অনলাইন ডেস্ক
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০২৬ অর্থবছরের জন্য প্রস্তাবিত ৮৯২.৬ বিলিয়ন ডলারের প্রতিরক্ষা বাজেটে উচ্চপ্রযুক্তির ড্রোন ও ক্ষেপণাস্ত্রে বিনিয়োগ বাড়াতে চাইছেন। তবে তিনি নৌবাহিনীর কর্মসংস্থান ও যুদ্ধজাহাজ কেনায় কাটছাঁট করতে চাচ্ছেন। গতকাল বুধবার প্রকাশিত বাজেট নথিতে এসব তথ্য জানানো হয়েছে।
রয়টার্স জানিয়েছে, নতুন বাজেটে সেনাবাহিনীর সদস্যদের জন্য ৩.৮ শতাংশ বেতন বৃদ্ধি করার প্রস্তাব করা হয়েছে। তবে বাজেটটি আগের বছরের তুলনায় প্রায় একই স্তরে থাকছে। খরচ কমাতে ট্রাম্প বেশ কিছু পুরোনো অস্ত্র, যুদ্ধজাহাজ ও বিমান অবসরে পাঠাতে চান। এতে নৌবাহিনীর ৭ হাজার ২৮৬ বেসামরিক কর্মী চাকরি হারাতে পারেন।
এই বাজেটে পারমাণবিক অস্ত্র কর্মসূচির জন্য এনার্জি ডিপার্টমেন্টের বরাদ্দও অন্তর্ভুক্ত রয়েছে। পাশাপাশি, ট্রাম্পের আলোচিত ‘গোল্ডেন ডোম’ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা প্রকল্পের আলাদা বাজেট প্রস্তাব দেওয়া হয়েছে। এর জন্য প্রাথমিকভাবে ২৫ বিলিয়ন ডলার অনুমোদন দিয়েছে প্রতিনিধি পরিষদ।
ট্রাম্প ২০২৬ সালের বাজেটে ৪৭টি এফ-৩৫ যুদ্ধবিমান চেয়েছেন, যেখানে ২০২৫ সালে বাইডেন চেয়েছিলেন ৬৮ টি। তবে ট্রাম্প ৪৭টি চাইলেও কংগ্রেসের একটি খসড়া বিল এ সংখ্যা বাড়িয়ে ৬৯টি করার প্রস্তাব দিয়েছে। উল্লেখযোগ্যভাবে, এই যুদ্ধবিমান তৈরি করছে লকহিড মার্টিন। একই কোম্পানি তৈরি করছে বাজেটে অগ্রাধিকার পাওয়া তিন ধরনের ক্ষেপণাস্ত্রও।
বাজেটে ছোট আকারের ড্রোনে বিনিয়োগ বাড়ানোর কথা বলা হয়েছে। ধারণা করা হচ্ছে, ইউক্রেন যুদ্ধের অভিজ্ঞতা থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সাশ্রয়ী হলেও এই ড্রোনগুলো কার্যকর যুদ্ধ কৌশলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
এই বাজেট যুক্তরাষ্ট্রের সামগ্রিক ব্যয়ের মধ্যে প্রতিরক্ষায় অর্ধেকেরও বেশি খরচের দিকটি তুলে ধরে। বাজেটের বাকি অংশ পরিবহন, শিক্ষা, কূটনীতি ও অন্যান্য বিভাগে ব্যয় হয়।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০২৬ অর্থবছরের জন্য প্রস্তাবিত ৮৯২.৬ বিলিয়ন ডলারের প্রতিরক্ষা বাজেটে উচ্চপ্রযুক্তির ড্রোন ও ক্ষেপণাস্ত্রে বিনিয়োগ বাড়াতে চাইছেন। তবে তিনি নৌবাহিনীর কর্মসংস্থান ও যুদ্ধজাহাজ কেনায় কাটছাঁট করতে চাচ্ছেন। গতকাল বুধবার প্রকাশিত বাজেট নথিতে এসব তথ্য জানানো হয়েছে।
রয়টার্স জানিয়েছে, নতুন বাজেটে সেনাবাহিনীর সদস্যদের জন্য ৩.৮ শতাংশ বেতন বৃদ্ধি করার প্রস্তাব করা হয়েছে। তবে বাজেটটি আগের বছরের তুলনায় প্রায় একই স্তরে থাকছে। খরচ কমাতে ট্রাম্প বেশ কিছু পুরোনো অস্ত্র, যুদ্ধজাহাজ ও বিমান অবসরে পাঠাতে চান। এতে নৌবাহিনীর ৭ হাজার ২৮৬ বেসামরিক কর্মী চাকরি হারাতে পারেন।
