সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর হামলার ঘটনায় ব্যর্থতার দায় স্বীকার করেছে দেশটির সিক্রেট সার্ভিস। গত সোমবার আইনপ্রণেতাদের কাছে দেওয়া সাক্ষ্যে এ নিয়ে কথা বলেছেন সিক্রেট সার্ভিসের প্রধান কিমবারলি শিয়াটেল। তিনি বলেন, ‘সিক্রেট সার্ভিসের কাছে এ বিষয়ে আগাম কোনো খবর ছিল না। আমাদের ব্যর্থতা স্বীকার করছি। সংস্থার প্রধান হিসেবে আমি এর দায় নিচ্ছি।’
মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএনের খবরে বলা হয়েছে, ওই ঘটনার পর ডোনাল্ড ট্রাম্পকে ফোন করে ব্যক্তিগতভাবে ক্ষমা চেয়েছেন বলেও জানান কিমবারলি শিয়াটেল। তবে ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্স জানিয়েছে, কংগ্রেসে রিপাবলিকান আইনপ্রণেতাদের একাংশ দায়িত্ব পালনে ব্যর্থতার জন্য কিমবারলির পদত্যাগ দাবি করেছেন।
সিক্রেট সার্ভিসের প্রধান জানিয়েছেন, ‘আমি প্রয়োজনে পদত্যাগে প্রস্তুত।’ তিনি বলেছেন, ‘তবে সাবেক প্রেসিডেন্টকে যথেষ্ট নিরাপত্তা দেওয়া হয়নি, এমন অভিযোগ সঠিক নয়।’
গত মঙ্গলবার শিয়াটেল তাঁর পদত্যাগপত্রে বলেছেন, তিনি সব সময় তাঁর এজেন্সির প্রয়োজনকেই বড় করে দেখেছেন এবং তিনি দুঃখভারাক্রান্ত হৃদয়ে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। তিনি আরও বলেছেন, ‘গত সপ্তাহজুড়ে যে সমালোচনা চলেছে তার গভীরতা অনেক বেশি এবং যেহেতু আমাদের (সিক্রেট সার্ভিসের) কার্যক্রম বাড়ছে, তাই আগামী দিনে এই সমালোচনা বাড়তেই থাকবে।’
ট্রাম্পের নির্বাচনী দলের এসংক্রান্ত অভিযোগ নাকচ করে দিয়ে কিমবারলি বলেন, প্রেসিডেন্ট পদে প্রার্থী হওয়ার পর ডোনাল্ড ট্রাম্পের নিরাপত্তা যথেষ্ট বাড়ানো হয়েছে। তাঁর ওপর আক্রমণের আশঙ্কা যত বাড়ছে, নিরাপত্তাও তত বেশি বাড়ানো হচ্ছে। সুতরাং সাবেক প্রেসিডেন্টকে যথাযথ নিরাপত্তা দেওয়া হচ্ছে না এমন মন্তব্য গ্রহণযোগ্য নয়।
আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন সামনে রেখে ১৩ জুলাই যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় এক প্রচার সমাবেশে ট্রাম্পের ওপর হামলা চালানো হয়। তবে সিক্রেট সার্ভিস বলছে, ওই সভা নিয়ে ট্রাম্প শিবির থেকে তাদের যে তথ্য দেওয়া হয়েছিল, তার ওপর ভিত্তি করেই সমাবেশের নিরাপত্তার ব্যবস্থা করা হয়। সেখানে নিরাপত্তার কোনো ঘাটতি ছিল না।
সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর হামলার ঘটনায় ব্যর্থতার দায় স্বীকার করেছে দেশটির সিক্রেট সার্ভিস। গত সোমবার আইনপ্রণেতাদের কাছে দেওয়া সাক্ষ্যে এ নিয়ে কথা বলেছেন সিক্রেট সার্ভিসের প্রধান কিমবারলি শিয়াটেল। তিনি বলেন, ‘সিক্রেট সার্ভিসের কাছে এ বিষয়ে আগাম কোনো খবর ছিল না। আমাদের ব্যর্থতা স্বীকার করছি। সংস্থার প্রধান হিসেবে আমি এর দায় নিচ্ছি।’
মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএনের খবরে বলা হয়েছে, ওই ঘটনার পর ডোনাল্ড ট্রাম্পকে ফোন করে ব্যক্তিগতভাবে ক্ষমা চেয়েছেন বলেও জানান কিমবারলি শিয়াটেল। তবে ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্স জানিয়েছে, কংগ্রেসে রিপাবলিকান আইনপ্রণেতাদের একাংশ দায়িত্ব পালনে ব্যর্থতার জন্য কিমবারলির পদত্যাগ দাবি করেছেন।
