ইউক্রেনে গোয়েন্দা সহায়তা সাময়িকভাবে স্থগিত করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার সিআইএ পরিচালক জন র্যাটক্লিফ ফক্স বিজনেসকে দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য দেন। গত শুক্রবার হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মধ্যে উত্তপ্ত বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানা গেছে।
সাক্ষাৎকারে জন র্যাটক্লিফ বলেন, ‘প্রেসিডেন্ট জেলেনস্কি শান্তিপ্রক্রিয়ার প্রতি কতটা প্রতিশ্রুতিবদ্ধ, তা নিয়ে ট্রাম্পের মনে একটি প্রশ্ন তৈরি হয়েছে এবং সে কারণেই তিনি সহায়তা আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছেন।’
র্যাটক্লিফ বলেন, ‘এই বিরতির ফলে আমরা জেলেনস্কির প্রতিক্রিয়া দেখার সুযোগ পেয়েছি। আশা করি, সামরিক ও গোয়েন্দা ক্ষেত্রে এই স্থগিতাদেশ শিগগির উঠে যাবে।’
র্যাটক্লিফ আরও বলেন, ‘আমরা ইউক্রেনের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব, আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলব এবং শান্তি আলোচনার পরিবেশ তৈরি করব।’
একজন শীর্ষ মার্কিন সামরিক কর্মকর্তা জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ইউক্রেনের সঙ্গে গোয়েন্দা তথ্য আদান-প্রদান কমিয়ে দিয়েছে। এর মধ্যে নজরদারি ও গোয়েন্দা অভিযানের সংখ্যা কমেছে, যা ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ও সামরিক অভিযানে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
ট্রাম্পের অভিষেকের আগে মার্কিন কর্মকর্তারা ইউক্রেনের সঙ্গে গোয়েন্দা তথ্য বিনিময়ের গুরুত্ব তুলে ধরেছিলেন, যা যুদ্ধক্ষেত্রে গুরুত্বপূর্ণ সাফল্য এনে দিয়েছিল বলে জানা গেছে।
এর আগে গত সোমবার কিয়েভে সব ধরনের সামরিক সহায়তা স্থগিতের ঘোষণা দেয় ট্রাম্প প্রশাসন।
ট্রাম্প অভিযোগ করেন, ইউক্রেনের প্রেসিডেন্ট শান্তি চান না। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে শেয়ার করা এক পোস্টে ট্রাম্প লেখেন, কিয়েভ যত দিন সৎ উদ্দেশ্য নিয়ে শান্তি আলোচনা করতে সম্মত হবে না, তত দিন মার্কিন সহায়তা বন্ধ থাকবে।
ইউক্রেনে গোয়েন্দা সহায়তা সাময়িকভাবে স্থগিত করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার সিআইএ পরিচালক জন র্যাটক্লিফ ফক্স বিজনেসকে দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য দেন। গত শুক্রবার হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মধ্যে উত্তপ্ত বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানা গেছে।
সাক্ষাৎকারে জন র্যাটক্লিফ বলেন, ‘প্রেসিডেন্ট জেলেনস্কি শান্তিপ্রক্রিয়ার প্রতি কতটা প্রতিশ্রুতিবদ্ধ, তা নিয়ে ট্রাম্পের মনে একটি প্রশ্ন তৈরি হয়েছে এবং সে কারণেই তিনি সহায়তা আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছেন।’
র্যাটক্লিফ বলেন, ‘এই বিরতির ফলে আমরা জেলেনস্কির প্রতিক্রিয়া দেখার সুযোগ পেয়েছি। আশা করি, সামরিক ও গোয়েন্দা ক্ষেত্রে এই স্থগিতাদেশ শিগগির উঠে যাবে।’
র্যাটক্লিফ আরও বলেন, ‘আমরা ইউক্রেনের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব, আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলব এবং শান্তি আলোচনার পরিবেশ তৈরি করব।’
একজন শীর্ষ মার্কিন সামরিক কর্মকর্তা জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ইউক্রেনের সঙ্গে গোয়েন্দা তথ্য আদান-প্রদান কমিয়ে দিয়েছে। এর মধ্যে নজরদারি ও গোয়েন্দা অভিযানের সংখ্যা কমেছে, যা ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ও সামরিক অভিযানে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
ট্রাম্পের অভিষেকের আগে মার্কিন কর্মকর্তারা ইউক্রেনের সঙ্গে গোয়েন্দা তথ্য বিনিময়ের গুরুত্ব তুলে ধরেছিলেন, যা যুদ্ধক্ষেত্রে গুরুত্বপূর্ণ সাফল্য এনে দিয়েছিল বলে জানা গেছে।
এর আগে গত সোমবার কিয়েভে সব ধরনের সামরিক সহায়তা স্থগিতের ঘোষণা দেয় ট্রাম্প প্রশাসন।
ট্রাম্প অভিযোগ করেন, ইউক্রেনের প্রেসিডেন্ট শান্তি চান না। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে শেয়ার করা এক পোস্টে ট্রাম্প লেখেন, কিয়েভ যত দিন সৎ উদ্দেশ্য নিয়ে শান্তি আলোচনা করতে সম্মত হবে না, তত দিন মার্কিন সহায়তা বন্ধ থাকবে।
পাকিস্তানের বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) এবং এর প্রধান সহযোগী একটি গ্রুপকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র। গতকাল সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে এই ঘোষণা দেয়।
১২ আগস্ট ২০২৫জাতিসংঘের তিন-চতুর্থাংশ সদস্য দেশ এরই মধ্যে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে বা শিগগিরই দেওয়ার পরিকল্পনা করছে। আগামী সেপ্টেম্বরের জাতিসংঘ সাধারণ পরিষদে (ইউএনজিএ) ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়ে সোমবার এ তালিকায় নতুন করে যুক্ত হয়েছে অস্ট্রেলিয়া।
১২ আগস্ট ২০২৫আরব নিউজের প্রতিবেদন অনুযায়ী, সিন্ধু পানিবণ্টন চুক্তি নিয়ে গত ৮ আগস্ট এক রায়ে আন্তর্জাতিক আদালত বলেছে যে, ভারতকে পাকিস্তানের জন্য সিন্ধু নদীর পশ্চিমাঞ্চলের নদীগুলোর পানি অবাধভাবে প্রবাহিত হতে দিতে হবে। আদালত স্পষ্টভাবে নির্দেশ দিয়েছে যে, ভারতের নতুন হাইড্রোপাওয়ার প্রকল্পসমূহ চুক্তির নির্ধারিত মানদণ্
১২ আগস্ট ২০২৫পাকিস্তান আবারও ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুমকি দিয়েছে। এবার পাকিস্তানের রাজনীতিবিদ বিলাওয়াল ভুট্টো ভারতকে সিন্ধু পানিবণ্টন চুক্তি একতরফাভাবে স্থগিত করার বিষয়ে হুমকি দিয়েছেন। পাকিস্তানের সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেছেন, ভারত পাকিস্তানের ‘বড় ক্ষতি’ করেছে এবং প্রধানমন্ত্রী...
১২ আগস্ট ২০২৫