অনলাইন ডেস্ক
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, রাশিয়ার দখলে থাকা ইউক্রেনের কিছু এলাকা ফেরত আনার চেষ্টা করবেন তিনি। আগামী শুক্রবার আলাস্কায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তাঁর বৈঠক হওয়ার কথা। এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেছেন, ‘রাশিয়া ইউক্রেনের মূল ভূমির বড় অংশ দখল করেছে। আমরা চেষ্টা করব ইউক্রেনকে সেই এলাকার কিছুটা ফেরত দিতে।’
তিনি জানান, বৈঠকটি মূলত একটি ‘পরিস্থিতি বোঝার’ আলোচনা হবে। সেখানে পুতিনকে যুদ্ধ শেষ করার আহ্বান জানানো হবে।
ট্রাম্প দাবি করেন, পুতিনের সঙ্গে সাক্ষাতের দুই মিনিটের মধ্যেই তিনি বুঝে যাবেন আলোচনায় অগ্রগতি সম্ভব কি না। তবে তিনি সতর্ক করে বলেন, রাশিয়া-ইউক্রেনের মধ্যে ‘ভূমি বিনিময়’ হতে পারে, যদিও কোন এলাকা রাশিয়া ছাড়তে পারে তা স্পষ্ট নয়। আর ইউক্রেনও কখনো রুশ ভূখণ্ডের দাবি করেনি।
ট্রাম্প জানান, পুতিন যদি ন্যায্য চুক্তির প্রস্তাব দেন, তবে তিনি সম্মানের খাতিরে প্রথমে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদিমির জেলেনস্কির সঙ্গে কথা বলবেন এবং পরে ইউরোপীয় নেতাদের জানাবেন। তাঁর ভাষায়, ‘আমি আগে তাঁকে (জেলেনস্কি) ফোন করব, আর হয়তো বলব—ভালো থাকুন, লড়াই চালিয়ে যান, অথবা বলব—আমরা একটি চুক্তি করতে পারি।’
তবে ট্রাম্প স্বীকার করেছেন, জেলেনস্কির সঙ্গে তাঁর সম্পর্ক ভালো হলেও তিনি তাঁর কিছু কাজের সঙ্গে কঠোরভাবে দ্বিমত পোষণ করেন। এর আগে তিনি যুদ্ধ শুরুর জন্যও জেলেনস্কিকে দায়ী করেছিলেন।
ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, ভবিষ্যতে তিন পক্ষের বৈঠক হতে পারে—তিনি, পুতিন ও জেলেনস্কি। তবে ক্রেমলিন বারবার জানিয়েছে, জেলেনস্কির সঙ্গে বৈঠকের শর্ত এখনো পূরণ হয়নি। গত শুক্রবার ট্রাম্প এই বৈঠকের ঘোষণা দেন। সেদিন রাশিয়াকে যুদ্ধবিরতির জন্য তাঁর ঘোষিত সময়সীমা শেষ হয়েছিল।
এদিকে আলাস্কা বৈঠকের বিষয়ে খবর প্রকাশের পর জেলেনস্কি সতর্ক করেছেন, কিয়েভের অংশগ্রহণ ছাড়া কোনো সমঝোতা ‘মৃত সিদ্ধান্ত’ হবে। সোমবার (১১ আগস্ট) তিনি ইউক্রেনীয় গোয়েন্দা প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে বলেছেন, ‘রাশিয়া যুদ্ধ থামানোর কোনো প্রস্তুতি নিচ্ছে না।’
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, রাশিয়ার দখলে থাকা ইউক্রেনের কিছু এলাকা ফেরত আনার চেষ্টা করবেন তিনি। আগামী শুক্রবার আলাস্কায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তাঁর বৈঠক হওয়ার কথা। এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেছেন, ‘রাশিয়া ইউক্রেনের মূল ভূমির বড় অংশ দখল করেছে। আমরা চেষ্টা করব ইউক্রেনকে সেই এলাকার কিছুটা ফেরত দিতে।’
তিনি জানান, বৈঠকটি মূলত একটি ‘পরিস্থিতি বোঝার’ আলোচনা হবে। সেখানে পুতিনকে যুদ্ধ শেষ করার আহ্বান জানানো হবে।
