অনলাইন ডেস্ক
ইরানের বিভিন্ন শহরে আজ শুক্রবার কয়েক ধাপে ইসরায়েলের হামলার পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে পারমাণবিক কর্মসূচি নিয়ে দ্রুত একটি চুক্তিতে পৌঁছাতে আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে তিনি আরও ‘নৃশংস হামলা’ অপেক্ষা করছে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেছেন।
ট্রাম্প বলেন, ‘আমি ইরানকে বারবার সুযোগ দিয়েছি। কিন্তু তারা তা কাজে লাগাতে ব্যর্থ হয়েছে।’
বিবিসি জানিয়েছে, আগামী রোববার (১৫ জুন) ওমানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ষষ্ঠ দফা আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে। এর ঠিক আগে ইসরায়েলের হামলার পরিপ্রেক্ষিতে ট্রাম্প তাঁর ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে লিখেছেন, ‘আমি তাদের বলেছি—চুক্তি করো, কিন্তু তারা যতই চেষ্টা করুক, যতই কাছাকাছি আসুক—শেষ পর্যন্ত কিছুই করতে পারেনি।’
ট্রাম্প আরও বলেন, ‘ইতিমধ্যে ব্যাপক মৃত্যু ও ধ্বংস হয়েছে। কিন্তু এখনো সময় আছে এই হত্যাযজ্ঞ বন্ধ করার। কারণ, পরবর্তী হামলা আরও ভয়ংকর হতে চলেছে।’
ট্রাম্প ইরানকে সতর্ক করে বলেন, ‘চুক্তি করো, নয়তো কিছুই অবশিষ্ট থাকবে না। সেই প্রাচীন ইরানি সাম্রাজ্যের ধ্বংসাবশেষ রক্ষা করো। আর মৃত্যু নয়, আর ধ্বংস নয়, চুক্তি করো, এখনই করো, না হলে দেরি হয়ে যাবে।’
ট্রাম্প দাবি করেছেন, ইরানে হামলার বিষয়ে ইসরায়েল তার পরিকল্পনা সম্পর্কে আগেই যুক্তরাষ্ট্রকে অবহিত করেছিল। তবে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী এই অভিযানে অংশ নেয়নি বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।
ইরানের বিভিন্ন শহরে আজ শুক্রবার কয়েক ধাপে ইসরায়েলের হামলার পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে পারমাণবিক কর্মসূচি নিয়ে দ্রুত একটি চুক্তিতে পৌঁছাতে আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে তিনি আরও ‘নৃশংস হামলা’ অপেক্ষা করছে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেছেন।
ট্রাম্প বলেন, ‘আমি ইরানকে বারবার সুযোগ দিয়েছি। কিন্তু তারা তা কাজে লাগাতে ব্যর্থ হয়েছে।’
বিবিসি জানিয়েছে, আগামী রোববার (১৫ জুন) ওমানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ষষ্ঠ দফা আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে। এর ঠিক আগে ইসরায়েলের হামলার পরিপ্রেক্ষিতে ট্রাম্প তাঁর ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে লিখেছেন, ‘আমি তাদের বলেছি—চুক্তি করো, কিন্তু তারা যতই চেষ্টা করুক, যতই কাছাকাছি আসুক—শেষ পর্যন্ত কিছুই করতে পারেনি।’
ট্রাম্প আরও বলেন, ‘ইতিমধ্যে ব্যাপক মৃত্যু ও ধ্বংস হয়েছে। কিন্তু এখনো সময় আছে এই হত্যাযজ্ঞ বন্ধ করার। কারণ, পরবর্তী হামলা আরও ভয়ংকর হতে চলেছে।’
ট্রাম্প ইরানকে সতর্ক করে বলেন, ‘চুক্তি করো, নয়তো কিছুই অবশিষ্ট থাকবে না। সেই প্রাচীন ইরানি সাম্রাজ্যের ধ্বংসাবশেষ রক্ষা করো। আর মৃত্যু নয়, আর ধ্বংস নয়, চুক্তি করো, এখনই করো, না হলে দেরি হয়ে যাবে।’
ট্রাম্প দাবি করেছেন, ইরানে হামলার বিষয়ে ইসরায়েল তার পরিকল্পনা সম্পর্কে আগেই যুক্তরাষ্ট্রকে অবহিত করেছিল। তবে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী এই অভিযানে অংশ নেয়নি বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।
পাকিস্তানের বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) এবং এর প্রধান সহযোগী একটি গ্রুপকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র। গতকাল সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে এই ঘোষণা দেয়।
১২ আগস্ট ২০২৫জাতিসংঘের তিন-চতুর্থাংশ সদস্য দেশ এরই মধ্যে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে বা শিগগিরই দেওয়ার পরিকল্পনা করছে। আগামী সেপ্টেম্বরের জাতিসংঘ সাধারণ পরিষদে (ইউএনজিএ) ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়ে সোমবার এ তালিকায় নতুন করে যুক্ত হয়েছে অস্ট্রেলিয়া।
১২ আগস্ট ২০২৫আরব নিউজের প্রতিবেদন অনুযায়ী, সিন্ধু পানিবণ্টন চুক্তি নিয়ে গত ৮ আগস্ট এক রায়ে আন্তর্জাতিক আদালত বলেছে যে, ভারতকে পাকিস্তানের জন্য সিন্ধু নদীর পশ্চিমাঞ্চলের নদীগুলোর পানি অবাধভাবে প্রবাহিত হতে দিতে হবে। আদালত স্পষ্টভাবে নির্দেশ দিয়েছে যে, ভারতের নতুন হাইড্রোপাওয়ার প্রকল্পসমূহ চুক্তির নির্ধারিত মানদণ্
১২ আগস্ট ২০২৫পাকিস্তান আবারও ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুমকি দিয়েছে। এবার পাকিস্তানের রাজনীতিবিদ বিলাওয়াল ভুট্টো ভারতকে সিন্ধু পানিবণ্টন চুক্তি একতরফাভাবে স্থগিত করার বিষয়ে হুমকি দিয়েছেন। পাকিস্তানের সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেছেন, ভারত পাকিস্তানের ‘বড় ক্ষতি’ করেছে এবং প্রধানমন্ত্রী...
১২ আগস্ট ২০২৫