রাশিয়ার বিমান হামলার আতঙ্কে ইউক্রেনের রাজধানী কিয়েভে অবস্থিত দূতাবাস বন্ধ করেছে যুক্তরাষ্ট্র। আজ বুধবার ‘সম্ভাব্য গুরুতর বিমান হামলার সুনির্দিষ্ট তথ্য পাওয়ার’ পর দূতাবাস বন্ধ করে দেশটি।
দূতাবাস বন্ধ করে যুক্তরাষ্ট্র ইউক্রেন অবস্থানরত মার্কিন নাগরিকদের দ্রুত নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার পরামর্শও দিয়েছে।
যুক্তরাষ্ট্রের এই সতর্কবার্তার পর ইতালি ও গ্রিসও কিইভে নিজ নিজ দূতাবাস বন্ধ করেছে। ফ্রান্সের দূতাবাস অবশ্য এখনো খোলা রয়েছে। তবে তারাও ফরাসি নাগরিকদের সতর্ক থাকতে বলেছে।
মঙ্গলবার ইউক্রেন যুক্তরাষ্ট্রের সরবরাহ করা এটিএসিএমএস ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার ভূখণ্ডের গভীরে হামলা চালিয়েছে। ইউক্রেন যুদ্ধের এক হাজারতম দিনে মার্কিন ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার গভীরে এই হামলা চালানো হলো। এতে যুদ্ধের নতুন পর্ব শুরু হবে বলে জানিয়েছে মস্কো।
এমন হামলা চালানো হলে পারমাণবিক অস্ত্র দিয়ে পাল্টা জবাব দেওয়ার হুঁশিয়ারি আগেই দিয়ে রেখেছিল রাশিয়া। মার্কিন অস্ত্র দিয়ে ইউক্রেন হামলা চালালে সেটি যুক্তরাষ্ট্র থেকে সরাসরি হামলা বলে গণ্য করা হবে বলেও মস্কো হুঁশিয়ার দিয়েছিল।
রাশিয়ার এই হুঁশিয়ারির মধ্যেই বুধবার কিইভে অবস্থিত মার্কিন দূতাবাস বিমান হামলা হতে পারে বলে সুনির্দিষ্ট তথ্য পাওয়ার কথা জানাল।
দূতাবাসের ওয়েবসাইটে এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের স্টেট কনস্যুলার অ্যাফেয়ার্স বলেছে, ‘ঝুঁকি এড়াতে সর্বোচ্চ সতর্কতা ব্যবস্থা হিসেবে দূতাবাস বন্ধ রাখা হবে। আর দূতাবাস কর্মীদের আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেওয়ার কথা বলা হচ্ছে।’
বিবৃতিতে আরও বলা হয়, যুক্তরাষ্ট্রের দূতাবাস মার্কিন নাগরিকদের বিমান হামলার সতর্কতা ঘোষণা করা মাত্র আশ্রয়কেন্দ্রে যাওয়ার জন্য প্রস্তুত থাকার সুপারিশ করছে।
রাশিয়ার বিমান হামলার আতঙ্কে ইউক্রেনের রাজধানী কিয়েভে অবস্থিত দূতাবাস বন্ধ করেছে যুক্তরাষ্ট্র। আজ বুধবার ‘সম্ভাব্য গুরুতর বিমান হামলার সুনির্দিষ্ট তথ্য পাওয়ার’ পর দূতাবাস বন্ধ করে দেশটি।
দূতাবাস বন্ধ করে যুক্তরাষ্ট্র ইউক্রেন অবস্থানরত মার্কিন নাগরিকদের দ্রুত নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার পরামর্শও দিয়েছে।
যুক্তরাষ্ট্রের এই সতর্কবার্তার পর ইতালি ও গ্রিসও কিইভে নিজ নিজ দূতাবাস বন্ধ করেছে। ফ্রান্সের দূতাবাস অবশ্য এখনো খোলা রয়েছে। তবে তারাও ফরাসি নাগরিকদের সতর্ক থাকতে বলেছে।
