বিলিয়নিয়ার ব্যবসায়ী ইলন মাস্ক ও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে হত্যার হুমকি দেওয়ায় টেসলার কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্ত জাস্টিন ম্যাককলেকে (৩১) টেক্সাস অঙ্গরাজ্য থেকে গ্রেপ্তার করা হয়েছে। এক্স প্ল্যাটফর্মে পোস্ট করে এ হুমকি দেন তিনি। ইলন মাস্ক বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা এবং মাইক্রোব্লগিং সাইট এক্স–এর মালিক।
যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম ফক্স নিউজের প্রতিবেদন অনুসারে, জাস্টিন ম্যাককলে সামাজিক মাধ্যম এক্স প্ল্যাটফর্মে (সাবেক টুইটার) পোস্ট করে বলেন, তিনি বাইডেন ও মাস্ককে হত্যা করার পরিকল্পনা করছেন। তাঁর বিরুদ্ধে গুরুতর সন্ত্রাসী হুমকির অভিযোগ আনা হয়েছে।
এক পোস্টে তিনি বলেন, ‘আমি টেক্সাসে আসব, যেখানে অনেকগুলো ফ্রন্টে যুদ্ধ শুরু হয়েছে।’ আরেক পোস্টে জো বাইডেন, এক্স, টেসলা এবং ইলন মাস্ককে ট্যাগ করে লেখেন, ‘আমি আপনাদের সবাইকে হত্যার পরিকল্পনা করছি।’
আদালতের নথি অনুসারে, ম্যাককলে যখন বলেন তিনি টেক্সাসের উদ্দেশে বের হচ্ছেন এবং আর কখনো ফিরবেন না তখন তাঁর স্ত্রী পুলিশে খবর দেন। তাঁর স্ত্রী বলেন, নজরদারি এড়াতে ম্যাককলে মোবাইল ফোনও বাড়িতে রেখে যান।
গত ২৬ জানুয়ারি ওকলাহোমা অঙ্গরাজ্য দিয়ে যাওয়ার সময় সেখানকার আইনশৃঙ্খলা বাহিনী ম্যাককলেকে আটকায়। জিজ্ঞাসাবাদের সময় ম্যাককলে পুলিশকে জানান, তিনি প্রেসিডেন্টের সঙ্গে কথা বলতে চান। এর কারণ জানতে চাইলে তিনি বলেন, ‘আপনি যদি জানতেন আপনি আগামীকাল মারা যাবেন তাহলে প্রেসিডেন্টের সঙ্গে কথা বলতে চাইতেন না?’
এর পরদিন সকালে অস্টিনে অবস্থিত টেসলা গিগাফ্যাক্টরি নিয়ে হুমকি দিয়ে একটি ফোনকল পুলিশের কাছে আসে। তবে ম্যাককলেই সে ফোনকলের জন্য দায়ী কিনা তা এখনো স্পষ্ট নয়।
আদালতের রেকর্ডে ম্যাককলেকে অস্টিনে পুলিশ জিজ্ঞাসাবাদ করার কথা উল্লেখ করা হয়েছে। তিনি পুলিশকে বলেন, তিনি মাস্কের সঙ্গে কথা বলার জন্য টেসলা গিগাফ্যাক্টরিতে যাচ্ছেন। এরপর তাঁকে পুলিশ গ্রেপ্তার করে বলে সিবিএস নিউজের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
২০২২ সালের ডিসেম্বরে টেসলা ও স্পেসএক্স প্রধান ইলন মাস্ক বলেছিলেন, তাঁর সঙ্গে খারাপ কিছু হতে পারে বা তাঁকে গুলি করে হত্যা করা হতে পারে। টুইটার স্পেসে দুই ঘণ্টা দীর্ঘ এক অডিও সাক্ষাৎকারে মাস্ক বলেন, তিনি কখনোই ছাদ খোলা গাড়িতে ঘুরবেন না।
তিনি বলেন, ‘সত্যি বলতে, আমার সঙ্গে খারাপ কিছু ঘটার বা গুলিবিদ্ধ হওয়ার ঝুঁকি বেশ প্রবল। কাউকে হত্যা করার ইচ্ছা থাকলে তা খুব একটা কঠিন কাজ নয়, আশা করি, কারও এমন ইচ্ছা নেই আর ইচ্ছা থাকলেও এমন পরিস্থিতিতে যেন ভাগ্য আমার সহায় হয়। অবশ্যই আমার জীবনের আশঙ্কা রয়েছে।’
বিলিয়নিয়ার ব্যবসায়ী ইলন মাস্ক ও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে হত্যার হুমকি দেওয়ায় টেসলার কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্ত জাস্টিন ম্যাককলেকে (৩১) টেক্সাস অঙ্গরাজ্য থেকে গ্রেপ্তার করা হয়েছে। এক্স প্ল্যাটফর্মে পোস্ট করে এ হুমকি দেন তিনি। ইলন মাস্ক বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা এবং মাইক্রোব্লগিং সাইট এক্স–এর মালিক।
যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম ফক্স নিউজের প্রতিবেদন অনুসারে, জাস্টিন ম্যাককলে সামাজিক মাধ্যম এক্স প্ল্যাটফর্মে (সাবেক টুইটার) পোস্ট করে বলেন, তিনি বাইডেন ও মাস্ককে হত্যা করার পরিকল্পনা করছেন। তাঁর বিরুদ্ধে গুরুতর সন্ত্রাসী হুমকির অভিযোগ আনা হয়েছে।
এক পোস্টে তিনি বলেন, ‘আমি টেক্সাসে আসব, যেখানে অনেকগুলো ফ্রন্টে যুদ্ধ শুরু হয়েছে।’ আরেক পোস্টে জো বাইডেন, এক্স, টেসলা এবং ইলন মাস্ককে ট্যাগ করে লেখেন, ‘আমি আপনাদের সবাইকে হত্যার পরিকল্পনা করছি।’
আদালতের নথি অনুসারে, ম্যাককলে যখন বলেন তিনি টেক্সাসের উদ্দেশে বের হচ্ছেন এবং আর কখনো ফিরবেন না তখন তাঁর স্ত্রী পুলিশে খবর দেন। তাঁর স্ত্রী বলেন, নজরদারি এড়াতে ম্যাককলে মোবাইল ফোনও বাড়িতে রেখে যান।
গত ২৬ জানুয়ারি ওকলাহোমা অঙ্গরাজ্য দিয়ে যাওয়ার সময় সেখানকার আইনশৃঙ্খলা বাহিনী ম্যাককলেকে আটকায়। জিজ্ঞাসাবাদের সময় ম্যাককলে পুলিশকে জানান, তিনি প্রেসিডেন্টের সঙ্গে কথা বলতে চান। এর কারণ জানতে চাইলে তিনি বলেন, ‘আপনি যদি জানতেন আপনি আগামীকাল মারা যাবেন তাহলে প্রেসিডেন্টের সঙ্গে কথা বলতে চাইতেন না?’
