কলম্বিয়ার ফুটবলার ও লিভারপুলের তারকা খেলোয়াড় লুইস দিয়াজের বাবাকে অপহরণের ১৩ দিন পর মুক্তি দিয়েছে বামপন্থী গেরিলারা। আজ বৃহস্পতিবার রাতে বিবিসির এক প্রতিবেদনে এই খবর জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, দিয়াজের বাবা লুইস ম্যানুয়েল দিয়াজকে ন্যাশনাল লিবারেশন আর্মির (ইএলএন) সদস্যরা জাতিসংঘ এবং ক্যাথলিক চার্চের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করেছে। গত ২৮ অক্টোবর নিজ শহর বারানকাস থেকে অপহৃত হয়েছিলেন তিনি।
বাবাকে অপহরণের সময় দিয়াজের মাকেও আটক করেছিল গেরিলারা। তবে কয়েক ঘণ্টার মধ্যেই তাঁকে ছেড়ে দেওয়া হয়।
স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, মুক্তির পর ম্যানুয়েলকে একটি সামরিক হেলিকপ্টারে করে ভালেদুপার শহরে নিয়ে যাওয়া হয়েছে। পরিবারের সদস্যদের কাছে ফিরে আসার আগে সেখানে তাঁর একটি স্বাস্থ্য পরীক্ষা হবে। তবে কর্তৃপক্ষ বলছে, মুক্তির সময় ম্যানুয়েলের স্বাস্থ্য ভালো অবস্থায় ছিল, তাঁর মধ্যে কোনো অস্বাভাবিক আচরণ দেখা যায়নি।
ম্যানুয়েলের মুক্তির খবরে উৎসবের আমেজ বিরাজ করছে তাঁর শহরে। তাঁর চাচাতো ভাই আলফোনসো দিয়াজ কারাকোল রেডিওকে বলেছেন, ‘আমরা দারুণ তৃপ্তি অনুভব করছি যে বিষয়টির সমাপ্তি ঘটেছে।’
ম্যানুয়েলের মুক্তির খবরে কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো তাঁর অ্যাক্স হ্যান্ডেল থেকে টুইট করেছেন, ‘স্বাধীনতা এবং শান্তি দীর্ঘজীবী হোক।’
সরকার, সেনাবাহিনী এবং পুলিশ সহ সবাইকে ধন্যবাদ জানিয়ে কলম্বিয়ার ফুটবল ফেডারেশন এক বিবৃতিতে বলেছে—ফুটবল শান্তির আবেগ। কেউ যেন আর কখনো সেই বাস্তবতাকে আক্রমণের কথা না ভাবে।’
ইএলএন হলো বর্তমানে সক্রিয় কলম্বিয়ার প্রধান গেরিলা গোষ্ঠী। ১৯৬৪ সাল থেকে এটি সরকারি বাহিনীর সঙ্গে লড়াই করছে। কলম্বিয়ার ভেনেজুয়েলা সীমান্তে সক্রিয় এই গেরিলা সংগঠনটিতে আনুমানিক আড়াই হাজার সদস্য রয়েছে।
কলম্বিয়ার জাতীয় ফুটবল দলের সদস্য দিয়াজ সম্প্রতি লিভারপুল ক্লাবের হয়ে একটি খেলায় বাবার মুক্তি দাবি সংবলিত একটি গেঞ্জি পরে মাঠে নেমেছিলেন।
কলম্বিয়ার ফুটবলার ও লিভারপুলের তারকা খেলোয়াড় লুইস দিয়াজের বাবাকে অপহরণের ১৩ দিন পর মুক্তি দিয়েছে বামপন্থী গেরিলারা। আজ বৃহস্পতিবার রাতে বিবিসির এক প্রতিবেদনে এই খবর জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, দিয়াজের বাবা লুইস ম্যানুয়েল দিয়াজকে ন্যাশনাল লিবারেশন আর্মির (ইএলএন) সদস্যরা জাতিসংঘ এবং ক্যাথলিক চার্চের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করেছে। গত ২৮ অক্টোবর নিজ শহর বারানকাস থেকে অপহৃত হয়েছিলেন তিনি।
বাবাকে অপহরণের সময় দিয়াজের মাকেও আটক করেছিল গেরিলারা। তবে কয়েক ঘণ্টার মধ্যেই তাঁকে ছেড়ে দেওয়া হয়।
