ঢাকা: ২০২০ সালের মার্কিন নির্বাচন নিয়ে 'মিথ্যা ও বিভ্রান্তিমূলক বক্তব্য' দেওয়ায় রুডি জুলিয়ানির আইনজীবী নিবন্ধন সাময়িক স্থগিত করেছেন নিউইয়র্কের আদালত। বৃহস্পতিবার আদালত এই আদেশ দেন। রুডি জুলিয়ানি সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত আইনজীবী ছিলেন।
শৃঙ্খলা সংক্রান্ত আদালতের এই রায়ে বলা হয়েছে ম্যানহাটনের সাবেক অ্যাটর্নি জুলিয়ানি প্রমাণিত মিথ্যা ও বিভ্রান্তিমূলক বক্তব্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করেছে। ২০২০ সালে নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের পরাজয়ের পর পুনর্নির্বাচন চেয়ে বিভিন্ন বক্তব্য দিয়েছেন জুলিয়ানি।
আদালত লিখেছে, তাঁর আচরণ জনস্বার্থের জন হুমকি স্বরূপ। তাই আইন প্রয়োগ থেকে তাঁকে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দেওয়া হয়েছে।
মার্কিন সংবাদ মাধ্যম সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি জুলিয়ানির খ্যাতি অনেকটা ক্ষতিগ্রস্ত হয়েছে। কারণ তিনি ম্যানহাটন অ্যাটর্নি অফিসের মাধ্যমে অবৈধ তদবির করেছিলেন। যার জন্য তিনি তদন্তের মুখোমুখি হয়েছেন। তিনি এই অভিযোগ অস্বীকার করেছেন।
জুলিয়ানির আইনজীবী জন লেভেন্টাল ও ব্যারি ক্যামিন্স বৃহস্পতিবার বলেছেন, আপিল বিভাগের রায়ে আমরা হতাশ। যে বিষয়ে তাঁর ওপর অভিযোগ সেগুলোর শুনানির আগেই তাঁকে বরখাস্ত করা হয়েছে। আমরা বিশ্বাস করি আমাদের ক্লায়েন্ট জনস্বার্থে সমস্যা তৈরি করেননি।
তাঁরা বলেন, একবার শুনানি করা হলেই আবারও তাঁকে তাঁর সম্মান ফিরিয়ে দেবেন। এত বছর তিনি যে সম্মান অর্জন করেছেন।
সিএনএনের সিনিয়র আইন বিশ্লেষক এলি হনিং এ বিষয়ে বলেন, 'এ জাতীয় স্থগিতাদেশ অস্বাভাবিক'।
তিনি বলেন, আপনি একজন আইনজীবী, আপনার কাজ হচ্ছে আপনার ক্লায়েন্টের প্রতিনিধিত্ব করা। এমন ঘটনা প্রতিদিন ঘটে না। আদালতের এ সিদ্ধান্ত বিরল ঘটনা।
জিলিয়ানি বৃহস্পতিবার বিকেলে ভোট পরিচালনা সংস্থা ডোমিনিয়ন ভোটিং সিস্টেমের একটি মানহানির মামলাতে আদালতে হাজির হয়েছিলেন। নির্বাচনে জালিয়াতি নিয়ে জুলিয়ানির বক্তব্যের কারণে এই মামলা করা হয়েছে।
নিউইয়র্কের আপিল আদালত জুলিয়ানির বিষয়ে বলেছেন, তিনি বলেছিলেন ২০২০ সালের নির্বাচনে ভোট জালিয়াতির মাধ্যমে ট্রাম্পের কাছ থেকে বিজয় ছিনিয়ে নেওয়া হয়েছে। মিথ্যা বা বিভ্রান্তিমূলক তথ্যের পক্ষে কথা বলেছিলেন তিনি।
আদালতে বলেছেন, জুলিয়ানি স্বীকার করেছেন তিনি যে বক্তব্য দিয়েছেন তা অসত্য ছিল, কিন্তু দাবি করেছেন যে তিনি জেনে-শুনে অসত্য বক্তব্য দেননি। উদাহরণ স্বরূপ বলেছেন, পেনসিলভানিয়ার ভুয়া ব্যালটের বিষয়ে তিনি দলের অজ্ঞাত কয়েকজন নেতার ওপর নির্ভর করেছিলেন। পেনসিলভানিয়ার ওয়েবসাইট থেকে তথ্যটি ভুলভাবে তালিকাভুক্ত করেছিলেন।
আদালত জুলিয়ানির বরাত দিয়ে হলফনামায় লিখেছেন, তাঁর এই ব্যাখ্যার সমর্থন করার মত কোন প্রমাণ নেই।
অন্যান্য মামলায় আদালত বলেছেন যে, জিলিয়ানি তাঁর বক্তব্যের জন্য কোন উৎস সরবরাহ করতে পারেননি। উদাহরণ স্বরূপ আদালত বলেছেন, নির্বাচনের সময় তিনি জর্জিয়ায় মৃত ব্যক্তি ভোট দিয়েছেন বলে প্রচার করেছিলেন। যা তিনি বিভিন্ন সময় ৮০০ থেকে ৬ হাজার পর্যন্ত বলেছিলেন।