এর পরদিন সকালে অস্টিনে অবস্থিত টেসলা গিগাফ্যাক্টরি নিয়ে হুমকি দিয়ে একটি ফোনকল পুলিশের কাছে আসে। তবে ম্যাককলেই সে ফোনকলের জন্য দায়ী কিনা তা এখনো স্পষ্ট নয়।
আদালতের রেকর্ডে ম্যাককলেকে অস্টিনে পুলিশ জিজ্ঞাসাবাদ করার কথা উল্লেখ করা হয়েছে। তিনি পুলিশকে বলেন, তিনি মাস্কের সঙ্গে কথা বলার জন্য টেসলা গিগাফ্যাক্টরিতে যাচ্ছেন। এরপর তাঁকে পুলিশ গ্রেপ্তার করে বলে সিবিএস নিউজের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
২০২২ সালের ডিসেম্বরে টেসলা ও স্পেসএক্স প্রধান ইলন মাস্ক বলেছিলেন, তাঁর সঙ্গে খারাপ কিছু হতে পারে বা তাঁকে গুলি করে হত্যা করা হতে পারে। টুইটার স্পেসে দুই ঘণ্টা দীর্ঘ এক অডিও সাক্ষাৎকারে মাস্ক বলেন, তিনি কখনোই ছাদ খোলা গাড়িতে ঘুরবেন না।
তিনি বলেন, ‘সত্যি বলতে, আমার সঙ্গে খারাপ কিছু ঘটার বা গুলিবিদ্ধ হওয়ার ঝুঁকি বেশ প্রবল। কাউকে হত্যা করার ইচ্ছা থাকলে তা খুব একটা কঠিন কাজ নয়, আশা করি, কারও এমন ইচ্ছা নেই আর ইচ্ছা থাকলেও এমন পরিস্থিতিতে যেন ভাগ্য আমার সহায় হয়। অবশ্যই আমার জীবনের আশঙ্কা রয়েছে।’
পাকিস্তানের বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) এবং এর প্রধান সহযোগী একটি গ্রুপকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র। গতকাল সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে এই ঘোষণা দেয়।
২১ দিন আগেজাতিসংঘের তিন-চতুর্থাংশ সদস্য দেশ এরই মধ্যে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে বা শিগগিরই দেওয়ার পরিকল্পনা করছে। আগামী সেপ্টেম্বরের জাতিসংঘ সাধারণ পরিষদে (ইউএনজিএ) ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়ে সোমবার এ তালিকায় নতুন করে যুক্ত হয়েছে অস্ট্রেলিয়া।
২১ দিন আগেআরব নিউজের প্রতিবেদন অনুযায়ী, সিন্ধু পানিবণ্টন চুক্তি নিয়ে গত ৮ আগস্ট এক রায়ে আন্তর্জাতিক আদালত বলেছে যে, ভারতকে পাকিস্তানের জন্য সিন্ধু নদীর পশ্চিমাঞ্চলের নদীগুলোর পানি অবাধভাবে প্রবাহিত হতে দিতে হবে। আদালত স্পষ্টভাবে নির্দেশ দিয়েছে যে, ভারতের নতুন হাইড্রোপাওয়ার প্রকল্পসমূহ চুক্তির নির্ধারিত মানদণ্
২১ দিন আগেপাকিস্তান আবারও ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুমকি দিয়েছে। এবার পাকিস্তানের রাজনীতিবিদ বিলাওয়াল ভুট্টো ভারতকে সিন্ধু পানিবণ্টন চুক্তি একতরফাভাবে স্থগিত করার বিষয়ে হুমকি দিয়েছেন। পাকিস্তানের সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেছেন, ভারত পাকিস্তানের ‘বড় ক্ষতি’ করেছে এবং প্রধানমন্ত্রী...
২১ দিন আগে