Ajker Patrika

যুদ্ধ থেকে সরে আসার উপায় জানা নেই পুতিনের: বাইডেন

আপডেট : ১০ মে ২০২২, ১২: ৩১
যুদ্ধ থেকে সরে আসার উপায় জানা নেই পুতিনের: বাইডেন

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন মনে করেন, ইউক্রেন যুদ্ধ থেকে সরে আসার উপায় জানা নেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের। এ মন্তব্য করে বাইডেন আরও বলেছেন, বিষয়টি নিয়ে তিনি উদ্বিগ্ন। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সোমবার তিনি এমন বক্তব্য দিয়েছেন। 

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, ওয়াশিংটন উপশহরে রাজনৈতিক তহবিল সংগ্রহের এক অনুষ্ঠানে অংশ নিয়ে জো বাইডেন এসব কথা বলেন। তিনি বলেন, ‘রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বিশ্বাস করেন, ইউক্রেনে আগ্রাসন চালালে ন্যাটো ও ইউরোপীয় ইউনিয়নে ভাঙন ধরবে।’ 

ওই অনুষ্ঠানে মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, পুতিন বেশ হিসাব করেই সিদ্ধান্ত নিয়ে থাকেন। তবে বাইডেন মনে করছেন, বর্তমানে রুশ এই নেতার কাছে ‘যুদ্ধ’ থেকে বের হয়ে আসার উপায় জানা নেই। এ ব্যাপারে উদ্বেগ প্রকাশ করে জো বাইডেন বলেছেন, ‘এ ব্যাপারে কী করা যায়, তা নিয়ে আমি ভাবছি এবং চেষ্টা চালিয়ে যাচ্ছি।’

পশ্চিমা সংবাদমাধ্যমগুলো বলছে, বর্তমানে ইউক্রেনের পাশে এসে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্রসহ ইউরোপের বিভিন্ন দেশ। ইউক্রেনে আগ্রাসনের পাল্টা জবাবও পাচ্ছে রাশিয়া। ‘বিশেষ সামরিক অভিযান’ আখ্যা দিয়ে প্রচুর সেনা ও সামরিক সরঞ্জাম নিয়ে আগ্রাসন চালালেও রাশিয়ার অর্জন নগণ্য বলে দাবি করা হচ্ছে। 

এদিকে স্থানীয় সময় গত রোববার দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানির নাৎসি বাহিনীর পরাজয়ের ৭৭তম বার্ষিকীতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ‘দ্বিতীয় বিশ্বযুদ্ধের মতোই এবারও জয় আমাদের হবে।’ সে সময়  সাবেক সোভিয়েত দেশগুলোকে অভিনন্দন জানিয়ে তিনি ইউক্রেনের বাসিন্দাদের জন্য একটি শান্তিপূর্ণ ও ন্যায্য ভবিষ্যৎ কামনা করেন।

উল্লেখ্য, ইউক্রেনকে নাৎসিমুক্ত করার ঘোষণা দিয়ে গত ২৪ ফেব্রুয়ারি দেশটিতে ‘বিশেষ সামরিক অভিযান’ শুরু করে রাশিয়া।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত