আশরাফ গনির সরকারকে হটিয়ে গত ১৫ আগস্ট আফগানিস্তানের ক্ষমতা দখলে নেয় তালেবান। তালেবানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চুক্তি অনুযায়ী আগামী ৩১ আগস্টের মধ্যে অবশ্যই যুক্তরাষ্ট্রকে আফগানিস্তানের ভূখণ্ড ছাড়তে হবে।
তালেবান ক্ষমতা দখলের পর দেশত্যাগ করতে কাবুলের আন্তর্জাতিক বিমানবন্দরে ভিড় করতে থাকে আফগান নাগরিকেরা। এতে সাম্প্রতিক সময়ে কাবুল বিমানবন্দরে এক বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। এমন পরিস্থিতিতে নির্ধারিত ৩১ আগস্ট সময়ের মধ্যে আফগানিস্তান থেকে মার্কিন নাগরিক ও তাঁদের মিত্রদের সরিয়ে নেওয়া সম্ভব হবে কি-না এ নিয়ে দেখা দিয়েছে প্রশ্ন।
একদিকে যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলো সময়সীমা বাড়াতে যুক্তরাষ্ট্রকে চাপ দিচ্ছে। অন্যদিকে তালেবান বলছে, নির্ধারিত সময়সীমার মধ্যেই আফগানিস্তান ছাড়তে হবে। আসন্ন জি-৭ সম্মেলনে যুক্তরাষ্ট্রকে সময়সীমা বাড়াতে চাপ দিতে পারে যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি। আর তালেবান জানিয়েছে, প্রত্যাহার প্রক্রিয়ার সময়সীমা কোনোভাবে বাড়ানো হলে তা হবে উভয়পক্ষের চুক্তির স্পষ্ট লঙ্ঘন।
এক কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, আফগানিস্তান থেকে নাগরিকদের সরিয়ে নেওয়ার সময়সীমা বাড়ানো হবে কিনা এ বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ২৪ ঘণ্টার মধ্যে সিদ্ধান্ত নেবেন।
বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জিন-ইভেস লে ড্রায়ান বলেছেন, ‘বেঁধে দেওয়া ৩১ আগস্ট সময়সীমা নিয়ে আমরা উদ্বিগ্ন। তবে নাগরিকদের ফিরিয়ে আনার যে কার্যক্রম চলছে এটি পুরোপুরি শেষ হতে অতিরিক্ত সময় লাগতে পারে।’
এর আগে গত রোববার বাইডেন সতর্ক করে বলেছেন, লোকজনকে সরিয়ে আনার কাজটি ‘কঠিন ও বেদনাদায়ক’ হতে চলছে এবং এখনো অনেক ভুল হতে পারে।
আশরাফ গনির সরকারকে হটিয়ে গত ১৫ আগস্ট আফগানিস্তানের ক্ষমতা দখলে নেয় তালেবান। তালেবানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চুক্তি অনুযায়ী আগামী ৩১ আগস্টের মধ্যে অবশ্যই যুক্তরাষ্ট্রকে আফগানিস্তানের ভূখণ্ড ছাড়তে হবে।
তালেবান ক্ষমতা দখলের পর দেশত্যাগ করতে কাবুলের আন্তর্জাতিক বিমানবন্দরে ভিড় করতে থাকে আফগান নাগরিকেরা। এতে সাম্প্রতিক সময়ে কাবুল বিমানবন্দরে এক বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। এমন পরিস্থিতিতে নির্ধারিত ৩১ আগস্ট সময়ের মধ্যে আফগানিস্তান থেকে মার্কিন নাগরিক ও তাঁদের মিত্রদের সরিয়ে নেওয়া সম্ভব হবে কি-না এ নিয়ে দেখা দিয়েছে প্রশ্ন।
একদিকে যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলো সময়সীমা বাড়াতে যুক্তরাষ্ট্রকে চাপ দিচ্ছে। অন্যদিকে তালেবান বলছে, নির্ধারিত সময়সীমার মধ্যেই আফগানিস্তান ছাড়তে হবে। আসন্ন জি-৭ সম্মেলনে যুক্তরাষ্ট্রকে সময়সীমা বাড়াতে চাপ দিতে পারে যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি। আর তালেবান জানিয়েছে, প্রত্যাহার প্রক্রিয়ার সময়সীমা কোনোভাবে বাড়ানো হলে তা হবে উভয়পক্ষের চুক্তির স্পষ্ট লঙ্ঘন।
এক কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, আফগানিস্তান থেকে নাগরিকদের সরিয়ে নেওয়ার সময়সীমা বাড়ানো হবে কিনা এ বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ২৪ ঘণ্টার মধ্যে সিদ্ধান্ত নেবেন।
বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জিন-ইভেস লে ড্রায়ান বলেছেন, ‘বেঁধে দেওয়া ৩১ আগস্ট সময়সীমা নিয়ে আমরা উদ্বিগ্ন। তবে নাগরিকদের ফিরিয়ে আনার যে কার্যক্রম চলছে এটি পুরোপুরি শেষ হতে অতিরিক্ত সময় লাগতে পারে।’
এর আগে গত রোববার বাইডেন সতর্ক করে বলেছেন, লোকজনকে সরিয়ে আনার কাজটি ‘কঠিন ও বেদনাদায়ক’ হতে চলছে এবং এখনো অনেক ভুল হতে পারে।
পাকিস্তানের বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) এবং এর প্রধান সহযোগী একটি গ্রুপকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র। গতকাল সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে এই ঘোষণা দেয়।
১২ আগস্ট ২০২৫জাতিসংঘের তিন-চতুর্থাংশ সদস্য দেশ এরই মধ্যে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে বা শিগগিরই দেওয়ার পরিকল্পনা করছে। আগামী সেপ্টেম্বরের জাতিসংঘ সাধারণ পরিষদে (ইউএনজিএ) ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়ে সোমবার এ তালিকায় নতুন করে যুক্ত হয়েছে অস্ট্রেলিয়া।
১২ আগস্ট ২০২৫আরব নিউজের প্রতিবেদন অনুযায়ী, সিন্ধু পানিবণ্টন চুক্তি নিয়ে গত ৮ আগস্ট এক রায়ে আন্তর্জাতিক আদালত বলেছে যে, ভারতকে পাকিস্তানের জন্য সিন্ধু নদীর পশ্চিমাঞ্চলের নদীগুলোর পানি অবাধভাবে প্রবাহিত হতে দিতে হবে। আদালত স্পষ্টভাবে নির্দেশ দিয়েছে যে, ভারতের নতুন হাইড্রোপাওয়ার প্রকল্পসমূহ চুক্তির নির্ধারিত মানদণ্
১২ আগস্ট ২০২৫পাকিস্তান আবারও ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুমকি দিয়েছে। এবার পাকিস্তানের রাজনীতিবিদ বিলাওয়াল ভুট্টো ভারতকে সিন্ধু পানিবণ্টন চুক্তি একতরফাভাবে স্থগিত করার বিষয়ে হুমকি দিয়েছেন। পাকিস্তানের সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেছেন, ভারত পাকিস্তানের ‘বড় ক্ষতি’ করেছে এবং প্রধানমন্ত্রী...
১২ আগস্ট ২০২৫