আদালত বলেছেন, এটি তাঁর বিরুদ্ধে অন্তবর্তীকালীন স্থগিতাদেশ। কারণ জুলিয়ানির আচরণ জনগণ ওপর তাৎক্ষণিক হুমকি স্বরূপ।
এ বিষয়ে আইনজীবী রোনাল্ড মিনকফ বলেছেন, এত দ্রুত জিলিয়ানির স্থগিতাদেশ তাৎপর্যপূর্ণ। এখনও তাঁর শুনানির অধিকার রয়েছে। তবে কিছুটা সময় লাগবে।
মিনকফ তাদেরই প্রতিনিধিত্ব করেন যারা জানুয়ারিতে জুলিয়ানির ওপর অভিযোগ দায়ের করেছিলেন।
আদালতে সর্বশেষে বলেছেন, ২০২০ সালের নির্বাচনের বৈধতা ও বর্তমান প্রেসিডেন্ট নিয়ে মিথ্যা বক্তব্য আমাদের আস্থা হ্রাস করে। যা সমাজের যথাযত কার্যকারিতা ক্ষতিগ্রস্ত করে।
প্রসঙ্গত, রুডি জুলিয়ানিকে নিউইয়র্কের মেয়রের দায়িত্বে ছিলেন। এ ছাড়া তিনি ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত আইনজীবীর দায়িত্ব পালন করেছেন।
ঢাকা: ২০২০ সালের মার্কিন নির্বাচন নিয়ে 'মিথ্যা ও বিভ্রান্তিমূলক বক্তব্য' দেওয়ায় রুডি জুলিয়ানির আইনজীবী নিবন্ধন সাময়িক স্থগিত করেছেন নিউইয়র্কের আদালত। বৃহস্পতিবার আদালত এই আদেশ দেন। রুডি জুলিয়ানি সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত আইনজীবী ছিলেন।
শৃঙ্খলা সংক্রান্ত আদালতের এই রায়ে বলা হয়েছে ম্যানহাটনের সাবেক অ্যাটর্নি জুলিয়ানি প্রমাণিত মিথ্যা ও বিভ্রান্তিমূলক বক্তব্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করেছে। ২০২০ সালে নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের পরাজয়ের পর পুনর্নির্বাচন চেয়ে বিভিন্ন বক্তব্য দিয়েছেন জুলিয়ানি।
আদালত লিখেছে, তাঁর আচরণ জনস্বার্থের জন হুমকি স্বরূপ। তাই আইন প্রয়োগ থেকে তাঁকে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দেওয়া হয়েছে।
মার্কিন সংবাদ মাধ্যম সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি জুলিয়ানির খ্যাতি অনেকটা ক্ষতিগ্রস্ত হয়েছে। কারণ তিনি ম্যানহাটন অ্যাটর্নি অফিসের মাধ্যমে অবৈধ তদবির করেছিলেন। যার জন্য তিনি তদন্তের মুখোমুখি হয়েছেন। তিনি এই অভিযোগ অস্বীকার করেছেন।
জুলিয়ানির আইনজীবী জন লেভেন্টাল ও ব্যারি ক্যামিন্স বৃহস্পতিবার বলেছেন, আপিল বিভাগের রায়ে আমরা হতাশ। যে বিষয়ে তাঁর ওপর অভিযোগ সেগুলোর শুনানির আগেই তাঁকে বরখাস্ত করা হয়েছে। আমরা বিশ্বাস করি আমাদের ক্লায়েন্ট জনস্বার্থে সমস্যা তৈরি করেননি।
তাঁরা বলেন, একবার শুনানি করা হলেই আবারও তাঁকে তাঁর সম্মান ফিরিয়ে দেবেন। এত বছর তিনি যে সম্মান অর্জন করেছেন।
সিএনএনের সিনিয়র আইন বিশ্লেষক এলি হনিং এ বিষয়ে বলেন, 'এ জাতীয় স্থগিতাদেশ অস্বাভাবিক'।
তিনি বলেন, আপনি একজন আইনজীবী, আপনার কাজ হচ্ছে আপনার ক্লায়েন্টের প্রতিনিধিত্ব করা। এমন ঘটনা প্রতিদিন ঘটে না। আদালতের এ সিদ্ধান্ত বিরল ঘটনা।
জিলিয়ানি বৃহস্পতিবার বিকেলে ভোট পরিচালনা সংস্থা ডোমিনিয়ন ভোটিং সিস্টেমের একটি মানহানির মামলাতে আদালতে হাজির হয়েছিলেন। নির্বাচনে জালিয়াতি নিয়ে জুলিয়ানির বক্তব্যের কারণে এই মামলা করা হয়েছে।
নিউইয়র্কের আপিল আদালত জুলিয়ানির বিষয়ে বলেছেন, তিনি বলেছিলেন ২০২০ সালের নির্বাচনে ভোট জালিয়াতির মাধ্যমে ট্রাম্পের কাছ থেকে বিজয় ছিনিয়ে নেওয়া হয়েছে। মিথ্যা বা বিভ্রান্তিমূলক তথ্যের পক্ষে কথা বলেছিলেন তিনি।
