Ajker Patrika

কানাডায় প্রলয়ংকরী ঝড়ে নিহত ৪, বিদ্যুৎ ছিল না ৯ লাখ বাড়িতে

কানাডায় প্রলয়ংকরী ঝড়ে নিহত ৪, বিদ্যুৎ ছিল না ৯ লাখ বাড়িতে

কানাডার পূর্বাঞ্চলীয় অন্টারিও এবং কুইবেক প্রদেশে গতকাল শনিবার প্রলয়ংকরী ঝড়ে অন্তত চার ব্যক্তি নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন অনেকে। ঝড়ের কারণে প্রায় ৯ লাখ বাড়ি বিদ্যুৎবিহীন অবস্থায় ছিল। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এসব জানানো হয়েছে। 

অন্টারিও প্রদেশের পুলিশ এক টুইটার পোস্টে জানিয়েছে, গ্রীষ্মকালীন প্রলয়ংকরী ঝড়ের কবলে পড়ে অন্টারিওতে তিন ব্যক্তি প্রাণ হারিয়েছেন। এ ছাড়া আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। 
অপর ব্যক্তি নিহত হয়েছেন অটোয়া রাজ্যে। তবে তাঁর ব্যাপারে স্থানীয় পুলিশ বিস্তারিত কিছু জানাতে পারেনি। 

অন্টারিওতে নিহতদের ব্যাপারে কর্তৃপক্ষ বলেছে, একজনের ওপর গাছ ভেঙে পড়ায় তিনি মারা গেছেন। ঝড়ের মধ্যে তিনি একটি ট্রেলারে আশ্রয় নিয়েছিলেন। সেখানে একটি গাছ ভেঙে পড়লে তিনি মারা যান। আরেক বৃদ্ধ নারী ঝড়ের মধ্যে হাঁটার সময় গাছ চাপা পড়ে মারা গেছেন। ওই বৃদ্ধের বয়স সত্তরের বেশি। 

পঞ্চাশোর্ধ্ব আরেক নারী মারা গেছেন অটোয়া নদীতে নৌকা ডুবে। পুলিশ জানিয়েছে, অটোয়া ও কুইবেকের মাঝ দিয়ে প্রবাহিত অটোয়া নদীতে নৌকা চালাচ্ছিলেন ওই নারী। ঝড়ের কবলে পড়ে নৌকাটি ডুবে গেলে তিনি মারা যান। 

বিদ্যুৎ সরবরাহকারী স্থানীয় প্রতিষ্ঠান হাইড্রো ওয়ান ও হাইড্রো-কিউবেকের বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যম সিবিসি জানিয়েছে, ঝড়ের পর অন্টারিও এবং কুইবেক প্রদেশের অন্তত ৯ লাখ বসত বাড়িতে বিদ্যুৎ ছিল না। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত