যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যাচেষ্টার অভিযোগে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। দেশটির অ্যারিজোনা অঙ্গরাজ্য থেকে ওই যুবককে গ্রেপ্তার করা হয়েছে গত সোমবার। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, অ্যারিজোনার বাসিন্দা ওই যুবক সম্প্রতি ফেসবুকে প্রকাশিত একাধিক ভিডিওতে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। ওই ভিডিওগুলোর একটিতে তাঁকে একটি এআর-১৫ মডেলের রাইফেল হাতে ধরে থাকতে দেখা যায় বলে আদালতের নথিতে উল্লেখ করা হয়েছে।
গ্রেপ্তার ওই যুবকের নাম ম্যানুয়েল তামায়ো-তোরেস। আদালতের নথিতে উল্লেখ করা হয়েছে, তোরেস ট্রাম্প এবং তাঁর পরিবারকে একাধিকবার হুমকি দিয়েছেন। অবশ্য আদালতের নথিতে সরাসরি ট্রাম্পের নাম উল্লেখ করা হয়নি, বরং তাঁকে ‘ব্যক্তি-১’ হিসেবে উল্লেখ করা হয়েছে। নথিতে বলা হয়েছে, ‘ব্যক্তি-১’ একজন বিশিষ্ট ব্যক্তিত্ব। এই ব্যক্তি এক বলতে, সাবেক এক প্রেসিডেন্ট এবং বর্তমান নবনির্বাচিত প্রেসিডেন্টকে চিহ্নিত করা হয়েছে।
আদালতের নথিতে আরও বলা হয়েছে, ‘তামায়ো-তোরেস ফেসবুকে একটি ভিডিও পোস্ট করে বলেন, ‘ব্যক্তি-১, তুমি মরতে যাচ্ছ। ব্যক্তি-১ তোমার ছেলে মরতে যাচ্ছে। তোমার পুরো পরিবার মরতে যাচ্ছে। এটিই এখন তোমার জন্য বাস্তবতা। তোমার ভবিষ্যতে শুধুমাত্র এই একটাই বাস্তবতা আছে, ব্যক্তি-১, মারা যাওয়া।’
চলতি মাসের শুরুর দিকে পোস্ট করা এক ভিডিওতে তামায়ো-তোরেস ট্রাম্পকে গুলি করার হুমকি দেন। আদালতের নথিতে বলা হয়েছে, ওই ভিডিওতে তোরেস সম্ভবত একটি সাদা রঙের এআর-১৫ ধরনের রাইফেল—যার মধ্যে ৩০ রাউন্ডের একটি ম্যাগাজিন ঢোকানো ছিল—ধরে থাকতে দেখা যায়।
তামায়ো-তোরেস ২৩ আগস্ট অ্যারিজোনার গ্লেনডেলের ডেজার্ট ডায়মন্ড এরেনা থেকে আরেকটি ভিডিও পোস্ট করেন। সেই ভিডিওতে দেখা যায়, ট্রাম্প একটি সমাবেশে উপস্থিত। সমাবেশে ট্রাম্প বলেন, তিনি হত্যাচেষ্টাগুলো তদন্তের জন্য একটি স্বাধীন কমিশন গঠন করবেন। এ সময় তিনি ১৩ জুলাই পেনসিলভানিয়ার বাটলারে তাঁর ওপর হত্যাচেষ্টার উল্লেখ করেন।
তামায়ো-তোরেসের বিরুদ্ধে আরও অভিযোগ আনা হয়েছে যে, তিনি গত বছর অ্যারিজোনার ফিনিক্সে অস্ত্র কেনার চেষ্টা করার সময় ফেডারেল ফরমে একাধিক মিথ্যা তথ্য প্রদান করেছেন।
যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যাচেষ্টার অভিযোগে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। দেশটির অ্যারিজোনা অঙ্গরাজ্য থেকে ওই যুবককে গ্রেপ্তার করা হয়েছে গত সোমবার। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, অ্যারিজোনার বাসিন্দা ওই যুবক সম্প্রতি ফেসবুকে প্রকাশিত একাধিক ভিডিওতে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। ওই ভিডিওগুলোর একটিতে তাঁকে একটি এআর-১৫ মডেলের রাইফেল হাতে ধরে থাকতে দেখা যায় বলে আদালতের নথিতে উল্লেখ করা হয়েছে।
