অনলাইন ডেস্ক
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুমতি নিয়েই তাঁর পছন্দের ছবি ঝোলানো হয়েছে কলোরাডো অঙ্গরাজ্যের পার্লামেন্ট কলোরাডো ক্যাপিটলের গ্যালারি অব প্রেসিডেন্টসের দেয়ালে। নতুন এই ছবিটি এঁকেছেন অ্যারিজোনার শিল্পী ভ্যানেসা হোরাবুয়েনা। হোয়াইট হাউসের বরাত দিয়ে বার্তা সংস্থা এপি এ তথ্য জানিয়েছে।
এর আগে, ২০১৯ সাল থেকে ডেনভার স্টেট ক্যাপিটল গ্যালারি অব প্রেসিডেন্টসের দেয়ালে ঝোলানো ছিল রঙ-তুলিতে আঁকা আরেকটি ছবি। ছবিটি এঁকেছিলেন ব্রিটিশ চিত্রশিল্পী সারাহ এ বোর্ডম্যান। গত বছর হঠাৎ ওই ছবিটির কঠোর সমালোচনা করে সামাজিক মাধ্যমে পোস্ট করেন ডোনাল্ড ট্রাম্প। ছবিটিকে ‘জঘন্য’ আখ্যা দিয়ে ওই পোস্টে তিনি লিখেন, ‘মিস বোর্ডম্যানের বয়স হয়ে গেছে। হয় তিনি ছবি আঁকার প্রতিভা হারিয়ে ফেলেছেন, না হয় ইচ্ছে করেই আমার ছবিটি বিকৃত করেছেন—এক কথায় এটি জঘন্য।’
এই পোস্টের একদিনের মাথায় ওই দেয়াল থেকে নামিয়ে ফেলা হয় বোর্ডম্যানের আঁকা ছবিটি। বর্তমানে ওই দেয়ালে যে ছবিটি শোভা পাচ্ছে সেটি প্রায় এক মাস আগে হোয়াইট হাউসের তরফ থেকে উপহার হিসেবে ক্যাপিটল ভবনে পাঠানো হয়। গত বৃহস্পতিবার ভবনের অ্যাডভাইজরি কমিটির বৈঠকে সেটি দেয়ালে ঝোলানোর সিদ্ধান্ত নেন কমিটির শিল্পকর্ম বাছাইয়ের দায়িত্বে থাকা লুইস কোর্ট।
লুইস কোর্ট বলেন, ‘এত দিন দেয়ালে প্রেসিডেন্ট ট্রাম্পের ছবির জায়গাটি খালি ছিল, যা দৃষ্টিকটু লাগছিল। হোয়াইট হাউস আমাদের কাছে বোর্ডম্যানের আঁকা ছবিটি পাঠিয়েছে প্রায় এক মাস আগে। এখন এটি ঝুলিয়ে দেওয়াই ছিল সবচেয়ে যৌক্তিক সিদ্ধান্ত।’
হোরাবুয়েনার আঁকা এই ছবিটির ভূয়সী প্রশংসা করে সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে একটি পোস্ট করেন ট্রাম্প। এত সুন্দর একটি ছবি আঁকার জন্য ধন্যবাদ দেন তাঁকে।
তবে, গ্যালারি অব প্রেসিডেন্টসে প্রেসিডেন্টদের ছবি খুব শিগগিরই সরিয়ে ফেলা হতে পারে। ক্যাপিটল ভবন কর্তৃপক্ষ প্রেসিডেন্টদের ছবির বদলে কলোরাডোর গভর্নরদের ছবি ঝোলানোর কথা ভাবছে। কলোরাডো রাজ্যের দেড় শ বছর পূর্তি উপলক্ষে এই পরিবর্তন আনার কথা ভাবছে অ্যাডভাইজরি কমিটি।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুমতি নিয়েই তাঁর পছন্দের ছবি ঝোলানো হয়েছে কলোরাডো অঙ্গরাজ্যের পার্লামেন্ট কলোরাডো ক্যাপিটলের গ্যালারি অব প্রেসিডেন্টসের দেয়ালে। নতুন এই ছবিটি এঁকেছেন অ্যারিজোনার শিল্পী ভ্যানেসা হোরাবুয়েনা। হোয়াইট হাউসের বরাত দিয়ে বার্তা সংস্থা এপি এ তথ্য জানিয়েছে।
এর আগে, ২০১৯ সাল থেকে ডেনভার স্টেট ক্যাপিটল গ্যালারি অব প্রেসিডেন্টসের দেয়ালে ঝোলানো ছিল রঙ-তুলিতে আঁকা আরেকটি ছবি। ছবিটি এঁকেছিলেন ব্রিটিশ চিত্রশিল্পী সারাহ এ বোর্ডম্যান। গত বছর হঠাৎ ওই ছবিটির কঠোর সমালোচনা করে সামাজিক মাধ্যমে পোস্ট করেন ডোনাল্ড ট্রাম্প। ছবিটিকে ‘জঘন্য’ আখ্যা দিয়ে ওই পোস্টে তিনি লিখেন, ‘মিস বোর্ডম্যানের বয়স হয়ে গেছে। হয় তিনি ছবি আঁকার প্রতিভা হারিয়ে ফেলেছেন, না হয় ইচ্ছে করেই আমার ছবিটি বিকৃত করেছেন—এক কথায় এটি জঘন্য।’
