ঢাকা: যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের মায়ামির উত্তরে ১২ তলা বিশিষ্ট একটি আবাসিক ভবন ধসের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে নয়জনে। তিন দিন আগে ধসে যাওয়া ভবন থেকে রোববার উদ্ধারকারী দল আরও পাঁচটি মৃত দেহ উদ্ধার করে। মার্কিন সংবাদমাধ্যম রয়টার্সের প্রতিবেদন এ তথ্য তুলে ধরা হয়েছে।
মায়ামি-ডাড শহরের মেয়র ড্যানিয়েলা লেভিন কাভা বলেছেন, ছয় থেকে আটটি উদ্ধারকারী স্কোয়াড কাজ করে যাচ্ছে। সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে উদ্ধার অভিযানের কাজ চলছে। ধ্বংসস্তূপে আটকে থাকাদের জীবন বাঁচাতে আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করছি। এ সময় তিনি ১৫০ জনের নিখোঁজের কথা জানান।
মায়ামির নিকটবর্তী সমুদ্রতীরের শহর সার্ফসাইডের কর্মকর্তা বলেছেন, আশা করেছি উদ্ধারকারী দল জীবিতদের বের করে আনতে পারবে। ভবনে আটকা পড়া সবাই এখনও মারা যায়নি।
ফায়ার চিফ অ্যালান কমিনস্কি রোববার বলেছেন, জীবিতদের কোন সাড়া শব্দ আমরা পাইনি। এটি অত্যন্ত কঠিন একটি পরিস্থিতি।
দুটি বড় ক্রেন এবং দুটি ব্যাকহোস ধ্বংসস্তূপ অপসারণের কাজ করছিল। শনিবার যখন মেশিগুলো বন্ধ ছিল তখন থেকে শ্রমিকেরা হাত দিয়ে ধ্বংসস্তূপ পরিষ্কার করেছিল।
উদ্ধারকাজে ইসরায়েল ও মেক্সিকোর অনুসন্ধানকারী কুকুর, সোনার, ড্রোন এবং ইনফ্রারেড স্ক্যানার ব্যবহার করা হচ্ছে।
কর্মকর্তারা জানিয়েছেন, ধ্বংসস্তূপের নিচে একটি ধোঁয়ার তৈরি হয়েছিল যা উদ্ধারকাজে বাধা হয়ে দাঁড়িয়েছিল।
দুর্ঘটনা থেকে বেঁচে যাওয়া এরিক ডি মউরা নিজেকে খুব ভাগ্যবান মনে করছেন। তিনি রয়টার্সকে জানান, ভবনটি ধসে পড়ার সময় তাঁর এখানে থাকার কথা ছিল কিন্তু এক বন্ধু্র অনুরোধে সে এখান থেকে দুরে ছিল। তাই সে বেঁচে গেছে।
তিনি বলেন, ঈশ্বরের কসম আমার কাছে এটি অলৌকিক ঘটনা।
এক টুইট বার্তায় ফ্লোরিডার গভর্নর রন ডিসান্টিসকে ‘প্রয়োজন মতো সহায়তা’ দেওয়ার প্রস্তাব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
ভবন ধসের ঘটনা দেখা এক প্রত্যক্ষদর্শী সিএনএনকে বলেন, ২০০১ সালে নিউ ইউর্কের টুইন টাওয়ার যেভাবে ধসে পড়ছিল ভবন ধস দেখে আমার সেরকম মনে হচ্ছিল।
প্রত্যক্ষদর্শী আরেক ব্যক্তি মিয়ামি হেরাল্ডকে বলেন, ধসের সময় আমার কাছে মনে হচ্ছিল ভূমিকম্প হচ্ছে।
মায়ামি সৈকতের উত্তরের সার্ফসাইড শহরের আবাসিক এলাকায় ওই ভবনটি ১৯৮০ সালে তৈরি করা হয়। ভবনটিতে মোট ১৩০টি ইউনিট ছিল।
উল্লেখ্য, বুধবার স্থানীয় সময় রাত ২টার দিকে বহুতল ওই আবাসিক ভবন ধসে পড়ে।
ঢাকা: যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের মায়ামির উত্তরে ১২ তলা বিশিষ্ট একটি আবাসিক ভবন ধসের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে নয়জনে। তিন দিন আগে ধসে যাওয়া ভবন থেকে রোববার উদ্ধারকারী দল আরও পাঁচটি মৃত দেহ উদ্ধার করে। মার্কিন সংবাদমাধ্যম রয়টার্সের প্রতিবেদন এ তথ্য তুলে ধরা হয়েছে।
মায়ামি-ডাড শহরের মেয়র ড্যানিয়েলা লেভিন কাভা বলেছেন, ছয় থেকে আটটি উদ্ধারকারী স্কোয়াড কাজ করে যাচ্ছে। সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে উদ্ধার অভিযানের কাজ চলছে। ধ্বংসস্তূপে আটকে থাকাদের জীবন বাঁচাতে আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করছি। এ সময় তিনি ১৫০ জনের নিখোঁজের কথা জানান।
