যুক্তরাষ্ট্রের কলোরাডোর একটি স্কুলে দুই কর্মীকে গুলি করে পালিয়ে গেছে এক শিক্ষার্থী। পুলিশ তাকে তাড়া করেও ধরতে পারেনি। স্থানীয় সময় বুধবার সকালে এ ঘটনা ঘটেছে বলে বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে জানিয়েছে।
ডেনভারের পুলিশপ্রধান রন থমাস জানিয়েছেন, সকাল ৯টা ৫০ মিনিটের দিকে ইস্ট হাইস্কুল থেকে গোলাগুলির খবর পেয়েছিলেন। এরপর পুলিশ ও চিকিৎসকেরা দ্রুত ঘটনাস্থলে যান এবং দুই পুরুষকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। গুলিবিদ্ধ একজনের অবস্থা আশঙ্কাজনক।
তবে বন্দুকধারী ওই শিক্ষার্থী কিংবা গুলিবিদ্ধ দুই কর্মী—কারও পরিচয় প্রকাশ করেননি পুলিশপ্রধান।
রন থমাস আরও বলেন, সম্প্রতি স্কুলগুলোতে বন্দুক হামলা বেড়ে যাওয়ায় বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের তল্লাশি চালানো হয়। সন্দেহভাজন ওই শিক্ষার্থীকেও আজ তল্লাশি করার কথা ছিল। তার আগেই সে স্কুলের দুই কর্মীকে গুলি করে পালিয়ে যায়।
ডেনভারের মেয়র মাইকেল হ্যানকক বলেছেন, ‘সন্দেহভাজন ওই কিশোর একজন আফ্রিকান-আমেরিকান বলে আমরা জানতে পেরেছি। তার মাথায় হুডি পরা ছিল।’
মাত্র কয়েক সপ্তাহ আগে একই স্কুলের সামনে একটি গাড়িতে ১৬ বছর বয়সী এক কিশোরকে গুলি করে হত্যা করা হয়। এরপর গতকাল আবার গুলির ঘটনা ঘটল।
ডেনভার পাবলিক স্কুলের সুপারিনটেনডেন্ট অ্যালেক্স মারেরো বলেছেন, এ সপ্তাহের বাকি দিনগুলোয় স্কুলের সব ক্লাস বাতিল করা হয়েছে। এরপর শিক্ষার্থীরা যখন স্কুলে ফিরবে, তখন নিরাপত্তার প্রয়োজনে সশস্ত্র কর্মকর্তারা ক্যাম্পাসে উপস্থিত থাকবেন।
যুক্তরাষ্ট্রের কলোরাডোর একটি স্কুলে দুই কর্মীকে গুলি করে পালিয়ে গেছে এক শিক্ষার্থী। পুলিশ তাকে তাড়া করেও ধরতে পারেনি। স্থানীয় সময় বুধবার সকালে এ ঘটনা ঘটেছে বলে বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে জানিয়েছে।
ডেনভারের পুলিশপ্রধান রন থমাস জানিয়েছেন, সকাল ৯টা ৫০ মিনিটের দিকে ইস্ট হাইস্কুল থেকে গোলাগুলির খবর পেয়েছিলেন। এরপর পুলিশ ও চিকিৎসকেরা দ্রুত ঘটনাস্থলে যান এবং দুই পুরুষকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। গুলিবিদ্ধ একজনের অবস্থা আশঙ্কাজনক।
তবে বন্দুকধারী ওই শিক্ষার্থী কিংবা গুলিবিদ্ধ দুই কর্মী—কারও পরিচয় প্রকাশ করেননি পুলিশপ্রধান।
রন থমাস আরও বলেন, সম্প্রতি স্কুলগুলোতে বন্দুক হামলা বেড়ে যাওয়ায় বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের তল্লাশি চালানো হয়। সন্দেহভাজন ওই শিক্ষার্থীকেও আজ তল্লাশি করার কথা ছিল। তার আগেই সে স্কুলের দুই কর্মীকে গুলি করে পালিয়ে যায়।
ডেনভারের মেয়র মাইকেল হ্যানকক বলেছেন, ‘সন্দেহভাজন ওই কিশোর একজন আফ্রিকান-আমেরিকান বলে আমরা জানতে পেরেছি। তার মাথায় হুডি পরা ছিল।’
মাত্র কয়েক সপ্তাহ আগে একই স্কুলের সামনে একটি গাড়িতে ১৬ বছর বয়সী এক কিশোরকে গুলি করে হত্যা করা হয়। এরপর গতকাল আবার গুলির ঘটনা ঘটল।
ডেনভার পাবলিক স্কুলের সুপারিনটেনডেন্ট অ্যালেক্স মারেরো বলেছেন, এ সপ্তাহের বাকি দিনগুলোয় স্কুলের সব ক্লাস বাতিল করা হয়েছে। এরপর শিক্ষার্থীরা যখন স্কুলে ফিরবে, তখন নিরাপত্তার প্রয়োজনে সশস্ত্র কর্মকর্তারা ক্যাম্পাসে উপস্থিত থাকবেন।
পাকিস্তানের বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) এবং এর প্রধান সহযোগী একটি গ্রুপকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র। গতকাল সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে এই ঘোষণা দেয়।
১৮ দিন আগেজাতিসংঘের তিন-চতুর্থাংশ সদস্য দেশ এরই মধ্যে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে বা শিগগিরই দেওয়ার পরিকল্পনা করছে। আগামী সেপ্টেম্বরের জাতিসংঘ সাধারণ পরিষদে (ইউএনজিএ) ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়ে সোমবার এ তালিকায় নতুন করে যুক্ত হয়েছে অস্ট্রেলিয়া।
১৮ দিন আগেআরব নিউজের প্রতিবেদন অনুযায়ী, সিন্ধু পানিবণ্টন চুক্তি নিয়ে গত ৮ আগস্ট এক রায়ে আন্তর্জাতিক আদালত বলেছে যে, ভারতকে পাকিস্তানের জন্য সিন্ধু নদীর পশ্চিমাঞ্চলের নদীগুলোর পানি অবাধভাবে প্রবাহিত হতে দিতে হবে। আদালত স্পষ্টভাবে নির্দেশ দিয়েছে যে, ভারতের নতুন হাইড্রোপাওয়ার প্রকল্পসমূহ চুক্তির নির্ধারিত মানদণ্
১৮ দিন আগেপাকিস্তান আবারও ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুমকি দিয়েছে। এবার পাকিস্তানের রাজনীতিবিদ বিলাওয়াল ভুট্টো ভারতকে সিন্ধু পানিবণ্টন চুক্তি একতরফাভাবে স্থগিত করার বিষয়ে হুমকি দিয়েছেন। পাকিস্তানের সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেছেন, ভারত পাকিস্তানের ‘বড় ক্ষতি’ করেছে এবং প্রধানমন্ত্রী...
১৮ দিন আগে