রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কথিত প্রেমিকা অ্যালিনা কাবায়েভাসহ রাশিয়ার বেশ কয়েকজন নাগরিকের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনকে কেন্দ্র করে মঙ্গলবার (২ আগস্ট) এই নিষেধাজ্ঞা দেয় মার্কিন ট্রেজারি বিভাগ।
সিএনএন জানায়, এই নিষেধাজ্ঞার আওতায় আরও পড়েছেন পুতিনের ঘনিষ্ঠ সহযোগী ও ধনকুবের আন্দ্রেই গ্রিগোরিয়েভিচ গুরিয়েভসহ বেশ কয়েকজন অভিজাত রুশ নাগরিক। ৩৯ বছর বয়সী অ্যালিনার যুক্তরাষ্ট্রে থাকা যেকোনো সম্পদ বাজেয়াপ্ত থাকবে। একই সঙ্গে আমেরিকানদের সঙ্গে তাঁর লেনদেন স্থগিত করা হয়েছে।
এর আগে ইউরোপীয় ইউনিয়ন এবং যুক্তরাজ্যও অ্যালিনার ওপর একইভাবে নিষেধাজ্ঞা জারি করে। অলিম্পিকের সাবেক জিমন্যাস্ট অ্যালিনা কাবায়েভা গত মে মাসে রাশিয়ার বৃহত্তম বেসরকারি মিডিয়া সংস্থা নিউ মিডিয়া গ্রুপের চেয়ারপারসন হন।
যুক্তরাষ্ট্রের ট্রেজারি সেক্রেটারি জ্যানেট ইয়েলেন এক বিবৃতিতে বলেন, ‘রাশিয়ার অবৈধ আগ্রাসনের কারণে নিরীহ মানুষেরা যখন ভুগছে, তখন পুতিনের মিত্ররা নিজেদের সমৃদ্ধ করছে এবং তহবিল জোগাচ্ছে।’
ট্রেজারি বিভাগের পাশাপাশি মার্কিন পররাষ্ট্র দপ্তরও বেশ কয়েকজন রুশ ব্যবসায়ীর ওপর ভিসা নিষেধাজ্ঞাসহ কয়েকটি নিষেধাজ্ঞা দিয়েছে।
গত ফেব্রুয়ারিতে ইউক্রেন আক্রমণের কারণে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সহযোগী ও প্রিয়জনদের ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করে পশ্চিমা দেশগুলো। ইউক্রেনকে সাহায্য করার জন্য বিলিয়ন বিলিয়ন ডলারের অস্ত্রসহায়তা করলেও রাশিয়ার সঙ্গে সরাসরি সংঘর্ষ এড়িয়ে গেছে যুক্তরাষ্ট্র।
এদিকে দীর্ঘদিন ধরে অ্যালিনার সঙ্গে পুতিনের সম্পর্কের বিষয়ে অস্বীকার করে আসছে ক্রেমলিন। মস্কোর একটি সংবাদপত্র ২০০৮ সালে তাঁদের প্রেমের বিষয়টি নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছিল।
বিশ্ব খবর সম্পর্কিত আরও পড়ুন:
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কথিত প্রেমিকা অ্যালিনা কাবায়েভাসহ রাশিয়ার বেশ কয়েকজন নাগরিকের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনকে কেন্দ্র করে মঙ্গলবার (২ আগস্ট) এই নিষেধাজ্ঞা দেয় মার্কিন ট্রেজারি বিভাগ।
সিএনএন জানায়, এই নিষেধাজ্ঞার আওতায় আরও পড়েছেন পুতিনের ঘনিষ্ঠ সহযোগী ও ধনকুবের আন্দ্রেই গ্রিগোরিয়েভিচ গুরিয়েভসহ বেশ কয়েকজন অভিজাত রুশ নাগরিক। ৩৯ বছর বয়সী অ্যালিনার যুক্তরাষ্ট্রে থাকা যেকোনো সম্পদ বাজেয়াপ্ত থাকবে। একই সঙ্গে আমেরিকানদের সঙ্গে তাঁর লেনদেন স্থগিত করা হয়েছে।
