মার্কিন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর প্রশাসনের সরকারি কর্মদক্ষতা বিভাগের নেতৃত্বে ইলন মাস্ককে আনার ঘোষণা দিয়েছেন। তিনি বলেছেন, আমলাতন্ত্র ভাঙতে, সরকারি ব্যয়ে অপচয় কমাতে তাঁকে এই পদে নিয়োগ দেওয়া হবে। পাশাপাশি রিপাবলিকান নেতা বিবেক রামাস্বামীকেও একই পদে আনার ঘোষণা দিয়েছেন তিনি।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল মঙ্গলবার ডোনাল্ড ট্রাম্প এক বিবৃতিতে বলেছেন, টেসলা ও স্পেসএক্সের প্রধান নির্বাহী (সিইও) ইলন মাস্ক ও মার্কিন উদ্যোক্তা এবং রিপাবলিকান পার্টির নেতা বিবেক রামাস্বামী যৌথভাবে সরকারি কর্মদক্ষতা বিভাগের নেতৃত্ব দেবেন।
ট্রাম্প বলেছেন, ‘এই দুই বিস্ময়কর আমেরিকান একসঙ্গে আমার প্রশাসনের জন্য সরকারি আমলাতন্ত্রকে ভেঙে ফেলার, অতিরিক্ত বিধি-বিধান কমাতে, সরকারি ব্যয়ে অপচয় কমাতে এবং ফেডারেল সংস্থাগুলোর পুনর্গঠনের করার পথ প্রশস্ত করার জন্য কাজ করবেন। এই বিষয়টি “আমেরিকা বাঁচাও”—আন্দোলনের জন্য অপরিহার্য।
উল্লেখ্য, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বী কমলা হ্যারিসকে বিশাল ব্যবধানে পরাজিত করেন ডোনাল্ড ট্রাম্প। পরে বিজয়ী ভাষণ দেওয়ার সময় সমর্থন দেওয়ার জন্য ইলন মাস্ককে ধন্যবাদ জানান তিনি। ট্রাম্প এ সময় ইলনকে একজন ‘বিশেষ লোক’ এবং ‘সুপার জিনিয়াস’ বলে অভিহিত করেন। তিনি বলেন, ‘আমাদের নতুন তারকা আছের। ইলন নামে একটি তারার জন্ম হয়েছে। তিনি এক আশ্চর্য লোক।’
ট্রাম্প জানান, নির্বাচনী প্রচারণার সময় ফিলাডেলফিয়া, পেনসিলভানিয়ার বিভিন্ন অংশে তাঁর সঙ্গে অন্তত দুই সপ্তাহ কাটিয়েছেন ইলন মাস্ক। তিনি বলেন, ‘শুধু ইলনই এমনটা করতে পারে। এ কারণেই আমি আপনাকে ভালোবাসি, ইলন।’ উল্লেখ্য, ইলন মাস্ক ট্রাম্পের নির্বাচনী প্রচারণা তহবিলে বিপুল পরিমাণ অর্থ অনুদান দিয়েছেন।
গত জুলাইয়ে ট্রাম্পকে হত্যাচেষ্টার পরই তাঁর প্রতি সমর্থন প্রকাশ করেছিলেন প্রযুক্তি বিলিয়নিয়ার। পরবর্তীতে নির্বাচনী প্রচারণায় ভূমিকা রাখার পাশাপাশি প্রচারাভিযানে ১০০ মিলিয়ন ডলারের বেশি অনুদানও প্রদান করেন। রয়টার্সের মতে, ট্রাম্পকে ইলন মাস্কের আর্থিক সমর্থন তাঁর কোম্পানিগুলোকে সরকারি নিয়ন্ত্রণ থেকে রক্ষা করার একটি কৌশল হতে পারে।
মার্কিন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর প্রশাসনের সরকারি কর্মদক্ষতা বিভাগের নেতৃত্বে ইলন মাস্ককে আনার ঘোষণা দিয়েছেন। তিনি বলেছেন, আমলাতন্ত্র ভাঙতে, সরকারি ব্যয়ে অপচয় কমাতে তাঁকে এই পদে নিয়োগ দেওয়া হবে। পাশাপাশি রিপাবলিকান নেতা বিবেক রামাস্বামীকেও একই পদে আনার ঘোষণা দিয়েছেন তিনি।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল মঙ্গলবার ডোনাল্ড ট্রাম্প এক বিবৃতিতে বলেছেন, টেসলা ও স্পেসএক্সের প্রধান নির্বাহী (সিইও) ইলন মাস্ক ও মার্কিন উদ্যোক্তা এবং রিপাবলিকান পার্টির নেতা বিবেক রামাস্বামী যৌথভাবে সরকারি কর্মদক্ষতা বিভাগের নেতৃত্ব দেবেন।
