লাতিন আমেরিকার দেশ ডমিনিকান রিপাবলিকের পরিবেশ ও প্রাকৃতিক সম্পদমন্ত্রী নিজ কার্যালয়ে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। কর্মকর্তারা বলেছেন, গুলি করেছেন তাঁর ঘনিষ্ঠ বন্ধু। আজ মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, নিহত মন্ত্রীর নাম অরলান্দো জর্জ মেরা। তাঁর বয়স ছিল ৫৫। স্থানীয় সময় সোমবার তিনি তাঁর কার্যালয়ে সভা করার সময় গুলিবিদ্ধ হয়েছেন। সে সময় অন্তত ছয়টি গুলির শব্দ শোনা গেছে।
ডমিনিকান রিপাবলিকের প্রেসিডেন্ট লুইস আবিনাদারের একজন মুখপাত্র বলেছেন, ‘হত্যাকারীর নাম মিগুয়েল ক্রুজ। তিনি পরিবেশমন্ত্রীর ছোটবেলার বন্ধু ছিলেন।’ তাঁকে এখন কারা হেফাজতে রাখা হয়েছে। কী কারণে তিনি গুলি চালিয়েছেন তা এখনো স্পষ্ট নয় বলে জানিয়েছেন প্রেসিডেন্টের মুখপাত্র হোমেরো ফিগুয়েরো।
এদিকে জর্জ মেরার পরিবার এক বিবৃতিতে বলেছে, শৈশবের বন্ধুর একাধিক গুলিতে নিহত হয়েছেন অরলান্দো। আমাদের পরিবার তাঁকে ক্ষমা করে দিয়েছে। কারণ অরলান্দোর অন্যতম গুণ ছিল কারও প্রতি ক্ষোভ পুষে না রাখা।
২০২০ সালের জুলাই মাসে বর্তমান প্রেসিডেন্ট ক্ষমতায় আসার পর পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছিলেন অরলান্দো জর্জ মেরা। তিনি সাবেক প্রেসিডেন্ট সালভাদর জর্জ ব্ল্যাংকোর ছেলে এবং গভর্নিং মডার্ন রেভল্যুশনারি পার্টির (পিআরএম) প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন। জর্জ মেরার স্ত্রী ব্রাজিলে নিযুক্ত ডমিনিকান রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছেন। তাঁদের দুই ছেলে রয়েছেন। এক ছেলে আইনপ্রণেতা।
এক টুইটার পোস্টে নিহত জর্জ মেরার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন প্রেসিডেন্ট অবিনাদার। তিনি বলেছেন, একজন অকৃত্রিম বন্ধুকে হারিয়ে তিনি গভীরভাবে শোকাহত।
বিশ্বের নানা প্রান্তের খবর পড়ুন:
লাতিন আমেরিকার দেশ ডমিনিকান রিপাবলিকের পরিবেশ ও প্রাকৃতিক সম্পদমন্ত্রী নিজ কার্যালয়ে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। কর্মকর্তারা বলেছেন, গুলি করেছেন তাঁর ঘনিষ্ঠ বন্ধু। আজ মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, নিহত মন্ত্রীর নাম অরলান্দো জর্জ মেরা। তাঁর বয়স ছিল ৫৫। স্থানীয় সময় সোমবার তিনি তাঁর কার্যালয়ে সভা করার সময় গুলিবিদ্ধ হয়েছেন। সে সময় অন্তত ছয়টি গুলির শব্দ শোনা গেছে।
ডমিনিকান রিপাবলিকের প্রেসিডেন্ট লুইস আবিনাদারের একজন মুখপাত্র বলেছেন, ‘হত্যাকারীর নাম মিগুয়েল ক্রুজ। তিনি পরিবেশমন্ত্রীর ছোটবেলার বন্ধু ছিলেন।’ তাঁকে এখন কারা হেফাজতে রাখা হয়েছে। কী কারণে তিনি গুলি চালিয়েছেন তা এখনো স্পষ্ট নয় বলে জানিয়েছেন প্রেসিডেন্টের মুখপাত্র হোমেরো ফিগুয়েরো।
এদিকে জর্জ মেরার পরিবার এক বিবৃতিতে বলেছে, শৈশবের বন্ধুর একাধিক গুলিতে নিহত হয়েছেন অরলান্দো। আমাদের পরিবার তাঁকে ক্ষমা করে দিয়েছে। কারণ অরলান্দোর অন্যতম গুণ ছিল কারও প্রতি ক্ষোভ পুষে না রাখা।
২০২০ সালের জুলাই মাসে বর্তমান প্রেসিডেন্ট ক্ষমতায় আসার পর পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছিলেন অরলান্দো জর্জ মেরা। তিনি সাবেক প্রেসিডেন্ট সালভাদর জর্জ ব্ল্যাংকোর ছেলে এবং গভর্নিং মডার্ন রেভল্যুশনারি পার্টির (পিআরএম) প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন। জর্জ মেরার স্ত্রী ব্রাজিলে নিযুক্ত ডমিনিকান রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছেন। তাঁদের দুই ছেলে রয়েছেন। এক ছেলে আইনপ্রণেতা।
এক টুইটার পোস্টে নিহত জর্জ মেরার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন প্রেসিডেন্ট অবিনাদার। তিনি বলেছেন, একজন অকৃত্রিম বন্ধুকে হারিয়ে তিনি গভীরভাবে শোকাহত।
বিশ্বের নানা প্রান্তের খবর পড়ুন:
পাকিস্তানের বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) এবং এর প্রধান সহযোগী একটি গ্রুপকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র। গতকাল সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে এই ঘোষণা দেয়।
১২ আগস্ট ২০২৫জাতিসংঘের তিন-চতুর্থাংশ সদস্য দেশ এরই মধ্যে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে বা শিগগিরই দেওয়ার পরিকল্পনা করছে। আগামী সেপ্টেম্বরের জাতিসংঘ সাধারণ পরিষদে (ইউএনজিএ) ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়ে সোমবার এ তালিকায় নতুন করে যুক্ত হয়েছে অস্ট্রেলিয়া।
১২ আগস্ট ২০২৫আরব নিউজের প্রতিবেদন অনুযায়ী, সিন্ধু পানিবণ্টন চুক্তি নিয়ে গত ৮ আগস্ট এক রায়ে আন্তর্জাতিক আদালত বলেছে যে, ভারতকে পাকিস্তানের জন্য সিন্ধু নদীর পশ্চিমাঞ্চলের নদীগুলোর পানি অবাধভাবে প্রবাহিত হতে দিতে হবে। আদালত স্পষ্টভাবে নির্দেশ দিয়েছে যে, ভারতের নতুন হাইড্রোপাওয়ার প্রকল্পসমূহ চুক্তির নির্ধারিত মানদণ্
১২ আগস্ট ২০২৫পাকিস্তান আবারও ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুমকি দিয়েছে। এবার পাকিস্তানের রাজনীতিবিদ বিলাওয়াল ভুট্টো ভারতকে সিন্ধু পানিবণ্টন চুক্তি একতরফাভাবে স্থগিত করার বিষয়ে হুমকি দিয়েছেন। পাকিস্তানের সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেছেন, ভারত পাকিস্তানের ‘বড় ক্ষতি’ করেছে এবং প্রধানমন্ত্রী...
১২ আগস্ট ২০২৫