আদালতে বলেছেন, জুলিয়ানি স্বীকার করেছেন তিনি যে বক্তব্য দিয়েছেন তা অসত্য ছিল, কিন্তু দাবি করেছেন যে তিনি জেনে-শুনে অসত্য বক্তব্য দেননি। উদাহরণ স্বরূপ বলেছেন, পেনসিলভানিয়ার ভুয়া ব্যালটের বিষয়ে তিনি দলের অজ্ঞাত কয়েকজন নেতার ওপর নির্ভর করেছিলেন। পেনসিলভানিয়ার ওয়েবসাইট থেকে তথ্যটি ভুলভাবে তালিকাভুক্ত করেছিলেন।
আদালত জুলিয়ানির বরাত দিয়ে হলফনামায় লিখেছেন, তাঁর এই ব্যাখ্যার সমর্থন করার মত কোন প্রমাণ নেই।
অন্যান্য মামলায় আদালত বলেছেন যে, জিলিয়ানি তাঁর বক্তব্যের জন্য কোন উৎস সরবরাহ করতে পারেননি। উদাহরণ স্বরূপ আদালত বলেছেন, নির্বাচনের সময় তিনি জর্জিয়ায় মৃত ব্যক্তি ভোট দিয়েছেন বলে প্রচার করেছিলেন। যা তিনি বিভিন্ন সময় ৮০০ থেকে ৬ হাজার পর্যন্ত বলেছিলেন।
আদালত বলেছেন, এটি তাঁর বিরুদ্ধে অন্তবর্তীকালীন স্থগিতাদেশ। কারণ জুলিয়ানির আচরণ জনগণ ওপর তাৎক্ষণিক হুমকি স্বরূপ।
এ বিষয়ে আইনজীবী রোনাল্ড মিনকফ বলেছেন, এত দ্রুত জিলিয়ানির স্থগিতাদেশ তাৎপর্যপূর্ণ। এখনও তাঁর শুনানির অধিকার রয়েছে। তবে কিছুটা সময় লাগবে।
মিনকফ তাদেরই প্রতিনিধিত্ব করেন যারা জানুয়ারিতে জুলিয়ানির ওপর অভিযোগ দায়ের করেছিলেন।
আদালতে সর্বশেষে বলেছেন, ২০২০ সালের নির্বাচনের বৈধতা ও বর্তমান প্রেসিডেন্ট নিয়ে মিথ্যা বক্তব্য আমাদের আস্থা হ্রাস করে। যা সমাজের যথাযত কার্যকারিতা ক্ষতিগ্রস্ত করে।
প্রসঙ্গত, রুডি জুলিয়ানিকে নিউইয়র্কের মেয়রের দায়িত্বে ছিলেন। এ ছাড়া তিনি ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত আইনজীবীর দায়িত্ব পালন করেছেন।
পাকিস্তানের বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) এবং এর প্রধান সহযোগী একটি গ্রুপকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র। গতকাল সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে এই ঘোষণা দেয়।
১২ আগস্ট ২০২৫জাতিসংঘের তিন-চতুর্থাংশ সদস্য দেশ এরই মধ্যে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে বা শিগগিরই দেওয়ার পরিকল্পনা করছে। আগামী সেপ্টেম্বরের জাতিসংঘ সাধারণ পরিষদে (ইউএনজিএ) ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়ে সোমবার এ তালিকায় নতুন করে যুক্ত হয়েছে অস্ট্রেলিয়া।
১২ আগস্ট ২০২৫আরব নিউজের প্রতিবেদন অনুযায়ী, সিন্ধু পানিবণ্টন চুক্তি নিয়ে গত ৮ আগস্ট এক রায়ে আন্তর্জাতিক আদালত বলেছে যে, ভারতকে পাকিস্তানের জন্য সিন্ধু নদীর পশ্চিমাঞ্চলের নদীগুলোর পানি অবাধভাবে প্রবাহিত হতে দিতে হবে। আদালত স্পষ্টভাবে নির্দেশ দিয়েছে যে, ভারতের নতুন হাইড্রোপাওয়ার প্রকল্পসমূহ চুক্তির নির্ধারিত মানদণ্
১২ আগস্ট ২০২৫পাকিস্তান আবারও ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুমকি দিয়েছে। এবার পাকিস্তানের রাজনীতিবিদ বিলাওয়াল ভুট্টো ভারতকে সিন্ধু পানিবণ্টন চুক্তি একতরফাভাবে স্থগিত করার বিষয়ে হুমকি দিয়েছেন। পাকিস্তানের সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেছেন, ভারত পাকিস্তানের ‘বড় ক্ষতি’ করেছে এবং প্রধানমন্ত্রী...
১২ আগস্ট ২০২৫