ট্রাম্প বলেছেন, ‘এই দুই বিস্ময়কর আমেরিকান একসঙ্গে আমার প্রশাসনের জন্য সরকারি আমলাতন্ত্রকে ভেঙে ফেলার, অতিরিক্ত বিধি-বিধান কমাতে, সরকারি ব্যয়ে অপচয় কমাতে এবং ফেডারেল সংস্থাগুলোর পুনর্গঠনের করার পথ প্রশস্ত করার জন্য কাজ করবেন। এই বিষয়টি “আমেরিকা বাঁচাও”—আন্দোলনের জন্য অপরিহার্য।
উল্লেখ্য, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বী কমলা হ্যারিসকে বিশাল ব্যবধানে পরাজিত করেন ডোনাল্ড ট্রাম্প। পরে বিজয়ী ভাষণ দেওয়ার সময় সমর্থন দেওয়ার জন্য ইলন মাস্ককে ধন্যবাদ জানান তিনি। ট্রাম্প এ সময় ইলনকে একজন ‘বিশেষ লোক’ এবং ‘সুপার জিনিয়াস’ বলে অভিহিত করেন। তিনি বলেন, ‘আমাদের নতুন তারকা আছের। ইলন নামে একটি তারার জন্ম হয়েছে। তিনি এক আশ্চর্য লোক।’
ট্রাম্প জানান, নির্বাচনী প্রচারণার সময় ফিলাডেলফিয়া, পেনসিলভানিয়ার বিভিন্ন অংশে তাঁর সঙ্গে অন্তত দুই সপ্তাহ কাটিয়েছেন ইলন মাস্ক। তিনি বলেন, ‘শুধু ইলনই এমনটা করতে পারে। এ কারণেই আমি আপনাকে ভালোবাসি, ইলন।’ উল্লেখ্য, ইলন মাস্ক ট্রাম্পের নির্বাচনী প্রচারণা তহবিলে বিপুল পরিমাণ অর্থ অনুদান দিয়েছেন।
গত জুলাইয়ে ট্রাম্পকে হত্যাচেষ্টার পরই তাঁর প্রতি সমর্থন প্রকাশ করেছিলেন প্রযুক্তি বিলিয়নিয়ার। পরবর্তীতে নির্বাচনী প্রচারণায় ভূমিকা রাখার পাশাপাশি প্রচারাভিযানে ১০০ মিলিয়ন ডলারের বেশি অনুদানও প্রদান করেন। রয়টার্সের মতে, ট্রাম্পকে ইলন মাস্কের আর্থিক সমর্থন তাঁর কোম্পানিগুলোকে সরকারি নিয়ন্ত্রণ থেকে রক্ষা করার একটি কৌশল হতে পারে।
পাকিস্তানের বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) এবং এর প্রধান সহযোগী একটি গ্রুপকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র। গতকাল সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে এই ঘোষণা দেয়।
১৯ দিন আগেজাতিসংঘের তিন-চতুর্থাংশ সদস্য দেশ এরই মধ্যে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে বা শিগগিরই দেওয়ার পরিকল্পনা করছে। আগামী সেপ্টেম্বরের জাতিসংঘ সাধারণ পরিষদে (ইউএনজিএ) ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়ে সোমবার এ তালিকায় নতুন করে যুক্ত হয়েছে অস্ট্রেলিয়া।
১৯ দিন আগেআরব নিউজের প্রতিবেদন অনুযায়ী, সিন্ধু পানিবণ্টন চুক্তি নিয়ে গত ৮ আগস্ট এক রায়ে আন্তর্জাতিক আদালত বলেছে যে, ভারতকে পাকিস্তানের জন্য সিন্ধু নদীর পশ্চিমাঞ্চলের নদীগুলোর পানি অবাধভাবে প্রবাহিত হতে দিতে হবে। আদালত স্পষ্টভাবে নির্দেশ দিয়েছে যে, ভারতের নতুন হাইড্রোপাওয়ার প্রকল্পসমূহ চুক্তির নির্ধারিত মানদণ্
১৯ দিন আগেপাকিস্তান আবারও ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুমকি দিয়েছে। এবার পাকিস্তানের রাজনীতিবিদ বিলাওয়াল ভুট্টো ভারতকে সিন্ধু পানিবণ্টন চুক্তি একতরফাভাবে স্থগিত করার বিষয়ে হুমকি দিয়েছেন। পাকিস্তানের সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেছেন, ভারত পাকিস্তানের ‘বড় ক্ষতি’ করেছে এবং প্রধানমন্ত্রী...
১৯ দিন আগে