আবরার নাঈম
পাপ হলো এমন এক কাজ, যা নৈতিক, ধর্মীয় বা সামাজিক দৃষ্টিভঙ্গিতে ভুল বা নিষিদ্ধ বলে বিবেচিত। এটি মানুষের বিবেক ভারাক্রান্ত করে এবং সমাজে অস্থিরতা সৃষ্টি করে। পাপের ফলে মানুষ আত্মগ্লানি, দুঃখ ও অনুশোচনায় ভোগে। তবে এমন কিছু পাপ রয়েছে, যেগুলো মানুষ সহজেই করে ফেলে। কখনো এ পাপকে খুবই হালকা মনে করে। যেমন ১. মিথ্যা কথা বলা। ২. গিবত করা। নিম্নে সংক্ষিপ্তাকারে তার স্বরূপ ও ভয়াবহতা সম্পর্কে আলোকপাত করা হলো।
মিথ্যা কথা বলা: মানুষ এত সহজে মিথ্যা কথা বলে যে, অবস্থাদৃষ্টে মনে হয় এটা কোনো পাপই নয়। চাকরি, ব্যবসা, এমনকি মানুষ মজার ছলেও মিথ্যা বলে। অথচ সদা সত্য কথা বলার নির্দেশ দিয়ে আল্লাহ তাআলা বলেন, ‘হে ইমানদারগণ, আল্লাহকে ভয় কর এবং সত্য কথা বল। (সুরা আহজাব: ৭০)। মিথ্যা কথা বলা কবিরা গুনাহ এবং মুনাফেকির লক্ষ্মণ। আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.) বলেন, মুনাফেকের চিহ্ন হলো তিনটি—১. কথা বললে মিথ্যা বলে। ২. ওয়াদা করলে তা ভঙ্গ করে। ৩. আমানত রাখা হলে তা খিয়ানত করে। (রিয়াজুস সালেহিন: ৬৯৪)
গিবত করা: গিবত অর্থ হলো কারও আড়ালে তার দোষ চর্চা করা। গিবত অতি ঘৃণ্য ও জঘন্য অপরাধ। পবিত্র কোরআনের ভাষ্যমতে, গিবতকারী আপন মৃত ভাইয়ের গোশত ভক্ষণকারীর সমতুল্য। বাস্তবে কেউ কি নিজের মৃত ভাইয়ের গোশত খায় বা খাবে! এ প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন, এবং তোমরা একে অপরের গিবত কর না। তোমাদের কেউ কি তার মৃত ভাইয়ের গোশত খেতে পছন্দ করে? বস্তুত তোমরা একে ঘৃণাই কর। (সুরা হুজুরাত: ১২। হাদিসে গিবত জিনার চেয়ে ভয়ংকর বলে উল্লেখ আছে। কারণ এ গিবতের অনিবার্য ফলাফল হলো মানুষের মধ্যে কলহ-বিবাদ ও হিংসা-বিদ্বেষ সৃষ্টি করা, যা একসময় হত্যা পর্যন্ত গড়ায়।
পাপ হলো এমন এক কাজ, যা নৈতিক, ধর্মীয় বা সামাজিক দৃষ্টিভঙ্গিতে ভুল বা নিষিদ্ধ বলে বিবেচিত। এটি মানুষের বিবেক ভারাক্রান্ত করে এবং সমাজে অস্থিরতা সৃষ্টি করে। পাপের ফলে মানুষ আত্মগ্লানি, দুঃখ ও অনুশোচনায় ভোগে। তবে এমন কিছু পাপ রয়েছে, যেগুলো মানুষ সহজেই করে ফেলে। কখনো এ পাপকে খুবই হালকা মনে করে। যেমন ১. মিথ্যা কথা বলা। ২. গিবত করা। নিম্নে সংক্ষিপ্তাকারে তার স্বরূপ ও ভয়াবহতা সম্পর্কে আলোকপাত করা হলো।
