অনলাইন ডেস্ক
মিশিগানের ট্র্যাভার্স সিটিতে একটি ওয়ালমার্ট স্টোরে ছুরিকাঘাতে অন্তত ১১ জন আহত হয়েছেন বলে জানিয়েছে শহরটির কর্তৃপক্ষ। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে একজনকে আটক করা হয়েছে।
ছুরিকাঘাতের ঘটনাটি নিশ্চিত করে গ্র্যান্ড ট্র্যাভার্স কাউন্টি শেরিফের অফিস জানিয়েছে, সন্দেহভাজন ব্যক্তি মিশিগানের বাসিন্দা। ৪২ বছর বয়সী ওই পুরুষ একটি ভাঁজ করা ছুরি (ফোল্ডিং নাইফ) ব্যবহার করেছিল।
শেরিফ মাইকেল শিয়া সাংবাদিকদের বলেন, “ঘটনাটি প্রাথমিকভাবে একটি ‘বিচ্ছিন্ন’ হামলা বলে মনে হচ্ছে। দোকানে উপস্থিত সাধারণ মানুষ ওই ব্যক্তিকে আটক করতে সহায়তা করেছে। এই পুরো ঘটনায় সবাই একসঙ্গে কাজ করেছে, এমনকি সাধারণ নাগরিকেরাও।”
মিশিগান স্টেট পুলিশ এক্স (সাবেক টুইটার)-এ এক পোস্টে জানায়, গ্র্যান্ড ট্র্যাভার্স কাউন্টি শেরিফের অফিস এই ছুরিকাঘাতের ঘটনার তদন্ত করছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ওই এলাকা এড়িয়ে চলতে জনগণকে অনুরোধ জানিয়েছে তারা। অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ওয়ালমার্টের পার্কিং এলাকায় একাধিক পুলিশের গাড়ি ও অ্যাম্বুলেন্স উপস্থিত রয়েছে।
নর্দার্ন মিশিগানের মানসন হেলথকেয়ার ফেসবুকে একটি পোস্টে জানিয়েছে, তারা ট্র্যাভার্স সিটির মেডিকেল সেন্টারে ছুরিকাঘাতে আহত ১১ জনকে চিকিৎসা দিচ্ছে। আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর এবং ছয়জন আশঙ্কাজনক।
এদিকে স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, আহতদের মধ্যে তিনজনের অস্ত্রোপচার চলছে।
এফবিআইর ডেপুটি ডিরেক্টর ড্যান বংগিনো বলেন, ফেডারেল বাহিনী স্থানীয় কর্তৃপক্ষকে প্রয়োজনীয় সহায়তা দিতে ঘটনাস্থলে আছে।
মিশিগানের গভর্নর গ্রেচেন হুইটমার এক বিবৃতিতে বলেন, ‘এ ঘটনা তদন্তে আমি আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে যোগাযোগ রাখছি। এই নৃশংস সহিংসতার শিকারদের প্রতি আমাদের সমবেদনা রইল।’
ওয়ালমার্টের মুখপাত্র জো পেনিংটন সিবিএস নিউজকে দেওয়া এক বিবৃতিতে বলেন, ‘এ ধরনের সহিংসতা অগ্রহণযোগ্য। আমরা আহতদের প্রতি সহানুভূতি জানাচ্ছি। তদন্ত চলাকালে আমরা আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ চালিয়ে যাব।’
মিশিগানের ট্র্যাভার্স সিটিতে একটি ওয়ালমার্ট স্টোরে ছুরিকাঘাতে অন্তত ১১ জন আহত হয়েছেন বলে জানিয়েছে শহরটির কর্তৃপক্ষ। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে একজনকে আটক করা হয়েছে।
ছুরিকাঘাতের ঘটনাটি নিশ্চিত করে গ্র্যান্ড ট্র্যাভার্স কাউন্টি শেরিফের অফিস জানিয়েছে, সন্দেহভাজন ব্যক্তি মিশিগানের বাসিন্দা। ৪২ বছর বয়সী ওই পুরুষ একটি ভাঁজ করা ছুরি (ফোল্ডিং নাইফ) ব্যবহার করেছিল।
শেরিফ মাইকেল শিয়া সাংবাদিকদের বলেন, “ঘটনাটি প্রাথমিকভাবে একটি ‘বিচ্ছিন্ন’ হামলা বলে মনে হচ্ছে। দোকানে উপস্থিত সাধারণ মানুষ ওই ব্যক্তিকে আটক করতে সহায়তা করেছে। এই পুরো ঘটনায় সবাই একসঙ্গে কাজ করেছে, এমনকি সাধারণ নাগরিকেরাও।”
