গাজায় ইসরায়েলি আগ্রাসনের বিরোধিতাকে ইহুদিবিদ্বেষ হিসেবে আখ্যায়িত করে একটি বিল পাস করেছে মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভস। নাগরিক স্বাধীনতা আন্দোলনের পক্ষে সোচ্চার সংগঠনগুলোর বিরোধিতা উপেক্ষা করে গত বুধবার বিলটি পাস হয়। নিম্নকক্ষে ৩২০-৯১ ভোটে পাস হওয়া বিলটি এখন অনুমোদনের জন্য কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে পাঠানো হবে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আর-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের বর্বরোচিত হামলার বিরোধিতা করে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে বেশ কিছুদিন ধরে যে বিক্ষোভ চলছে দৃশ্যত তার প্রতিক্রিয়া হিসেবে বিলটি পাস করা হয়েছে।
ইন্টারন্যাশনাল হলোকস্ট রিমেমব্র্যান্স অ্যালায়েন্সের (আইএইচআরএ) সংজ্ঞা অনুযায়ী, ইহুদিদের প্রতি ঘৃণা প্রকাশের পাশাপাশি ইসরায়েল রাষ্ট্রকে আক্রমণ করে কিছু বলাও ইহুদিবিদ্বেষের আওতাভুক্ত। কেননা, ইহুদিদের সম্মিলন হিসেবে ইসরায়েলকে বিবেচনা করা হয়।
হাউস অব রিপ্রেজেন্টেটিভসে পাস হওয়া বিলটিতে দৃশ্যত আইএইচআরএর ওই সংজ্ঞা গ্রহণ করা হয়েছে। সিনেটের অনুমোদন নিয়ে বিলটি আইনে পরিণত হলে ইহুদিবিদ্বেষ চর্চার অভিযোগ তুলে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় শিক্ষা বিভাগ দেশটির বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তহবিল বন্ধ করে দেওয়ার সুযোগ পাবে।
গত বছরের ৭ অক্টোবর থেকে গাজায় বিমান হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী। নির্বিচারে চালানো ইসরায়েলি হামলায় আবাসিক এলাকা থেকে শুরু করে স্কুল, শরণার্থীশিবির কিংবা হাসপাতাল কিছুই বাদ যায়নি। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ৭ অক্টোবর থেকে এ পর্যন্ত অঞ্চলটিতে ৩৪ হাজার ৫৯৬ জনকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। একই সময়ে আহত হয়েছে আরও ৭৭ হাজার ৮১৬ জন।
সমালোচকেরা বলছেন, গাজায় ইসরায়েলি বাহিনীর (আইডিএফ) নৃশংসতার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে যে বিক্ষোভ শুরু হয়েছে তা দমনে ইহুদিবিদ্বেষের এই সংজ্ঞাকে ব্যবহার করা হতে পারে। আল-জাজিরার খবরে বলা হয়েছে, ইহুদিবিদ্বেষের সঙ্গে ইসরায়েল ও ইহুদিবাদের সমালোচনাকে গুলিয়ে ফেলার ঘটনায় উদ্বেগ জানিয়েছে মানবাধিকার সংগঠনগুলো।
বিষয়টি নিয়ে প্রতিনিধি পরিষদের সদস্যদের কাছে একটি চিঠি পাঠিয়েছে নিউ ইয়র্কভিত্তিক মানবাধিকার সংস্থা আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়ন (এসিএলইউ)। এতে বিলটির বিরুদ্ধে ভোট দেওয়ার জন্য তাদের প্রতি আহ্বান জানানো হয়েছিল। এসিএলইউ বলছে, যুক্তরাষ্ট্রের বিদ্যমান ফেডারেল আইনে ইতিমধ্যেই ইহুদিবিদ্বেষ তথা ইহুদিবিরোধী বৈষম্য ও হয়রানি নিষিদ্ধ। ফলে নতুন করে এ বিলের প্রয়োজন নেই। এটি ইহুদিবিদ্বেষের সঙ্গে ইসরায়েল সরকারের সমালোচনাকে ভুলভাবে সমতুল্য করে তুলবে।
এদিকে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিনিপন্থী বিক্ষোভকারীদের ওপর হামলা চালিয়েছে ইসরায়েলপন্থীরা। বুধবার প্রতিনিধি পরিষদে নতুন বিলটি পাস হওয়ার আগের দিন মঙ্গলবার রাতে মুখোশধারী হামলাকারীরা ব্যারিকেড ভেঙে বিক্ষোভকারীদের ওপর হামলা করে। অস্থায়ী ব্যারিকেড ভেদ করার চেষ্টাকালে আক্রমণকারীরা বিক্ষোভকারীদের ক্যাম্প লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করে।
গাজায় ইসরায়েলি আগ্রাসনের বিরোধিতাকে ইহুদিবিদ্বেষ হিসেবে আখ্যায়িত করে একটি বিল পাস করেছে মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভস। নাগরিক স্বাধীনতা আন্দোলনের পক্ষে সোচ্চার সংগঠনগুলোর বিরোধিতা উপেক্ষা করে গত বুধবার বিলটি পাস হয়। নিম্নকক্ষে ৩২০-৯১ ভোটে পাস হওয়া বিলটি এখন অনুমোদনের জন্য কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে পাঠানো হবে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আর-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের বর্বরোচিত হামলার বিরোধিতা করে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে বেশ কিছুদিন ধরে যে বিক্ষোভ চলছে দৃশ্যত তার প্রতিক্রিয়া হিসেবে বিলটি পাস করা হয়েছে।