ট্রাম্প দাবি করেন, পুতিনের সঙ্গে সাক্ষাতের দুই মিনিটের মধ্যেই তিনি বুঝে যাবেন আলোচনায় অগ্রগতি সম্ভব কি না। তবে তিনি সতর্ক করে বলেন, রাশিয়া-ইউক্রেনের মধ্যে ‘ভূমি বিনিময়’ হতে পারে, যদিও কোন এলাকা রাশিয়া ছাড়তে পারে তা স্পষ্ট নয়। আর ইউক্রেনও কখনো রুশ ভূখণ্ডের দাবি করেনি।
ট্রাম্প জানান, পুতিন যদি ন্যায্য চুক্তির প্রস্তাব দেন, তবে তিনি সম্মানের খাতিরে প্রথমে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদিমির জেলেনস্কির সঙ্গে কথা বলবেন এবং পরে ইউরোপীয় নেতাদের জানাবেন। তাঁর ভাষায়, ‘আমি আগে তাঁকে (জেলেনস্কি) ফোন করব, আর হয়তো বলব—ভালো থাকুন, লড়াই চালিয়ে যান, অথবা বলব—আমরা একটি চুক্তি করতে পারি।’
তবে ট্রাম্প স্বীকার করেছেন, জেলেনস্কির সঙ্গে তাঁর সম্পর্ক ভালো হলেও তিনি তাঁর কিছু কাজের সঙ্গে কঠোরভাবে দ্বিমত পোষণ করেন। এর আগে তিনি যুদ্ধ শুরুর জন্যও জেলেনস্কিকে দায়ী করেছিলেন।
ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, ভবিষ্যতে তিন পক্ষের বৈঠক হতে পারে—তিনি, পুতিন ও জেলেনস্কি। তবে ক্রেমলিন বারবার জানিয়েছে, জেলেনস্কির সঙ্গে বৈঠকের শর্ত এখনো পূরণ হয়নি। গত শুক্রবার ট্রাম্প এই বৈঠকের ঘোষণা দেন। সেদিন রাশিয়াকে যুদ্ধবিরতির জন্য তাঁর ঘোষিত সময়সীমা শেষ হয়েছিল।
এদিকে আলাস্কা বৈঠকের বিষয়ে খবর প্রকাশের পর জেলেনস্কি সতর্ক করেছেন, কিয়েভের অংশগ্রহণ ছাড়া কোনো সমঝোতা ‘মৃত সিদ্ধান্ত’ হবে। সোমবার (১১ আগস্ট) তিনি ইউক্রেনীয় গোয়েন্দা প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে বলেছেন, ‘রাশিয়া যুদ্ধ থামানোর কোনো প্রস্তুতি নিচ্ছে না।’
পাকিস্তানের বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) এবং এর প্রধান সহযোগী একটি গ্রুপকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র। গতকাল সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে এই ঘোষণা দেয়।
১৭ দিন আগেজাতিসংঘের তিন-চতুর্থাংশ সদস্য দেশ এরই মধ্যে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে বা শিগগিরই দেওয়ার পরিকল্পনা করছে। আগামী সেপ্টেম্বরের জাতিসংঘ সাধারণ পরিষদে (ইউএনজিএ) ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়ে সোমবার এ তালিকায় নতুন করে যুক্ত হয়েছে অস্ট্রেলিয়া।
১৭ দিন আগেআরব নিউজের প্রতিবেদন অনুযায়ী, সিন্ধু পানিবণ্টন চুক্তি নিয়ে গত ৮ আগস্ট এক রায়ে আন্তর্জাতিক আদালত বলেছে যে, ভারতকে পাকিস্তানের জন্য সিন্ধু নদীর পশ্চিমাঞ্চলের নদীগুলোর পানি অবাধভাবে প্রবাহিত হতে দিতে হবে। আদালত স্পষ্টভাবে নির্দেশ দিয়েছে যে, ভারতের নতুন হাইড্রোপাওয়ার প্রকল্পসমূহ চুক্তির নির্ধারিত মানদণ্
১৭ দিন আগেপাকিস্তান আবারও ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুমকি দিয়েছে। এবার পাকিস্তানের রাজনীতিবিদ বিলাওয়াল ভুট্টো ভারতকে সিন্ধু পানিবণ্টন চুক্তি একতরফাভাবে স্থগিত করার বিষয়ে হুমকি দিয়েছেন। পাকিস্তানের সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেছেন, ভারত পাকিস্তানের ‘বড় ক্ষতি’ করেছে এবং প্রধানমন্ত্রী...
১৭ দিন আগে