যুক্তরাষ্ট্রের মিজৌরি অঙ্গরাজ্যে টর্নেডোর তাণ্ডবে অন্তত পাঁচজন নিহত হয়েছে। এ ছাড়া বাড়ির ছাদ ধস, গাছ ভেঙে পড়া ও বৈদ্যুতিক লাইন ছিঁড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানা যায়, স্থানীয় সময় বুধবার গভীর রাতে রাজ্যের দক্ষিণ-পূর্বাঞ্চলে টর্নেডোটি আঘাত হানে।
যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, স্থানীয় সময় রাত সাড়ে ৩টার দিকে ওই এলাকায় টর্নেডো আঘাত হানতে শুরু করে। বলিঞ্জার কাউন্টিতে বেশি ক্ষয়ক্ষতি হয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ। একাধিক সংস্থার কর্মীরা এই এলাকার ধ্বংস হয়ে যাওয়া ঘরবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে উদ্ধার অভিযানে অংশ নিয়েছেন।
মিজৌরি অঙ্গরাজ্য হাইওয়ে পেট্রলের সুপার এরিক ওলসন জানিয়েছেন, ঝড়ে পাঁচজন নিহত ও কয়েকজন আহত হয়েছেন। একই সঙ্গে ৮৭টি অবকাঠামো ক্ষতিগ্রস্ত ও ১২টি ভবন ধ্বংস হয়েছে বলে জানান তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ হওয়া ছবিতে ধ্বংসযজ্ঞের চিত্র উঠে এসেছে। ছবিতে দেখা যায়, ছাদ উড়ে যাওয়া ক্ষতিগ্রস্ত বাড়ি, উপড়ে পড়া গাছ ও ছিঁড়ে পড়া বৈদ্যুতিক তারের পাশাপাশি রাস্তা ও বাড়ির সামনের আবর্জনার স্তূপ।
যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া অধিদপ্তর সতর্কতা দিয়ে বলেছে, বৈরী আবহাওয়ার কারণে বেশ কয়েকটি অঙ্গরাজ্যের প্রায় ৯ কোটি মানুষ টর্নেডোর ঝুঁকিতে আছে। কয়েক দিনের মধ্যে ইলিনয়, আইওয়া, আরকানসাস, মিজৌরি অঙ্গরাজ্যে আরও টর্নেডো আঘাত হানতে পারে বলে পূর্বাভাস দিয়েছেন আবহাওয়াবিদেরা।
কয়েক দিন আগেই যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য পশ্চিমাঞ্চলে অর্ধশতাধিক টর্নেডোর আঘাতে অন্তত ৩২ জনের মৃত্যু হয়। বিধ্বংসী এই টর্নেডোর তাণ্ডবে ক্ষতিগ্রস্ত হয় অসংখ্য বাড়ি-ঘর। বিদ্যুদ্বিচ্ছিন্ন হয়ে পড়ে লাখো বাসিন্দা।
যুক্তরাষ্ট্রের মিজৌরি অঙ্গরাজ্যে টর্নেডোর তাণ্ডবে অন্তত পাঁচজন নিহত হয়েছে। এ ছাড়া বাড়ির ছাদ ধস, গাছ ভেঙে পড়া ও বৈদ্যুতিক লাইন ছিঁড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানা যায়, স্থানীয় সময় বুধবার গভীর রাতে রাজ্যের দক্ষিণ-পূর্বাঞ্চলে টর্নেডোটি আঘাত হানে।
যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, স্থানীয় সময় রাত সাড়ে ৩টার দিকে ওই এলাকায় টর্নেডো আঘাত হানতে শুরু করে। বলিঞ্জার কাউন্টিতে বেশি ক্ষয়ক্ষতি হয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ। একাধিক সংস্থার কর্মীরা এই এলাকার ধ্বংস হয়ে যাওয়া ঘরবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে উদ্ধার অভিযানে অংশ নিয়েছেন।
মিজৌরি অঙ্গরাজ্য হাইওয়ে পেট্রলের সুপার এরিক ওলসন জানিয়েছেন, ঝড়ে পাঁচজন নিহত ও কয়েকজন আহত হয়েছেন। একই সঙ্গে ৮৭টি অবকাঠামো ক্ষতিগ্রস্ত ও ১২টি ভবন ধ্বংস হয়েছে বলে জানান তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ হওয়া ছবিতে ধ্বংসযজ্ঞের চিত্র উঠে এসেছে। ছবিতে দেখা যায়, ছাদ উড়ে যাওয়া ক্ষতিগ্রস্ত বাড়ি, উপড়ে পড়া গাছ ও ছিঁড়ে পড়া বৈদ্যুতিক তারের পাশাপাশি রাস্তা ও বাড়ির সামনের আবর্জনার স্তূপ।
যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া অধিদপ্তর সতর্কতা দিয়ে বলেছে, বৈরী আবহাওয়ার কারণে বেশ কয়েকটি অঙ্গরাজ্যের প্রায় ৯ কোটি মানুষ টর্নেডোর ঝুঁকিতে আছে। কয়েক দিনের মধ্যে ইলিনয়, আইওয়া, আরকানসাস, মিজৌরি অঙ্গরাজ্যে আরও টর্নেডো আঘাত হানতে পারে বলে পূর্বাভাস দিয়েছেন আবহাওয়াবিদেরা।
কয়েক দিন আগেই যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য পশ্চিমাঞ্চলে অর্ধশতাধিক টর্নেডোর আঘাতে অন্তত ৩২ জনের মৃত্যু হয়। বিধ্বংসী এই টর্নেডোর তাণ্ডবে ক্ষতিগ্রস্ত হয় অসংখ্য বাড়ি-ঘর। বিদ্যুদ্বিচ্ছিন্ন হয়ে পড়ে লাখো বাসিন্দা।
পাকিস্তানের বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) এবং এর প্রধান সহযোগী একটি গ্রুপকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র। গতকাল সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে এই ঘোষণা দেয়।
১৮ দিন আগেজাতিসংঘের তিন-চতুর্থাংশ সদস্য দেশ এরই মধ্যে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে বা শিগগিরই দেওয়ার পরিকল্পনা করছে। আগামী সেপ্টেম্বরের জাতিসংঘ সাধারণ পরিষদে (ইউএনজিএ) ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়ে সোমবার এ তালিকায় নতুন করে যুক্ত হয়েছে অস্ট্রেলিয়া।
১৮ দিন আগেআরব নিউজের প্রতিবেদন অনুযায়ী, সিন্ধু পানিবণ্টন চুক্তি নিয়ে গত ৮ আগস্ট এক রায়ে আন্তর্জাতিক আদালত বলেছে যে, ভারতকে পাকিস্তানের জন্য সিন্ধু নদীর পশ্চিমাঞ্চলের নদীগুলোর পানি অবাধভাবে প্রবাহিত হতে দিতে হবে। আদালত স্পষ্টভাবে নির্দেশ দিয়েছে যে, ভারতের নতুন হাইড্রোপাওয়ার প্রকল্পসমূহ চুক্তির নির্ধারিত মানদণ্
১৮ দিন আগেপাকিস্তান আবারও ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুমকি দিয়েছে। এবার পাকিস্তানের রাজনীতিবিদ বিলাওয়াল ভুট্টো ভারতকে সিন্ধু পানিবণ্টন চুক্তি একতরফাভাবে স্থগিত করার বিষয়ে হুমকি দিয়েছেন। পাকিস্তানের সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেছেন, ভারত পাকিস্তানের ‘বড় ক্ষতি’ করেছে এবং প্রধানমন্ত্রী...
১৮ দিন আগে