এর আগে ইউরোপীয় ইউনিয়ন এবং যুক্তরাজ্যও অ্যালিনার ওপর একইভাবে নিষেধাজ্ঞা জারি করে। অলিম্পিকের সাবেক জিমন্যাস্ট অ্যালিনা কাবায়েভা গত মে মাসে রাশিয়ার বৃহত্তম বেসরকারি মিডিয়া সংস্থা নিউ মিডিয়া গ্রুপের চেয়ারপারসন হন।
যুক্তরাষ্ট্রের ট্রেজারি সেক্রেটারি জ্যানেট ইয়েলেন এক বিবৃতিতে বলেন, ‘রাশিয়ার অবৈধ আগ্রাসনের কারণে নিরীহ মানুষেরা যখন ভুগছে, তখন পুতিনের মিত্ররা নিজেদের সমৃদ্ধ করছে এবং তহবিল জোগাচ্ছে।’
ট্রেজারি বিভাগের পাশাপাশি মার্কিন পররাষ্ট্র দপ্তরও বেশ কয়েকজন রুশ ব্যবসায়ীর ওপর ভিসা নিষেধাজ্ঞাসহ কয়েকটি নিষেধাজ্ঞা দিয়েছে।
গত ফেব্রুয়ারিতে ইউক্রেন আক্রমণের কারণে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সহযোগী ও প্রিয়জনদের ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করে পশ্চিমা দেশগুলো। ইউক্রেনকে সাহায্য করার জন্য বিলিয়ন বিলিয়ন ডলারের অস্ত্রসহায়তা করলেও রাশিয়ার সঙ্গে সরাসরি সংঘর্ষ এড়িয়ে গেছে যুক্তরাষ্ট্র।
এদিকে দীর্ঘদিন ধরে অ্যালিনার সঙ্গে পুতিনের সম্পর্কের বিষয়ে অস্বীকার করে আসছে ক্রেমলিন। মস্কোর একটি সংবাদপত্র ২০০৮ সালে তাঁদের প্রেমের বিষয়টি নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছিল।
বিশ্ব খবর সম্পর্কিত আরও পড়ুন:
পাকিস্তানের বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) এবং এর প্রধান সহযোগী একটি গ্রুপকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র। গতকাল সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে এই ঘোষণা দেয়।
১২ আগস্ট ২০২৫জাতিসংঘের তিন-চতুর্থাংশ সদস্য দেশ এরই মধ্যে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে বা শিগগিরই দেওয়ার পরিকল্পনা করছে। আগামী সেপ্টেম্বরের জাতিসংঘ সাধারণ পরিষদে (ইউএনজিএ) ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়ে সোমবার এ তালিকায় নতুন করে যুক্ত হয়েছে অস্ট্রেলিয়া।
১২ আগস্ট ২০২৫আরব নিউজের প্রতিবেদন অনুযায়ী, সিন্ধু পানিবণ্টন চুক্তি নিয়ে গত ৮ আগস্ট এক রায়ে আন্তর্জাতিক আদালত বলেছে যে, ভারতকে পাকিস্তানের জন্য সিন্ধু নদীর পশ্চিমাঞ্চলের নদীগুলোর পানি অবাধভাবে প্রবাহিত হতে দিতে হবে। আদালত স্পষ্টভাবে নির্দেশ দিয়েছে যে, ভারতের নতুন হাইড্রোপাওয়ার প্রকল্পসমূহ চুক্তির নির্ধারিত মানদণ্
১২ আগস্ট ২০২৫পাকিস্তান আবারও ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুমকি দিয়েছে। এবার পাকিস্তানের রাজনীতিবিদ বিলাওয়াল ভুট্টো ভারতকে সিন্ধু পানিবণ্টন চুক্তি একতরফাভাবে স্থগিত করার বিষয়ে হুমকি দিয়েছেন। পাকিস্তানের সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেছেন, ভারত পাকিস্তানের ‘বড় ক্ষতি’ করেছে এবং প্রধানমন্ত্রী...
১২ আগস্ট ২০২৫