সিক্রেট সার্ভিসের প্রধান জানিয়েছেন, ‘আমি প্রয়োজনে পদত্যাগে প্রস্তুত।’ তিনি বলেছেন, ‘তবে সাবেক প্রেসিডেন্টকে যথেষ্ট নিরাপত্তা দেওয়া হয়নি, এমন অভিযোগ সঠিক নয়।’
গত মঙ্গলবার শিয়াটেল তাঁর পদত্যাগপত্রে বলেছেন, তিনি সব সময় তাঁর এজেন্সির প্রয়োজনকেই বড় করে দেখেছেন এবং তিনি দুঃখভারাক্রান্ত হৃদয়ে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। তিনি আরও বলেছেন, ‘গত সপ্তাহজুড়ে যে সমালোচনা চলেছে তার গভীরতা অনেক বেশি এবং যেহেতু আমাদের (সিক্রেট সার্ভিসের) কার্যক্রম বাড়ছে, তাই আগামী দিনে এই সমালোচনা বাড়তেই থাকবে।’
ট্রাম্পের নির্বাচনী দলের এসংক্রান্ত অভিযোগ নাকচ করে দিয়ে কিমবারলি বলেন, প্রেসিডেন্ট পদে প্রার্থী হওয়ার পর ডোনাল্ড ট্রাম্পের নিরাপত্তা যথেষ্ট বাড়ানো হয়েছে। তাঁর ওপর আক্রমণের আশঙ্কা যত বাড়ছে, নিরাপত্তাও তত বেশি বাড়ানো হচ্ছে। সুতরাং সাবেক প্রেসিডেন্টকে যথাযথ নিরাপত্তা দেওয়া হচ্ছে না এমন মন্তব্য গ্রহণযোগ্য নয়।
আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন সামনে রেখে ১৩ জুলাই যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় এক প্রচার সমাবেশে ট্রাম্পের ওপর হামলা চালানো হয়। তবে সিক্রেট সার্ভিস বলছে, ওই সভা নিয়ে ট্রাম্প শিবির থেকে তাদের যে তথ্য দেওয়া হয়েছিল, তার ওপর ভিত্তি করেই সমাবেশের নিরাপত্তার ব্যবস্থা করা হয়। সেখানে নিরাপত্তার কোনো ঘাটতি ছিল না।
পাকিস্তানের বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) এবং এর প্রধান সহযোগী একটি গ্রুপকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র। গতকাল সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে এই ঘোষণা দেয়।
২৪ দিন আগেজাতিসংঘের তিন-চতুর্থাংশ সদস্য দেশ এরই মধ্যে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে বা শিগগিরই দেওয়ার পরিকল্পনা করছে। আগামী সেপ্টেম্বরের জাতিসংঘ সাধারণ পরিষদে (ইউএনজিএ) ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়ে সোমবার এ তালিকায় নতুন করে যুক্ত হয়েছে অস্ট্রেলিয়া।
২৪ দিন আগেআরব নিউজের প্রতিবেদন অনুযায়ী, সিন্ধু পানিবণ্টন চুক্তি নিয়ে গত ৮ আগস্ট এক রায়ে আন্তর্জাতিক আদালত বলেছে যে, ভারতকে পাকিস্তানের জন্য সিন্ধু নদীর পশ্চিমাঞ্চলের নদীগুলোর পানি অবাধভাবে প্রবাহিত হতে দিতে হবে। আদালত স্পষ্টভাবে নির্দেশ দিয়েছে যে, ভারতের নতুন হাইড্রোপাওয়ার প্রকল্পসমূহ চুক্তির নির্ধারিত মানদণ্
২৪ দিন আগেপাকিস্তান আবারও ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুমকি দিয়েছে। এবার পাকিস্তানের রাজনীতিবিদ বিলাওয়াল ভুট্টো ভারতকে সিন্ধু পানিবণ্টন চুক্তি একতরফাভাবে স্থগিত করার বিষয়ে হুমকি দিয়েছেন। পাকিস্তানের সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেছেন, ভারত পাকিস্তানের ‘বড় ক্ষতি’ করেছে এবং প্রধানমন্ত্রী...
২৪ দিন আগে