গ্রেপ্তার ওই যুবকের নাম ম্যানুয়েল তামায়ো-তোরেস। আদালতের নথিতে উল্লেখ করা হয়েছে, তোরেস ট্রাম্প এবং তাঁর পরিবারকে একাধিকবার হুমকি দিয়েছেন। অবশ্য আদালতের নথিতে সরাসরি ট্রাম্পের নাম উল্লেখ করা হয়নি, বরং তাঁকে ‘ব্যক্তি-১’ হিসেবে উল্লেখ করা হয়েছে। নথিতে বলা হয়েছে, ‘ব্যক্তি-১’ একজন বিশিষ্ট ব্যক্তিত্ব। এই ব্যক্তি এক বলতে, সাবেক এক প্রেসিডেন্ট এবং বর্তমান নবনির্বাচিত প্রেসিডেন্টকে চিহ্নিত করা হয়েছে।
আদালতের নথিতে আরও বলা হয়েছে, ‘তামায়ো-তোরেস ফেসবুকে একটি ভিডিও পোস্ট করে বলেন, ‘ব্যক্তি-১, তুমি মরতে যাচ্ছ। ব্যক্তি-১ তোমার ছেলে মরতে যাচ্ছে। তোমার পুরো পরিবার মরতে যাচ্ছে। এটিই এখন তোমার জন্য বাস্তবতা। তোমার ভবিষ্যতে শুধুমাত্র এই একটাই বাস্তবতা আছে, ব্যক্তি-১, মারা যাওয়া।’
চলতি মাসের শুরুর দিকে পোস্ট করা এক ভিডিওতে তামায়ো-তোরেস ট্রাম্পকে গুলি করার হুমকি দেন। আদালতের নথিতে বলা হয়েছে, ওই ভিডিওতে তোরেস সম্ভবত একটি সাদা রঙের এআর-১৫ ধরনের রাইফেল—যার মধ্যে ৩০ রাউন্ডের একটি ম্যাগাজিন ঢোকানো ছিল—ধরে থাকতে দেখা যায়।
তামায়ো-তোরেস ২৩ আগস্ট অ্যারিজোনার গ্লেনডেলের ডেজার্ট ডায়মন্ড এরেনা থেকে আরেকটি ভিডিও পোস্ট করেন। সেই ভিডিওতে দেখা যায়, ট্রাম্প একটি সমাবেশে উপস্থিত। সমাবেশে ট্রাম্প বলেন, তিনি হত্যাচেষ্টাগুলো তদন্তের জন্য একটি স্বাধীন কমিশন গঠন করবেন। এ সময় তিনি ১৩ জুলাই পেনসিলভানিয়ার বাটলারে তাঁর ওপর হত্যাচেষ্টার উল্লেখ করেন।
তামায়ো-তোরেসের বিরুদ্ধে আরও অভিযোগ আনা হয়েছে যে, তিনি গত বছর অ্যারিজোনার ফিনিক্সে অস্ত্র কেনার চেষ্টা করার সময় ফেডারেল ফরমে একাধিক মিথ্যা তথ্য প্রদান করেছেন।
পাকিস্তানের বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) এবং এর প্রধান সহযোগী একটি গ্রুপকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র। গতকাল সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে এই ঘোষণা দেয়।
১২ আগস্ট ২০২৫জাতিসংঘের তিন-চতুর্থাংশ সদস্য দেশ এরই মধ্যে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে বা শিগগিরই দেওয়ার পরিকল্পনা করছে। আগামী সেপ্টেম্বরের জাতিসংঘ সাধারণ পরিষদে (ইউএনজিএ) ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়ে সোমবার এ তালিকায় নতুন করে যুক্ত হয়েছে অস্ট্রেলিয়া।
১২ আগস্ট ২০২৫আরব নিউজের প্রতিবেদন অনুযায়ী, সিন্ধু পানিবণ্টন চুক্তি নিয়ে গত ৮ আগস্ট এক রায়ে আন্তর্জাতিক আদালত বলেছে যে, ভারতকে পাকিস্তানের জন্য সিন্ধু নদীর পশ্চিমাঞ্চলের নদীগুলোর পানি অবাধভাবে প্রবাহিত হতে দিতে হবে। আদালত স্পষ্টভাবে নির্দেশ দিয়েছে যে, ভারতের নতুন হাইড্রোপাওয়ার প্রকল্পসমূহ চুক্তির নির্ধারিত মানদণ্
১২ আগস্ট ২০২৫পাকিস্তান আবারও ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুমকি দিয়েছে। এবার পাকিস্তানের রাজনীতিবিদ বিলাওয়াল ভুট্টো ভারতকে সিন্ধু পানিবণ্টন চুক্তি একতরফাভাবে স্থগিত করার বিষয়ে হুমকি দিয়েছেন। পাকিস্তানের সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেছেন, ভারত পাকিস্তানের ‘বড় ক্ষতি’ করেছে এবং প্রধানমন্ত্রী...
১২ আগস্ট ২০২৫