অনলাইন ডেস্ক
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি দাবি করেছেন, তিনি বিশ্বের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংঘাত—যেমন ভারত-পাকিস্তান ও ইসরায়েল-ইরান সংঘর্ষ মীমাংসায় মুখ্য ভূমিকা রেখেছেন। তাঁর এসব বক্তব্য ঘিরে সারা বিশ্বে শুরু হয়েছে বিতর্ক, সংশয় এবং সামাজিক মাধ্যমে মজার সব মিমের বন্যা।
ট্রাম্পের ভাষ্য অনুযায়ী, তাঁর কূটনৈতিক দক্ষতা এবং আর্থিক প্রভাবই এই ‘সাফল্যের’ মূল কারণ। তিনি দাবি করেন, ভারত ও পাকিস্তানের মধ্যে পারমাণবিক যুদ্ধ ঠেকাতে এবং ইসরায়েল-ইরানকে শান্ত করতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
তবে এই দাবিগুলো অনেক বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট দেশের সরকারগুলোর চোখে সন্দেহজনক। বিশেষ করে, ভারত পরিষ্কার জানিয়ে দিয়েছে, পাকিস্তানের সঙ্গে তাদের যুদ্ধবিরতি কোনো বাইরের মধ্যস্থতায় নয়, বরং সামরিক পর্যায়ে সরাসরি আলোচনার মাধ্যমেই হয়েছে।
দেখা গেছে, দক্ষিণ এশিয়া সহ গোটা বিশ্বেই ট্রাম্পের এই বক্তব্যকে অতিরঞ্জিত ও ভিত্তিহীন বলে মনে করা হচ্ছে। আন্তর্জাতিক বিশ্লেষক ও কূটনীতিকেরা ট্রাম্পের ‘স্বঘোষিত মধ্যস্থতা’ প্রচেষ্টার কার্যকারিতা ও বিশ্বাসযোগ্যতা নিয়েও প্রশ্ন তুলেছেন।
এদিকে, সামাজিক মাধ্যমে ট্রাম্পের দাবিকে ঘিরে একের পর এক হাস্যরসাত্মক মিম ছড়িয়ে পড়েছে। সিরিয়াস কূটনৈতিক ইস্যুগুলো যেন পরিণত হয়েছে ইন্টারনেটের রসিকতায়।
জনপ্রিয় হওয়া একটি মিমে দেখা যাচ্ছে—ট্রাম্প ফোনে রাগ করে বলছেন, ‘আমাকে কেন কল করো? আমি স্বামী-স্ত্রীর ঝগড়ায় মধ্যস্থতা করি না!’ এই মিমে বোঝানো হয়েছে, মানুষ এখন তাঁকে ব্যক্তিগত বিবাদেও মধ্যস্থতার জন্য ডাকছে!
আরেকটি মিমে ট্রাম্পকে বলা হয়েছে ‘চৌধুরী ট্রাম্প সিং, ওয়াশিংটনের হোয়াইট হাউস থেকে।’ এটিতে তাঁকে ভারতের পাঞ্জাব অঞ্চলের একজন গ্রামের মোড়লের বেশে উপস্থাপন করা হয়েছে।
সবচেয়ে তীব্র বিদ্রূপ দেখা গেছে আরেকটি মিমে। এতে দুটি ছবি রয়েছে। প্রথম ছবিতে ট্রাম্প গর্ব করে বলছেন, ‘আমি ভারত-পাকিস্তানের মধ্যে শান্তি এনেছি’। আর দ্বিতীয় ছবিতেই দেখা যাচ্ছে, একটি পাকিস্তানি ড্রোন আকাশে বিস্ফোরিত হচ্ছে, এর ক্যাপশনে লেখা, ‘পাকিস্তান (৫ মিনিট পর), শান্তির ডেলিভারি...বিস্ফোরকসহ।’ এই মিমটি কার্যত ট্রাম্পের বক্তব্যকে ব্যঙ্গ করে বোঝাতে চেয়েছে, তাঁর কথিত মধ্যস্থতা কতটা অবিশ্বাস্য এবং বাস্তবতার সঙ্গে কতটা সংযোগহীন।
সব মিলিয়ে, আন্তর্জাতিক কূটনীতিতে ব্যক্তিগত কৃতিত্ব দাবি করে ডোনাল্ড ট্রাম্পের এসব বক্তব্যের সামাজিক প্রতিক্রিয়া কতটা জটিল এবং হাস্যকর পরিণতির দিকে যেতে পারে—এসব মিম যেন তারই উজ্জ্বল উদাহরণ।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি দাবি করেছেন, তিনি বিশ্বের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংঘাত—যেমন ভারত-পাকিস্তান ও ইসরায়েল-ইরান সংঘর্ষ মীমাংসায় মুখ্য ভূমিকা রেখেছেন। তাঁর এসব বক্তব্য ঘিরে সারা বিশ্বে শুরু হয়েছে বিতর্ক, সংশয় এবং সামাজিক মাধ্যমে মজার সব মিমের বন্যা।
ট্রাম্পের ভাষ্য অনুযায়ী, তাঁর কূটনৈতিক দক্ষতা এবং আর্থিক প্রভাবই এই ‘সাফল্যের’ মূল কারণ। তিনি দাবি করেন, ভারত ও পাকিস্তানের মধ্যে পারমাণবিক যুদ্ধ ঠেকাতে এবং ইসরায়েল-ইরানকে শান্ত করতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
