যুক্তরাষ্ট্রের আলাবামার একটি গির্জায় বন্দুকধারীর হামলায় দুজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন তিনজন। স্থানীয় সময় বৃহস্পতিবার এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে মার্কিন পুলিশ। বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
আলাবামা পুলিশ এক ফেসবুক পোস্টে জানিয়েছে, আলাবামা রাজ্যের ভেস্তাভিয়া হিলস শহরের সেন্ট স্টিফেনের এপিস্কোপাল গির্জায় বন্দুকধারী হামলা করেছে। এ ঘটনায় সন্দেহভাজন একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গির্জার ওয়েবসাইটে বলা হয়েছে, তখন নৈশভোজের আয়োজন চলছিল। একজন বন্দুকধারী অতর্কিত হামলা চালিয়েছে।
পুলিশ ক্যাপ্টেন শেন ওয়্যার সাংবাদিকদের বলেছেন, ‘একজন আততায়ী গির্জায় ঢুকে গুলি করতে শুরু করে। এতে দুজন মারা গেছেন এবং তিনজন আহত হয়েছেন। আহতদের একজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে।’
যুক্তরাষ্ট্র গত কয়েক সপ্তাহ ধরে বন্দুক সহিংসতার এক ভয়ংকর অধ্যায় পার করছে। ধারাবাহিকভাবে একের পর এক বন্দুক হামলার ঘটনা ঘটছে দেশটিতে। এর মধ্যে সবচেয়ে মারাত্মক হামলার ঘটনা ঘটেছে টেক্সাসের একটি বিদ্যালয়ে। সেখানে গত ২৪ মে বন্দুকধারীর গুলিতে ১৯ শিশু ও দুই শিক্ষক নিহত হয়েছেন।
গান ভয়োলেন্স আর্কাইভ নামের একটি বেসরকারি সংস্থা জানিয়েছে, এ বছরের শুরু থেকে এ পর্যন্ত যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় ২০ হাজারের বেশি মানুষ মারা গেছে। এর মধ্যে আত্মহত্যার ঘটনাও রয়েছে।
এসব ঘটনার পরিপ্রেক্ষিতে বন্দুক নিয়ন্ত্রণ আইন পাসের জন্য সোচ্চার হয়েছেন মার্কিনিরা। হাজার হাজার মার্কিন নাগরিক যুক্তরাষ্ট্রজুড়ে বিক্ষোভ করছেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনও বন্দুক নিয়ন্ত্রণ আইনের পক্ষে মত দিয়েছেন। কিন্তু সব আইনপ্রণেতা একমত না হওয়ায় আইনটি এখনো পাস হয়নি।
যুক্তরাষ্ট্রের আলাবামার একটি গির্জায় বন্দুকধারীর হামলায় দুজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন তিনজন। স্থানীয় সময় বৃহস্পতিবার এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে মার্কিন পুলিশ। বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
আলাবামা পুলিশ এক ফেসবুক পোস্টে জানিয়েছে, আলাবামা রাজ্যের ভেস্তাভিয়া হিলস শহরের সেন্ট স্টিফেনের এপিস্কোপাল গির্জায় বন্দুকধারী হামলা করেছে। এ ঘটনায় সন্দেহভাজন একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গির্জার ওয়েবসাইটে বলা হয়েছে, তখন নৈশভোজের আয়োজন চলছিল। একজন বন্দুকধারী অতর্কিত হামলা চালিয়েছে।
পুলিশ ক্যাপ্টেন শেন ওয়্যার সাংবাদিকদের বলেছেন, ‘একজন আততায়ী গির্জায় ঢুকে গুলি করতে শুরু করে। এতে দুজন মারা গেছেন এবং তিনজন আহত হয়েছেন। আহতদের একজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে।’
যুক্তরাষ্ট্র গত কয়েক সপ্তাহ ধরে বন্দুক সহিংসতার এক ভয়ংকর অধ্যায় পার করছে। ধারাবাহিকভাবে একের পর এক বন্দুক হামলার ঘটনা ঘটছে দেশটিতে। এর মধ্যে সবচেয়ে মারাত্মক হামলার ঘটনা ঘটেছে টেক্সাসের একটি বিদ্যালয়ে। সেখানে গত ২৪ মে বন্দুকধারীর গুলিতে ১৯ শিশু ও দুই শিক্ষক নিহত হয়েছেন।
গান ভয়োলেন্স আর্কাইভ নামের একটি বেসরকারি সংস্থা জানিয়েছে, এ বছরের শুরু থেকে এ পর্যন্ত যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় ২০ হাজারের বেশি মানুষ মারা গেছে। এর মধ্যে আত্মহত্যার ঘটনাও রয়েছে।
এসব ঘটনার পরিপ্রেক্ষিতে বন্দুক নিয়ন্ত্রণ আইন পাসের জন্য সোচ্চার হয়েছেন মার্কিনিরা। হাজার হাজার মার্কিন নাগরিক যুক্তরাষ্ট্রজুড়ে বিক্ষোভ করছেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনও বন্দুক নিয়ন্ত্রণ আইনের পক্ষে মত দিয়েছেন। কিন্তু সব আইনপ্রণেতা একমত না হওয়ায় আইনটি এখনো পাস হয়নি।
পাকিস্তানের বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) এবং এর প্রধান সহযোগী একটি গ্রুপকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র। গতকাল সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে এই ঘোষণা দেয়।
১২ আগস্ট ২০২৫জাতিসংঘের তিন-চতুর্থাংশ সদস্য দেশ এরই মধ্যে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে বা শিগগিরই দেওয়ার পরিকল্পনা করছে। আগামী সেপ্টেম্বরের জাতিসংঘ সাধারণ পরিষদে (ইউএনজিএ) ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়ে সোমবার এ তালিকায় নতুন করে যুক্ত হয়েছে অস্ট্রেলিয়া।
১২ আগস্ট ২০২৫আরব নিউজের প্রতিবেদন অনুযায়ী, সিন্ধু পানিবণ্টন চুক্তি নিয়ে গত ৮ আগস্ট এক রায়ে আন্তর্জাতিক আদালত বলেছে যে, ভারতকে পাকিস্তানের জন্য সিন্ধু নদীর পশ্চিমাঞ্চলের নদীগুলোর পানি অবাধভাবে প্রবাহিত হতে দিতে হবে। আদালত স্পষ্টভাবে নির্দেশ দিয়েছে যে, ভারতের নতুন হাইড্রোপাওয়ার প্রকল্পসমূহ চুক্তির নির্ধারিত মানদণ্
১২ আগস্ট ২০২৫পাকিস্তান আবারও ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুমকি দিয়েছে। এবার পাকিস্তানের রাজনীতিবিদ বিলাওয়াল ভুট্টো ভারতকে সিন্ধু পানিবণ্টন চুক্তি একতরফাভাবে স্থগিত করার বিষয়ে হুমকি দিয়েছেন। পাকিস্তানের সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেছেন, ভারত পাকিস্তানের ‘বড় ক্ষতি’ করেছে এবং প্রধানমন্ত্রী...
১২ আগস্ট ২০২৫