মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউস থেকে একটি বিশাল এআই অবকাঠামো বিনিয়োগের ঘোষণা দেওয়ার পরপরই এটির কড়া সমালোচনা করেছেন ইলন মাস্ক।
নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে মাস্ক লিখেছেন, ‘তাদের আসলে এত অর্থ নেই। সফট ব্যাংকের কাছে ১০ বিলিয়ন ডলারেরও কম অর্থ রয়েছে। আমি এটি নির্ভরযোগ্য সূত্রে জেনেছি।’
এর আগে ট্রাম্প জানিয়েছিলেন, নতুন প্রকল্পের আওতায় যুক্তরাষ্ট্রে কৃত্রিম বুদ্ধিমত্তার অবকাঠামো উন্নত করার জন্য ‘স্টারগেট’ নামে একটি নতুন কোম্পানি গঠিত হবে। সফট ব্যাংক, ওপেনএআই এবং ওরাকল-এর নেতারা ট্রাম্পের সঙ্গে এই ঘোষণায় অংশ নিয়েছিলেন।
প্রকল্পটি শুরুতে ১০০ বিলিয়ন ডলার বিনিয়োগের মাধ্যমে শুরু হবে এবং ভবিষ্যতে এটি ৫০০ বিলিয়ন ডলার পর্যন্ত বাড়ানো হবে বলে পরিকল্পনা রয়েছে।
তবে এই পরিকল্পনার তীব্র সমালোচনা করলেন ইলন মাস্ক। বুধবার সিএনএন জানিয়েছে, গুরুত্বপূর্ণ একটি হোয়াইট হাউস প্রকল্পের বিরুদ্ধে এটি মাস্কের সরাসরি সমালোচনা।
শুরুর দিনগুলোতে মাস্ক ট্রাম্পের নতুন প্রশাসনের ঘনিষ্ঠ অংশ হিসেবে কাজ করছেন। বলা যায়—মঙ্গলবার ট্রাম্প যখন সিল্করোড ডার্ক ওয়েব মার্কেটপ্লেসের প্রতিষ্ঠাতা রস উইলিয়াম উলব্রিক্টকে ক্ষমা করেন সেই সময়টিতে মাস্কও ওভাল অফিসে উপস্থিত ছিলেন।
মাস্ক জানান, ট্রাম্পের সাধারণ ক্ষমা ঘোষণার পর ক্যাপিটল হিল দাঙ্গায় দোষীদের মুক্তি নিশ্চিত করতে তিনি নিজের মালিকানাধীন স্পেসএক্স এবং এক্স-এর একজন শীর্ষ কর্মীকে নিয়োগ দিয়েছেন।
তবে এমন ঘনিষ্ঠতার পরও মাস্কের এই সমালোচনা মোটেও অপ্রত্যাশিত নয়। কারণ তিনি ওপেনএআই এবং এর সিইও স্যাম অল্টম্যানের বিরুদ্ধে মামলা চালিয়ে যাচ্ছেন। মাস্ক অভিযোগ করেছেন, ওপেনএআই তাঁর আসল অলাভজনক মিশন থেকে সরে এসে তারা তাদের উন্নত প্রযুক্তি ব্যবহারের জন্য সাবস্ক্রিপশনের পথ বেছে নিয়েছে।
এদিকে সিএনএন জানিয়েছে, বিনিয়োগের ঘোষণা দেওয়া হলেও স্টারগেট প্রকল্পে জড়িত কোম্পানিগুলো এখনো তাদের অর্থায়নের পদ্ধতি প্রকাশ করেনি। তবে তাদের কাছে তাৎক্ষণিকভাবে এত অর্থ না থাকলেও, ঋণ সংগ্রহ বা নতুন বিনিয়োগকারীদের যুক্ত করার মাধ্যমে এই প্রকল্প এগিয়ে নেওয়া সম্ভব হতে পারে।
সফট ব্যাংক এবং ওপেনএআই এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউস থেকে একটি বিশাল এআই অবকাঠামো বিনিয়োগের ঘোষণা দেওয়ার পরপরই এটির কড়া সমালোচনা করেছেন ইলন মাস্ক।
নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে মাস্ক লিখেছেন, ‘তাদের আসলে এত অর্থ নেই। সফট ব্যাংকের কাছে ১০ বিলিয়ন ডলারেরও কম অর্থ রয়েছে। আমি এটি নির্ভরযোগ্য সূত্রে জেনেছি।’
এর আগে ট্রাম্প জানিয়েছিলেন, নতুন প্রকল্পের আওতায় যুক্তরাষ্ট্রে কৃত্রিম বুদ্ধিমত্তার অবকাঠামো উন্নত করার জন্য ‘স্টারগেট’ নামে একটি নতুন কোম্পানি গঠিত হবে। সফট ব্যাংক, ওপেনএআই এবং ওরাকল-এর নেতারা ট্রাম্পের সঙ্গে এই ঘোষণায় অংশ নিয়েছিলেন।