মিথ্যা কথা বলা: মানুষ এত সহজে মিথ্যা কথা বলে যে, অবস্থাদৃষ্টে মনে হয় এটা কোনো পাপই নয়। চাকরি, ব্যবসা, এমনকি মানুষ মজার ছলেও মিথ্যা বলে। অথচ সদা সত্য কথা বলার নির্দেশ দিয়ে আল্লাহ তাআলা বলেন, ‘হে ইমানদারগণ, আল্লাহকে ভয় কর এবং সত্য কথা বল। (সুরা আহজাব: ৭০)। মিথ্যা কথা বলা কবিরা গুনাহ এবং মুনাফেকির লক্ষ্মণ। আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.) বলেন, মুনাফেকের চিহ্ন হলো তিনটি—১. কথা বললে মিথ্যা বলে। ২. ওয়াদা করলে তা ভঙ্গ করে। ৩. আমানত রাখা হলে তা খিয়ানত করে। (রিয়াজুস সালেহিন: ৬৯৪)
গিবত করা: গিবত অর্থ হলো কারও আড়ালে তার দোষ চর্চা করা। গিবত অতি ঘৃণ্য ও জঘন্য অপরাধ। পবিত্র কোরআনের ভাষ্যমতে, গিবতকারী আপন মৃত ভাইয়ের গোশত ভক্ষণকারীর সমতুল্য। বাস্তবে কেউ কি নিজের মৃত ভাইয়ের গোশত খায় বা খাবে! এ প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন, এবং তোমরা একে অপরের গিবত কর না। তোমাদের কেউ কি তার মৃত ভাইয়ের গোশত খেতে পছন্দ করে? বস্তুত তোমরা একে ঘৃণাই কর। (সুরা হুজুরাত: ১২। হাদিসে গিবত জিনার চেয়ে ভয়ংকর বলে উল্লেখ আছে। কারণ এ গিবতের অনিবার্য ফলাফল হলো মানুষের মধ্যে কলহ-বিবাদ ও হিংসা-বিদ্বেষ সৃষ্টি করা, যা একসময় হত্যা পর্যন্ত গড়ায়।
ইসলাম একটি পরিপূর্ণ জীবনব্যবস্থা, যা মানবজীবনের প্রতিটি দিকের জন্য সুনির্দিষ্ট দিকনির্দেশনা দিয়েছে। ব্যক্তিজীবন থেকে শুরু করে পরিবার ও সমাজের প্রতিটি ক্ষেত্রে ইসলামি শিক্ষার গুরুত্ব অপরিসীম। বর্তমানে যখন পারিবারিক বন্ধন শিথিল হচ্ছে এবং সমাজে নৈতিক অবক্ষয় দেখা দিচ্ছে, তখন ইসলামি শিক্ষার প্রচলন...
১৯ দিন আগেপবিত্র কোরআনের অন্যতম ফজিলতপূর্ণ আয়াত হলো ‘আয়াতুল কুরসি।’ মহানবী (সা.) এই আয়াতটিকে কোরআনের শ্রেষ্ঠ আয়াত হিসেবে আখ্যা দিয়েছেন। একবার তিনি সাহাবি উবাই ইবনে কাআব (রা.)-কে জিজ্ঞেস করলেন, ‘তোমার মতে কোরআনের কোন আয়াতটি সবচেয়ে মহান?’ জবাবে উবাই (রা.) বলেন, ‘আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া...’
১৯ দিন আগেক্ষমতা বা রাজত্ব পেলে মানুষ আল্লাহ ভোলা হয়ে যায়। হয়ে ওঠে বেপরোয়া ও অহংকারী। দুর্বলের ওপর অবাধে চালায় অত্যাচার ও নিপীড়ন। আসলে ক্ষমতাসীনদের জন্য আল্লাহর পক্ষ থেকে এটা একটা বড় পরীক্ষা। ক্ষমতা পেয়ে বান্দা কেমন আচরণ করে, সেটাই দেখতে চান আল্লাহ তাআলা। তবে সবাই তো এক না।
২০ দিন আগেআল্লাহ তাআলার অফুরন্ত নেয়ামতের অবারিত ঠিকানা জান্নাত। জান্নাতকে পার্থিব নেয়ামত দ্বারা আল্লাহ তাআলা সাজিয়েছেন—যা কোনো চোখ চোখ দেখেনি, কোনো কান শোনেনি এবং কোনো ব্যক্তির অন্তর তা কল্পনাও করতে পারেনি।
২০ দিন আগে