মিশিগান স্টেট পুলিশ এক্স (সাবেক টুইটার)-এ এক পোস্টে জানায়, গ্র্যান্ড ট্র্যাভার্স কাউন্টি শেরিফের অফিস এই ছুরিকাঘাতের ঘটনার তদন্ত করছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ওই এলাকা এড়িয়ে চলতে জনগণকে অনুরোধ জানিয়েছে তারা। অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ওয়ালমার্টের পার্কিং এলাকায় একাধিক পুলিশের গাড়ি ও অ্যাম্বুলেন্স উপস্থিত রয়েছে।
নর্দার্ন মিশিগানের মানসন হেলথকেয়ার ফেসবুকে একটি পোস্টে জানিয়েছে, তারা ট্র্যাভার্স সিটির মেডিকেল সেন্টারে ছুরিকাঘাতে আহত ১১ জনকে চিকিৎসা দিচ্ছে। আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর এবং ছয়জন আশঙ্কাজনক।
এদিকে স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, আহতদের মধ্যে তিনজনের অস্ত্রোপচার চলছে।
এফবিআইর ডেপুটি ডিরেক্টর ড্যান বংগিনো বলেন, ফেডারেল বাহিনী স্থানীয় কর্তৃপক্ষকে প্রয়োজনীয় সহায়তা দিতে ঘটনাস্থলে আছে।
মিশিগানের গভর্নর গ্রেচেন হুইটমার এক বিবৃতিতে বলেন, ‘এ ঘটনা তদন্তে আমি আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে যোগাযোগ রাখছি। এই নৃশংস সহিংসতার শিকারদের প্রতি আমাদের সমবেদনা রইল।’
ওয়ালমার্টের মুখপাত্র জো পেনিংটন সিবিএস নিউজকে দেওয়া এক বিবৃতিতে বলেন, ‘এ ধরনের সহিংসতা অগ্রহণযোগ্য। আমরা আহতদের প্রতি সহানুভূতি জানাচ্ছি। তদন্ত চলাকালে আমরা আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ চালিয়ে যাব।’
পাকিস্তানের বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) এবং এর প্রধান সহযোগী একটি গ্রুপকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র। গতকাল সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে এই ঘোষণা দেয়।
১৮ দিন আগেজাতিসংঘের তিন-চতুর্থাংশ সদস্য দেশ এরই মধ্যে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে বা শিগগিরই দেওয়ার পরিকল্পনা করছে। আগামী সেপ্টেম্বরের জাতিসংঘ সাধারণ পরিষদে (ইউএনজিএ) ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়ে সোমবার এ তালিকায় নতুন করে যুক্ত হয়েছে অস্ট্রেলিয়া।
১৮ দিন আগেআরব নিউজের প্রতিবেদন অনুযায়ী, সিন্ধু পানিবণ্টন চুক্তি নিয়ে গত ৮ আগস্ট এক রায়ে আন্তর্জাতিক আদালত বলেছে যে, ভারতকে পাকিস্তানের জন্য সিন্ধু নদীর পশ্চিমাঞ্চলের নদীগুলোর পানি অবাধভাবে প্রবাহিত হতে দিতে হবে। আদালত স্পষ্টভাবে নির্দেশ দিয়েছে যে, ভারতের নতুন হাইড্রোপাওয়ার প্রকল্পসমূহ চুক্তির নির্ধারিত মানদণ্
১৮ দিন আগেপাকিস্তান আবারও ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুমকি দিয়েছে। এবার পাকিস্তানের রাজনীতিবিদ বিলাওয়াল ভুট্টো ভারতকে সিন্ধু পানিবণ্টন চুক্তি একতরফাভাবে স্থগিত করার বিষয়ে হুমকি দিয়েছেন। পাকিস্তানের সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেছেন, ভারত পাকিস্তানের ‘বড় ক্ষতি’ করেছে এবং প্রধানমন্ত্রী...
১৮ দিন আগে