মায়ামির নিকটবর্তী সমুদ্রতীরের শহর সার্ফসাইডের কর্মকর্তা বলেছেন, আশা করেছি উদ্ধারকারী দল জীবিতদের বের করে আনতে পারবে। ভবনে আটকা পড়া সবাই এখনও মারা যায়নি।
ফায়ার চিফ অ্যালান কমিনস্কি রোববার বলেছেন, জীবিতদের কোন সাড়া শব্দ আমরা পাইনি। এটি অত্যন্ত কঠিন একটি পরিস্থিতি।
দুটি বড় ক্রেন এবং দুটি ব্যাকহোস ধ্বংসস্তূপ অপসারণের কাজ করছিল। শনিবার যখন মেশিগুলো বন্ধ ছিল তখন থেকে শ্রমিকেরা হাত দিয়ে ধ্বংসস্তূপ পরিষ্কার করেছিল।
উদ্ধারকাজে ইসরায়েল ও মেক্সিকোর অনুসন্ধানকারী কুকুর, সোনার, ড্রোন এবং ইনফ্রারেড স্ক্যানার ব্যবহার করা হচ্ছে।
কর্মকর্তারা জানিয়েছেন, ধ্বংসস্তূপের নিচে একটি ধোঁয়ার তৈরি হয়েছিল যা উদ্ধারকাজে বাধা হয়ে দাঁড়িয়েছিল।
দুর্ঘটনা থেকে বেঁচে যাওয়া এরিক ডি মউরা নিজেকে খুব ভাগ্যবান মনে করছেন। তিনি রয়টার্সকে জানান, ভবনটি ধসে পড়ার সময় তাঁর এখানে থাকার কথা ছিল কিন্তু এক বন্ধু্র অনুরোধে সে এখান থেকে দুরে ছিল। তাই সে বেঁচে গেছে।
তিনি বলেন, ঈশ্বরের কসম আমার কাছে এটি অলৌকিক ঘটনা।
এক টুইট বার্তায় ফ্লোরিডার গভর্নর রন ডিসান্টিসকে ‘প্রয়োজন মতো সহায়তা’ দেওয়ার প্রস্তাব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
ভবন ধসের ঘটনা দেখা এক প্রত্যক্ষদর্শী সিএনএনকে বলেন, ২০০১ সালে নিউ ইউর্কের টুইন টাওয়ার যেভাবে ধসে পড়ছিল ভবন ধস দেখে আমার সেরকম মনে হচ্ছিল।
প্রত্যক্ষদর্শী আরেক ব্যক্তি মিয়ামি হেরাল্ডকে বলেন, ধসের সময় আমার কাছে মনে হচ্ছিল ভূমিকম্প হচ্ছে।
মায়ামি সৈকতের উত্তরের সার্ফসাইড শহরের আবাসিক এলাকায় ওই ভবনটি ১৯৮০ সালে তৈরি করা হয়। ভবনটিতে মোট ১৩০টি ইউনিট ছিল।
উল্লেখ্য, বুধবার স্থানীয় সময় রাত ২টার দিকে বহুতল ওই আবাসিক ভবন ধসে পড়ে।
পাকিস্তানের বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) এবং এর প্রধান সহযোগী একটি গ্রুপকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র। গতকাল সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে এই ঘোষণা দেয়।
১৯ দিন আগেজাতিসংঘের তিন-চতুর্থাংশ সদস্য দেশ এরই মধ্যে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে বা শিগগিরই দেওয়ার পরিকল্পনা করছে। আগামী সেপ্টেম্বরের জাতিসংঘ সাধারণ পরিষদে (ইউএনজিএ) ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়ে সোমবার এ তালিকায় নতুন করে যুক্ত হয়েছে অস্ট্রেলিয়া।
১৯ দিন আগেআরব নিউজের প্রতিবেদন অনুযায়ী, সিন্ধু পানিবণ্টন চুক্তি নিয়ে গত ৮ আগস্ট এক রায়ে আন্তর্জাতিক আদালত বলেছে যে, ভারতকে পাকিস্তানের জন্য সিন্ধু নদীর পশ্চিমাঞ্চলের নদীগুলোর পানি অবাধভাবে প্রবাহিত হতে দিতে হবে। আদালত স্পষ্টভাবে নির্দেশ দিয়েছে যে, ভারতের নতুন হাইড্রোপাওয়ার প্রকল্পসমূহ চুক্তির নির্ধারিত মানদণ্
১৯ দিন আগেপাকিস্তান আবারও ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুমকি দিয়েছে। এবার পাকিস্তানের রাজনীতিবিদ বিলাওয়াল ভুট্টো ভারতকে সিন্ধু পানিবণ্টন চুক্তি একতরফাভাবে স্থগিত করার বিষয়ে হুমকি দিয়েছেন। পাকিস্তানের সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেছেন, ভারত পাকিস্তানের ‘বড় ক্ষতি’ করেছে এবং প্রধানমন্ত্রী...
১৯ দিন আগে