যুক্তরাষ্ট্রের নিউ অরলিন্সে ট্রাক উঠিয়ে ১৫ জনকে হত্যার পর লাস ভেগাসে ট্রাম্পের হোটেলের সামনে একটি সাইবার ট্রাক বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই ঘটনায় ট্রাকের ভেতরে থাকা এক ব্যক্তি মারা গেছেন।
তিন মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, নিউ অরলিন্সে হামলাকারী সন্দেহভাজনের মতো লাস ভেগাসের বিস্ফোরণে নিহত ব্যক্তি মার্কিন সেনাবাহিনীর সক্রিয় সদস্য ছিলেন। বৃহস্পতিবার বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসকে (এপি) এই তথ্য নিশ্চিত করেন তাঁরা।
কর্মকর্তারা জানান, টেসলা সাইবার ট্রাকের ভেতরে থাকা ব্যক্তির নাম ম্যাথিউ লাইভেলসবার্গার। এ বিষয়ে এখনো তদন্ত চলেছে, তাই কর্মকর্তারা তাঁদের পরিচয় প্রকাশ করতে অস্বীকৃতি জানান।
ম্যাথিউ লাইভেলসবার্গার সেনাবাহিনীর এলিট গ্রিন বেরেটস ইউনিটের সদস্য ছিলেন। এই বিশেষ বাহিনী গেরিলা যুদ্ধ ও অসাধারণ যুদ্ধকৌশলে দক্ষ। সন্ত্রাসীদের মোকাবিলায় তারা বিশেষ পদ্ধতি ব্যবহার করে অভিযান পরিচালনা করে। ২০০৬ সাল থেকে সক্রিয়ভাবে দায়িত্ব পালন করে আসছিলেন ম্যাথিউ এবং কর্মক্ষেত্রে বিভিন্ন পদমর্যাদা অর্জন করেছেন। মৃত্যুর সময় তিনি ছুটিতে ছিলেন।
কর্মকর্তারা আরও জানান, ম্যাথিউ একজন সক্রিয় সেনাসদস্য ছিলেন; যিনি নর্থ ক্যারোলিনায় অবস্থিত ফোর্ট ব্রাগ ঘাঁটিতে সময় কাটিয়েছিলেন। এই ঘাঁটি আর্মি স্পেশাল ফোর্সেস কমান্ডের কেন্দ্র হিসেবে পরিচিত। তবে তাঁর সামরিক কার্যক্রম-সম্পর্কিত বিস্তারিত তথ্য প্রকাশের অনুমতি এই কর্মকর্তাদের ছিল না।
এফবিআই বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের একটি পোস্টে জানিয়েছে, তারা বুধবারের বিস্ফোরণের সঙ্গে সংশ্লিষ্ট কলোরাডো স্প্রিংসের একটি বাড়িতে অভিযান পরিচালনা করছে। তবে এ বিষয়ে কোনো বিস্তারিত তথ্য প্রকাশ করেনি এফবিআই।
জানা গেছে, বিস্ফোরিত ট্রাকটি আতশবাজি ও ক্যাম্প ফুয়েলের ক্যানিস্টার দিয়ে ভরা ছিল। যুক্তরাষ্ট্রের নিউ অরলিন্সে ট্রাক উঠিয়ে দিয়ে ১৫ জনকে হত্যার ঠিক কয়েক ঘণ্টা পরই সাইবার ট্রাক বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে।
নিউ অরলিন্সে হামলাকারী শামসুদ-দিন জব্বারও একজন সাবেক সেনাসদস্য ছিলেন এবং তিনিও ফোর্ট ব্রাগে সময় কাটিয়েছিলেন। তবে কর্মকর্তারা জানিয়েছেন, জব্বার এবং লাইভেলসবার্গার একসঙ্গে ছিলেন না।
টেসলা সাইবার ট্রাক বিস্ফোরণের সময় কাছাকাছি অবস্থানে থাকা আরও সাতজন আহত হয়েছেন। এ বিষয়ে টেসলার সিইও ইলন মাস্ক এক্সে বলেছেন, ‘আমরা নিশ্চিত, বিস্ফোরণটি বড় আতশবাজি বা সাইবার ট্রাকের পেছনে রাখা বোমার কারণে ঘটেছে। এটি গাড়ির সমস্যার কারণে নয়। গাড়ির সব সিস্টেম বিস্ফোরণের সময় ইতিবাচক ছিল।’
লাস ভেগাসের পুলিশ জানিয়েছে, টুরো অ্যাপ ব্যবহার করে কে এই সাইবার ট্রাকটি কলোরাডো থেকে ভাড়া নিয়েছিলেন, তা শনাক্ত করা হয়েছে।
ইলন মাস্ক, ডোনাল্ড ট্রাম্প, যুক্তরাষ্ট্র, বিস্ফোরণ, টেসলা
যুক্তরাষ্ট্রের নিউ অরলিন্সে ট্রাক উঠিয়ে ১৫ জনকে হত্যার পর লাস ভেগাসে ট্রাম্পের হোটেলের সামনে একটি সাইবার ট্রাক বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই ঘটনায় ট্রাকের ভেতরে থাকা এক ব্যক্তি মারা গেছেন।
তিন মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, নিউ অরলিন্সে হামলাকারী সন্দেহভাজনের মতো লাস ভেগাসের বিস্ফোরণে নিহত ব্যক্তি মার্কিন সেনাবাহিনীর সক্রিয় সদস্য ছিলেন। বৃহস্পতিবার বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসকে (এপি) এই তথ্য নিশ্চিত করেন তাঁরা।
কর্মকর্তারা জানান, টেসলা সাইবার ট্রাকের ভেতরে থাকা ব্যক্তির নাম ম্যাথিউ লাইভেলসবার্গার। এ বিষয়ে এখনো তদন্ত চলেছে, তাই কর্মকর্তারা তাঁদের পরিচয় প্রকাশ করতে অস্বীকৃতি জানান।
