হুসাইন আহমদ, শিক্ষক ও ইসলামবিষয়ক গবেষক
সত্য কথা বলা উন্নত মানবিক গুণ। সত্যবাদিতায় মানুষের মন সুন্দর হয়; কল্যাণকর ও পরিতৃপ্ত হয়। আর মিথ্যায় কোমল হৃদয় অস্থির হয়; দ্বিধার দরজা খুলে যায়। ধীরে ধীরে মন শক্ত ও নষ্ট হয়। ফলে মানুষ গুনাহের পথে ধাবিত হয়। হাদিসে এসেছে, রাসুল (সা.) বলেন, ‘যে কাজে মনে সন্দেহ হয়, তা ছেড়ে দিয়ে সন্দেহমুক্ত কাজ করো। কেননা সত্য প্রশান্তিকর এবং মিথ্যা দ্বিধাযুক্ত।’ (তিরমিজি: ২৫১৮)
সত্যবাদিতার জন্য রয়েছে অসংখ্য পুরস্কার। এখানে পাঁচটি তুলে ধরা হলো—
» সত্যবাদিতা পুণ্যের পথে পরিচালিত করে। রাসুল (সা.) বলেন, ‘নিশ্চয়ই সত্য মানুষকে পুণ্যের পথ নির্দেশ করে।’ (আল-জামিউ বাইনাস সাহিহাইন: ২৮৭)
» কিয়ামতের দিন সত্যবাদী উপকৃত হবে। পবিত্র কোরআনে এরশাদ হয়েছে, ‘আজ সত্যবাদীদের সত্যবাদিতা তাদের উপকারে আসবে।’ (সুরা মায়িদা: ১১৯)
» সত্য অন্তরকে প্রশান্ত করে। ফলে সত্যবাদী সুখী ও তৃপ্ত হয়। রাসুল (সা.) এরশাদ করেছেন, ‘সত্য প্রশান্তিকর এবং মিথ্যা দ্বিধাযুক্ত।’ (তিরমিজি: ২৫১৮)
» সত্যের গুণ মানুষকে সত্যবাদিতার মর্যাদা দেয়। রাসুল (সা.) বলেছেন, ‘কোনো ব্যক্তি যখন সর্বদা সত্য বলে ও সত্য বলার দৃঢ় ইচ্ছা পোষণ করে, শেষ পর্যায়ে তার নাম আল্লাহর কাছে সিদ্দিক হিসেবে লিপিবদ্ধ হয়।’ (মুসলিম: ৬৮০৫)
» সত্যবাদিতা মুমিনকে মুনাফিক থেকে পৃথক করে। রাসুল (সা.) এরশাদ করেছেন, মুনাফিকের নিদর্শন তিনটি। যখন কথা বলে মিথ্যা বলে। যখন ওয়াদা করে তা ভঙ্গ করে। যখন আমানত রাখা হয়, খিয়ানত করে।’ (আল জামিউ বাইনাস সাহিহাইন: ২৯২৫)
লেখক: ইসলামবিষয়ক গবেষক
সত্য কথা বলা উন্নত মানবিক গুণ। সত্যবাদিতায় মানুষের মন সুন্দর হয়; কল্যাণকর ও পরিতৃপ্ত হয়। আর মিথ্যায় কোমল হৃদয় অস্থির হয়; দ্বিধার দরজা খুলে যায়। ধীরে ধীরে মন শক্ত ও নষ্ট হয়। ফলে মানুষ গুনাহের পথে ধাবিত হয়। হাদিসে এসেছে, রাসুল (সা.) বলেন, ‘যে কাজে মনে সন্দেহ হয়, তা ছেড়ে দিয়ে সন্দেহমুক্ত কাজ করো। কেননা সত্য প্রশান্তিকর এবং মিথ্যা দ্বিধাযুক্ত।’ (তিরমিজি: ২৫১৮)
সত্যবাদিতার জন্য রয়েছে অসংখ্য পুরস্কার। এখানে পাঁচটি তুলে ধরা হলো—
» সত্যবাদিতা পুণ্যের পথে পরিচালিত করে। রাসুল (সা.) বলেন, ‘নিশ্চয়ই সত্য মানুষকে পুণ্যের পথ নির্দেশ করে।’ (আল-জামিউ বাইনাস সাহিহাইন: ২৮৭)
