এই নিয়ে দ্বিতীয়বার যাত্রা স্থগিত করা হলো আর্টেমিস–১ এর। এর আগে, গত সোমবারেও মহাকাশযানটির একটি ইঞ্জিনে তরল হাইড্রোজেন জ্বালানির ট্যাংকে ফুটো দেখা দেওয়ায় যাত্রা বাতিল করা হয়েছিল। এবারও সেই একই কারণে যাত্রা স্থগিত করা হলো। স্থানীয় সময় আজ দুপুর ২টা ১৭ মিনিটে চাঁদের উদ্দেশে উৎক্ষেপণের কথা ছিল। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান নাসার তৈরি ৩০ তলা সমান দৈর্ঘ্য বিশিষ্ট মহাকাশযানটির যাত্রা হাইড্রোজেন লিকের কারণ স্থগিত করা হয়েছে।
এর আগে, নাসা জানিয়েছিল—চাঁদের উদ্দেশে প্রেরণের জন্য অপেক্ষারত মহাকাশযান আর্টেমিস–১ উৎক্ষেপণের দ্বিতীয় প্রচেষ্টা করা হতে পারে আজ। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শনিবার দুপুর ২টা ১৭ মিনিটে আর্টেমিস–১ উৎক্ষেপণ করা হতে পারে বলে জানিয়েছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা।
দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, নাসা জানিয়েছে—পাঁচ দিন আগে মহাকাশযানটির ইঞ্জিনের যে ত্রুটির কারণে যাত্রা বাতিল করা হয়েছিল সেই ত্রুটি সারিয়ে তোলা হয়েছে। এর আগে, গত সোমবার মহাকাশযানটিকে চাঁদের উদ্দেশে উৎক্ষেপণের কথা ছিল। কিন্তু যাত্রার মাত্র ৪০ মিনিট আগে দেখতে পাওয়া যায়, মহাকাশযানটির ৪টি ইঞ্জিনের একটির কুলিং সিস্টেম ঠিকমতো কাজ করছে না। এ ছাড়া বৃষ্টি এবং বজ্রপাতের মতো প্রাকৃতিক ঘটনাও ছিল। যার কারণে সেদিন আর উৎক্ষেপণ সম্ভব হয়নি।
নাসার পক্ষ থেকে আরও জানানো হয়েছিল, ওই ত্রুটি ইঞ্জিনে ছিল না বরং ত্রুটি ছিল সংশ্লিষ্ট একটি সেন্সরের। সেন্সরটি ঠিকমতো কাজ না করায় ইঞ্জিনের কুলিং সিস্টেম ঠিকমতো কাজ করছে না বলে দেখা যায়। এই বিষয়ে মহাকাশযানটির উৎক্ষেপণ তদারককারী দল জানিয়েছে, আজ শনিবার উৎক্ষেপণের সময় আবারও যদি একই ত্রুটি দেখা দেয় তবে তা আর আমলে নেওয়া হবে না।
মিশন আর্টেমিস–১ এর প্রজেক্ট ম্যানেজার জন হানিকাট বলেছেন, ‘কোনো সন্দেহের অবকাশ ছাড়াই আমরা নিজেদের নিশ্চিত করেছি যে, আমাদের ইঞ্জিনে ভালো মানের তরল হাইড্রোজেনই তোলা হচ্ছে।’ তিনি আরও জানিয়েছেন, মহাকাশযানটি যখন উৎক্ষেপিত হবে তার আগে ইঞ্জিনগুলোর তাপমাত্রা মাইনাস ২৫০ ডিগ্রি সেলসিয়াস (মাইনাস ৪২০ ডিগ্রি ফারেনহাইট) থাকতে হবে নইলে তরল হাইড্রোজেনের রক্ষণাবেক্ষণ ঝুঁকির মুখে পড়বে। এমনকি পৃথিবীর নিম্নতম কক্ষপথে প্রবেশের ৮ মিনিটের মাথায় ইঞ্জিন ক্ষতিগ্রস্ত হতে পারে বলেও জানিয়েছেন তিনি।
চাঁদের উদ্দেশে পাঠানো এই মিশনটিতে কোনো মানুষ নিয়ে যাওয়া হচ্ছে না। সবকিছু ঠিক থাকলে ৩৮ দিনের এই মিশনটি চাঁদে দিয়ে ফিরে আসবে আগামী ১১ অক্টোবর।
এই নিয়ে দ্বিতীয়বার যাত্রা স্থগিত করা হলো আর্টেমিস–১ এর। এর আগে, গত সোমবারেও মহাকাশযানটির একটি ইঞ্জিনে তরল হাইড্রোজেন জ্বালানির ট্যাংকে ফুটো দেখা দেওয়ায় যাত্রা বাতিল করা হয়েছিল। এবারও সেই একই কারণে যাত্রা স্থগিত করা হলো। স্থানীয় সময় আজ দুপুর ২টা ১৭ মিনিটে চাঁদের উদ্দেশে উৎক্ষেপণের কথা ছিল। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান নাসার তৈরি ৩০ তলা সমান দৈর্ঘ্য বিশিষ্ট মহাকাশযানটির যাত্রা হাইড্রোজেন লিকের কারণ স্থগিত করা হয়েছে।