ম্যাথিউ লাইভেলসবার্গার সেনাবাহিনীর এলিট গ্রিন বেরেটস ইউনিটের সদস্য ছিলেন। এই বিশেষ বাহিনী গেরিলা যুদ্ধ ও অসাধারণ যুদ্ধকৌশলে দক্ষ। সন্ত্রাসীদের মোকাবিলায় তারা বিশেষ পদ্ধতি ব্যবহার করে অভিযান পরিচালনা করে। ২০০৬ সাল থেকে সক্রিয়ভাবে দায়িত্ব পালন করে আসছিলেন ম্যাথিউ এবং কর্মক্ষেত্রে বিভিন্ন পদমর্যাদা অর্জন করেছেন। মৃত্যুর সময় তিনি ছুটিতে ছিলেন।
কর্মকর্তারা আরও জানান, ম্যাথিউ একজন সক্রিয় সেনাসদস্য ছিলেন; যিনি নর্থ ক্যারোলিনায় অবস্থিত ফোর্ট ব্রাগ ঘাঁটিতে সময় কাটিয়েছিলেন। এই ঘাঁটি আর্মি স্পেশাল ফোর্সেস কমান্ডের কেন্দ্র হিসেবে পরিচিত। তবে তাঁর সামরিক কার্যক্রম-সম্পর্কিত বিস্তারিত তথ্য প্রকাশের অনুমতি এই কর্মকর্তাদের ছিল না।
এফবিআই বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের একটি পোস্টে জানিয়েছে, তারা বুধবারের বিস্ফোরণের সঙ্গে সংশ্লিষ্ট কলোরাডো স্প্রিংসের একটি বাড়িতে অভিযান পরিচালনা করছে। তবে এ বিষয়ে কোনো বিস্তারিত তথ্য প্রকাশ করেনি এফবিআই।
জানা গেছে, বিস্ফোরিত ট্রাকটি আতশবাজি ও ক্যাম্প ফুয়েলের ক্যানিস্টার দিয়ে ভরা ছিল। যুক্তরাষ্ট্রের নিউ অরলিন্সে ট্রাক উঠিয়ে দিয়ে ১৫ জনকে হত্যার ঠিক কয়েক ঘণ্টা পরই সাইবার ট্রাক বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে।
নিউ অরলিন্সে হামলাকারী শামসুদ-দিন জব্বারও একজন সাবেক সেনাসদস্য ছিলেন এবং তিনিও ফোর্ট ব্রাগে সময় কাটিয়েছিলেন। তবে কর্মকর্তারা জানিয়েছেন, জব্বার এবং লাইভেলসবার্গার একসঙ্গে ছিলেন না।
টেসলা সাইবার ট্রাক বিস্ফোরণের সময় কাছাকাছি অবস্থানে থাকা আরও সাতজন আহত হয়েছেন। এ বিষয়ে টেসলার সিইও ইলন মাস্ক এক্সে বলেছেন, ‘আমরা নিশ্চিত, বিস্ফোরণটি বড় আতশবাজি বা সাইবার ট্রাকের পেছনে রাখা বোমার কারণে ঘটেছে। এটি গাড়ির সমস্যার কারণে নয়। গাড়ির সব সিস্টেম বিস্ফোরণের সময় ইতিবাচক ছিল।’
লাস ভেগাসের পুলিশ জানিয়েছে, টুরো অ্যাপ ব্যবহার করে কে এই সাইবার ট্রাকটি কলোরাডো থেকে ভাড়া নিয়েছিলেন, তা শনাক্ত করা হয়েছে।
ইলন মাস্ক, ডোনাল্ড ট্রাম্প, যুক্তরাষ্ট্র, বিস্ফোরণ, টেসলা
পাকিস্তানের বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) এবং এর প্রধান সহযোগী একটি গ্রুপকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র। গতকাল সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে এই ঘোষণা দেয়।
২১ দিন আগেজাতিসংঘের তিন-চতুর্থাংশ সদস্য দেশ এরই মধ্যে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে বা শিগগিরই দেওয়ার পরিকল্পনা করছে। আগামী সেপ্টেম্বরের জাতিসংঘ সাধারণ পরিষদে (ইউএনজিএ) ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়ে সোমবার এ তালিকায় নতুন করে যুক্ত হয়েছে অস্ট্রেলিয়া।
২১ দিন আগেআরব নিউজের প্রতিবেদন অনুযায়ী, সিন্ধু পানিবণ্টন চুক্তি নিয়ে গত ৮ আগস্ট এক রায়ে আন্তর্জাতিক আদালত বলেছে যে, ভারতকে পাকিস্তানের জন্য সিন্ধু নদীর পশ্চিমাঞ্চলের নদীগুলোর পানি অবাধভাবে প্রবাহিত হতে দিতে হবে। আদালত স্পষ্টভাবে নির্দেশ দিয়েছে যে, ভারতের নতুন হাইড্রোপাওয়ার প্রকল্পসমূহ চুক্তির নির্ধারিত মানদণ্
২১ দিন আগেপাকিস্তান আবারও ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুমকি দিয়েছে। এবার পাকিস্তানের রাজনীতিবিদ বিলাওয়াল ভুট্টো ভারতকে সিন্ধু পানিবণ্টন চুক্তি একতরফাভাবে স্থগিত করার বিষয়ে হুমকি দিয়েছেন। পাকিস্তানের সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেছেন, ভারত পাকিস্তানের ‘বড় ক্ষতি’ করেছে এবং প্রধানমন্ত্রী...
২১ দিন আগে