মঙ্গল গ্রহের দিনগুলো ছোট হয়ে আসছে। এর মানে হলো গ্রহটি আগের চেয়ে বেশি জোরে ঘুরছে! সম্প্রতি নাসার বিজ্ঞানীদের পর্যবেক্ষণে বিষয়টি ধরা পড়েছে। তবে কেন এমন হচ্ছে সে বিষয়ে তাঁরা কোনো ধারণা দিতে পারেননি।
নেচার সাময়িকীতে প্রকাশিত এ সংক্রান্ত গবেষণাপত্রের বরাতে আজ বুধবার বিবিসি জানিয়েছে, মঙ্গল গ্রহে পাঠানো নাসার ‘ইনসাইট’ রোবট থেকে প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে বিজ্ঞানীরা তাঁদের নতুন সিদ্ধান্তে পৌঁছেছেন। গ্রহটির ঘূর্ণন গতি পর্যবেক্ষণ করে তাঁরা দেখেছেন, এর একেকটি দিনের দৈর্ঘ্য বছরে ৪ মিলি সেকেন্ড করে কমে যাচ্ছে। এর মানে হলো-খুব ধীরে হলেও মঙ্গল গ্রহের ঘূর্ণন গতি বাড়ছে।
তবে ঠিক কী কারণে এই গতি বাড়ছে তা জানাতে না পারলেও এ বিষয়ে একাধিক তত্ত্ব দাঁড় করিয়েছেন বিজ্ঞানীরা। তাঁরা ধারণা করছেন, খুব ধীরে হলেও মঙ্গল গ্রহের কিছু পরিবর্তন হচ্ছে। এর মাধ্যমে গ্রহটির ভরকেন্দ্রের পরিবর্তন কিংবা উপরিভাগের রূপান্তরের ফলে ঘূর্ণন গতি বাড়ছে।
তাঁরা বলছেন, গ্রহটির বরফ জমা অংশগুলো বা পোলার ক্যাপগুলোতে হিমবাহের উত্তরোত্তর রিবাউন্ডের কারণে বরফ দিয়ে ঢেকে যাওয়া বা গলে স্থলভাগ ভেসে ওঠার ফলে ভর এবং গতির পরিবর্তন ঘটতে পারে।
২০১৮ সালে ইনসাইট ল্যান্ডার মঙ্গল গ্রহে পাঠায় নাসা। গ্রহটির বিষয়ে ধারণা পেতে ইনসাইট ল্যান্ডারের মধ্যে একটি সিসমোমিটার, একটি তাপ পরীক্ষক এবং একটি রেডিও সায়েন্স সিস্টেম সংযুক্ত রয়েছে। এর মধ্যে রেডিও সায়েন্সের মাধ্যমে বিজ্ঞানীরা মঙ্গলের ঘূর্ণন গতি সম্পর্কে ধারণা পেয়ে থাকেন।
মঙ্গল গ্রহের দিনগুলো ছোট হয়ে আসছে। এর মানে হলো গ্রহটি আগের চেয়ে বেশি জোরে ঘুরছে! সম্প্রতি নাসার বিজ্ঞানীদের পর্যবেক্ষণে বিষয়টি ধরা পড়েছে। তবে কেন এমন হচ্ছে সে বিষয়ে তাঁরা কোনো ধারণা দিতে পারেননি।
নেচার সাময়িকীতে প্রকাশিত এ সংক্রান্ত গবেষণাপত্রের বরাতে আজ বুধবার বিবিসি জানিয়েছে, মঙ্গল গ্রহে পাঠানো নাসার ‘ইনসাইট’ রোবট থেকে প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে বিজ্ঞানীরা তাঁদের নতুন সিদ্ধান্তে পৌঁছেছেন। গ্রহটির ঘূর্ণন গতি পর্যবেক্ষণ করে তাঁরা দেখেছেন, এর একেকটি দিনের দৈর্ঘ্য বছরে ৪ মিলি সেকেন্ড করে কমে যাচ্ছে। এর মানে হলো-খুব ধীরে হলেও মঙ্গল গ্রহের ঘূর্ণন গতি বাড়ছে।
তবে ঠিক কী কারণে এই গতি বাড়ছে তা জানাতে না পারলেও এ বিষয়ে একাধিক তত্ত্ব দাঁড় করিয়েছেন বিজ্ঞানীরা। তাঁরা ধারণা করছেন, খুব ধীরে হলেও মঙ্গল গ্রহের কিছু পরিবর্তন হচ্ছে। এর মাধ্যমে গ্রহটির ভরকেন্দ্রের পরিবর্তন কিংবা উপরিভাগের রূপান্তরের ফলে ঘূর্ণন গতি বাড়ছে।
তাঁরা বলছেন, গ্রহটির বরফ জমা অংশগুলো বা পোলার ক্যাপগুলোতে হিমবাহের উত্তরোত্তর রিবাউন্ডের কারণে বরফ দিয়ে ঢেকে যাওয়া বা গলে স্থলভাগ ভেসে ওঠার ফলে ভর এবং গতির পরিবর্তন ঘটতে পারে।
২০১৮ সালে ইনসাইট ল্যান্ডার মঙ্গল গ্রহে পাঠায় নাসা। গ্রহটির বিষয়ে ধারণা পেতে ইনসাইট ল্যান্ডারের মধ্যে একটি সিসমোমিটার, একটি তাপ পরীক্ষক এবং একটি রেডিও সায়েন্স সিস্টেম সংযুক্ত রয়েছে। এর মধ্যে রেডিও সায়েন্সের মাধ্যমে বিজ্ঞানীরা মঙ্গলের ঘূর্ণন গতি সম্পর্কে ধারণা পেয়ে থাকেন।
পাকিস্তানের বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) এবং এর প্রধান সহযোগী একটি গ্রুপকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র। গতকাল সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে এই ঘোষণা দেয়।
১২ আগস্ট ২০২৫জাতিসংঘের তিন-চতুর্থাংশ সদস্য দেশ এরই মধ্যে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে বা শিগগিরই দেওয়ার পরিকল্পনা করছে। আগামী সেপ্টেম্বরের জাতিসংঘ সাধারণ পরিষদে (ইউএনজিএ) ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়ে সোমবার এ তালিকায় নতুন করে যুক্ত হয়েছে অস্ট্রেলিয়া।
১২ আগস্ট ২০২৫আরব নিউজের প্রতিবেদন অনুযায়ী, সিন্ধু পানিবণ্টন চুক্তি নিয়ে গত ৮ আগস্ট এক রায়ে আন্তর্জাতিক আদালত বলেছে যে, ভারতকে পাকিস্তানের জন্য সিন্ধু নদীর পশ্চিমাঞ্চলের নদীগুলোর পানি অবাধভাবে প্রবাহিত হতে দিতে হবে। আদালত স্পষ্টভাবে নির্দেশ দিয়েছে যে, ভারতের নতুন হাইড্রোপাওয়ার প্রকল্পসমূহ চুক্তির নির্ধারিত মানদণ্
১২ আগস্ট ২০২৫পাকিস্তান আবারও ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুমকি দিয়েছে। এবার পাকিস্তানের রাজনীতিবিদ বিলাওয়াল ভুট্টো ভারতকে সিন্ধু পানিবণ্টন চুক্তি একতরফাভাবে স্থগিত করার বিষয়ে হুমকি দিয়েছেন। পাকিস্তানের সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেছেন, ভারত পাকিস্তানের ‘বড় ক্ষতি’ করেছে এবং প্রধানমন্ত্রী...
১২ আগস্ট ২০২৫