আশরাফ গনির সরকারকে হটিয়ে গত রোববার (১৫ আগস্ট) আফগানিস্তানের দখল নেয় তালেবান। সশস্ত্র গোষ্ঠী তালেবানের ক্ষমতা দখল করার খবরে গত সোমবার (১৬ আগস্ট) কাবুলের হামিদ কারজাই বিমানবন্দরে এসে ভিড় করে অনেক বেসামরিক আফগান নাগরিক। দেশ ছাড়ার জন্য তাঁরা যে যার মতো করে উড়োজাহাজে চড়তে থাকে। উড়োজাহাজের ভেতরে জায়গা না পেয়ে অনেকেই অবস্থান নেন উড়োজাহাজের চাকায় (ল্যান্ডিং গিয়ার)।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, উড়োজাহাজ থেকে দুজন মানুষ নিচে পড়ে যান। ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়। চাকায় অবস্থান নেওয়া বাকিদের ভাগ্যে কী ঘটেছে সেটি এখনো জানা যায়নি। তবে সেই উড়োজাহাজের চাকায় মানুষের দেহাবশেষ পাওয়া গেছে বলে এক বিবৃতিতে জানিয়েছে মার্কিন বিমানবাহিনী। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে এ তথ্য উঠে এসেছে।
মার্কিন বিমানবাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের সি-১৭ সামরিক উড়োজাহাজটি গত সোমবার (১৬ আগস্ট) কাবুল বিমানবন্দরে অবতরণ করে। এ সময় শত শত আফগান বেসামরিক নাগরিক উড়োজাহাজটিকে চারদিক থেকে ঘিরে ধরে। তাঁরা উড়োজাহাজটিতে ওঠার জন্য মরিয়া হয়ে ওঠে। এতে সেখানে জটিল ও বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়।
বিবৃতিতে আরও বলা হয়, কাবুল বিমানবন্দরে সি-১৭ সামরিক উড়োজাহাজটিকে ঘিরে নিরাপত্তা পরিস্থিতির অবনতি ঘটায় পাইলট দ্রুত কাবুল বিমানবন্দর ত্যাগ করেন। উড়োজাহাজটি যখন কাতারের একটি বিমানঘাঁটিতে এসে পৌঁছায় তখন উড়োজাহাজটির চাকায় (ল্যান্ডিং গিয়ার) মানুষের দেহাবশেষ পাওয়া যায়। মার্কিন বিমানবাহিনী সি-১৭ উড়োজাহাজের চাকায় মানুষের দেহাবশেষ পাওয়ার ঘটনা নিয়ে তদন্তের কথা জানিয়েছে।
আশরাফ গনির সরকারকে হটিয়ে গত রোববার (১৫ আগস্ট) আফগানিস্তানের দখল নেয় তালেবান। সশস্ত্র গোষ্ঠী তালেবানের ক্ষমতা দখল করার খবরে গত সোমবার (১৬ আগস্ট) কাবুলের হামিদ কারজাই বিমানবন্দরে এসে ভিড় করে অনেক বেসামরিক আফগান নাগরিক। দেশ ছাড়ার জন্য তাঁরা যে যার মতো করে উড়োজাহাজে চড়তে থাকে। উড়োজাহাজের ভেতরে জায়গা না পেয়ে অনেকেই অবস্থান নেন উড়োজাহাজের চাকায় (ল্যান্ডিং গিয়ার)।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, উড়োজাহাজ থেকে দুজন মানুষ নিচে পড়ে যান। ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়। চাকায় অবস্থান নেওয়া বাকিদের ভাগ্যে কী ঘটেছে সেটি এখনো জানা যায়নি। তবে সেই উড়োজাহাজের চাকায় মানুষের দেহাবশেষ পাওয়া গেছে বলে এক বিবৃতিতে জানিয়েছে মার্কিন বিমানবাহিনী। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে এ তথ্য উঠে এসেছে।
মার্কিন বিমানবাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের সি-১৭ সামরিক উড়োজাহাজটি গত সোমবার (১৬ আগস্ট) কাবুল বিমানবন্দরে অবতরণ করে। এ সময় শত শত আফগান বেসামরিক নাগরিক উড়োজাহাজটিকে চারদিক থেকে ঘিরে ধরে। তাঁরা উড়োজাহাজটিতে ওঠার জন্য মরিয়া হয়ে ওঠে। এতে সেখানে জটিল ও বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়।
বিবৃতিতে আরও বলা হয়, কাবুল বিমানবন্দরে সি-১৭ সামরিক উড়োজাহাজটিকে ঘিরে নিরাপত্তা পরিস্থিতির অবনতি ঘটায় পাইলট দ্রুত কাবুল বিমানবন্দর ত্যাগ করেন। উড়োজাহাজটি যখন কাতারের একটি বিমানঘাঁটিতে এসে পৌঁছায় তখন উড়োজাহাজটির চাকায় (ল্যান্ডিং গিয়ার) মানুষের দেহাবশেষ পাওয়া যায়। মার্কিন বিমানবাহিনী সি-১৭ উড়োজাহাজের চাকায় মানুষের দেহাবশেষ পাওয়ার ঘটনা নিয়ে তদন্তের কথা জানিয়েছে।
পাকিস্তানের বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) এবং এর প্রধান সহযোগী একটি গ্রুপকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র। গতকাল সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে এই ঘোষণা দেয়।
১২ আগস্ট ২০২৫জাতিসংঘের তিন-চতুর্থাংশ সদস্য দেশ এরই মধ্যে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে বা শিগগিরই দেওয়ার পরিকল্পনা করছে। আগামী সেপ্টেম্বরের জাতিসংঘ সাধারণ পরিষদে (ইউএনজিএ) ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়ে সোমবার এ তালিকায় নতুন করে যুক্ত হয়েছে অস্ট্রেলিয়া।
১২ আগস্ট ২০২৫আরব নিউজের প্রতিবেদন অনুযায়ী, সিন্ধু পানিবণ্টন চুক্তি নিয়ে গত ৮ আগস্ট এক রায়ে আন্তর্জাতিক আদালত বলেছে যে, ভারতকে পাকিস্তানের জন্য সিন্ধু নদীর পশ্চিমাঞ্চলের নদীগুলোর পানি অবাধভাবে প্রবাহিত হতে দিতে হবে। আদালত স্পষ্টভাবে নির্দেশ দিয়েছে যে, ভারতের নতুন হাইড্রোপাওয়ার প্রকল্পসমূহ চুক্তির নির্ধারিত মানদণ্
১২ আগস্ট ২০২৫পাকিস্তান আবারও ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুমকি দিয়েছে। এবার পাকিস্তানের রাজনীতিবিদ বিলাওয়াল ভুট্টো ভারতকে সিন্ধু পানিবণ্টন চুক্তি একতরফাভাবে স্থগিত করার বিষয়ে হুমকি দিয়েছেন। পাকিস্তানের সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেছেন, ভারত পাকিস্তানের ‘বড় ক্ষতি’ করেছে এবং প্রধানমন্ত্রী...
১২ আগস্ট ২০২৫