স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, মুক্তির পর ম্যানুয়েলকে একটি সামরিক হেলিকপ্টারে করে ভালেদুপার শহরে নিয়ে যাওয়া হয়েছে। পরিবারের সদস্যদের কাছে ফিরে আসার আগে সেখানে তাঁর একটি স্বাস্থ্য পরীক্ষা হবে। তবে কর্তৃপক্ষ বলছে, মুক্তির সময় ম্যানুয়েলের স্বাস্থ্য ভালো অবস্থায় ছিল, তাঁর মধ্যে কোনো অস্বাভাবিক আচরণ দেখা যায়নি।
ম্যানুয়েলের মুক্তির খবরে উৎসবের আমেজ বিরাজ করছে তাঁর শহরে। তাঁর চাচাতো ভাই আলফোনসো দিয়াজ কারাকোল রেডিওকে বলেছেন, ‘আমরা দারুণ তৃপ্তি অনুভব করছি যে বিষয়টির সমাপ্তি ঘটেছে।’
ম্যানুয়েলের মুক্তির খবরে কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো তাঁর অ্যাক্স হ্যান্ডেল থেকে টুইট করেছেন, ‘স্বাধীনতা এবং শান্তি দীর্ঘজীবী হোক।’
সরকার, সেনাবাহিনী এবং পুলিশ সহ সবাইকে ধন্যবাদ জানিয়ে কলম্বিয়ার ফুটবল ফেডারেশন এক বিবৃতিতে বলেছে—ফুটবল শান্তির আবেগ। কেউ যেন আর কখনো সেই বাস্তবতাকে আক্রমণের কথা না ভাবে।’
ইএলএন হলো বর্তমানে সক্রিয় কলম্বিয়ার প্রধান গেরিলা গোষ্ঠী। ১৯৬৪ সাল থেকে এটি সরকারি বাহিনীর সঙ্গে লড়াই করছে। কলম্বিয়ার ভেনেজুয়েলা সীমান্তে সক্রিয় এই গেরিলা সংগঠনটিতে আনুমানিক আড়াই হাজার সদস্য রয়েছে।
কলম্বিয়ার জাতীয় ফুটবল দলের সদস্য দিয়াজ সম্প্রতি লিভারপুল ক্লাবের হয়ে একটি খেলায় বাবার মুক্তি দাবি সংবলিত একটি গেঞ্জি পরে মাঠে নেমেছিলেন।
পাকিস্তানের বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) এবং এর প্রধান সহযোগী একটি গ্রুপকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র। গতকাল সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে এই ঘোষণা দেয়।
২১ দিন আগেজাতিসংঘের তিন-চতুর্থাংশ সদস্য দেশ এরই মধ্যে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে বা শিগগিরই দেওয়ার পরিকল্পনা করছে। আগামী সেপ্টেম্বরের জাতিসংঘ সাধারণ পরিষদে (ইউএনজিএ) ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়ে সোমবার এ তালিকায় নতুন করে যুক্ত হয়েছে অস্ট্রেলিয়া।
২১ দিন আগেআরব নিউজের প্রতিবেদন অনুযায়ী, সিন্ধু পানিবণ্টন চুক্তি নিয়ে গত ৮ আগস্ট এক রায়ে আন্তর্জাতিক আদালত বলেছে যে, ভারতকে পাকিস্তানের জন্য সিন্ধু নদীর পশ্চিমাঞ্চলের নদীগুলোর পানি অবাধভাবে প্রবাহিত হতে দিতে হবে। আদালত স্পষ্টভাবে নির্দেশ দিয়েছে যে, ভারতের নতুন হাইড্রোপাওয়ার প্রকল্পসমূহ চুক্তির নির্ধারিত মানদণ্
২১ দিন আগেপাকিস্তান আবারও ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুমকি দিয়েছে। এবার পাকিস্তানের রাজনীতিবিদ বিলাওয়াল ভুট্টো ভারতকে সিন্ধু পানিবণ্টন চুক্তি একতরফাভাবে স্থগিত করার বিষয়ে হুমকি দিয়েছেন। পাকিস্তানের সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেছেন, ভারত পাকিস্তানের ‘বড় ক্ষতি’ করেছে এবং প্রধানমন্ত্রী...
২১ দিন আগে