এর আগে, নাসা জানিয়েছিল—চাঁদের উদ্দেশে প্রেরণের জন্য অপেক্ষারত মহাকাশযান আর্টেমিস–১ উৎক্ষেপণের দ্বিতীয় প্রচেষ্টা করা হতে পারে আজ। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শনিবার দুপুর ২টা ১৭ মিনিটে আর্টেমিস–১ উৎক্ষেপণ করা হতে পারে বলে জানিয়েছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা।
দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, নাসা জানিয়েছে—পাঁচ দিন আগে মহাকাশযানটির ইঞ্জিনের যে ত্রুটির কারণে যাত্রা বাতিল করা হয়েছিল সেই ত্রুটি সারিয়ে তোলা হয়েছে। এর আগে, গত সোমবার মহাকাশযানটিকে চাঁদের উদ্দেশে উৎক্ষেপণের কথা ছিল। কিন্তু যাত্রার মাত্র ৪০ মিনিট আগে দেখতে পাওয়া যায়, মহাকাশযানটির ৪টি ইঞ্জিনের একটির কুলিং সিস্টেম ঠিকমতো কাজ করছে না। এ ছাড়া বৃষ্টি এবং বজ্রপাতের মতো প্রাকৃতিক ঘটনাও ছিল। যার কারণে সেদিন আর উৎক্ষেপণ সম্ভব হয়নি।
নাসার পক্ষ থেকে আরও জানানো হয়েছিল, ওই ত্রুটি ইঞ্জিনে ছিল না বরং ত্রুটি ছিল সংশ্লিষ্ট একটি সেন্সরের। সেন্সরটি ঠিকমতো কাজ না করায় ইঞ্জিনের কুলিং সিস্টেম ঠিকমতো কাজ করছে না বলে দেখা যায়। এই বিষয়ে মহাকাশযানটির উৎক্ষেপণ তদারককারী দল জানিয়েছে, আজ শনিবার উৎক্ষেপণের সময় আবারও যদি একই ত্রুটি দেখা দেয় তবে তা আর আমলে নেওয়া হবে না।
মিশন আর্টেমিস–১ এর প্রজেক্ট ম্যানেজার জন হানিকাট বলেছেন, ‘কোনো সন্দেহের অবকাশ ছাড়াই আমরা নিজেদের নিশ্চিত করেছি যে, আমাদের ইঞ্জিনে ভালো মানের তরল হাইড্রোজেনই তোলা হচ্ছে।’ তিনি আরও জানিয়েছেন, মহাকাশযানটি যখন উৎক্ষেপিত হবে তার আগে ইঞ্জিনগুলোর তাপমাত্রা মাইনাস ২৫০ ডিগ্রি সেলসিয়াস (মাইনাস ৪২০ ডিগ্রি ফারেনহাইট) থাকতে হবে নইলে তরল হাইড্রোজেনের রক্ষণাবেক্ষণ ঝুঁকির মুখে পড়বে। এমনকি পৃথিবীর নিম্নতম কক্ষপথে প্রবেশের ৮ মিনিটের মাথায় ইঞ্জিন ক্ষতিগ্রস্ত হতে পারে বলেও জানিয়েছেন তিনি।
চাঁদের উদ্দেশে পাঠানো এই মিশনটিতে কোনো মানুষ নিয়ে যাওয়া হচ্ছে না। সবকিছু ঠিক থাকলে ৩৮ দিনের এই মিশনটি চাঁদে দিয়ে ফিরে আসবে আগামী ১১ অক্টোবর।
পাকিস্তানের বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) এবং এর প্রধান সহযোগী একটি গ্রুপকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র। গতকাল সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে এই ঘোষণা দেয়।
১৮ দিন আগেজাতিসংঘের তিন-চতুর্থাংশ সদস্য দেশ এরই মধ্যে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে বা শিগগিরই দেওয়ার পরিকল্পনা করছে। আগামী সেপ্টেম্বরের জাতিসংঘ সাধারণ পরিষদে (ইউএনজিএ) ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়ে সোমবার এ তালিকায় নতুন করে যুক্ত হয়েছে অস্ট্রেলিয়া।
১৮ দিন আগেআরব নিউজের প্রতিবেদন অনুযায়ী, সিন্ধু পানিবণ্টন চুক্তি নিয়ে গত ৮ আগস্ট এক রায়ে আন্তর্জাতিক আদালত বলেছে যে, ভারতকে পাকিস্তানের জন্য সিন্ধু নদীর পশ্চিমাঞ্চলের নদীগুলোর পানি অবাধভাবে প্রবাহিত হতে দিতে হবে। আদালত স্পষ্টভাবে নির্দেশ দিয়েছে যে, ভারতের নতুন হাইড্রোপাওয়ার প্রকল্পসমূহ চুক্তির নির্ধারিত মানদণ্
১৮ দিন আগেপাকিস্তান আবারও ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুমকি দিয়েছে। এবার পাকিস্তানের রাজনীতিবিদ বিলাওয়াল ভুট্টো ভারতকে সিন্ধু পানিবণ্টন চুক্তি একতরফাভাবে স্থগিত করার বিষয়ে হুমকি দিয়েছেন। পাকিস্তানের সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেছেন, ভারত পাকিস্তানের ‘বড় ক্ষতি’ করেছে এবং প্রধানমন্ত্রী...
১৮ দিন আগে