» কিয়ামতের দিন সত্যবাদী উপকৃত হবে। পবিত্র কোরআনে এরশাদ হয়েছে, ‘আজ সত্যবাদীদের সত্যবাদিতা তাদের উপকারে আসবে।’ (সুরা মায়িদা: ১১৯)
» সত্য অন্তরকে প্রশান্ত করে। ফলে সত্যবাদী সুখী ও তৃপ্ত হয়। রাসুল (সা.) এরশাদ করেছেন, ‘সত্য প্রশান্তিকর এবং মিথ্যা দ্বিধাযুক্ত।’ (তিরমিজি: ২৫১৮)
» সত্যের গুণ মানুষকে সত্যবাদিতার মর্যাদা দেয়। রাসুল (সা.) বলেছেন, ‘কোনো ব্যক্তি যখন সর্বদা সত্য বলে ও সত্য বলার দৃঢ় ইচ্ছা পোষণ করে, শেষ পর্যায়ে তার নাম আল্লাহর কাছে সিদ্দিক হিসেবে লিপিবদ্ধ হয়।’ (মুসলিম: ৬৮০৫)
» সত্যবাদিতা মুমিনকে মুনাফিক থেকে পৃথক করে। রাসুল (সা.) এরশাদ করেছেন, মুনাফিকের নিদর্শন তিনটি। যখন কথা বলে মিথ্যা বলে। যখন ওয়াদা করে তা ভঙ্গ করে। যখন আমানত রাখা হয়, খিয়ানত করে।’ (আল জামিউ বাইনাস সাহিহাইন: ২৯২৫)
লেখক: ইসলামবিষয়ক গবেষক
ইসলাম একটি পরিপূর্ণ জীবনব্যবস্থা, যা মানবজীবনের প্রতিটি দিকের জন্য সুনির্দিষ্ট দিকনির্দেশনা দিয়েছে। ব্যক্তিজীবন থেকে শুরু করে পরিবার ও সমাজের প্রতিটি ক্ষেত্রে ইসলামি শিক্ষার গুরুত্ব অপরিসীম। বর্তমানে যখন পারিবারিক বন্ধন শিথিল হচ্ছে এবং সমাজে নৈতিক অবক্ষয় দেখা দিচ্ছে, তখন ইসলামি শিক্ষার প্রচলন...
২৪ দিন আগেপবিত্র কোরআনের অন্যতম ফজিলতপূর্ণ আয়াত হলো ‘আয়াতুল কুরসি।’ মহানবী (সা.) এই আয়াতটিকে কোরআনের শ্রেষ্ঠ আয়াত হিসেবে আখ্যা দিয়েছেন। একবার তিনি সাহাবি উবাই ইবনে কাআব (রা.)-কে জিজ্ঞেস করলেন, ‘তোমার মতে কোরআনের কোন আয়াতটি সবচেয়ে মহান?’ জবাবে উবাই (রা.) বলেন, ‘আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া...’
২৪ দিন আগেক্ষমতা বা রাজত্ব পেলে মানুষ আল্লাহ ভোলা হয়ে যায়। হয়ে ওঠে বেপরোয়া ও অহংকারী। দুর্বলের ওপর অবাধে চালায় অত্যাচার ও নিপীড়ন। আসলে ক্ষমতাসীনদের জন্য আল্লাহর পক্ষ থেকে এটা একটা বড় পরীক্ষা। ক্ষমতা পেয়ে বান্দা কেমন আচরণ করে, সেটাই দেখতে চান আল্লাহ তাআলা। তবে সবাই তো এক না।
২৫ দিন আগেআল্লাহ তাআলার অফুরন্ত নেয়ামতের অবারিত ঠিকানা জান্নাত। জান্নাতকে পার্থিব নেয়ামত দ্বারা আল্লাহ তাআলা সাজিয়েছেন—যা কোনো চোখ চোখ দেখেনি, কোনো কান শোনেনি এবং কোনো ব্যক্তির অন্তর তা কল্পনাও করতে পারেনি।
২৫ দিন আগে