এই বাজেটে পারমাণবিক অস্ত্র কর্মসূচির জন্য এনার্জি ডিপার্টমেন্টের বরাদ্দও অন্তর্ভুক্ত রয়েছে। পাশাপাশি, ট্রাম্পের আলোচিত ‘গোল্ডেন ডোম’ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা প্রকল্পের আলাদা বাজেট প্রস্তাব দেওয়া হয়েছে। এর জন্য প্রাথমিকভাবে ২৫ বিলিয়ন ডলার অনুমোদন দিয়েছে প্রতিনিধি পরিষদ।
ট্রাম্প ২০২৬ সালের বাজেটে ৪৭টি এফ-৩৫ যুদ্ধবিমান চেয়েছেন, যেখানে ২০২৫ সালে বাইডেন চেয়েছিলেন ৬৮ টি। তবে ট্রাম্প ৪৭টি চাইলেও কংগ্রেসের একটি খসড়া বিল এ সংখ্যা বাড়িয়ে ৬৯টি করার প্রস্তাব দিয়েছে। উল্লেখযোগ্যভাবে, এই যুদ্ধবিমান তৈরি করছে লকহিড মার্টিন। একই কোম্পানি তৈরি করছে বাজেটে অগ্রাধিকার পাওয়া তিন ধরনের ক্ষেপণাস্ত্রও।
বাজেটে ছোট আকারের ড্রোনে বিনিয়োগ বাড়ানোর কথা বলা হয়েছে। ধারণা করা হচ্ছে, ইউক্রেন যুদ্ধের অভিজ্ঞতা থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সাশ্রয়ী হলেও এই ড্রোনগুলো কার্যকর যুদ্ধ কৌশলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
এই বাজেট যুক্তরাষ্ট্রের সামগ্রিক ব্যয়ের মধ্যে প্রতিরক্ষায় অর্ধেকেরও বেশি খরচের দিকটি তুলে ধরে। বাজেটের বাকি অংশ পরিবহন, শিক্ষা, কূটনীতি ও অন্যান্য বিভাগে ব্যয় হয়।
পাকিস্তানের বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) এবং এর প্রধান সহযোগী একটি গ্রুপকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র। গতকাল সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে এই ঘোষণা দেয়।
১৭ দিন আগেজাতিসংঘের তিন-চতুর্থাংশ সদস্য দেশ এরই মধ্যে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে বা শিগগিরই দেওয়ার পরিকল্পনা করছে। আগামী সেপ্টেম্বরের জাতিসংঘ সাধারণ পরিষদে (ইউএনজিএ) ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়ে সোমবার এ তালিকায় নতুন করে যুক্ত হয়েছে অস্ট্রেলিয়া।
১৭ দিন আগেআরব নিউজের প্রতিবেদন অনুযায়ী, সিন্ধু পানিবণ্টন চুক্তি নিয়ে গত ৮ আগস্ট এক রায়ে আন্তর্জাতিক আদালত বলেছে যে, ভারতকে পাকিস্তানের জন্য সিন্ধু নদীর পশ্চিমাঞ্চলের নদীগুলোর পানি অবাধভাবে প্রবাহিত হতে দিতে হবে। আদালত স্পষ্টভাবে নির্দেশ দিয়েছে যে, ভারতের নতুন হাইড্রোপাওয়ার প্রকল্পসমূহ চুক্তির নির্ধারিত মানদণ্
১৭ দিন আগেপাকিস্তান আবারও ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুমকি দিয়েছে। এবার পাকিস্তানের রাজনীতিবিদ বিলাওয়াল ভুট্টো ভারতকে সিন্ধু পানিবণ্টন চুক্তি একতরফাভাবে স্থগিত করার বিষয়ে হুমকি দিয়েছেন। পাকিস্তানের সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেছেন, ভারত পাকিস্তানের ‘বড় ক্ষতি’ করেছে এবং প্রধানমন্ত্রী...
১৭ দিন আগে