এই পোস্টের একদিনের মাথায় ওই দেয়াল থেকে নামিয়ে ফেলা হয় বোর্ডম্যানের আঁকা ছবিটি। বর্তমানে ওই দেয়ালে যে ছবিটি শোভা পাচ্ছে সেটি প্রায় এক মাস আগে হোয়াইট হাউসের তরফ থেকে উপহার হিসেবে ক্যাপিটল ভবনে পাঠানো হয়। গত বৃহস্পতিবার ভবনের অ্যাডভাইজরি কমিটির বৈঠকে সেটি দেয়ালে ঝোলানোর সিদ্ধান্ত নেন কমিটির শিল্পকর্ম বাছাইয়ের দায়িত্বে থাকা লুইস কোর্ট।
লুইস কোর্ট বলেন, ‘এত দিন দেয়ালে প্রেসিডেন্ট ট্রাম্পের ছবির জায়গাটি খালি ছিল, যা দৃষ্টিকটু লাগছিল। হোয়াইট হাউস আমাদের কাছে বোর্ডম্যানের আঁকা ছবিটি পাঠিয়েছে প্রায় এক মাস আগে। এখন এটি ঝুলিয়ে দেওয়াই ছিল সবচেয়ে যৌক্তিক সিদ্ধান্ত।’
হোরাবুয়েনার আঁকা এই ছবিটির ভূয়সী প্রশংসা করে সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে একটি পোস্ট করেন ট্রাম্প। এত সুন্দর একটি ছবি আঁকার জন্য ধন্যবাদ দেন তাঁকে।
তবে, গ্যালারি অব প্রেসিডেন্টসে প্রেসিডেন্টদের ছবি খুব শিগগিরই সরিয়ে ফেলা হতে পারে। ক্যাপিটল ভবন কর্তৃপক্ষ প্রেসিডেন্টদের ছবির বদলে কলোরাডোর গভর্নরদের ছবি ঝোলানোর কথা ভাবছে। কলোরাডো রাজ্যের দেড় শ বছর পূর্তি উপলক্ষে এই পরিবর্তন আনার কথা ভাবছে অ্যাডভাইজরি কমিটি।
পাকিস্তানের বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) এবং এর প্রধান সহযোগী একটি গ্রুপকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র। গতকাল সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে এই ঘোষণা দেয়।
১৭ দিন আগেজাতিসংঘের তিন-চতুর্থাংশ সদস্য দেশ এরই মধ্যে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে বা শিগগিরই দেওয়ার পরিকল্পনা করছে। আগামী সেপ্টেম্বরের জাতিসংঘ সাধারণ পরিষদে (ইউএনজিএ) ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়ে সোমবার এ তালিকায় নতুন করে যুক্ত হয়েছে অস্ট্রেলিয়া।
১৭ দিন আগেআরব নিউজের প্রতিবেদন অনুযায়ী, সিন্ধু পানিবণ্টন চুক্তি নিয়ে গত ৮ আগস্ট এক রায়ে আন্তর্জাতিক আদালত বলেছে যে, ভারতকে পাকিস্তানের জন্য সিন্ধু নদীর পশ্চিমাঞ্চলের নদীগুলোর পানি অবাধভাবে প্রবাহিত হতে দিতে হবে। আদালত স্পষ্টভাবে নির্দেশ দিয়েছে যে, ভারতের নতুন হাইড্রোপাওয়ার প্রকল্পসমূহ চুক্তির নির্ধারিত মানদণ্
১৭ দিন আগেপাকিস্তান আবারও ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুমকি দিয়েছে। এবার পাকিস্তানের রাজনীতিবিদ বিলাওয়াল ভুট্টো ভারতকে সিন্ধু পানিবণ্টন চুক্তি একতরফাভাবে স্থগিত করার বিষয়ে হুমকি দিয়েছেন। পাকিস্তানের সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেছেন, ভারত পাকিস্তানের ‘বড় ক্ষতি’ করেছে এবং প্রধানমন্ত্রী...
১৭ দিন আগে