গা ঢাকা দিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। দেশটিতে করোনা ভ্যাকসিন গ্রহণ বাধ্যতামূলক করে জনস্বাস্থ্য সংক্রান্ত সরকারি নির্দেশনার বিরুদ্ধে তীব্র বিক্ষোভের কারণে নিরাপত্তাজনিত কারণে গা ঢাকা দিয়েছেন তিনি। ব্রিটিশ সংবাদমাধ্যম ইন্ডিপেনডেন্টের এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।
ইন্ডিপেনডেন্টের ওই প্রতিবেদনে কানাডার সংবাদমাধ্যম সিবিসি নিউজের বরাত দিয়ে বলা হয়, করোনা ভাইরাসের টিকা গ্রহণ এবং অন্যান্য বিধিনিষেধ বিরোধী তীব্র আন্দোলনের ফলে ট্রুডো ও তাঁর পরিবার তাঁদের অটোয়ার বাসভবন ছেড়ে গোপন আশ্রয়ে চলে গেছেন।
কানাডার প্রধানমন্ত্রীর দপ্তর ট্রুডোর বর্তমান অবস্থান নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি। তাঁরা জানিয়েছে, ‘প্রধানমন্ত্রীর নিরাপত্তার কারণে এই বিষয়ে কোনো মন্তব্য করা যাচ্ছে না।’
এর আগে, গত শনিবার থেকেই দেশটির ট্রাক-লরি চালকেরা এবং সাধারণ মানুষ দেশটির পার্লামেন্টের সামনে জড়ো হতে থাকে। আজ রোববারও এই বিক্ষোভ চলমান রয়েছে।
সিবিসি নিউজ জানিয়েছে, কয়েক হাজার ট্রাক-লরিচালক এবং সাধারণ মানুষ পার্লামেন্ট ভবনের বাইরে সমবেত হয়েছে। প্রথমে তীব্র শীত উপেক্ষা করেই কয়েক হাজার সাধারণ নাগরিক পার্লামেন্ট ভবনের সামনে জড়ো হন। পরে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা আরও কয়েক হাজার ট্রাক-লরিচালক সেখানে তাঁদের সঙ্গে যোগ দেন।
এদিকে, কানাডার পার্লামেন্টের নিরাপত্তা এবং জনশৃঙ্খলা বজায় রাখার দায়িত্বে নিয়োজিত সার্জেন্ট অ্যাট আর্মস বলেছেন, বিক্ষোভকারীরা যে সরকারি কর্মকর্তাদের বাড়িতে হানা দিতে পারে এই বিষয়টি ট্রুডো আগে থেকেই জানতেন। তাই তিনি পরিবারের নিরাপত্তা নিশ্চিতে অজ্ঞাত স্থানে গা ঢাকা দিয়েছেন।
গা ঢাকা দিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। দেশটিতে করোনা ভ্যাকসিন গ্রহণ বাধ্যতামূলক করে জনস্বাস্থ্য সংক্রান্ত সরকারি নির্দেশনার বিরুদ্ধে তীব্র বিক্ষোভের কারণে নিরাপত্তাজনিত কারণে গা ঢাকা দিয়েছেন তিনি। ব্রিটিশ সংবাদমাধ্যম ইন্ডিপেনডেন্টের এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।
ইন্ডিপেনডেন্টের ওই প্রতিবেদনে কানাডার সংবাদমাধ্যম সিবিসি নিউজের বরাত দিয়ে বলা হয়, করোনা ভাইরাসের টিকা গ্রহণ এবং অন্যান্য বিধিনিষেধ বিরোধী তীব্র আন্দোলনের ফলে ট্রুডো ও তাঁর পরিবার তাঁদের অটোয়ার বাসভবন ছেড়ে গোপন আশ্রয়ে চলে গেছেন।
কানাডার প্রধানমন্ত্রীর দপ্তর ট্রুডোর বর্তমান অবস্থান নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি। তাঁরা জানিয়েছে, ‘প্রধানমন্ত্রীর নিরাপত্তার কারণে এই বিষয়ে কোনো মন্তব্য করা যাচ্ছে না।’
এর আগে, গত শনিবার থেকেই দেশটির ট্রাক-লরি চালকেরা এবং সাধারণ মানুষ দেশটির পার্লামেন্টের সামনে জড়ো হতে থাকে। আজ রোববারও এই বিক্ষোভ চলমান রয়েছে।
সিবিসি নিউজ জানিয়েছে, কয়েক হাজার ট্রাক-লরিচালক এবং সাধারণ মানুষ পার্লামেন্ট ভবনের বাইরে সমবেত হয়েছে। প্রথমে তীব্র শীত উপেক্ষা করেই কয়েক হাজার সাধারণ নাগরিক পার্লামেন্ট ভবনের সামনে জড়ো হন। পরে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা আরও কয়েক হাজার ট্রাক-লরিচালক সেখানে তাঁদের সঙ্গে যোগ দেন।
এদিকে, কানাডার পার্লামেন্টের নিরাপত্তা এবং জনশৃঙ্খলা বজায় রাখার দায়িত্বে নিয়োজিত সার্জেন্ট অ্যাট আর্মস বলেছেন, বিক্ষোভকারীরা যে সরকারি কর্মকর্তাদের বাড়িতে হানা দিতে পারে এই বিষয়টি ট্রুডো আগে থেকেই জানতেন। তাই তিনি পরিবারের নিরাপত্তা নিশ্চিতে অজ্ঞাত স্থানে গা ঢাকা দিয়েছেন।
পাকিস্তানের বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) এবং এর প্রধান সহযোগী একটি গ্রুপকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র। গতকাল সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে এই ঘোষণা দেয়।
২০ দিন আগেজাতিসংঘের তিন-চতুর্থাংশ সদস্য দেশ এরই মধ্যে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে বা শিগগিরই দেওয়ার পরিকল্পনা করছে। আগামী সেপ্টেম্বরের জাতিসংঘ সাধারণ পরিষদে (ইউএনজিএ) ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়ে সোমবার এ তালিকায় নতুন করে যুক্ত হয়েছে অস্ট্রেলিয়া।
২০ দিন আগেআরব নিউজের প্রতিবেদন অনুযায়ী, সিন্ধু পানিবণ্টন চুক্তি নিয়ে গত ৮ আগস্ট এক রায়ে আন্তর্জাতিক আদালত বলেছে যে, ভারতকে পাকিস্তানের জন্য সিন্ধু নদীর পশ্চিমাঞ্চলের নদীগুলোর পানি অবাধভাবে প্রবাহিত হতে দিতে হবে। আদালত স্পষ্টভাবে নির্দেশ দিয়েছে যে, ভারতের নতুন হাইড্রোপাওয়ার প্রকল্পসমূহ চুক্তির নির্ধারিত মানদণ্
২০ দিন আগেপাকিস্তান আবারও ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুমকি দিয়েছে। এবার পাকিস্তানের রাজনীতিবিদ বিলাওয়াল ভুট্টো ভারতকে সিন্ধু পানিবণ্টন চুক্তি একতরফাভাবে স্থগিত করার বিষয়ে হুমকি দিয়েছেন। পাকিস্তানের সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেছেন, ভারত পাকিস্তানের ‘বড় ক্ষতি’ করেছে এবং প্রধানমন্ত্রী...
২০ দিন আগে