১৯৭৭ সালের ২১ মার্চ। হাওয়াইয়ের হোনোলুলুর ম্যাকিনলে হাই স্কুলে সেদিন এক ভয়াবহ ঘটনা ঘটে। স্কুলের ইংরেজি ভবনের দ্বিতীয় তলায় পাওয়া যায় ১৬ বছর বয়সী ডন মোমোহারার মৃতদেহ। তাঁর গলায় শক্ত করে জড়ানো ছিল কমলা রঙের একটি কাপড়। পুলিশের মতে, তাঁকে শারীরিক নির্যাতন এবং শ্বাসরোধ করে হত্যা করা হয়েছিল।
ডনের মৃতদেহ পাওয়ার পর সেই ঘটনায় স্থানীয়রা আতঙ্কিত হয়ে পড়েছিল। স্কুলের সেই সময়ের শিক্ষার্থী সুসি চুন ওকল্যান্ড বলেন, ‘আমাদের জন্য এটা ছিল এক ভয়ানক অভিজ্ঞতা। আমরা এমন কিছু এর আগে কখনো দেখিনি। এটি আমাদের কমিউনিটির জন্য খুবই দুঃখজনক ছিল।’
রোববার সিএনএন জানিয়েছে, সেই হত্যাকাণ্ডের ৪৮ বছর পর আধুনিক ডিএনএ প্রযুক্তির সাহায্যে ৬৬ বছর বয়সী গিডিয়ন ক্যাস্ট্রোকে গ্রেপ্তার করেছে পুলিশ। গিডিয়ন সেই স্কুল থেকেই স্নাতক হয়েছিলেন। পুলিশের তথ্য অনুযায়ী, অতীতে গিডিয়ন জানিয়েছিলেন, তিনি ডনকে চিনতেন।
২০২৩ সালে পুলিশ তদন্তে জানতে পারে, গিডিয়ন ক্যাস্ট্রো বা তাঁর ভাই ডনের সন্দেহভাজন হত্যাকারী হতে পারেন। এই পর্যায়ে এসে তদন্তকারীরা যুক্তরাষ্ট্রের মূল ভূমিতে আসেন। কারণ ক্যাস্ট্রো পরিবার তত দিনে হাওয়াই দ্বীপ ছেড়ে যুক্তরাষ্ট্রের ইউটা অঙ্গরাজ্যে বসবাস করছিলেন।
তদন্তকারীরা ডিএনএ পরীক্ষার জন্য ক্যাস্ট্রোর সন্তানদের থেকে গোপনে নমুনা সংগ্রহ করেছিলেন। পরীক্ষার মাধ্যমে পরে দেখা যায়, ডনের শর্টস থেকে পাওয়া ডিএনএ গিডিয়ন ক্যাস্ট্রোর ডিএনএ-র সঙ্গে মিলে যায়।
পুলিশ জানায়, ২০২৩ সালের জানুয়ারিতে ক্যাস্ট্রোর ডিএনএ সরাসরি সংগ্রহ করে নিশ্চিত হওয়া যায়, তিনিই ওই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। অবশেষে, গত ২৩ জানুয়ারি ক্যাস্ট্রোকে ইউটার একটি নার্সিং হোম থেকে গ্রেপ্তার করা হয়েছে।
গিডিয়নের গ্রেপ্তারের খবরে সুসি চুন ওকল্যান্ড বলেন, ‘ডনের পরিবার হয়তো আজ কিছুটা স্বস্তি পাবে। কিন্তু এ ধরনের অনেক ঘটনা এখনো অমীমাংসিত রয়ে গেছে।’
১৯৭৭ সালের ২১ মার্চ। হাওয়াইয়ের হোনোলুলুর ম্যাকিনলে হাই স্কুলে সেদিন এক ভয়াবহ ঘটনা ঘটে। স্কুলের ইংরেজি ভবনের দ্বিতীয় তলায় পাওয়া যায় ১৬ বছর বয়সী ডন মোমোহারার মৃতদেহ। তাঁর গলায় শক্ত করে জড়ানো ছিল কমলা রঙের একটি কাপড়। পুলিশের মতে, তাঁকে শারীরিক নির্যাতন এবং শ্বাসরোধ করে হত্যা করা হয়েছিল।
ডনের মৃতদেহ পাওয়ার পর সেই ঘটনায় স্থানীয়রা আতঙ্কিত হয়ে পড়েছিল। স্কুলের সেই সময়ের শিক্ষার্থী সুসি চুন ওকল্যান্ড বলেন, ‘আমাদের জন্য এটা ছিল এক ভয়ানক অভিজ্ঞতা। আমরা এমন কিছু এর আগে কখনো দেখিনি। এটি আমাদের কমিউনিটির জন্য খুবই দুঃখজনক ছিল।’