ইন্টারন্যাশনাল হলোকস্ট রিমেমব্র্যান্স অ্যালায়েন্সের (আইএইচআরএ) সংজ্ঞা অনুযায়ী, ইহুদিদের প্রতি ঘৃণা প্রকাশের পাশাপাশি ইসরায়েল রাষ্ট্রকে আক্রমণ করে কিছু বলাও ইহুদিবিদ্বেষের আওতাভুক্ত। কেননা, ইহুদিদের সম্মিলন হিসেবে ইসরায়েলকে বিবেচনা করা হয়।
হাউস অব রিপ্রেজেন্টেটিভসে পাস হওয়া বিলটিতে দৃশ্যত আইএইচআরএর ওই সংজ্ঞা গ্রহণ করা হয়েছে। সিনেটের অনুমোদন নিয়ে বিলটি আইনে পরিণত হলে ইহুদিবিদ্বেষ চর্চার অভিযোগ তুলে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় শিক্ষা বিভাগ দেশটির বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তহবিল বন্ধ করে দেওয়ার সুযোগ পাবে।
গত বছরের ৭ অক্টোবর থেকে গাজায় বিমান হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী। নির্বিচারে চালানো ইসরায়েলি হামলায় আবাসিক এলাকা থেকে শুরু করে স্কুল, শরণার্থীশিবির কিংবা হাসপাতাল কিছুই বাদ যায়নি। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ৭ অক্টোবর থেকে এ পর্যন্ত অঞ্চলটিতে ৩৪ হাজার ৫৯৬ জনকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। একই সময়ে আহত হয়েছে আরও ৭৭ হাজার ৮১৬ জন।
সমালোচকেরা বলছেন, গাজায় ইসরায়েলি বাহিনীর (আইডিএফ) নৃশংসতার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে যে বিক্ষোভ শুরু হয়েছে তা দমনে ইহুদিবিদ্বেষের এই সংজ্ঞাকে ব্যবহার করা হতে পারে। আল-জাজিরার খবরে বলা হয়েছে, ইহুদিবিদ্বেষের সঙ্গে ইসরায়েল ও ইহুদিবাদের সমালোচনাকে গুলিয়ে ফেলার ঘটনায় উদ্বেগ জানিয়েছে মানবাধিকার সংগঠনগুলো।
বিষয়টি নিয়ে প্রতিনিধি পরিষদের সদস্যদের কাছে একটি চিঠি পাঠিয়েছে নিউ ইয়র্কভিত্তিক মানবাধিকার সংস্থা আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়ন (এসিএলইউ)। এতে বিলটির বিরুদ্ধে ভোট দেওয়ার জন্য তাদের প্রতি আহ্বান জানানো হয়েছিল। এসিএলইউ বলছে, যুক্তরাষ্ট্রের বিদ্যমান ফেডারেল আইনে ইতিমধ্যেই ইহুদিবিদ্বেষ তথা ইহুদিবিরোধী বৈষম্য ও হয়রানি নিষিদ্ধ। ফলে নতুন করে এ বিলের প্রয়োজন নেই। এটি ইহুদিবিদ্বেষের সঙ্গে ইসরায়েল সরকারের সমালোচনাকে ভুলভাবে সমতুল্য করে তুলবে।
এদিকে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিনিপন্থী বিক্ষোভকারীদের ওপর হামলা চালিয়েছে ইসরায়েলপন্থীরা। বুধবার প্রতিনিধি পরিষদে নতুন বিলটি পাস হওয়ার আগের দিন মঙ্গলবার রাতে মুখোশধারী হামলাকারীরা ব্যারিকেড ভেঙে বিক্ষোভকারীদের ওপর হামলা করে। অস্থায়ী ব্যারিকেড ভেদ করার চেষ্টাকালে আক্রমণকারীরা বিক্ষোভকারীদের ক্যাম্প লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করে।
পাকিস্তানের বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) এবং এর প্রধান সহযোগী একটি গ্রুপকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র। গতকাল সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে এই ঘোষণা দেয়।
১৮ দিন আগেজাতিসংঘের তিন-চতুর্থাংশ সদস্য দেশ এরই মধ্যে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে বা শিগগিরই দেওয়ার পরিকল্পনা করছে। আগামী সেপ্টেম্বরের জাতিসংঘ সাধারণ পরিষদে (ইউএনজিএ) ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়ে সোমবার এ তালিকায় নতুন করে যুক্ত হয়েছে অস্ট্রেলিয়া।
১৮ দিন আগেআরব নিউজের প্রতিবেদন অনুযায়ী, সিন্ধু পানিবণ্টন চুক্তি নিয়ে গত ৮ আগস্ট এক রায়ে আন্তর্জাতিক আদালত বলেছে যে, ভারতকে পাকিস্তানের জন্য সিন্ধু নদীর পশ্চিমাঞ্চলের নদীগুলোর পানি অবাধভাবে প্রবাহিত হতে দিতে হবে। আদালত স্পষ্টভাবে নির্দেশ দিয়েছে যে, ভারতের নতুন হাইড্রোপাওয়ার প্রকল্পসমূহ চুক্তির নির্ধারিত মানদণ্
১৮ দিন আগেপাকিস্তান আবারও ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুমকি দিয়েছে। এবার পাকিস্তানের রাজনীতিবিদ বিলাওয়াল ভুট্টো ভারতকে সিন্ধু পানিবণ্টন চুক্তি একতরফাভাবে স্থগিত করার বিষয়ে হুমকি দিয়েছেন। পাকিস্তানের সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেছেন, ভারত পাকিস্তানের ‘বড় ক্ষতি’ করেছে এবং প্রধানমন্ত্রী...
১৮ দিন আগে