তবে এই দাবিগুলো অনেক বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট দেশের সরকারগুলোর চোখে সন্দেহজনক। বিশেষ করে, ভারত পরিষ্কার জানিয়ে দিয়েছে, পাকিস্তানের সঙ্গে তাদের যুদ্ধবিরতি কোনো বাইরের মধ্যস্থতায় নয়, বরং সামরিক পর্যায়ে সরাসরি আলোচনার মাধ্যমেই হয়েছে।
দেখা গেছে, দক্ষিণ এশিয়া সহ গোটা বিশ্বেই ট্রাম্পের এই বক্তব্যকে অতিরঞ্জিত ও ভিত্তিহীন বলে মনে করা হচ্ছে। আন্তর্জাতিক বিশ্লেষক ও কূটনীতিকেরা ট্রাম্পের ‘স্বঘোষিত মধ্যস্থতা’ প্রচেষ্টার কার্যকারিতা ও বিশ্বাসযোগ্যতা নিয়েও প্রশ্ন তুলেছেন।
এদিকে, সামাজিক মাধ্যমে ট্রাম্পের দাবিকে ঘিরে একের পর এক হাস্যরসাত্মক মিম ছড়িয়ে পড়েছে। সিরিয়াস কূটনৈতিক ইস্যুগুলো যেন পরিণত হয়েছে ইন্টারনেটের রসিকতায়।
জনপ্রিয় হওয়া একটি মিমে দেখা যাচ্ছে—ট্রাম্প ফোনে রাগ করে বলছেন, ‘আমাকে কেন কল করো? আমি স্বামী-স্ত্রীর ঝগড়ায় মধ্যস্থতা করি না!’ এই মিমে বোঝানো হয়েছে, মানুষ এখন তাঁকে ব্যক্তিগত বিবাদেও মধ্যস্থতার জন্য ডাকছে!
আরেকটি মিমে ট্রাম্পকে বলা হয়েছে ‘চৌধুরী ট্রাম্প সিং, ওয়াশিংটনের হোয়াইট হাউস থেকে।’ এটিতে তাঁকে ভারতের পাঞ্জাব অঞ্চলের একজন গ্রামের মোড়লের বেশে উপস্থাপন করা হয়েছে।
সবচেয়ে তীব্র বিদ্রূপ দেখা গেছে আরেকটি মিমে। এতে দুটি ছবি রয়েছে। প্রথম ছবিতে ট্রাম্প গর্ব করে বলছেন, ‘আমি ভারত-পাকিস্তানের মধ্যে শান্তি এনেছি’। আর দ্বিতীয় ছবিতেই দেখা যাচ্ছে, একটি পাকিস্তানি ড্রোন আকাশে বিস্ফোরিত হচ্ছে, এর ক্যাপশনে লেখা, ‘পাকিস্তান (৫ মিনিট পর), শান্তির ডেলিভারি...বিস্ফোরকসহ।’ এই মিমটি কার্যত ট্রাম্পের বক্তব্যকে ব্যঙ্গ করে বোঝাতে চেয়েছে, তাঁর কথিত মধ্যস্থতা কতটা অবিশ্বাস্য এবং বাস্তবতার সঙ্গে কতটা সংযোগহীন।
সব মিলিয়ে, আন্তর্জাতিক কূটনীতিতে ব্যক্তিগত কৃতিত্ব দাবি করে ডোনাল্ড ট্রাম্পের এসব বক্তব্যের সামাজিক প্রতিক্রিয়া কতটা জটিল এবং হাস্যকর পরিণতির দিকে যেতে পারে—এসব মিম যেন তারই উজ্জ্বল উদাহরণ।
পাকিস্তানের বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) এবং এর প্রধান সহযোগী একটি গ্রুপকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র। গতকাল সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে এই ঘোষণা দেয়।
১৭ দিন আগেজাতিসংঘের তিন-চতুর্থাংশ সদস্য দেশ এরই মধ্যে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে বা শিগগিরই দেওয়ার পরিকল্পনা করছে। আগামী সেপ্টেম্বরের জাতিসংঘ সাধারণ পরিষদে (ইউএনজিএ) ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়ে সোমবার এ তালিকায় নতুন করে যুক্ত হয়েছে অস্ট্রেলিয়া।
১৭ দিন আগেআরব নিউজের প্রতিবেদন অনুযায়ী, সিন্ধু পানিবণ্টন চুক্তি নিয়ে গত ৮ আগস্ট এক রায়ে আন্তর্জাতিক আদালত বলেছে যে, ভারতকে পাকিস্তানের জন্য সিন্ধু নদীর পশ্চিমাঞ্চলের নদীগুলোর পানি অবাধভাবে প্রবাহিত হতে দিতে হবে। আদালত স্পষ্টভাবে নির্দেশ দিয়েছে যে, ভারতের নতুন হাইড্রোপাওয়ার প্রকল্পসমূহ চুক্তির নির্ধারিত মানদণ্
১৭ দিন আগেপাকিস্তান আবারও ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুমকি দিয়েছে। এবার পাকিস্তানের রাজনীতিবিদ বিলাওয়াল ভুট্টো ভারতকে সিন্ধু পানিবণ্টন চুক্তি একতরফাভাবে স্থগিত করার বিষয়ে হুমকি দিয়েছেন। পাকিস্তানের সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেছেন, ভারত পাকিস্তানের ‘বড় ক্ষতি’ করেছে এবং প্রধানমন্ত্রী...
১৭ দিন আগে