্রিয়ায় পবিত্র কোরআনের কপিগুলো সুইডেনে বিতরণ করা হবে।
ড. ফাহাদ আরও জানান, ইসলাম ধর্মের সহনশীল ভাবনা, ইসলামি মূল্যবোধ, ইতিবাচক মনোভাবের প্রসার এবং পারস্পরিক সহাবস্থানের ওপর জোর দিতেই এমন উদ্যোগ নেওয়া হয়। তা ছাড়া সবার মধ্যে শান্তি, সম্প্রীতি ও ভালোবাসা ছড়িয়ে দেওয়া এই উদ্যোগের অন্যতম লক্ষ্য।
উল্লেখ্য, গত ২৮ জুন ঈদুল আজহার দিন সুইডেনের রাজধানী স্টকহোমের কেন্দ্রীয় মসজিদের বাইরে সালওয়ান মোমিকা নামের এক ইরাকি যুবক ও তার সহযোগী ঘোষণা দিয়ে পবিত্র কোরআনের একটি কপিতে আগুন ধরিয়ে দেয়। ‘মতপ্রকাশের স্বাধীনতা’র অজুহাতে তাদের এই কাজের অনুমতি দেন সুইডেনের একটি আদালত। অবশ্য মুসলিম দেশগুলোর তীব্র নিন্দার মুখে ঘটনার চার দিন পর সুইডেনের পররাষ্ট্র মন্ত্রণালয় এ ঘটনাকে ‘ইসলামবিদ্বেষ’ আখ্যায়িত করে এর নিন্দা জানায়।
সূত্র: কুয়েত টাইমস
ইসলাম একটি পরিপূর্ণ জীবনব্যবস্থা, যা মানবজীবনের প্রতিটি দিকের জন্য সুনির্দিষ্ট দিকনির্দেশনা দিয়েছে। ব্যক্তিজীবন থেকে শুরু করে পরিবার ও সমাজের প্রতিটি ক্ষেত্রে ইসলামি শিক্ষার গুরুত্ব অপরিসীম। বর্তমানে যখন পারিবারিক বন্ধন শিথিল হচ্ছে এবং সমাজে নৈতিক অবক্ষয় দেখা দিচ্ছে, তখন ইসলামি শিক্ষার প্রচলন...
১৯ দিন আগেপবিত্র কোরআনের অন্যতম ফজিলতপূর্ণ আয়াত হলো ‘আয়াতুল কুরসি।’ মহানবী (সা.) এই আয়াতটিকে কোরআনের শ্রেষ্ঠ আয়াত হিসেবে আখ্যা দিয়েছেন। একবার তিনি সাহাবি উবাই ইবনে কাআব (রা.)-কে জিজ্ঞেস করলেন, ‘তোমার মতে কোরআনের কোন আয়াতটি সবচেয়ে মহান?’ জবাবে উবাই (রা.) বলেন, ‘আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া...’
১৯ দিন আগেক্ষমতা বা রাজত্ব পেলে মানুষ আল্লাহ ভোলা হয়ে যায়। হয়ে ওঠে বেপরোয়া ও অহংকারী। দুর্বলের ওপর অবাধে চালায় অত্যাচার ও নিপীড়ন। আসলে ক্ষমতাসীনদের জন্য আল্লাহর পক্ষ থেকে এটা একটা বড় পরীক্ষা। ক্ষমতা পেয়ে বান্দা কেমন আচরণ করে, সেটাই দেখতে চান আল্লাহ তাআলা। তবে সবাই তো এক না।
২০ দিন আগেআল্লাহ তাআলার অফুরন্ত নেয়ামতের অবারিত ঠিকানা জান্নাত। জান্নাতকে পার্থিব নেয়ামত দ্বারা আল্লাহ তাআলা সাজিয়েছেন—যা কোনো চোখ চোখ দেখেনি, কোনো কান শোনেনি এবং কোনো ব্যক্তির অন্তর তা কল্পনাও করতে পারেনি।
২০ দিন আগে