যুক্তরাষ্ট্রের টেক্সাসে স্থানীয় সময় গতকাল শনিবার এক সিনাগগে কয়েকজনকে জিম্মি করা হয়। এরপর পুলিশ পুরো সিনাগগ ঘিরে ফেলে। জানা গেছে, প্রায় ১০ ঘণ্টা পর জিম্মি হওয়া সব ব্যক্তিকে মুক্ত করা হয়েছে। বলা হচ্ছে, একজন দোষী সাব্যস্ত সন্ত্রাসীকে মুক্ত করার দাবি তুলে ওই ব্যক্তিদের সিনাগগে জিম্মি করা হয়েছিল।
বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, টেক্সাসের কোলিভিলেতে গতকাল শনিবার এ ঘটনা ঘটে। পুলিশ বিভাগের দেওয়া তথ্য অনুযায়ী, অকুস্থলে বিস্ফোরণ ও গুলির শব্দ শোনা গেছে। ঘটনা শুরুর প্রায় ১০ ঘণ্টা পর জিম্মি ব্যক্তিদের মুক্ত করা হয়। তাঁদের প্রায় সবাই অক্ষত আছেন। জিম্মি ব্যক্তিদের বর্তমানে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। রাজ্যের গভর্নর গ্রেগ অ্যাবট এক টুইট বার্তায় এসব তথ্য নিশ্চিত করেছেন।
ইহুদিদের উপাসনালয় সিনাগগ। সেখানে জিম্মি ঘটনার ওপর কড়া নজর রাখা হচ্ছে বলে জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট।
বিবিসির খবরে বলা হয়েছে, জিম্মি ঘটনার সময়টায় সিনাগগের ভেতর থেকে অনলাইনে ভিডিও সম্প্রচার করা হয়। তাতে শোনা যায়, একজন ক্ষুব্ধ ব্যক্তি বলছেন যে, তিনি কাউকে আঘাত করতে চান না। ওই ব্যক্তি সশস্ত্র ছিলেন বলে জানা গেছে। তবে তাঁর পরিচয় সম্পর্কে কোনো তথ্য এখনো জানা যায়নি। মধ্যস্থতাকারীদের সহায়তায় জিম্মিদের মুক্ত করা হয়েছে।
ধারণা করা হচ্ছে, মোট চার ব্যক্তিকে সিনাগগে জিম্মি করা হয়েছিল। মার্কিন বিভিন্ন সংবাদমাধ্যম বলছে, ঘটনাস্থলে ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (এফবিআই) কর্মকর্তারাসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল সদস্য মোতায়েন আছেন। আশপাশের বাসিন্দাদের ঘটনাস্থল থেকে সরিয়ে নেওয়া হয়। ঘটনা শুরুর পর পরই বিশেষ বাহিনীর সদস্যদের সেখানে মোতায়েন করা হয়েছে।
যুক্তরাষ্ট্রের টেক্সাসে স্থানীয় সময় গতকাল শনিবার এক সিনাগগে কয়েকজনকে জিম্মি করা হয়। এরপর পুলিশ পুরো সিনাগগ ঘিরে ফেলে। জানা গেছে, প্রায় ১০ ঘণ্টা পর জিম্মি হওয়া সব ব্যক্তিকে মুক্ত করা হয়েছে। বলা হচ্ছে, একজন দোষী সাব্যস্ত সন্ত্রাসীকে মুক্ত করার দাবি তুলে ওই ব্যক্তিদের সিনাগগে জিম্মি করা হয়েছিল।
বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, টেক্সাসের কোলিভিলেতে গতকাল শনিবার এ ঘটনা ঘটে। পুলিশ বিভাগের দেওয়া তথ্য অনুযায়ী, অকুস্থলে বিস্ফোরণ ও গুলির শব্দ শোনা গেছে। ঘটনা শুরুর প্রায় ১০ ঘণ্টা পর জিম্মি ব্যক্তিদের মুক্ত করা হয়। তাঁদের প্রায় সবাই অক্ষত আছেন। জিম্মি ব্যক্তিদের বর্তমানে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। রাজ্যের গভর্নর গ্রেগ অ্যাবট এক টুইট বার্তায় এসব তথ্য নিশ্চিত করেছেন।
ইহুদিদের উপাসনালয় সিনাগগ। সেখানে জিম্মি ঘটনার ওপর কড়া নজর রাখা হচ্ছে বলে জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট।
বিবিসির খবরে বলা হয়েছে, জিম্মি ঘটনার সময়টায় সিনাগগের ভেতর থেকে অনলাইনে ভিডিও সম্প্রচার করা হয়। তাতে শোনা যায়, একজন ক্ষুব্ধ ব্যক্তি বলছেন যে, তিনি কাউকে আঘাত করতে চান না। ওই ব্যক্তি সশস্ত্র ছিলেন বলে জানা গেছে। তবে তাঁর পরিচয় সম্পর্কে কোনো তথ্য এখনো জানা যায়নি। মধ্যস্থতাকারীদের সহায়তায় জিম্মিদের মুক্ত করা হয়েছে।
ধারণা করা হচ্ছে, মোট চার ব্যক্তিকে সিনাগগে জিম্মি করা হয়েছিল। মার্কিন বিভিন্ন সংবাদমাধ্যম বলছে, ঘটনাস্থলে ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (এফবিআই) কর্মকর্তারাসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল সদস্য মোতায়েন আছেন। আশপাশের বাসিন্দাদের ঘটনাস্থল থেকে সরিয়ে নেওয়া হয়। ঘটনা শুরুর পর পরই বিশেষ বাহিনীর সদস্যদের সেখানে মোতায়েন করা হয়েছে।
পাকিস্তানের বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) এবং এর প্রধান সহযোগী একটি গ্রুপকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র। গতকাল সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে এই ঘোষণা দেয়।
২১ দিন আগেজাতিসংঘের তিন-চতুর্থাংশ সদস্য দেশ এরই মধ্যে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে বা শিগগিরই দেওয়ার পরিকল্পনা করছে। আগামী সেপ্টেম্বরের জাতিসংঘ সাধারণ পরিষদে (ইউএনজিএ) ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়ে সোমবার এ তালিকায় নতুন করে যুক্ত হয়েছে অস্ট্রেলিয়া।
২১ দিন আগেআরব নিউজের প্রতিবেদন অনুযায়ী, সিন্ধু পানিবণ্টন চুক্তি নিয়ে গত ৮ আগস্ট এক রায়ে আন্তর্জাতিক আদালত বলেছে যে, ভারতকে পাকিস্তানের জন্য সিন্ধু নদীর পশ্চিমাঞ্চলের নদীগুলোর পানি অবাধভাবে প্রবাহিত হতে দিতে হবে। আদালত স্পষ্টভাবে নির্দেশ দিয়েছে যে, ভারতের নতুন হাইড্রোপাওয়ার প্রকল্পসমূহ চুক্তির নির্ধারিত মানদণ্
২১ দিন আগেপাকিস্তান আবারও ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুমকি দিয়েছে। এবার পাকিস্তানের রাজনীতিবিদ বিলাওয়াল ভুট্টো ভারতকে সিন্ধু পানিবণ্টন চুক্তি একতরফাভাবে স্থগিত করার বিষয়ে হুমকি দিয়েছেন। পাকিস্তানের সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেছেন, ভারত পাকিস্তানের ‘বড় ক্ষতি’ করেছে এবং প্রধানমন্ত্রী...
২১ দিন আগে