প্রকল্পটি শুরুতে ১০০ বিলিয়ন ডলার বিনিয়োগের মাধ্যমে শুরু হবে এবং ভবিষ্যতে এটি ৫০০ বিলিয়ন ডলার পর্যন্ত বাড়ানো হবে বলে পরিকল্পনা রয়েছে।
তবে এই পরিকল্পনার তীব্র সমালোচনা করলেন ইলন মাস্ক। বুধবার সিএনএন জানিয়েছে, গুরুত্বপূর্ণ একটি হোয়াইট হাউস প্রকল্পের বিরুদ্ধে এটি মাস্কের সরাসরি সমালোচনা।
শুরুর দিনগুলোতে মাস্ক ট্রাম্পের নতুন প্রশাসনের ঘনিষ্ঠ অংশ হিসেবে কাজ করছেন। বলা যায়—মঙ্গলবার ট্রাম্প যখন সিল্করোড ডার্ক ওয়েব মার্কেটপ্লেসের প্রতিষ্ঠাতা রস উইলিয়াম উলব্রিক্টকে ক্ষমা করেন সেই সময়টিতে মাস্কও ওভাল অফিসে উপস্থিত ছিলেন।
মাস্ক জানান, ট্রাম্পের সাধারণ ক্ষমা ঘোষণার পর ক্যাপিটল হিল দাঙ্গায় দোষীদের মুক্তি নিশ্চিত করতে তিনি নিজের মালিকানাধীন স্পেসএক্স এবং এক্স-এর একজন শীর্ষ কর্মীকে নিয়োগ দিয়েছেন।
তবে এমন ঘনিষ্ঠতার পরও মাস্কের এই সমালোচনা মোটেও অপ্রত্যাশিত নয়। কারণ তিনি ওপেনএআই এবং এর সিইও স্যাম অল্টম্যানের বিরুদ্ধে মামলা চালিয়ে যাচ্ছেন। মাস্ক অভিযোগ করেছেন, ওপেনএআই তাঁর আসল অলাভজনক মিশন থেকে সরে এসে তারা তাদের উন্নত প্রযুক্তি ব্যবহারের জন্য সাবস্ক্রিপশনের পথ বেছে নিয়েছে।
এদিকে সিএনএন জানিয়েছে, বিনিয়োগের ঘোষণা দেওয়া হলেও স্টারগেট প্রকল্পে জড়িত কোম্পানিগুলো এখনো তাদের অর্থায়নের পদ্ধতি প্রকাশ করেনি। তবে তাদের কাছে তাৎক্ষণিকভাবে এত অর্থ না থাকলেও, ঋণ সংগ্রহ বা নতুন বিনিয়োগকারীদের যুক্ত করার মাধ্যমে এই প্রকল্প এগিয়ে নেওয়া সম্ভব হতে পারে।
সফট ব্যাংক এবং ওপেনএআই এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।
পাকিস্তানের বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) এবং এর প্রধান সহযোগী একটি গ্রুপকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র। গতকাল সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে এই ঘোষণা দেয়।
১২ আগস্ট ২০২৫জাতিসংঘের তিন-চতুর্থাংশ সদস্য দেশ এরই মধ্যে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে বা শিগগিরই দেওয়ার পরিকল্পনা করছে। আগামী সেপ্টেম্বরের জাতিসংঘ সাধারণ পরিষদে (ইউএনজিএ) ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়ে সোমবার এ তালিকায় নতুন করে যুক্ত হয়েছে অস্ট্রেলিয়া।
১২ আগস্ট ২০২৫আরব নিউজের প্রতিবেদন অনুযায়ী, সিন্ধু পানিবণ্টন চুক্তি নিয়ে গত ৮ আগস্ট এক রায়ে আন্তর্জাতিক আদালত বলেছে যে, ভারতকে পাকিস্তানের জন্য সিন্ধু নদীর পশ্চিমাঞ্চলের নদীগুলোর পানি অবাধভাবে প্রবাহিত হতে দিতে হবে। আদালত স্পষ্টভাবে নির্দেশ দিয়েছে যে, ভারতের নতুন হাইড্রোপাওয়ার প্রকল্পসমূহ চুক্তির নির্ধারিত মানদণ্
১২ আগস্ট ২০২৫পাকিস্তান আবারও ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুমকি দিয়েছে। এবার পাকিস্তানের রাজনীতিবিদ বিলাওয়াল ভুট্টো ভারতকে সিন্ধু পানিবণ্টন চুক্তি একতরফাভাবে স্থগিত করার বিষয়ে হুমকি দিয়েছেন। পাকিস্তানের সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেছেন, ভারত পাকিস্তানের ‘বড় ক্ষতি’ করেছে এবং প্রধানমন্ত্রী...
১২ আগস্ট ২০২৫