রোববার সিএনএন জানিয়েছে, সেই হত্যাকাণ্ডের ৪৮ বছর পর আধুনিক ডিএনএ প্রযুক্তির সাহায্যে ৬৬ বছর বয়সী গিডিয়ন ক্যাস্ট্রোকে গ্রেপ্তার করেছে পুলিশ। গিডিয়ন সেই স্কুল থেকেই স্নাতক হয়েছিলেন। পুলিশের তথ্য অনুযায়ী, অতীতে গিডিয়ন জানিয়েছিলেন, তিনি ডনকে চিনতেন।
২০২৩ সালে পুলিশ তদন্তে জানতে পারে, গিডিয়ন ক্যাস্ট্রো বা তাঁর ভাই ডনের সন্দেহভাজন হত্যাকারী হতে পারেন। এই পর্যায়ে এসে তদন্তকারীরা যুক্তরাষ্ট্রের মূল ভূমিতে আসেন। কারণ ক্যাস্ট্রো পরিবার তত দিনে হাওয়াই দ্বীপ ছেড়ে যুক্তরাষ্ট্রের ইউটা অঙ্গরাজ্যে বসবাস করছিলেন।
তদন্তকারীরা ডিএনএ পরীক্ষার জন্য ক্যাস্ট্রোর সন্তানদের থেকে গোপনে নমুনা সংগ্রহ করেছিলেন। পরীক্ষার মাধ্যমে পরে দেখা যায়, ডনের শর্টস থেকে পাওয়া ডিএনএ গিডিয়ন ক্যাস্ট্রোর ডিএনএ-র সঙ্গে মিলে যায়।
পুলিশ জানায়, ২০২৩ সালের জানুয়ারিতে ক্যাস্ট্রোর ডিএনএ সরাসরি সংগ্রহ করে নিশ্চিত হওয়া যায়, তিনিই ওই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। অবশেষে, গত ২৩ জানুয়ারি ক্যাস্ট্রোকে ইউটার একটি নার্সিং হোম থেকে গ্রেপ্তার করা হয়েছে।
গিডিয়নের গ্রেপ্তারের খবরে সুসি চুন ওকল্যান্ড বলেন, ‘ডনের পরিবার হয়তো আজ কিছুটা স্বস্তি পাবে। কিন্তু এ ধরনের অনেক ঘটনা এখনো অমীমাংসিত রয়ে গেছে।’
পাকিস্তানের বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) এবং এর প্রধান সহযোগী একটি গ্রুপকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র। গতকাল সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে এই ঘোষণা দেয়।
১৮ দিন আগেজাতিসংঘের তিন-চতুর্থাংশ সদস্য দেশ এরই মধ্যে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে বা শিগগিরই দেওয়ার পরিকল্পনা করছে। আগামী সেপ্টেম্বরের জাতিসংঘ সাধারণ পরিষদে (ইউএনজিএ) ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়ে সোমবার এ তালিকায় নতুন করে যুক্ত হয়েছে অস্ট্রেলিয়া।
১৮ দিন আগেআরব নিউজের প্রতিবেদন অনুযায়ী, সিন্ধু পানিবণ্টন চুক্তি নিয়ে গত ৮ আগস্ট এক রায়ে আন্তর্জাতিক আদালত বলেছে যে, ভারতকে পাকিস্তানের জন্য সিন্ধু নদীর পশ্চিমাঞ্চলের নদীগুলোর পানি অবাধভাবে প্রবাহিত হতে দিতে হবে। আদালত স্পষ্টভাবে নির্দেশ দিয়েছে যে, ভারতের নতুন হাইড্রোপাওয়ার প্রকল্পসমূহ চুক্তির নির্ধারিত মানদণ্
১৮ দিন আগেপাকিস্তান আবারও ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুমকি দিয়েছে। এবার পাকিস্তানের রাজনীতিবিদ বিলাওয়াল ভুট্টো ভারতকে সিন্ধু পানিবণ্টন চুক্তি একতরফাভাবে স্থগিত করার বিষয়ে হুমকি দিয়েছেন। পাকিস্তানের সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেছেন, ভারত পাকিস্তানের ‘বড় ক্ষতি’ করেছে এবং প্রধানমন্ত্রী...
১৮ দিন আগে