মঙ্গলবার ইউক্রেন যুক্তরাষ্ট্রের সরবরাহ করা এটিএসিএমএস ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার ভূখণ্ডের গভীরে হামলা চালিয়েছে। ইউক্রেন যুদ্ধের এক হাজারতম দিনে মার্কিন ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার গভীরে এই হামলা চালানো হলো। এতে যুদ্ধের নতুন পর্ব শুরু হবে বলে জানিয়েছে মস্কো।
এমন হামলা চালানো হলে পারমাণবিক অস্ত্র দিয়ে পাল্টা জবাব দেওয়ার হুঁশিয়ারি আগেই দিয়ে রেখেছিল রাশিয়া। মার্কিন অস্ত্র দিয়ে ইউক্রেন হামলা চালালে সেটি যুক্তরাষ্ট্র থেকে সরাসরি হামলা বলে গণ্য করা হবে বলেও মস্কো হুঁশিয়ার দিয়েছিল।
রাশিয়ার এই হুঁশিয়ারির মধ্যেই বুধবার কিইভে অবস্থিত মার্কিন দূতাবাস বিমান হামলা হতে পারে বলে সুনির্দিষ্ট তথ্য পাওয়ার কথা জানাল।
দূতাবাসের ওয়েবসাইটে এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের স্টেট কনস্যুলার অ্যাফেয়ার্স বলেছে, ‘ঝুঁকি এড়াতে সর্বোচ্চ সতর্কতা ব্যবস্থা হিসেবে দূতাবাস বন্ধ রাখা হবে। আর দূতাবাস কর্মীদের আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেওয়ার কথা বলা হচ্ছে।’
বিবৃতিতে আরও বলা হয়, যুক্তরাষ্ট্রের দূতাবাস মার্কিন নাগরিকদের বিমান হামলার সতর্কতা ঘোষণা করা মাত্র আশ্রয়কেন্দ্রে যাওয়ার জন্য প্রস্তুত থাকার সুপারিশ করছে।
পাকিস্তানের বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) এবং এর প্রধান সহযোগী একটি গ্রুপকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র। গতকাল সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে এই ঘোষণা দেয়।
১৯ দিন আগেজাতিসংঘের তিন-চতুর্থাংশ সদস্য দেশ এরই মধ্যে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে বা শিগগিরই দেওয়ার পরিকল্পনা করছে। আগামী সেপ্টেম্বরের জাতিসংঘ সাধারণ পরিষদে (ইউএনজিএ) ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়ে সোমবার এ তালিকায় নতুন করে যুক্ত হয়েছে অস্ট্রেলিয়া।
১৯ দিন আগেআরব নিউজের প্রতিবেদন অনুযায়ী, সিন্ধু পানিবণ্টন চুক্তি নিয়ে গত ৮ আগস্ট এক রায়ে আন্তর্জাতিক আদালত বলেছে যে, ভারতকে পাকিস্তানের জন্য সিন্ধু নদীর পশ্চিমাঞ্চলের নদীগুলোর পানি অবাধভাবে প্রবাহিত হতে দিতে হবে। আদালত স্পষ্টভাবে নির্দেশ দিয়েছে যে, ভারতের নতুন হাইড্রোপাওয়ার প্রকল্পসমূহ চুক্তির নির্ধারিত মানদণ্
১৯ দিন আগেপাকিস্তান আবারও ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুমকি দিয়েছে। এবার পাকিস্তানের রাজনীতিবিদ বিলাওয়াল ভুট্টো ভারতকে সিন্ধু পানিবণ্টন চুক্তি একতরফাভাবে স্থগিত করার বিষয়ে হুমকি দিয়েছেন। পাকিস্তানের সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেছেন, ভারত পাকিস্তানের ‘বড় ক্ষতি’ করেছে এবং প্রধানমন্ত্রী...
১৯ দিন আগে